নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট নাইন]

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছে আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..


১। ফুলের নাম : রাজ অশোক

অন্যান্য নাম : উর্বশী
ইংরেজি ও কমন নাম : Pride of Burma, Orchid tree, Tree of heaven
বৈজ্ঞানিক নাম : Amherstia nobilis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




২। ফুলের নাম : অক্টোপাস গাছের ফুল

অন্যান্য নাম : ছাতা গাছ
ইংরেজি ও কমন নাম : Australia umbrella tree,Queensland umbrella tree, octopus tree, amate, umbrella tree, Australian ivy palm, brassaia, schefflera ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Schefflera actinophylla
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৩। ফুলের নাম : বিড়ালনখা

অন্যান্য নাম : চুনফুল
ইংরেজি ও কমন নাম : Flinders rose, caper bush ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Capparis brevispina
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৪। ফুলের নাম : রক্তরাগ

অন্যান্য নাম : কামলা বাহাল, ভোকার, বোহারি, লাল লাসুরা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Broadleaf Cordia, Scarlet Cordia, Aloe Wood, Lolu, Kou Haole, Orange Geiger Tree, Sebesten plum, Geiger Tree, sea trumpet, Spanish cordia ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Cordia sebestena
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৫। ফুলের নাম : অঞ্জন

অন্যান্য নাম : নীল অঞ্জন, বম্বে অঞ্জন, কায়া, অঞ্জনী ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Delek air tree, Ironwood tree, Kaya, Mandi, Lakhonde, Anjani, Anjan, Kaya, Pride Of Matheran ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Memecylon umbellatum
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৬। ফুলের নাম : নীল বনলতা

অন্যান্য নাম : নীল লতা, নীলাতা, নল লতা, নালাতা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Bengal Clock Vine, Blue Trumpet Vine, Clockvine, Skay Flower ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Thunbergia grandiflora
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৭। ফুলের নাম : মুচকুন্দচাঁপা

অন্যান্য নাম : কলাচম্পা, কুসুম ফুল, কাঠচম্পা, মুছকুন্দা,
ইংরেজি ও কমন নাম : Maple-leaved Bayur, Bayur Tree, Dinner Plate flower, Banana peels flower, karnikara tree, ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Pterospermum acerifolium
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৮। ফুলের নাম : রানিমুকুট

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Napoleona, Napoleon's Hat
বৈজ্ঞানিক নাম : Napoleona imperialis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং




৯। ফুলের নাম : মাধবীলতা

অন্যান্য নাম : মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক, ভ্রমরোৎসব ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Hiptage
বৈজ্ঞানিক নাম : Hiptage benghalensis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




১০। ফুলের নাম : কেশরাজ

অন্যান্য নাম : কেসুতি, কালো কেশী, কেশরী ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : False Daisy, Trailing eclipta
বৈজ্ঞানিক নাম : Eclipta prostrata
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : সাতখামাইর, শ্রীপুর।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুলেল পোস্ট ভাল লাগল। কত ফুল যে আছে যেগুলো জীবনে দেখিইনি, নাম জানা তো দূরের কথা।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অতি সত্যি কথা বলেছেন।

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

Sujon Mahmud বলেছেন: :) :) অতি চমৎকার

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

তিহাম বলেছেন: ক'দিন আগে বলদা গার্ডেনে রাজ অশোক এর সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছিলাম ।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুদিন আগে আমরাও দেখেছি রাজ অশোককে বোটানিক্যাল গার্ডেনে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

সামিয়া বলেছেন: চমৎকার পোস্ট

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই! আমাকেও আপনার দস্যু দলের সদস্য করে নিন।

এই পর্বের ছবি গুলো অসাধারণ হয়েছে। স্পেশালি ১,৩,৪,৫

আপনাকে নিয়ে কখনো, প্রথম আলো তে লিখেছে?

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: না, আমাকে নিয়ে প্রথম আলোতে লেখার কোন কারণ নেই।

মূল্যায়নের জন্য শুকরিয়া।
ভালো থাকবেন অহরহ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো । :)

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লাগলো +

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।

৯| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৫০

নিয়াজ সুমন বলেছেন: আজ প্রথম মাধবিলতা ফুলের ছবি দেখলাম। দারুন!

০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা মধুমমঞ্জুরী লতাকে মাধবীলতা নামে চিনি। আসলে সেটা ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.