নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নীল মানুষ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:১২

বইয়ের নাম : নীল মানুষ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০২
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ১০৪ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
ফরহাদ উদ্দিন সাদাসিদা ভালো মানুষ। তিনি তার হারিয়ে যাওয়া বন্ধু বদরুল পাশার কাছে শুনেছিলেন কোনো লোক যদি ২০ বছর কোন মিথ্যা কথা না বলে, তাহলে তাঁর মনের ইচ্ছে পূরন হতে শুরু করে। সেই থেকে তিনি মিথ্যে কথা বলেন না। ২০ বছর হতে আর বেশি বাকিও নেই।

বদরুল হঠাৎ হারিয়ে যাওয়ার পরে বদরুলের স্ত্রী তাঁর একমাত্র মেয়ে কনককে নিয়ে অসহায় হয়ে পরে। বাধ্য হয়ে সে বিয়ে করে। একসময় মেয়েকে মিথ্যে বলে ফরহাদ সাহেবের বাড়িতে রেখে নতুন স্বামীর সাথে বিদেশ চলে যায়। সেই থেকে কনক তাঁর বাড়িতেই তাঁর তিন মেয়ের সাথে থাকে। ফরহাদ সাহেবের ইচ্ছে মেয়েটিকে তিনি ছেলের বৌ করে বাড়িতেই রেখে দিবেন।

ফরহাদ সাহেবের ছেলে সঞ্জু একটি ঝামেলায় আটকে গেছে। অনিচ্ছাকৃত ভাবে তারা তিন বন্ধু একজনকে মেরে ফেলে। পুলিশ সঞ্জুকে খুঁজতে থাকে। সঞ্জুর মামা বড় পুলিশ অফিসার আর ফরহাদ সাহেবের এক মামা মিলে মিথ্যে কিছু এভিডেন্স তৈরি করে। ব্যাক ডেটে সঞ্জু আর কনকের বিয়ে দেখায়। বিয়ের কার্ড ছাপায়, ট্রেনের টিকেক কাটে, হোটেলের রুমের ভাড়াদেয়। যাতে দেখা যাবে খুনের দিন সঞ্জু তার নতুন বিয়ে করা বৌকে নিয়ে হানিমুনে ছিলো কক্সবাজারে।

কিন্তু সঞ্জু নিজেকে এভাবে প্রমাণ করতে চায় না। সঞ্জু কোর্টে স্বীকার করে তাঁর দোষের কথা। সঞ্জুর ফাসি হয়।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:২২

এইযেদুনিয়া বলেছেন: এ বইটা পড়া হয় নি। নামও শুনি নি। ফরহাদ সাহেবের মতো আমিও বিশ্বাস করি, কেউ যদি সব সময় সত্য কথা বলে, তাহলে এক সময় তার সব কথা সত্য হতে থাকে। আপনার রিভিউর প্রথম লাইন পড়ে তাই চমকে গিয়েছিলাম।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লেখাটি পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। কোনো ভাবে হয়তো এই বইটি আপনার চোখ এড়িয়ে গেছে। হুমায়ূন আহমেদের হাতে গোনা দুই-তিনটি উপন্যাস বাদে বাকি সব উপন্যাসই একাধীক বার পড়েছি আমি।

২| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: এত ছোট করে লিখেন, মন ভরে না।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি খুব বেশী লিখতে পারি না। তাছাড়া মন ভরানোর জন্যতো পুরো বইটাই রয়েছে!!

৩| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফরহাদ সাহেবের কি সত্য কথা বলার ২০ বছর পূর্ণ হয়েছিল? নাকি তার আগেই মিথ্যে এভিডেন্স তৈরি করতে হয়?

হয় এ উপন্যাসটা পড়েছি, অথবা এমন একটা ছোটোগল্প আছে, যেখানে নায়কের ফাঁসি হয়ে যায়।

গল্প সংক্ষেপ ভালো লেগেছে।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ হলে উপন্যাটি পড়ে ফেলেন। সকল প্রশ্নের উত্তর সব সময় পাওয়া যায় না।

৪| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ২:১৬

আমি সাজিদ বলেছেন: পড়া হয়েছে আগে। পোস্টে প্লাস।

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পাঠান্তে মন্তব্য ও প্লাসের জন্য।

৫| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৩:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঝুম বৃষ্টি পড়ছে। মেয়েদের একটা ছাতা নিয়ে ফরহাদ উদ্দিন এগোচ্ছেন। তাঁর খুবই ভালো লাগছে। রাস্তায় পানি জমে আছে। ফুটপাত পর্যন্ত এখনো পানি উঠে নি। তিনি ফুটপাত দিয়ে না হেঁটে রাস্তার নোংরা পানিতে পা ফেলে ছপ ছপ শব্দ করতে করতে এগুচ্ছেন। হলুদ স্ট্রীট ল্যাম্প জ্বলছে। হলুদ আলো পানিতে নানারকম নকশা তৈরি করছে। দেখতে এতো ভালো লাগছে। ফরহাদ উদ্দিনের মনে হল আরেকটু পানি হয়ে পুরো রাস্তাটা ডুবে গেলে ভালো হত। রাস্তাটাকে মনে হতো নদী। একটা মানুষ নদীর ওপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কী মজার ব্যাপার।


০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে উপন্যাসের লেখাটুকু শেয়ার করার জন্য।

৬| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: ভালো মারদাঙ্গা কোন পরিচালকের হাতে পরলে এটা ব্লকবাস্টার চলচিত্র হতে পারে । সম্পুর্ন ফ্যামেলি ড্রামায় পরিপূর্ন সেই সাথে পুলিশ স্ট্রাইক, আদালত, খুন, মিথ্যা , সাজানো নাটক , মায়ের দ্বিতীয় বিয়ে ইত্যাদী । কিন্তু করন জহর বা ইয়াশ চোপড়ার মতো কেউই নেই এই দেশে।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হুমায়ূন আহমেদে অনেক উপন্যাস পড়ার পরেই আমার এমন মনে হয়েছে- এতো চমৎকার কাহিনী থাকতেও সিনেমা গুলিতে সেই মেদামেদা কাহিনী নিয়ে কেনো পড়ে থাকে!!

৭| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৯

অপু তানভীর বলেছেন: নীল মানুষ পড়া আমার । তবে মনে নেই কাহিনী । এমন কি আপনার কাহিনী সংক্ষেপ পড়ার পড়েও না । এর আগেও এমন হয়েছে । বই পড়া অথচ আপনার কাহিনী সংক্ষেপ পড়ার পরেও কাহিনী মনে পড়ছে না । কয়েকবার এমন হয়েছে । স্মৃতি মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে ।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সত্যি কথা বলতে, আমারও এমন হচ্ছে ইদানিং খুব। স্মৃতি সব সময় সাথে থাকতে চাচ্ছে না।

৮| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:
- হুমায়ূন আহমেদে অনেক উপন্যাস পড়ার পরেই আমার এমন মনে হয়েছে- এতো চমৎকার কাহিনী থাকতেও সিনেমা গুলিতে সেই মেদামেদা কাহিনী নিয়ে কেনো পড়ে থাকে!!


কারন যারা গল্প লেখে এবং যারা সিনেমা বানায় কেউই কোনদিন ভালো উপন্যাস পড়ে দেকেহ নাই । এরা কপি মেরে কিছু করার তালে থাকে নতুবা সেই ঘিসাপিটা কাহিনী চাকরের ছেলে বিলগেটসের মেয়ের প্রেম কাহিনী । চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু অমানুষ না ।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আপনার সাথে একমত।
- সেই সাথে চলচিত্রের মূল ধারায় মেধাসম্পন্ন লোকের চরম অভাব আছে।

৯| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫০

কাছের-মানুষ বলেছেন: গল্পতো বলে দিলেন পুরোটা, এখন পড়ে মজা পাওয়া যাবে না!

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম কথা পুরাটা গল্প বলে দিয়েছি ২১বছর পরে।
- দ্বিতীয় কথা, পোস্টের প্রথমেই লিখে দিয়েছি - সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

১০| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আমি খুব বেশী লিখতে পারি না। তাছাড়া মন ভরানোর জন্যতো পুরো বইটাই রয়েছে!!

বইটা বহু দিন আগে পড়েছিলাম। এখন কাহিনীর কিছুই মনে নেই।
বইটা আমার কাছে নেই। থাকলে আজ রাতেই আরেকবার পড়লাম।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি এখন বেশী পড়ি টেবে পিডিএফ।

১১| ০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: অনেক দিন বই পড়া হয় না, তবে ইচ্ছা শেষ হয়ে যায় নাই।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি এখনো একটু একটু পড়ি।
- গত কয়েক সপ্তাহ ধরে পড়ছি ফাউন্ডেশন সিরিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.