নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি বিশেষ এলাকার কাল্পনিক চিত্র

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩



কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংক্ষেপে AI ব্যবহার করে অনেক প্রযুক্তিপ্রেমিরা অসাধারণ সুন্দর সুন্দর সব ছবি তৈরি করছেন। তাদেরকে এআই শিল্পী বলা যায় অনায়াসেই।

এর আগে আমরা বাংলা সাহিত্যের কিছু চরিত্র পোস্টে দেখেছি AI এর Midjourney ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলা হয়েছে। আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেত্রীরা যখন সন্ন্যাসীনি হয়ে উঠেছেন। আরো দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেতারা যখন সন্ন্যাসী হয়ে যান তার রূপ।

এই সিরিজের গত পোস্টে আমরা দেখেছি কয়েকটি জেলার কাল্পনিক চিত্র আর আজকে আমরা দেখতে চলেছি কয়েকটি বিশেষ এলাকার কাল্পনিক চিত্র। ছবিগুলি বিশেষ
এলাকা গুলির নামের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।






































ছবিগুলি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

বিজন রয় বলেছেন: অবাক ছবি!!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুন্দরও বটে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর ছবি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অবাক করাও।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: কালকে একটি পোস্ট দিলেন, আবার আজকেও দিলেন।
এত ঘন পোস্ট দেওয়ার কারণ কি?

আমাদের দম ফেলার সময় দিন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আবার হয়তো ১ সপ্তাহের জন্য ডুব দিতে পারি। তাই দিয়ে দিলাম।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

মিরোরডডল বলেছেন:




হা হা হা
আরামবাগ :)
মুক্ত হাসপাতাল মনে হচ্ছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরাম ফুটিয়ে তোলার জন্য হ্যামক দিলে মনেহয় ভালো হতো।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু ছবি গতকল্য ফেইসবুকে দেখেছিলুম :)

সাত রাস্তার মোড় (হয় এটা ৬ রাস্তা, অথবা ৮ রাস্তার মোড় হয়েছে) এবং পুলিশ লাইন কোনো বিশেষ জায়গার নাম নাকি? :)

বালুর মাঠ বলেও কোনো জায়গা নেই, তবে, বালুঘাট আছে :)

আরাম বাগ দেখে আমার শুয়ে পড়তে ইচ্ছে করছে ওখানে :)

আচ্ছা, বলুন তো, বেগম গঞ্জের বেগমেরা কে কার দিকে তাকিয়ে আছে? :)

বরাবরের মতোই অসাধারণ আইডিয়া, অসাধারণ পোস্ট।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ অনেকেই ফেসবুকে শেয়ার করেছে এই ছবিগুলি। আমি দেখলাম সামুতে কেউ শেয়ার করেনাই, তাই আমিই করলাম।

- সাত রাস্তার মোড় আমি আগে খেয়াল করিনাই। আপনি বলার পরে গুনে দেখলাম আসলেই গড়মিল আছে!!
- পুলিশ লাইন কি আসলেই নাই?

- বালুর মাঠ নামে অনেক যায়গাই পরিচিত। আমার এলাকার পিছনেও একটা যায়গার নাম বালুর মাঠ।

- বাগানের মধ্যে হ্যামক ঝুলানা থাকলে আরামবাগ আর বেশী মানাতো।

- বেগমগঞ্জের ধাঁধায় আমি পরতে রাজি নই।

- মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

মিরোরডডল বলেছেন:




নীলক্ষেতকে সেরকম সুন্দর করেছে!

ফার্মগেইট মজার হয়েছে।

আমি এই ভূতের গলিতে যেতে চাই :)

আমার এলিফ্যান্ট রোডের এই অবস্থা করেছে X(

বুঝলাম আমাকে সোনারগাঁও শিফট করতে হবে #:-S


২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সোনারগাঁওটা আমার পছন্দ হয় নাই। আরো সুন্দর করা যেতো।
- নীলক্ষেতটাও আরো সুন্দর করা যেতো।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

মোগল সম্রাট বলেছেন:



চট্রগ্রামের কালুর ঘাট, পটুয়াখালীর কুয়াকাটা, চানপুরের মতলব, পঞ্চগড়ের বোদা আর সাতক্ষীরার তালা নামক এলাকাগুলারে এআই চিত্রকর কেমনে সাজায় দেখবার মুঞ্চায়। B-)

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও ফেসবুকে নজর রাখতেছি, আরো যদি কিছু পাওয়া যায়। ;)

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: মাইনসে সামনে আকাবুকি লেখাঝুকি চাইড়া দিয়া এআইরে দিয়া লেখাইয়া নিব, তারপর নিজের বইলা চালাইয়া দিব। ঘটনা তহন জটিল হইয়া যাইব।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঘটনা এখনই জটিল হইছে। স্কুল কলেজের পোলাপাইন এআই দিয়া নিজেদের নানান কাজ করায়া নিতেছে। সেইসব ধরার জন্যও আবার আলাদা এআই ব্যবস্থা করতে হইছে।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

রিফাত হোসেন বলেছেন: সর্বশেষ ছবিটা মনঃপূত হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর প্রথমটা?

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: দারুণ!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বুদ্ধি তো খারাপ না।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মেলা বুদ্ধি

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: দারুণ পোস্ট

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

করুণাধারা বলেছেন: দারুন পোস্ট। মজাদার!

কিন্তু শিরোনামে একালার শব্দটা বদলানো যায় না?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:

- অশেষ ধন্যবাদ আপনাকে ভুলটি দেখিয়ে দেয়ার জন্য। ঠিক করে নিয়েছি। অবাক হচ্ছি সারাদিনে কারো চোখে পরলোনা!!

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: পঞ্চগড় জেলার একটি উপজেলার নাম আছে ওই স্থানের ছবি এআই দিয়ে তৈরী করেন, দেখি এআই এর ক্ষমতা কতটুকু!!
ভারতেরও একটি রাজ্য আছে ওটার ছবিও তৈরী করেন এআই দিয়ে। :>

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ধারনা যারা এইআই দিয়ে এই ছবি তৈরি করিয়েছে তারা অলরেডি পঞ্চগড়ের উপজেলাটির ছবি তৈরির চেষ্টা করে ফেলেছে। আউটপুট চিত্ততৃপ্তিকর হয়ি বলেই হয়তো তা ফেসবুকে আসেনি।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
অরামবাগেতো একটু বেশি বৃষ্টিপাত হলে পানিতে এলাকা সয়লাবব হয়ে যায় ।
যেমন নীচু জায়গয় আরাম করে শুয়ে আছে তাতে করে একটু বৃষ্টিেতই ভেসে যাবে।
যাহোক, কাছেই শান্তিনড়র আছে ,ভেসে ভেসে সেখানে গেলে শান্তি পেতে পারে ।
এরকম আরো মজাদার কাল্পনিক ছবি দেখানো অব্যাহত থাকুক এ কামনা
রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- শান্তিনগরটা তো তৈরি করতে পারতো!!

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪৫

কালো যাদুকর বলেছেন: প্রতিটি ছবি মজার হয়েছে।এলিফ্যান্ট রোড দিয়ে আগে সত্যিই হাতি যেত।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাতিরঝিল আর হাতিরপুলেও হাতি ছিলো।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা ছোটবেলা এমনই ভাবতাম !
..........................................................
কলাবাগানে প্রচুর কলাগাছ ছিল ।
হাতির ঝিলে প্রচুর হাতি বাস করত ।
ছোট পুঁটি বড় হলে বড় সরপুঁটি হয়।
ছোট মাছ বড় হয়ে কাতলা মাছ হয় ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি ভাবতাম
টাকি মাছ বড় হয়ে শোল মাছ হয়।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

হাসান রাজু বলেছেন: অবাক করা সুন্দর ছবি। (মঃ ১ & ২)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুন্দর এবং অবাক করাও বটে। (প্র.ম. ১ & ২)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে এলাম।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দ্বিতীয়বার আসার জন্য ধন্যবাদ।

২১| ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: সোনারগাঁওটা মোটামুটি সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.