নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গামারির হলুদ বন্যা

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

ফুলের নাম : গামারি



অন্যান্য নাম : গামার, গাম্বার, সুভদ্রা, কৃষ্ণবৃন্তা, শ্রীপর্ণী, কম্ভারী, গোপভদ্রা, মধুমতি, সুফলা, মেদেনী, কাশ্মরী, ভ্রমরপ্রিয়া ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Chandahar Tree, Cashmere Tree, Comb Teak, White Teak ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Gmelina arborea
























ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৭/০৩/২০১৮ ইং

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন: গামারী ফুলের ছবি , বিবরণ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সবই সুন্দর হয়েছে ।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যকাদ ডঃ এম এ আলী ভাই।

২| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী জগাই দা?

ফুলতো ভালোই লাগলো কিন্তু পাখিটাকে তো দেখা যাচ্ছে না।:(

প্রথম পেজের কিয়দংশ তো আপনার ছবি দখল করে নিয়েছে?:P

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: এর চেয়ে ভালো ছবি তোলা আমার সাধ্যের বাইরে মন্ডল দা।
প্রথম ছবির পরে কিছু লেখা রেখেছি যাতে সব ছবি দেখা না যায়। তারপরে দেখা গেছে। কি করি কন।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

দিবা রুমি বলেছেন: ফুল ফল প্রকৃতি সবই আমার ভাল লাগে।
ভালো হয়েছে আপনার ছবি ব্লগ।
মনে হয় ফটোগ্রাফিতে খুবই দক্ষ।

পাশে থেকেও যাওয়া হয় না। কত দুর্ভাগ্য আমার

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ফটোগ্রাফির প্রথম অক্ষরও আমার জানা নাই ভাই।

৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগে একটু হেসে নেই, ভাই।:):D

আপনার কমেন্ট টা দারুন। প্রথম ছবির পরে আরেকটু লিখতে(ডেক্সটপ মোডে ৪-৫ লাইন) হবে, তাহলে সব ছবি দেখা যাবে না।

আপনার জন্য শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হাসলেন কেন!!
যাইহক, আগামূতে চেষ্টা করবো।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

দিবা রুমি বলেছেন: কী কন বোন :)

তাইলে এত সুন্দর ছবি তুলেন কেমনে?

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: হো হো হো
আনতাজেই ক্যামেরা নিয়া টিপাটিপি করি। যা উঠে তাতেই আমি সন্তুষ্ট।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

দিবা রুমি বলেছেন: সন্তুষ্ট থাকাই আল্লাহ তা'য়ালার প্রতি কৃতজ্ঞতার প্রমাণ।

ভাল থাকুন নিরন্তর।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।

৭| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: গামারির চেয়ে অদ্ভুত নামের কোন ফুল কি আছে !?

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে।
কয়েকদিন আগে আমি বেশ কিছু গাছ ও ফুলের নাম আমার স্ত্রী ও কন্যাকে শুনিয়েছি। একটা এক আলাদা ভাবে এক রকম, আর সবগুলি একসাথে ভিন্ন আমেজ আনে।

ছাগলাটি, ছাগলনাদি, ছাগল কুঁড়ি, ছাগলবতী

শিয়ালকাঁটা, শিয়াল-মুত্রা, শিয়ালমতি, শিয়াল মুখি

কুকুরচূড়া, কুকুরকট, কুকুর চিতা

কাউয়াঠুকরী, কাকপায়া ঘাস, কাকমাচি, ইপিকাক

বিলাই খামচি, বিলাই চিমঠি, বিড়ালনখা, বিলাই লেজা

এমন প্রায় ৬০টি নাম আছে আমার জানা।

৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আপনি দেখি চলন্ত গাছের encyclopedia :D

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ;) B-)

৯| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: ফুল গুলো বাস্তবের চাইতে ছবিতে খুব বেশি সুন্দর লাগছে । এক কথায় অসাধারণ

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: বাস্তবেও এমনটাই সুন্দ। তবে ছবির ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা আছে। প্রতিটি অংশ নিখুত ভাবে দেখার সুযোগ হয়।

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: কতবার যে দেখলাম ছবিগুলো !!!
অনেক সুন্দর ভাইয়া ।

ধন্যবাদ :)

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া মনিরা সুলতানা আপু।

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: দারুণ ছবি ব্লগ ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.