নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নীল চন্দ্র নীল নহে

৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫



Blue Moon বা নীল চাঁদ বা নীল চন্দ্র মোটেই নীল না। বরং স্বাভাবিক পূর্ণিমার চাঁদের জোছনার সাথে এর কোনোই পার্থক্য নেই। পার্থক্য কেবল এর নামকরণে। ইদানিংং দেখা যায় অনলাইনে নিউজ পোর্টালগুলিতে অনেক রং মাখিয়ে তথ্যের ভুল উপস্থাপনে Blue Moon কে এক বিরল মহাযাগতিক ঘটনা হিসেবে উল্লেখ করে। আসলে Blue Moon এতোটা বিরল না।


প্রথমে জেনে নেয়ার চেষ্টা করি Blue Moon আসলে কি?



Blue Moon দুই ভাবে নির্নয় করা হয়। একটি Seasonal Blue Moon এবং অন্যটি Monthly Blue Moon.
প্রথমটি Seasonal Blue Moon যাকে আমরা মৌসুমী নীল চন্দ্র বলতে পারি।
আমরা জানি (না জানলে এখন জানলেন) astronomical season এর দৈর্ঘ্য ৩ মাস এবং চন্দ্রমাসের দৈর্ঘ্য কমবেশী ২৯.৫ দিন। ফলে সাধারনতো প্রতি astronomical season-এ ৩টি পূর্ণিমা হয়। তবে কোনো astronomical season এ যদি ৪টি পূর্ণিমা হয় তাহলে তাদের তৃতীয় পূর্ণিমাটিকে বলা হয় Blue Moon বা নীল চন্দ্র।

অন্যদিকে দ্বিতীয় আরেক ভাবেও Blue Moon নির্নয় করা হয়। তাকে বলে Monthly Blue Moon, যাকে আমরা মাসভিত্তিক নীল চন্দ্র বলতে পারি।

আমরা জানি আমাদের ক্যালেন্ডারের মাসগুলির সর্বচ্চো দৈর্ঘ্য ৩১ দিন আর চন্দ্রমাসের দৈর্ঘ্য কমবেশী ২৯.৫ দিন। ফলে সাধারনতো প্রতি মাসে একটি করে পূর্ণিমা হয়। তবে ৩১ দিনের মাসগুলির ঠিক প্রথম বা দ্বিতীয় দিনে যদি পূর্ণিমা হয় তাহলে সেই মাসের শেষ দিনেও আর একটি পূর্ণিমা হতে পারে। এই একই মাসের দ্বিতীয় পূর্ণিমাটিকে বলে Blue Moon বা নীল চন্দ্র।




এবার নিশ্চই বুঝতে পারছেন Blue Moon বা নীল চন্দ্রটি Seasonal Blue Moon অথবা Monthly Blue Moon যেটাই হোক না কেনো কোনোটির সাথেই নীল রং এর কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র এর নামে নীল আছে, অন্য কোথাও না। তাই আমি শিরনামেই বলেছি “নীল চন্দ্র নীল নহে”


Blue Moon বা নীল চন্দ্র নমকরণের দরকার কি ছিলো?



সাধারনত প্রতি মাসে একটি করে পূর্ণিমা হয়, এবং প্রতি বছর হয় ১২টি পূর্ণিমা। কিন্তু কোনো কোনো বছর ১২টির যায়গায় ১৩টি পূর্ণিমা দেখা যায়। তখনই দেখা দেয় সমস্যা। সেই সমস্যা দূর করার জন্যই Blue Moon বা নীল চন্দ্র নমকরণের দরকার পরেছিলো।

এবার মনে প্রশ্ন জাগতে পারে দুই ধরনের Blue Moon কেনো রাখা হলো?
এই দুই ধরনের Blue Moon-এর মধ্যে আসল Blue Moon কোনটি?


উত্তর হচ্ছে Seasonal Blue Moon বা মৌসুমী নীল চন্দ্রটিই হচ্ছে অরজিনাল Blue Moon. আর দ্বিতীয় Monthly Blue Moon টি হচ্ছে অপেশাদার জ্যোতির্বিদ James Hugh Pruett এর ভুলের সফল।
Seasonal Blue Moon এর গণনার ভিত্তিকে ভুল বুঝে ১৯৪৮ সালে স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে মাসের দ্বিতীয় পূর্ণচন্দ্রকে James Hugh Pruett সাহেব Blue Moon হিসেবে উল্লেখ করেন। এই ভ্রান্ত সংজ্ঞাটি ছড়িয়ে পড়ে এবং এটিই জনপ্রিয় হয়ে উঠে। আজ, এই ভুলটিকে আর ভুল হিসেবে ধরা হয় না, বরং এই ভুলটি Blue Moon এর দ্বিতীয় সংজ্ঞা হিসাবে বিবেচিত হয়।

এবছর ২০২৩ সালের আগষ্ট মাসের ৩১ তারিখে Blue Moon দেখা যাবে রাতের আকাশে।

গত ১৫৫০ সাল থেকে আগামী ২৬৫০ সাল পর্যন্ত ১,১০০ বছরে
Seasonal Blue Moon এর মোট সংখ্যা ৪০৮ টি।
Monthly Blue Moon এর মোট সংখ্যা ৪৫৬ টি।
অর্থাৎ গড়ে প্রতি আড়াই থেকে তিন বছরে Blue Moon বা নীল চন্দ্র পৃথিবীবাসী দেখে।


আগামী কয়েকটি Monthly Blue Moon এর চার্ট নিচে দেয়া হলো।
২০২৬ সালের ৩১শে মে
২০২৮ সালের ৩১শে ডিসেম্বর
২০৩১ সালের ৩১শে সেপ্টেম্বর
২০৩৪ সালের ৩১শে জুলাই
২০৩৭ সালের ৩১শে জানুয়ারি
২০৩৭ সালের ৩১শে মার্চ
২০৩৯ সালের ৩১শে অক্টোবর (Halloween Blue Moon)


এবার কয়েকটি Seasonal Blue Moon এর চার্ট নিচে দেয়া হলো।
২০১৬ সালের ২১শে মে
২০১৯ সালের ১৮ই মে
২০২১ সালের ২২শে আগষ্ট
২০২৪ সালের ১৯শে আগষ্ট

উপরের চার্ট দুটি থেকে খুব সহজেই বুঝতে পারছে Blue Moon খুব বিরল কোনো ঘটনা নয়।

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৩১শে আগষ্ট রাত ৭টা ৩৫ মিনিটে পূর্ণিমা হবে, যদিও সন্ধ্যা থেকেই মেঘমুক্ত আকাশে চাঁদের দেখা মিলবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আকাশে চাঁদ উঠবে এবং পরদিন ভোর ৫টা ৩৬ মিনিটে চাঁদ অস্ত যাবে।

তথ্যসূত্র ও ছবি : অন্তর্জাল
বি.দ্র. কেবল প্রথম ছবিটি আমার তোলা এবং এই লেখার জন্য বিশেষ ভাবে নীল রং করা।



=======================================================================
চাঁদ নিয়ে কিছু পুরনো লেখা

চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পূর্ণিমা কথন
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৩
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৮

নূর আলম হিরণ বলেছেন: একই মাসে কি monthly Blue moon ও Seasonal Blue moon হতে পারে?

৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ঠিক জানা নেই।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নীলচন্দ্র তবে নীল নয় । তবে নীল নামকরণের হেতু কী ?

৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হেতুর যতটুকু আমারা জানা আছে তার সবটাই পোস্টে লিখেছি।

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

কামাল১৮ বলেছেন: আজকে হবে ব্লু মুন।WED 30,2023

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঘটনা কি!!
৩ আর ৪ নাম্বার ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ব্লুমুন কবে হবে।
লেখার শেষ অংশে আমি সময়ও উল্লেখ করে দিয়েছি।
আপনি বলতে চাচ্ছেন এগুলি ভুল?
আপনি কোথায় পেয়েছেন যে আজকে ব্লুমুন হবে?

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: astronomical season বলতে ঠিক কী বুঝায় তা বুঝতে পারিনি। বাকি আলোচনাটি চমৎকার লেগেছে। + +
শিরোনামটিও সঠিক হয়েছে।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সহজ ভাবে বলতে গেলে Astronomical seasons মূলতো পৃথিবী ও সূর্যের অবস্থানের সাথে সম্পকৃত।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:

৫| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ব্লু মুন দেখতে ব্লু চশমা পরে নিলেই তো হয়।:)


এই নীল চন্দ্র নীল নয় জেনে ভালো লাগলো ভাইয়া। :)

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তবে ব্লু চশমা চোখে দেয়ার পর নট নড়নচড়ন হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া করলেই বিপদ হওয়ার সম্ভবনা আছে। B-)

৬| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: ৪ নং প্রতিমন্তব্য এবং গ্রাফটার জন্য ধন্যবাদ। এবারে পরিষ্কার হলো।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে আবারও মন্তব্য করার জন্য।

৭| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: বড়ই কঠিন বিষয় নিয়ে লিখেছেন।
ভুলভাল লিখলেও সমস্যা নাই। কেউ ভুল শুধরে দেবার নাই। চাঁদগাজী/সোনাগাজী কমেন্ট ব্যানে আছেন।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যতটা ভাবছেন বিষয়টা ততোটা কঠিন না।
- আমি সাধারণত ভুলভাল লিখি না। কেউ ভুল ধরিয়ে দিলে খুশী মনে হাসি মুখে নিজেকে শুধরে নেই। এই পোস্টের ভুল ধরার সাধ্য আপনার সোনা সাহেবের নেই। যদিও একটি ভুল এই পোস্টে আছে হয়তো। এবং সেটি ভুল হলে ভুলটি ধরা খুব কঠিন কিছু নয়।

৮| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৭

গার্ডেড ট্যাবলেট বলেছেন: ‘আগামী ৩১শে অক্টোবর রাত ৭টা ৩৫ মিনিটে পূর্ণিমা’... অগাস্ট হবে অক্টোবর নয়।

৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। এখনই ঠিক করে দিচ্ছি।

৯| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

কামাল১৮ বলেছেন: মেয়ে যে বললো আজকে ব্লু মুন।ও দুরবিন নিয়ে মাঠে যাবে।আমাকেও যেতে বললো।এখন বেলা ২,৪০।রাত হলে মাঠে যাবে।

৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজকে ৩১ তারিখ। আজকেই ব্লু মুন। বাংলাদেশ সময় ৭টা ৩৫ মিনিটে।

১০| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি আমার মন্তব্যে রাগ করবেন না।
আসলে চাঁদগাজী/সোনাগাজী ব্যানে থাকলে কিছু লোকের মনে ইদ লাগে।

৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি ব্যক্তিগত ভাবে সোনা সাহেবের পোস্ট অপছন্দ করি না। তবে উনি অন্যের পোস্টে গিয়ে বিনা কারণে অন্যদের খোঁচাখুঁচি করেন। সেই কারণেই উনার মন্তব্যের অপশন বন্ধ করা হয়েছে বলেই আমার মনে হয়।

১১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২৭

করুণাধারা বলেছেন: ব্লু মুন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

সোনালি কাবিন বলেছেন: বাহ !!

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
হুম

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: অনেক দিন পরে আপনার মন্তব্য দেখে ভাল লাগছে । আশা করি সব কিছু ভাল আছে । যে সমস্যা চলছিলো সেটা কি কেটে গেছে?

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমস্যাটি চলমান। আশা করছি আগামী জানুয়ারীতে ৩ তলা পর্যন্ত ভাড়া দিতে পারবো। জুনের মধ্য ৬ তলা পর্যন্ ভাড়া দেয়ার টার্গেট। ৯ তলা শেষ করতে করতে ২৪ সাল শেষ হয়ে যেতে পারে।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: অনেক কিছু জানা হলো।

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৫

জুন বলেছেন: চাদকে খুব কাছ থেকে মাঝে মাঝে ক্রিকেট খেলার সময় ক্যামেরায় দেখায়। সেটার মধ্যে নীলের ন ও নাই আমি গ্যারান্টি দিতে পারি জলদস্যু :-0
লেখায় +

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও গ্যারান্টি দিতে পারি।
- ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.