নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট কন্যা (ছবি ব্লগ) - ০২

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬


ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০১/২০১৯ ইং

আমার ছোট কন্যা নুয়াইরা সাজিবা সোহেন বেশ দুষ্টু এবং জেদি। সারাদিন খেলা আর ইউটিউব নিয়েই থাকে। স্কুলে ভর্তী করেছি, কিন্তু করোনার কারণে সপ্তাহে মাত্র ৩ দিন স্কুলে যাবার সুযোগ পাচ্ছে। আমার মতোই বেড়াতে ভালোবাসে। তবে সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরেই ওর বাড়িতে ফিরে যাওয়ার জন্য মন আকুপাকু করে উঠে, তখন আর কোনো কিছুই ওর ভালো লাগে না। দুধ-ভাত, ডাল-ভাত এবং মাংস এই হচ্ছে ওর খাবার তালিকা। এগুলি ছাড়া চকলেট, চিপ্স ইত্যাদি বেশ পছন্দের। অল্পকিছু ফাস্টফুডও মুখে তোলে কখনো কখনো।


২। সূর্য ধরার চেষ্টা

ছবি তোলার স্থান : লাবনী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং




৩। সূর্য গিলে ফেলার চেষ্টা

ছবি তোলার স্থান : লাবনী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং




৪। ফুলের পাশে

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০২/২০২০ ইং




৫। পুরনো জমিদার বাড়িতে

ছবি তোলার স্থান : রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি, বিরামপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০১/২০২২ ইং

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুন

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাপ বেটির জন্য শুভ কামনা রইলো। আপনার মেয়ে দেখতে অনেকটা আপনার মতোই। পুরোনো একটি কথা আছে ছেলেমেয়ে দেখতে বাবার মতো হলে এরা সাহসী হয়।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বড় মেয়ের মিল আমার সাথে অনেক বেশী। ছোটটার মিল তার বড় মামাও ও মার সাথে। আমার দুই মেয়েই প্রচন্ড ভীতু। আমি নিজেও ভীতু।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ডাক নাম কি? আপনিও কি ছোটবেলায় বেড়াতে ভালোবাসতেন?

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ডাক নাম নুয়াইরা। তবে নুয়াইরু ডাকা হয় বেশী।
জ্বী আমি নিজেও বেড়াতে ভালোবাতাম সেই ছোট বেলা থেকেই।
আমার দাদী আমার জন্মের আগেই নানান যায়গায় (মাজারে) নিয়ে যাওয়ার মানত করে রেখেছিলো। তাই ছোট বেলাতেই বাবা আমাকে নানান যায়গায় নিয়ে গেছে মানত পূরনের জন্য। সেই থেকে রক্তে মিশে গেছে।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অনেক দোয়া রইল

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামনীর জন্য দোয়া রইল।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ কিউটের ডিব্বা!
কিউট মা মনির জন্য
অনেক অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৩

এম ডি মুসা বলেছেন: মাশাআল্লাহ

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুন

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: কন্যার জন্য রইলো শুদ্ধ স্বচ্ছ পবিত্র ভালোবাসা ও আদর।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মেয়ের জন্য দীর্ঘ এবং সফল জীবন কামনা করি।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০১

সাজিদ! বলেছেন: চমৎকার

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আমি আল্লাহকে বলেছি, আমাকে একটা কন্যা দেন। আল্লাহপাক দিয়েছেন। এখন আমি আর কোনো কিছু চাই না। আমি খুশি। আমি আনন্দিত।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! বেশ!
আপনার দুই কন্যার তাই না?

১৩| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি কি "দুষ্ট" ( কন্যার কথা বলতে গিয়ে বলেছেন ) ও "প্রানবন্ত" শব্দ ২টা'কে সমার্থক হিসেবে ভাবেন?

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, নুয়াইরা কে দুষ্টু বললে বেশী বলা হয়ে যায়। প্রানবন্ত এবং চঞ্চল বলাই ভালো হতো।

১৪| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



দেখছেন, আমি কিন্তু আপনার মেয়ের জীবনযাত্রা দেখিনি!

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, আপনি অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক পরিপক্ক।

১৫| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোবুজ বলেছেন: হাসিটা খুব সুন্দর।কন্যাদের প্রতি যত্ন নিবেন।

১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যত্ন নেয়ার কাজটা ওদের মা করে। আমি শুধু তাকিয়ে থাকি।

১৬| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২০

ডঃ এম এ আলী বলেছেন:

নুয়াইরু‌'র জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

গরল বলেছেন: অনেক অনেক আদর ও ভালোবাসা আপনার ছোট কন্যার জন্য। শুধু মাত্র সচেতনতার জন্যই একটা কথা বলছি সেটা হল বাচ্চাদের স্বাদ নিয়ে। আমাদের জিব্হায় সব ধরনের স্বাদের রিসেপ্টর একসাথে বা জন্মের সাথে সাথেই তৈরি হয় না। বয়সের সাথে সাথে আস্তে আস্তে ডেভলপ করে। যেমন প্রথম তিন মাস শুধু মিষ্টি ও তিতা, পরের তিন মাস নোনতা। বিভিন্ন ধরণের খাবার এই স্বাদ ডেভলপ করতে সাহায্য করে। নিচের লিংকটা দেখতে পারেন।

চিপস এ টেষ্টিং সল্ট নামে এক ধরনের কেমিক্যাল অত্যাধিক বেশি পরিমানে দেওয়া থাকে যেটা আসলে জিহ্বায় থাকা টেস্ট বাড গুলো কে একটা বিচিত্র স্বাদের প্রতি অনুপ্রাণিত করে ফেলে। ফলে বাচ্চারা আর অন্য কোন স্বাদ গ্রহণের ক্ষমতা দিন দিন কমে যেতে থাকে। ফলে রুচীর ব্যাপক সমস্য দেখা যায়, এমন কি বড় দেরও এটা হয়। ফলে অন্য কোন স্বাদ গ্রহণের জন্য সেই স্বাদের তীব্রতা অনেক বেশি হতে হয়। হয়ত দেখে থাকবেন যে বাঙালীরা অতিরিক্ত ঝাল, লবণ ও মিষ্টিতে অভ্যাস্থ হয়ে গেছে। এর কারণ হল ঐ টেস্টিং সল্ট এর অধিকক ব্যাবহার। আর তাই বাচ্চাদের কে টেস্টিং সল্ট আছে এমন কিছু থেকে দুরে রাখবেন। আমার মেয়ে তিন বছর বয়সেই মুগ ডাল ও মুশর ডাল এর খিচুরির পার্থক্য ধরতে পারতো, তারপর ধরেণ খেজুরের গুড় ও আঁখের গুড়ের পায়েসের পার্থক্য, এমন কি লাউ দিয়ে রান্না মাছ বেশি পছন্দ করত শিম দিয়ে রান্না মাছের চেয়ে। স্বাদের পূর্ণাঙ্গ বিকাশ যে কোন মানুষের জন্যই জরুরী তা না হলে সে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
স্বাদের ব্যাপারে মানুষে মানুষে খুব পার্থক্য হয় দেখেছি।
আমার কাছে যে তরকারি খুব ভালো মনে হয়, সেটাই বেশীর ভাগ সময় বিবি সাহেবার পছন্দ হয় না।
আমি দেখেছি বয়সের সাথে সাথে মানুষের স্বাদের ধরনটা পালটে যায়।
একটা সময় আমি করলা খেতাম না। তিতা লাগতো, এখনো করলা সেই একই রকম তিতা লাগে। তবে তার স্বাদটা এখন আর খারাপ লাগে না, সামান্য হলেও খাই।
পটল আর কাকরল একেবারেই খেতামনা, এখন বেশ পছন্দ হয়।

১৮| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




বেশ কিউট আপনার ছোট কন্যা।
সূর্য্যের মতো বিশাল আর আলোকময় কিছু ধরার যোগ্যতা অনায়াস হোক তার!

এরকমের সুন্দর আর প্রানবন্ত হয়ে বেড়ে উঠুক মেয়েটি। আদর রইলো।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৯| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫

গরল বলেছেন: দুখিত, আগের মন্তব্যে লিংকটা কেন যেন ঝামেলা করছিল।

Developmental milestones: taste

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে লিংকটি শেয়ার করার জন্য।

২০| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৩

নূর আলম হিরণ বলেছেন: কন্যার জন্য শুভকামনা থাকলো। মানুষের মত মানুষ হও এইটাই কামনা থাকলো।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২১

জিকোব্লগ বলেছেন: আমার ছোট কন্যার জন্য অনেক অনেক শুভ কামনা।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছোট কন্যার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

২২| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেয়ের জন্য শুভকামনা রইল অফুরন্ত।

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪২

জিকোব্লগ বলেছেন: দুঃখিত। মন্তব্য সংশোধন করে নেওয়ার জন্য ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো সমস্যা নেই, সামান্য টাইপো হয়েছে। আমি বুঝে নিয়েছি।

২৪| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০

জুল ভার্ন বলেছেন: কন্যার জন্য শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.