নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ১৫

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪০


ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।


== ২ ==
বিচিত্র সমূদ্র


ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।



== ৩ ==
আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।




== ৪ ==
নাফ নদীর মোহনায় কাদাময় সৈকত!!


ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।



== ৫ ==
জাল-জেলে আর সমূদ্রের জীবন


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
সমূদ্র-সৈকতে - ১১, সমূদ্র-সৈকতে - ১২, সমূদ্র-সৈকতে - ১৩, সমূদ্র-সৈকতে - ১৪
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪৮

বাকপ্রবাস বলেছেন: টেকনাফ শ্বশুর বাড়ি ছিল, তবে যাওয়া হয়নি। এখন ওরা সব বিক্রি করে দিয়ে চট্টগ্রাম চলে আসছে।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগে যান চট্টগ্রাম। শ্বশুর বাড়ি বেড়িয়ে সেখান থেকে চলে যান টেকনাফ। পরনো শ্বশুরবাড়িটাও দেখে আসেন।

২| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সমুদ্র এবং পাহাড় সব মানুষের প্রিয়।
অনেকদিন সমুদ্র আর পাহাড়ে যাই না। আসলে বিয়ে করে আটকে গেছি। বউ বাচ্চাকে রেখে যাই কি করে! আবার তাদের সাথে নিলেও বিরাট দিকদারি। মেয়ে কোল থেকেই নামতে চাইবে না।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি বিয়ের আগে অল্প কিছু বেরিয়েছি, বিয়ের পরেও। বিয়ের পরে এবং তর্বমানে সমস্যা হচ্ছে বৌ-বাচ্চা নিয়ে গেলো খরচ অনেক বেড়ে যায়। তাই আগে খরের টাকা জোগাড় করে তারপরে বের হতে হয়।

৩| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: চুরানব্বই সালের দিকে টেকনাফ দিয়ে নৌকায় সেন্ট মার্টিন গিয়েছিলাম। সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পড়ে জীবনের শিক্ষা পেয়েছি। সাঁতার জানার পরও কলিজা শুকিয়ে গিয়েছিল। তবে সেই ভ্রমণ আমার জন্য এখন স্মৃতিময়।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি প্রথম ১৯৯৮ সালে টেকনাফ দিয়ে নৌকায় সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টা করেছিলাম। ঝরের কবলে পরে কোনো রকমে বেঁচে ফিরে ছিলাম সেইবার। পরে ২০০২ সালে গিয়েছিলাম।

৪| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাফ নদীর পাড়ে গিয়েছিলাম একবার। ১৯৯১ সালের ডিসেম্বরের দিকে। তখন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে উত্তেজনা।

২ ও ৪ নম্বর ছবিতে দূরের দিগন্তের দিকে তাকালে মনটা উদাস হয়ে যায়।

১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ইচ্ছে ছিলো নফনদী পার হয়ে মায়ানমার দেখতে যাওয়ার। সেই সুযোহ এখন আর নেই।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪২

রানার ব্লগ বলেছেন: সমুদ্র আমার বরাবরি ভালো লাগে । জিবনের একটা বড় সময় সমুদ্রের কাছাকাছি ছিলাম কিন্তু তখন সমুদ্রকে বুঝতে পারি নাই । এখন দুরে আছি সমুদ্র আমায় ডাকে কিন্তু যাওয়া হচ্ছে কই ?

১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমুদ্র আমারও খুব প্রিয়। কতো বার গেছি, তারপরেও স্বাদ মেটে না।

৬| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১১:২৫

কামাল১৮ বলেছেন: আমার ভালোলাগে পাহাড়ি সমুদ্রের পার।এটা প্রথম দেখি বোম্বে।যদিও সেটা কৃত্তিম ভাবে বানানো।বড়বড় পাথরের চাই ফেলে বানানো।বেলাভূমি আমার তত ভালো লাগে না।সাগরের গর্জনের থেকে মানুষের গর্জন বেশি।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নির্জন সৈকত আমারও খুব পছন্দ। তবে তারজন্য পাহাড়ি সৈকতে প্রয়োজন নেই। কক্সবাজার, কুয়াকাটা আর পতেঙ্গার এর মূল অংশ টুকু বাদ দিলে অনেক নির্জন সৈকত বাংলাদেশে রয়েছে।

৭| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আমি বিয়ের আগে অল্প কিছু বেরিয়েছি, বিয়ের পরেও। বিয়ের পরে এবং তর্বমানে সমস্যা হচ্ছে বৌ-বাচ্চা নিয়ে গেলো খরচ অনেক বেড়ে যায়। তাই আগে খরের টাকা জোগাড় করে তারপরে বের হতে হয়।

আপনাদের দোয়ায় টাকার সমস্যা আমার নেই।
এজন্যই তেজ দেখিয়ে বলি- কাঁচা মরিচের কেজি ৩ হাজার টাকা হলেও আমার সমস্যা নেই। আমি কি অহংকার দেখিয়ে ফেললাম?

১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার যা আছে সেটা নিয়েই আপনি বড়াই করবেন, তা নিয়ে আমি দোষের কিছু দেখি না, যতক্ষণ সেটা অন্যকে কষ্টা নাদেয়।

৮| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতই ছবিগুলো সুন্দর।

১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৯| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০৯

শাওন আহমাদ বলেছেন: কিছুদিন ধরে সমুদ্র আমাকে ডাকছে, আপনার এই ছবি গুলো ইচ্ছে কে আরও বাড়িয়ে দিল।

২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও মনে মনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, নানান ঝামেলার কারণে যেতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.