নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মুখচ্ছবি - ০৮

১৮ ই জুন, ২০২২ রাত ৮:০৫

চলতিপথে চেনা-অচেনা জনের তোলা কিছু ছবি, যা তোলার সময় অনুমতি নেয়া হয়নি বেশীরভাগ সময়। কেউ বুঝতে পেরেছে ছবিতোলার বিষয়টা, কেউবা জানতেই পায়নি। আবার কেউকেউ ছবি তোলার জন্য নিজেই আগ্রহী হয়ে এসেছেন।



১। একজন বৃদ্ধা পাহাড়ি মহিলা সন্ধ্যায় বাসে আছেন বাজারে তার বিচিত্র সওদা নিয়ে।

ছবি তোলার স্থান : বান্দারবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০১/২০১৪ ইং




২। সমূদ্র থেকে সদ্য ধরে আনা মাছ বাছাই করা হচ্ছে

ছবি তোলার স্থান : মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




৩। সমূদ্র থেকে সদ্য ধরে আনা মাছ বাছাই করা হচ্ছে

ছবি তোলার স্থান : মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




৪। আমার কাছে নাইগো বুবু কাঁচা বাদাম

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




৫। এক পায়ে নুপুর আমার.…. অন্য পা খালি....
এক পাশে সাগর .... এক পাশে বালি.....

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মুখচ্ছবি - ০১
মুখচ্ছবি - ০২
মুখচ্ছবি - ০৩
মুখচ্ছবি - ০৪
মুখচ্ছবি - ০৫
মুখচ্ছবি - ০৬
মুখচ্ছবি - ০৭

=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২২ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:




জীবিকার প্রয়োজনে মানুষকে কতোকিছু করতে হয় ।
এক থেকে চার ছবিগুলো ভালো লেগেছে কিন্তু পাঁচ, গানের কথার সাথে ছবিটা যায়নি ।




১৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, নুপুর একটা কম আছে। ততে কি!! সাগর আর বালি তো ঠিক আছে ;)

২| ১৮ ই জুন, ২০২২ রাত ৮:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ থেকে ৪ ভালো লাগলো ।
ছবি কি মুবাইলে উঠানো?

১৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
ছবি NIKON D3400 ক্যামেরায় তোলা।

৩| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:


৩নং:

সখানে মাছের দাম আর ঢাকায় মাছে দাম অনেক পার্থক্য ?

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:


সাধারণ টুরিস্ট যখন কিনতে যায় তখন ঢাকার তুলনায় বরং বেশী হয়।
যখন আপনি লট ডাকে বিট করে কিনবে তখন দাম কম পরবে অনেকটাই।
আবার স্থানীয়রাও কমে কিনতে পারেন।

৪| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: মুখচ্ছবি মনে করে ছবি দেখতে গিয়ে আমি আপনার ছবির সাবজেক্ট কোনটা সেটাই বুঝতে পারিনি।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:



আমিতো প্রফেশনাল ফটোগ্রাফারই নই ভাইজান!!
ছবি সাবজেক্ট খুঁজে না পাওয়াটা আপনার নয় বরং আমার ছবির দোষ।
আমার পোস্টে সাবজেক্ট খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক।

৫| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা দীঘা বা পুরীতে গিয়ে সদ্য ধরা মাছ কিনে হোটেলে ফিরে ভাজা খেয়েছি। খুবই কম দামে বিক্রি করে। বাংলাদেশের সিবিচ গুলোতে পর্যটকদের কাছে এরকম সদ্য ধরা মাছ বিক্রির সুযোগ আছে?

১৮ ই জুন, ২০২২ রাত ৯:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:



আমি খুব অল্প সময়ের জন্য একবার দীঘাতে বেড়াতে গেছি।
আগামীতে অন্ততো ২ রাত থাকার উদ্দেশ্যে যাবো আবার।

আমাদের কক্সবাজার এবং কুয়াকাটায় সামূদ্রিক মাছ খাওয়ার সুযোগ আছে সৈকতের পথের ও পাশের রেষ্টুরেন্ট ও ঠেলাতে। সম্ভবতো পতেঙ্গাতের দেখেছিলাম।
তবে মাছ খুব একটা টাটকা হওয়ার সুযোগ কম।
দামে আপনাদের তুলনা বেশ খানিকটা চড়া।

৬| ১৮ ই জুন, ২০২২ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

বান্দরবানের মাতৃতান্ত্রিক পরিবার দেখেছেন? ৫ নং ছবি আপনার পরিচিত কেউ??

১৮ ই জুন, ২০২২ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:



মাতৃতান্ত্রিক পরিবার দেখেছি বান্দরবানে।

৫ নং ছবিতে যিনি আছেন তিনি আমার পরিচিত কেউ নন। অনেক দূর থেকে এই ছবিটিতোলা।

৭| ১৯ শে জুন, ২০২২ রাত ১:০৬

অপু তানভীর বলেছেন: পেছনের কন্যা কি পরিচিত নাকি অপরিচিত? 8-|

১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অপরিচিত

৮| ১৯ শে জুন, ২০২২ সকাল ৭:৫৪

হাবিব বলেছেন: আপনার আগের তোলা কোন ছবিই দেখতি পাচ্ছি না

১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: পুরনো ছবিগুলি যে সাইটে আপলোড দেয়া ছিলো সেটি কাজ করছে না বলে দেখতে পাচ্ছেন না।
আমি আসতে আসতে সবগুলি রিপ্লেস করে দিচ্ছি।

৯| ১৯ শে জুন, ২০২২ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবন্ত ছবি দাদা ভাল থাকবেন

১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাহাড়ী জীবন অনেক সংগ্রামের। ছবিগুলো দারুণ হয়েছে।

১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
দুই একদিন পাহাড়ে ছিলাম বলে ওদের জীবন ধানর সম্পর্কে অতি সামান্যই দেখেছি। তাতেই বুঝা যায় ওদের সংগ্রামের অবস্থাটা।

১১| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ১৯ শে জুন, ২০২২ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ছবি বেশী করে দিবেন।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিতো ৫টি করে ছবি দিয়ে অভ্যস্ত। :(
আগামীতেও ৫টি করেই দিবো। /:)
আপনার পরামর্শ গ্রহণ করা হলো না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.