নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১৬

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৩২

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।



ছবি তোলার স্থান : জৈনা বাজার, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৫/২০১১ ইং



ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে.....

ছবি তোলার স্থান : রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১২ ইং



ঝগড়ার ফলাফল

ছবি তোলার স্থান : রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১২ ইং



বর্ষায় হাঁসের দল

ছবি তোলার স্থান : সাঁতারকুল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং



পুকুরে স্নান

ছবি তোলার স্থান : পানামনগর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৯/২০১১ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৭

শায়মা বলেছেন: গ্রাম বাংলার ছবিগুলির মাঝে শান্তি শান্তি ছায়া। :)

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, মন জুড়িয়ে যায়।

২| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৯

অধীতি বলেছেন: পুকুরে স্নান ‍ছোট্ট বেলায় চলে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সাঁতার জানি না, তাই পুকুরে স্নান মানেই আমার কাছে বুক পানি পর্যন্ত নামা।

৩| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:০০

প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:


ঢাকায় অনেক গরম এখন?

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: না।
গতকাল বেশ বৃষ্টি হয়েছে। তাই এক দিনের জন্য গরম ছুটিতে গেছে।

৫| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪

জুল ভার্ন বলেছেন: সুন্দর ছবি ব্লগ। তবে গরুমাতা ও তার সন্তানের হাড়জিরজিরে অবস্থা এখন আর নাই।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: গৃহস্তের কিছু কিছু গরু, বিশেষ করে গাই গরু এমন হাড়জিরজিরেই হতে দেখি।

৬| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৯

কালো যাদুকর বলেছেন: ছবি অনেকই চোখে পরে। তবে এগুলো একেবারে মনে গেথেঁ গেল। বিশেষ করে ২ নং টি | ঝগডা ঝাটী হবে না- মান অভীমান হবে ৷ :)

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

৭| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: মুরগীর বাচ্চা দেখে ছোট বেলার কথা মনে পড়লো। আমাদের বাসাতে আম্মা প্রায়ই মুগরীর বাচ্চা ফুটাতে দিতেন। আমার একটা মুরগী ছিলো। এটা আমার বিছানায় এসে ডিম পাড়তো। বাকি ১১টা সবাই খাঁচার মধ্যে ডিম দিতো!

২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলায় আমারও একটি কালো মুরগির বাচ্চা ছিলো। কয়েকটি বাচ্চা ফুটিয়ে ছিলো একটি মুরগি। সেগুলি মরতে মরতে ঐ একটিই টিকে ছিলো। আমি সেটিকে পেলেছিলাম।

৮| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

জগতারন বলেছেন:
অসাধারন ও সুন্দর সব ছবি দেখিয়া আমার খুব ভালো লাগিলো ও লাইক।
আপনার এই পোষ্টের ২ নম্বর ছবি শিরোনাম; ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে..... দেখিয়া ও উদ্বোধ্য হইয়া সামু সামু কতৃপক্ষকে জানাইতে চাই
ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে..... থাকিলেও কাহারও গলা টিপিয়া ধরিয়া মারিয়া ফেলা অসমচিন মনেকরি তাই দয়া করিয়া জ্বনাব চাঁদ গাজী সাহেবের নিকটি ফিরাইয়া দেবার আকুল অনুরোধ করিতেছি।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চাঁদ গাজী সাহেবের পোস্টে আমি তেমন কোনো সমস্যা কখনো দেখি নাই। তবে উনার মন্তব্য গুলি বেফাস হয়।
চাঁদ গাজীকে তো আটকাইতে পারে নাই, তিনি এখন সোনাগাজী হয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.