নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অর্কিড ফুলের ছবি

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫৫



অর্কিড (Orchid) একটি সপুষ্পক উদ্ভিদ।
অর্কিড ফুলের আকার, রং আর ধরণের শেষ নাই। এদের ফুল রঙিন আর সুগন্ধি হয়। আবার কিছু কিছু বর্ন ও গন্ধহীনও হতে পারে।

বেশীর ভাগ অর্কিডই পরাশ্রয়ী। তবে কিছু কিছু অর্কিড আছে যারা মাটিতেই জন্মে।
ভূমিজ অর্কিডের পাশাপাশি আছে মৃতজীবী অর্কিডও।

অর্কিডের দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে।
আর হাইব্রীডের সংখ্যা ১,০০,০০০ এরও বেশী।

খুব অল্প কয়েকটি অর্কিডের ছবি আমি তুলেছি। সেইগুলির থেকে ৫টি ছবি রইলো এখানে।

















ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৬/২০১৮ ইং



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ফুল ঘ্রাণ সুগন্ধী হবে

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু অর্কিড আছে যাদের সুগন্ধী নাই।

২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:১০

জুন বলেছেন: আমি ইনশাআল্লাহ আগামী তিন চারদিনের মাঝে ব্যাংককের একটি প্ল্যান্ট মার্কেটে যাবো। ওইখানে কত রকম অর্কিড যে বিক্রি হয়। ছবি তুলে আনবো আর আপনার মত অর্কিড দেশে দেশে নামে একটা পুস্ট দিবো B-)
আপনার পোস্টে প্লাস।
+

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান রকম অর্কিড যখন এক সাথে বিক্রির জন্য (গাছ সহ) সাজিয়ে রাখে তখন দেখতেযে কি চমৎকার লাগে তা বলে বুঝানো যাবে না।
আমি এবার ঢাকার বৃক্ষ মেলায় এমনটা পেয়েছিলাম। দেখে আমি মুগ্ধ!!

৩| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অর্কিড ফুলটা আমি চিনেছি বিয়ের পর।
একদিন সুরভি বলল, অর্কিড ফুল আনো। নীলা রঙ্গের। আমি খোঁপায় পরবো।
সেদিন দোকানে কিনতে গেলাম। এবং এই ফুল চিনলাম। এঁর আগে শুধু নামটাই জানতাম। চিনতাম না।

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো এই অর্কিডটা নিয়ে এসেছিলেন ভাবির জন্য।

৪| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:১৬

রানার ব্লগ বলেছেন: অর্কিড আমার প্রীয় ফুল !!!

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অর্কিড বেশ পছন্দ করি। বুনো গুলিও বেশ সুন্দর হয়।

৫| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা খুব ভালো আছেন ফুল পাখিদের নিয়ে।
আপনার ছবির একটি একজিভিশন করতে পারেন

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আলহামদুলিল্লাহ, খারাপ ভালো মিলিয়ে ভালই রেখেছেন আল্লাহ। কিছু সমস্যা আছে, আশা করি সময়ে সেসব কেটে যাবে ইনশাআল্লাহ।
ছবির একজিভিশন করার মতো ফটোগ্রাফার আমি নই দাদা।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

এত প্রজাতি!!

২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: অভাব নাই।
আদের দেশেও বনে বাদারে বেশ কিছু পাওয়া যায়। এবার বান্দরবান গিয়ে ৪ রকমের অর্কিড দেখেছি। ২টির ছবি তুলতে পেরেছি। বাকি দুটির ছবি তুলতে পারি নাই। চলন্ত গাড়িতে ছিলাম বলে।

৭| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ একদম এটাই।

আমি অর্কিড এর ছবি তুলে রেখেছি। ছবিটা খুঁজে পেলে আপনাকে দেখাবো।

২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, আমি আপনার তোলা ছবি দেখার অপেক্ষায় রইলাম।
এই ফুলের তোরাটি আমি আমার বেগম সাহেবার জন্য নিয়ে এসেছিলাম।

৮| ২৫ শে মে, ২০২২ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:


আপনি এত ফুল দেখেন কেন! দেখিয়েন, চোখে যেন সরিষার ফুল না দেখেন!

২৫ শে মে, ২০২২ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি নিজেই ফুল। বাংলা ফুল না, ইংরেজি ডাবল ও যুক্ত ফুল। তাই ফুল দেখি। আমি একদিন চোখে সত্যিই সরিষার ফুল দেখেছি। সেই কাহিনী লিখবো একদিন।

৯| ২৬ শে মে, ২০২২ রাত ৩:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি প্রবাদ ভালোবাসেন, আপনার নিজ চোখে সর্ষেফুল ফুল দেখাটা ইন্টারেষ্টিং হবে।

২৬ শে মে, ২০২২ সকাল ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আসল পরিস্থিতিটা লিখে বা বলে প্রকাশ করা অসম্ভব হবে।

১০| ২৬ শে মে, ২০২২ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: ৫/৬ বছরের সাধনার পর আমার বারান্দায় দুটো অর্কিড ফুল ধরেছে। অর্কিডের রাজধানী হলো থাইল্যান্ড- যেখানে অজস্র রকমের অর্কিড দেখেছি। কুনমিংয়েও প্রচুর পাওয়া যায়।

২৬ শে মে, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আর্কিড দেখেছি বৃক্ষ মেলা। দেখে মুগ্ধ হয়েছি।
আমার এলাকায় একটি দোকানের সামনে সাটারের উপরে পুরা সাটার জুড়ে অনেকগুলি অর্কিড গাছ ঝুলানো আছে। মাঝে মাঝেই সেখানে একটি দুটি ফুল ফুটতে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.