নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scars remind me that the past is real; I tear my heart open just to feel.

কালীদাস

চতুর্মাত্রিকে একটা শাখা আছে আমার পোর্সেলিন হার্ট নামে...http://www.choturmatrik.com/blogs/পোর্সেলিন হার্ট বি.দ্র: এই ব্লগে যা কিছু পোস্ট করেছি তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে কোন ভাবেই পুনঃপ্রকাশ করা যাবে না।

কালীদাস › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম/নিঝুম রাতের গানগুলো.....৩; ছ্যাঁকা পর্ব ;)

১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৩

সিরিজের থার্ড পোস্ট লিখছি আজকে, ফাস্ট পোস্টের বেশিরভাগ ছিল অল্টারনেটিভ রক/হার্ড রক আর সেকেন্ডটায় ছিল সবই পোস্ট গ্রান্জ। আজকেরটা জাঁনর স্পেসিফিক না, বরং ছ্যাঁকামাইসিন :P কয়েকটা গান বেশ কড়া, এনজাইটি প্রভাবিত সময়গুলোতে শুনতে বেশ লাগে। ছ্যাঁকাপর্বের জন্য আরেকটা এপিসোড থাকবে আশা করি ;) বেশিরভাগই অল্টারনেটিভ মেটাল আজকে, সাথে হার্ডরকও আছে।





Shinedown – 45

গত প্রায় দশবছর ধরে রক/হার্ডরকে জাঁনরে শাইনডাউন আমার টপচয়েজেই থাকে। শুনে দেখতে পারেন চাইলে ওদের যেকোন এলবাম, টাইম নষ্ট হবেনা। একযুগ আগের ব্যান্ড, যদিও অরিজিনাল লাইনআপের ভোকাল ব্রেন্ট স্মিথ আর ড্রামার ব্যারি কার্চ ছাড়া কেউই আর নেই, নতুনরাও গানের টাইপ সমান যোগ্যতায় ধরে রেখেছে এখনও। শাইনডাউন পয়লাবার আমার নজরে আসে এই ৪৫ গানটার কল্যাণে। একদম পয়লা এলবাম, ২০০৩ সালের Leave a Whisper এর গান, সোজা ইউএস মেইনস্ট্রিম রকচার্টের তিন নাম্বারে চলে গিয়েছিল। সমসাময়িক পোস্ট গ্রান্জ/হার্ডরক ব্যান্ডগুলোর এতটা ইমোশানালি চার্জড গান কমই ছিল। ৪৫, আক্ষরিক অর্থে বোঝায় ৪৫ ক্যালিবারের স্মলআর্মসকে; কিন্তু গানের লিরিকসের অন্তঃনিহিত মানে অন্যরকম, স্মিথ নিজেও সেরকম বলেছেন ইন্টারভিউগুলোতে। সাপোজ, কোরাসের লাইন কয়টা দেখেন-



And I'm staring down the barrel of a 45,

Swimming through the ashes of another life

No real reason to accept the way things have changed

Staring down the barrel of a 45



স্মিথ বলছেন, এই গানটা লেখা শুধুই একজন মানুষের ড্রীম আর রিয়েলিটির পার্থক্যের বহিঃপ্রকাশ এই গানের কথা, আর স্পেসিফিকালি বললে হতাশাটুকু। অপরকে খুশি করার জন্য নিজস্ব যে বৈশিষ্ট্য একজনের, তার ব্যর্থতাটুকু কতটা হতাশার জন্ম দেয় সেটার প্রকাশ দেখবেন লাস্ট ভার্সে And nobody knows what I believe I believe....



স্টার্টিং-এ গানটা খুবই সফট, মাইল্ড মনে হবে। সময়ের সাথে সাথে ফ্রাস্টেশনগুলো বের হতে থাকবে, এবং ফিনিশিং-এ চূড়ান্তরকমের এক্সজস্টেড করে ছাড়বে শ্রোতাকে। ভিডিওটাও চমৎকার বলতে হবে। তবে লিরিকসটা কোন কোন জায়গায় বেশি এগ্রেসিভ হয়ে যাওয়ায় এমটিভিতে এটার পরিমার্জিত লিরিকসসহ একটা ভার্সন প্রচারিত হয়, এবং সেটা শাইনডাউনের অনুরোধেই (অরিজিনালটা না দেখাতে রিকোয়েস্ট করেছিল ব্যান্ডটা)। ট্রাই করতে পারেন, যদি নিচের লিংক দিয়ে ইউটিউব খুলতে পারেন ;) এবং রিকোয়েস্ট থাকবে, ছ্যাঁকা খেলে ঐমুহুর্তে ভুলেও ঐ গান শুনবেননা, এটলিস্ট ঘন্টাখানেক পরে শুনবেন :(

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!







Three Days Grace – Home

প্রায় তিনবছর হল, ব্লগের খোমায় এডাম গন্টিয়ারের ফটু ঝুলিয়ে রেখেছি, কিন্তু থ্রি ডেইস গ্রেসের গান খুব কমই শেয়ার করেছি (ভাল জিনিষ বেশি শেয়ার করতে নেই ;))। ২০০৪ সালের সেলফ টাইটেলড এলবামের লাস্ট সিঙ্গেলস ছিল Home, রক চার্টে উঠেছিল সেকেন্ড পজিসনে। অল্টারনেটিভ মেটাল এবং ওঠার মতই লিরিকস/কম্পোজিশনওয়ালা একটা গান। লিরিকসের সারাংশ- সমস্যার গোলকধাধায় চূড়ান্ত রকমের সমাহিত একজন মানুষের হতাশার গলায় ফুটে ওঠে; এই হতাশার বলয় আর যাই হোক, তার বাসস্হান নয়। এডামের গলা ভয়েস খুবই ক্লিয়ার, সব রকমের টোনেই ওর কথা খুব স্পষ্ট বোঝা যায়, এটাতেও ব্যাতিক্রম না। এখনও এডাম গন্টিয়ার বলেন, সেলফ টাইটেলড এলবামের তার সবচেয়ে ফেভারিট গান/সবচেয়ে এনার্জেটিক গান (লাইভ/অডিও সব জায়াগায়), Home. ভিডিও বানিয়েছিলেন ডীন কার, একজন গথ বালিকার একটা গোলকধাধায় আচ্ছন্ন বাসা থেকে পালানোর চেষ্টা :(

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!







Crossfade – Colors

এই একটা ব্যান্ডের ঝিমিয়ে পড়াটা আমাকে মাঝে মাঝে বেশ কষ্ট দেয়, সেলফ টাইটেলড ডেব্যু এলবামের যে ধাক্কাটা ছিল রক/হার্ডরক ইন্ডাস্ট্রিতে, পরের এলবামগুলোতে তার ধারা আর নেই। কারণটা হাস্যকর, পয়লা সিঙ্গেলস কোল্ড এতটাই অসাধারণ হার্ডরক ছিল যে অডিয়েন্সের ব্যাপক এক্সপেক্টেশন পরবর্তীতে আর ক্যারি করতে পারেনি ব্যান্ডটা। এলবামটা করার সময় টাকা পয়সার ব্যাপক ক্রাইসিস ছিল ব্যান্ডের, ভাল একটা কভারও করতে পারেনি সিডির। কিন্তু কোল্ড রিলিজ হওয়ার পর এই এলবাম কেনার জন্যই ভোর থেকে লম্বা লাইন পড়ে যেত ওয়ালমার্টের সামনে। হার্ড রকের চমৎকার কম্পোজিশন ফেলে অল্টারনেটিভ রক আর মেটালে চলে গেছে এখন ওরা, হার্ডরকে যোগ্য উত্তরসুরি রেখে যেতে পারেনি। এই গানটাও হার্ডরক; ২০০৪ সালের গান, পয়লা এলবামের থার্ড সিঙ্গেলস, এবং রকচার্টে কম্পারেটিভলি কম পারফর্ম করা গান Colors. শুনে দেখতে পারেন, খারাপ লাগলে ভবিষ্যতে আর ক্রসফেডের গান আপলোড করবনা আমি।

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!







Staind - Not Again

হে হে :D স্টেইন্ড প্রত্যেকটা এলবাম বের করার জন্য স্টুডিওতে ঢোকার আগে সাংবাদিকদের সামনে কিরা-কসম কেটে নেয়, আপকামিং এলবাম হবে সবচেয়ে হেভিয়ার এলবাম। কোনদিন পারেনা, শুরুর দিকের ন্যুমেটাল/হার্ডরক/অল্টারনেটিভ মেটালের টাচ দুচারটা গান ছাড়া তেমন পাওয়া যায়না আর!! তবে এবার সম্ভবত পেড়েছে, ২০১১ সালের লাস্ট এলবামের (সেলফ টাইটেলড) গান বেশিরভাগই ছিল অল্টারনেটিভ মেটাল। এলবামটা করতে বেশ বেগ গেছে, ভোকাল এরন লুইস অসুস্হ ছিলেন বেশ কিছুদিন, ব্যান্ডের অরিজিনাল লাইনআপের ড্রামার জন উইস্কি ব্যান্ড ছেড়ে দেন শেষের দিকে। তারপরও চরম একটা গান এই Not Again. স্টেইন্ডের টাইপিকাল লিরিকসের গান, এটাতেও রিলেশন ব্রেকআপের পর কজাল এফেক্টগুলো ফোকাস করা হয়েছে। কোরাসে আগুন ধরিয়ে দেয় পুরা, সেরকম লিরিকস-



Not again

No taste for the crow you feed me

Not again

It's not a matter of if I care

Not again

What an intricate web you're weaving

Did it again



এরন লুইস সর্বকালের সেরা মেটাল ভোকালদের লিস্টে ৪৯ নাম্বারে আছেন। প্রা্যই ডাউট লাগত, এই গানটা শুনলে অন্যদেরও ডাউট কাটবে। স্টেইন্ডের গানে সাধারণত গীটার সোলো তেমন একটা দেখা যায়না, এটাতে আছে, এবং জোস :) মেইনস্ট্রিম রকচার্টে নাম্বার ওয়ান সিঙ্গেলস ছিল টানা তিন সপ্তাহ!

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!







SR-71 – Tomorrow

নেহায়াত ফালতু একটা ব্যান্ড। কিন্তু সারা ক্যারিয়ারে একটাই ভাল গান গেয়েছে, সেটা হলো Tomorrow. ক্রিটিকরা অনেকবার বলেছেন এই গানটার সাপেক্ষে, এই ব্যান্ড পান্ক/অল্টারনেটিভ রকের চেয়ে রক/হার্ডরকে লেগে থাকলে অনেক ভাল করতে পারত। এগার বছর আগের গান, এখনও আগের মতই কঠিন লাগে। ডেস্ট্রাক্টিভ কোন একজন মানুষের হতাশা এবং ভয়ের বহিঃপ্রকাশ পাবেন গানের লিরিকসে। কোরাসটা দেখুন-



I'm not afraid of tomorrow

I'm only scared of myself

Feels like my insides are on fire

And I'm looking through

The eyes of someone else



মিচ এলেনের ভয়েস হার্ডরকের জন্য চমৎকার, গানটা শুনলে মানতে বাধ্য হবেন হয়ত। মেইনস্ট্রিম রকচার্টে ১৮ নাম্বারে ছিল বেশ কয়েক সপ্তাহ!

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!







Oomph! - Sex Hat Keine Macht

Oomph! জার্মানির অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড, এবং আশ্চর্যজনক হলেও প্রায় দুইযুগ হল একই লাইনআপে টিকে আছে ব্যান্ডটা! গানের টাইপও সব স্পেশাল জার্মান টাইপ- ন্যুমেটাল/ইন্ডাস্ট্রিয়াল মেটাল... ২০০৪সালে রিলিজ হওয়া Wahrheit oder Pflicht এলবামের গান Sex Hat Keine Macht; থার্ড সিঙ্গেলস ছিল এলবামের। ইনডাস্ট্রিয়াল মেটাল, ভাষাটা জার্মান। সেটা ফ্যাক্টর না, গানের কম্পোজিশনটা ভাল লাগার মত, কড়া, রক্তে সাড়া তোলা কম্পোজিশন। এমনিতে লিরিকসটার মানে তেমন একটা সুবিধার না, সাপোজ গানের টাইটেলের ইংলিশ মিনিং হচ্ছে- Sex has no power. কোরাসের লিরিকসটুকু বাংলা তর্জমাসহ দিলাম-



Sex hat keine Macht! (Sex has no power!)

Sex hat keine Macht! (Sex has no power!)

Du blutest nicht genug für mich (You don't bleed enough for me)

Küss mich noch ein letztes Mal (Kiss me one last time)

জার্মান এবং ইংলিশে ট্রান্সলেট করা লিরিকস



ভিডিওটা ইন্টারেস্টিং, ব্যান্ডের মেম্বাররা প্রিস্টের ভূমিকায় থাকেন যেখানে প্লট হচ্ছে দ্যা এক্সরসিস্ট মুভির। ভূতে ধরা বালিকাকে ব্যাপক ঝাড়ফুক করার পর, ভোরবেলা আবিস্কার হয় ভোকাল নিজে বালিকার রুমে হাতপা বাঁধা অবস্হায় পড়ে আছে :) এনিওয়ে, রামস্টেইন ভাল লাগে এরকম সব অডিয়েন্সের অবশ্যই ভাল লাগবে গানটা :)

ইউটিউব লিংক, যদি খুলতে পারেন!











এমপিথ্রী ডাউনলোড লিংকস

Shinedown – 45 Click This Link

Three Days Grace – Home Click This Link

Crossfade – Colors http://www.dilandau.eu/alternative rock/Crossfade/Colors/download-mp3-1.html

Staind - Not Again Click This Link

SR-71 – Tomorrow Click This Link

Oomph! - Sex Hat Keine Macht Click This Link

মন্তব্য ১৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩১

রাতুল_শাহ বলেছেন: ডাউন লোড দিতাছি

১৭ ই মে, ২০১৩ রাত ১১:১০

কালীদাস বলেছেন: শুনে দেখেন, খারাপ লাগার কথা না :)

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রথমে ভাবসিলাম এখন প্রথমটা শুনে বাকিগুলা কাল সকালে শুনবো, কি মনে করে সব শুনে ফেললাম।

সবচে ভাল্লাগসে ঠুমুরো গানটা।
you never dreamed you'd have to Live your Life so guarded,
cause they'LL find a way to make you feeL discarded,
things have changed you've become a compLication,
can make it through another days
humiliation !! m/


ছ্যাঁকা পর্ব মিলান্টিকে ডেডিকেট করতে পারেন ;) ||

১৭ ই মে, ২০১৩ রাত ১১:২২

কালীদাস বলেছেন: মিচ এলানের চেহারা দেখলে গানটা শুনতে ইচ্ছা করেনা, পাংকু পাংকু মনে হয়। এবং সত্যি সত্যিই এদের প্রায় সব গানই ফালতু। ছ্যাঁকা না খাইলে এই ক্রিয়েটিভিটি আসার কথা না;)


মিলা আমায় আবার ছ্যাঁকা দিছে, এখন এস্টন কুচারের সাথে লাইন করে /:) মাইয়ার চয়েস দেইক্ষা লজ্জা লাগতাছে, এইটা আমি কারে পছন্দ করছিলাম :| :(( :((

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্ট ভাল লেগেছে তা বলাই বাহুল্য। আমি আগে রক গান সম্পর্কে তেমন অবগত ছিলাম না, আধুনিক গান বলতে বুঝতাম বিটিভির আপেল মাহমুদের গান। পোলাপানের চিল্লাপাল্লা শুনে বিরক্ত হয়ে একদিন ঠিক করলাম দেখি, এই রক গান কি বস্তু। তারপর থেকে শুনতেসি।

কিন্তু রক গান তো বহু আছে, এবং আমার ধারণা তার অধিকাংশই আবর্জনা। তাই আপনার কাছে আবেদন, আপনার প্রিয় দশটা রক গানের নাম প্রদান করুন। এই বান্দা শুনিতে চাহে।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৫

কালীদাস বলেছেন: থ্যাংকস। হা হা, আমার পছন্দের দশটা গানের লিস্ট দেয়া সম্ভব না, মিনিটে মিনিটে চেন্জ হয়। আর তাছাড়া অনেক জাঁনর আছে, একেকটা একেকজনের কাছে ভাল লাগে। আপনি এই সিরিজের আগের দুইটা পর্বের গানগুলো ট্রাই করে দেখতে পারেন, ওগুলো বেশি কড়া না। মেটাল সিরিজ হজম করতে পারবেন কিনা আমি শিওর না!!

তারপর দেখা যাবে :)

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৯

আমিভূত বলেছেন: নেটের স্পীডের যা অবস্থা একটা লিংক ওপেন হচ্ছে নাহ :(



পড়ে শুনব, আপাতত প্রিয়তে :)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫২

কালীদাস বলেছেন: থ্যাংকু :) নেটের কারণে আমাকেও ইউটিউবের ডাইরেক্ট লিংক ছাড়াই পোস্ট করতে হয়েছে :(

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ২:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন: বহুউউউউউউউউউউউত দিন পরে ব্লগে আপনার পোস্ট পাইলাম!

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪২

কালীদাস বলেছেন: হে হে, আমার খাসলত খারাপ, আসলেই অনেকদিন পরপর পোস্ট দেই :P

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ২:২৯

আরজু পনি বলেছেন:
ব্লগ জীবন বৃথা :(
প্রিয় ব্লগারের পোস্ট এতোক্ষণে দেখলাম :((

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৩

কালীদাস বলেছেন: বুঝলাম, বাট আপনে এই রাইতবিরাতে ব্লগে কি করেন? :P

৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন গান টান শুনিনা। আমি জানি কিরাম হৈয়া গেসি! বাসায় যায়া শুনুম সবদি। পুস্টের জন্যে ধইন্যবাদ!

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৪

কালীদাস বলেছেন: সব কয়টা গানই আপনার ভাল লাগার কথা, লিরিকাল মিনিংগুলো লেখার সময় আপনার পোস্টগুলোর কথাই ভাবছিলাম আমি :)

৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

সায়েম মুন বলেছেন: গানগুলা অপরিচিত ঠেকলো। নেট স্পিড আর সময়ের সামঞ্জস্যতা ফিরা পাইলে শুনবো। #:-S

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: হুমম, এই গানগুলা আপনার পরিচিত গন্ডির মধ্যে হওয়ার কথাও না। ট্রাই করে দেখেন কেমন লাগে :)

৯| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ধইন্যা।
শুনতে হবে সব কয়টা।।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৬

কালীদাস বলেছেন: থ্যাংকস, ম্যান :) ছ্যাঁকা মুহুর্তে এই গানগুলা টনিকের মত কাজ করে, মেজাজ আরও খারাপ করে দেয় :)

১০| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ডাউনলোড দিচ্ছি।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: শুনে দেখেন, খারাপ লাগার কথা না (মেজাজ খারাপ থাকলে) :)

১১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:২০

সোহাগ সকাল বলেছেন: আমিও ডাউনলোড দিচ্ছি! কিন্তুক নেট প্রচন্ড জ্বালাইতেছে!

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

কালীদাস বলেছেন: হুমম, নেটের অবস্হা কেন জানি খুব একটা সুবিধার না :|

১২| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫০

কালীদাস বলেছেন: ঢাকাজার্নাল সাইটের দুইপয়সা দামের দালাল, অমৃত সুধা ছাগলের বাচ্চাকে কানসা বরাবর চটকানা সহকারে ব্লক করা হইল। নেক্সট টাইম কোথাও লিংক ল্যাদাতে দেখলে আমি রিপোর্ট করব।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫১

কালীদাস বলেছেন: চিকা মারার জন্য ঢাকা শহরে অসংখ্য দেয়াল ইনট্যাক্ট আছে, কম্যুনিটি সাইটে এই ছাগলগুলা ঢুকে কেমনে এইটাই বুঝিনা X( X(

১৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

আমার দিনের কাজকর্মগুলা করনের লাইগা কা্ওরে পাইলে তাইলে আর রাইত বিরাতে ব্লগে থাকুম না :P

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: শুইন্ন্যা ভেউ ভেউ কইরা কাইন্দা দিলাম (আমার ২৪ ঘন্টাই এক অবস্হা) :(( :(( :(( :((

১৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

মামুন রশিদ বলেছেন: 'কালীদাস' পোস্ট লিখেন, এটা ভুইলাই গেছিলাম । এই কঠিন কঠিন গানগুলো আমার দ্বারা শোনা আর বোঝা সম্ভব না । তবু আপনার পোস্ট দেখে ভালো লাগছে ।

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৬

কালীদাস বলেছেন: আমিও ভুইল্ল্যা গেছিলাম, ব্লগে ঢুকলে রিকোয়েস্টগুলা দেখলে মনে পড়ে :P গানগুলা পারলে ট্রাই কইরেন, মেজাজ খারাপ থাকলে শুনতে খারাপ লাগবে না :)

১৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ইখতামিন বলেছেন:
মনে হয় পোস্ট টা অনেক ফাটাফাটি হবে
কিন্তু ব্যস্ততার কারণে প্রিয়তে নিয়ে রাখলাম।

:) :P

১৯ শে মে, ২০১৩ রাত ৯:০০

কালীদাস বলেছেন: রক/মেটাল মিউজিকে অভ্যাস থাকলে ভাল লাগবে, লাগর কথা।
আদারওয়াইজ, মেজাজ খারাপ থাকলে ট্রাই মারবেন, জোস লাগবে ;)

১৬| ২১ শে মে, ২০১৩ রাত ১:৫৮

কুন্তল_এ বলেছেন: সামহয়্যারইনে ঢুকে অনেকদিন পর আপনার পোষ্ট পড়লাম। যদিও মেটাল আমার ঠিক যায় না। ইদানিং ক্ল্যাসিক্যাল এবং অপেরা শুনছি খুব। তবে হেভি/থ্রাশ মেটাল গায়কদের গলায় স্লো মেলোডিয়াস অসাধারণ লাগে, যেমন ওজি অসবর্নের 'মামা আ'য়াম কামিং হোম'।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১১

কালীদাস বলেছেন: কেমন আছেন?

হেভি মেটাল ভোকালদের গাওয়া সফট মিউজিকের একটা পোস্ট আছে আমার, অনেক আগের। এই পোস্টের লোকজনের গানের কমন টাইপই এগুলা, এবং এদের গানগুলো এই কমন ঝাঁঝটার জন্যই ভাল লাগে :)

১৭| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
কুচার খারাপ কি? শুধু একটু বেখাপ্পা লম্বা আরকি। বাটারফিলাই ইফেক্ট এ যা দেখাইসে, আপনি পারলে তার ১/৪ কৈরা দেখান হুহ B-)) ||
কুনিস নিজেও বা কোন হালুয়া হৈসে? ;)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৩

কালীদাস বলেছেন: কুনিসের মেকাপছাড়া চেহারা দেইক্ষ্যাই তো মাথাটা পয়লাবার আউলাইছিল....আর কুচার। হেহ, ইসপিশাল ইফেক্ট আর স্টান্ট ইউজ করলে আমিও রয়েল বেঙল টাইগারের দাঁত খিলাল কইরা দিয়া আসতে পারুমনে :D

১৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

রেজোওয়ানা বলেছেন: মাই গুডনেস!!!

আপনি পোস্ট দিছেন!

২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

কালীদাস বলেছেন: ইয়োর হলিনেস, আপনে কমেন্ট দিছেন!! :-/

১৯| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

সালমাহ্যাপী বলেছেন: ১০ বছর পর এক খান সেই রকম পোস্ট দিলেন। ভালো ভালো -_-


নেটের অবস্থা জঘন্য। প্রিয়তে রাখলাম। পরে শুনে নেবো :) :)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪১

কালীদাস বলেছেন: হ, মেলাদিন অল্টারনেটিভ মেটাল নিয়ে ক্যাঁচক্যাঁচ করি নাই ব্লগে। মেজাজ খারাপ থাকলে দেখবেন গানগুলা জোস লাগবে :)

২০| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মেকাপ ছাড়া অবস্থায় দেখে যদি ঝাউলায়া যান তাইলে বুঝতে হবে শি'জ অল ইওরজ।যান আমি আর এ ব্যাপারে গুতাবো না :-B :#) ||

২৯ শে মে, ২০১৩ রাত ১১:২৮

কালীদাস বলেছেন: আহ :D টেনশন গেল !:#P

২১| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

====
আপনারে একটা প্রশ্ন করতে আসছিলাম, কিন্তু রিস্কি হয়ে যাবে... থাক :(

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

কালীদাস বলেছেন: কইরা ফালান, আরও কিছুক্ষণ আছি মনে হয় :)

২২| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

আপনি কি বাঙলা গান শোনেন? :P
কেন জিজ্ঞেস করলাম, পরে বলি...

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

কালীদাস বলেছেন: শুনি, স্পেসিফিক কিছু গান প্রচুর শোনা হয়।
বাংলা গান নিয়ে লেখা কম হয়, তার পেছনে কারণ আছে অবশ্য :(

২৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।
দেখি ডাউনলোড করে । :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০৪

কালীদাস বলেছেন: থ্যাংকু :)

২৪| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সাদাচোখ বলেছেন: kemon achen?

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৭

কালীদাস বলেছেন: আছি কুনুরকম :| আপনের খবর কি? :)

২৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৭

অ্যানোনিমাস বলেছেন: মিস ইঊ ভাইজান ;) :(

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৮

কালীদাস বলেছেন: আপনেরেও তো ব্লগ/ইয়াহু কুনু জায়গায় দেখিনা :(

২৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:০৩

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: কেমন আছেন ভাইয়া ?
অনেকদিন পর আজকে সামুতে ঢুকলাম , আপনার গানের পোস্ট বরাবরের মতই চমৎকার। আমার মাথায় অবশ্য এখন অ্যামন অ্যামার্থ ঢুকছে , ওটা নিয়েই আছি :)

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০২

কালীদাস বলেছেন: এইতো, আপনি কেমন? :) অনেকদিন পর দেখলাম।

আমি এখন গানবাজনা থেকে বেশ দুরে আছি ;)

২৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:

কারণটা কি বলা যাবে? :(

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

কালীদাস বলেছেন: আমার লেখার ধরণটা হয়ত খেয়াল করেছেন, গানের সাথে গানের রিলেটেড ইতিহাস এবং এলবামের ডিটেইলস দেয়ার চেষ্টা থাকে সবসময়, নাহলে রিডার/অডিয়েন্সরা গানটা কেন দেয়া পোস্টে বা গানটা কেন ভাল লাগে আমার সেটা কখনই পুরাপুরি ধরতে পারবেনা। বাংলা ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে এই টাইপের ইনফরমেশন এভেইলেবল না, যে কারণে চাইলেও খুব বেশি দিতে পারিনা। আর লিংক সর্বস্ব কনটেন্ট বিহীন পোস্ট মিনিংলেস মনে হয় আমার।

তাই দেয়া হয়না।

বাংলাদেশে আমার সবচেয়ে ফেভারিট আর্টিস্ট আর্টসেল :) নেক্সট আসবে কিছু আন্ডারগ্রাউন্ডের ব্যান্ড ছাড়াও অর্থহীন, আর্বোভাইরাস, আর্কের অনেক পুরান কিছু গান.... :)

২৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:

আরেকটা কথা...
আপনেটিউবতো খুইলা দিছে...পোস্ট কি এবার নিয়মিত পাব? ;)

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

কালীদাস বলেছেন: শিওর না, ডিপেন্ড করে স্টুডেন্টরা কতটা অটো নেয় আর আমার কাজের চাপ কখনও কমে কিনা তার উপর :| যদিও এখন সামার ভেকেশন চলে, ভার্সিটিতে যাই না বললেই চলে ;)

২৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

মেজাজ খারাপ করা কোন পর্ব দিবেন?
মানে চরম মেজাজ খারাপ থাকলে যেনো আপনার দেয়া গানগুলো শুনে মেজাজ ঠান্ডা হয়ে যায় :|

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

কালীদাস বলেছেন: আপাতত ইচ্ছা নেই। তাছাড়া, সিডাকটিভ মাইন্ড সিচুয়েশনের জন্য এই সিরিজের সব গানই মুটামুটি এপ্রোপ্রিয়েট।

মেজাজ চরম খারাপ থাকলে ইদানিং নিচের বাংলা গানটা শুনছি খুব। থ্র্যাশ মেটাল, মনটা ভাল হয়ে যায় শুনলে ;)
http://www.youtube.com/watch?v=JxW-yDJLSVo

৩০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:


শুনে কাইল আবার আমু ;)

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: আর তো আইলেন্না, বরং আমি নিজেই ফিরা আসছি ;)
থ্যাংকু :)

৩১| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:১৬

আরজু পনি বলেছেন:

এক মন্তব্যের জবাবে শেষে শুভ সকাল লিখতে যেয়ে আপনার কথা মনে হল।

আমি রাগ করবো কি না-ঠিক বুঝতে পাচ্ছি না :|

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: ব্যাপার নাহ, আজকে সায়েন্স ল্যাব মোড়ে এক চ্যাংড়া কাপলরে দেইক্ষ্যা আমার সামহ্যোয়ারইনের কথা মনে পড়ছে ;)

মন চাইলে রাগ করতে পারেন, কুনু প্রবলেম নাই :)

৩২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

নীল ত্রিস্তান বলেছেন: কেমন আছেন ভাইয়া ?? :D

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

কালীদাস বলেছেন: বড়ই দৌড়ের উপর আছি, আপনের খবর কি? নতুন লেখা তো আর ছাড়লেন না :|

৩৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এক্সাম দিয়ে এসে শোনা হইবেক। ভালো লাগলে ডিস্কো নামানো হইবেক! ২ টা বাদে বাকী সবার ডিস্কো আছে অবশ্য! শোনা হয়নাই সেভাবে।


মেলা তো গ্যাপ পড়ে গেলো ভাইডি! বলি মাল্টি কয়ডা আছে? ;)

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

কালীদাস বলেছেন: এই শব্দটা শুনলেই এখন মেজাজ খারাপ হয়া যায়। এমন বিখাউজ মার্কা ডিউটি পড়ে ইদানিং এক্সামে X( X(( X((

হ, মাল্টির অভাব নাই আমার। এর মধ্যে দি ফেলাইং ডাচমানব নিকটা বড়ই লাইক করি :D

৩৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৪২

নীল ত্রিস্তান বলেছেন: আর লেখা , জীবন নিয়ে দৌড়ের উপরে আছি /:) /:)

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

কালীদাস বলেছেন: জীবন নিয়া?? :|| কন কি?! :|

৩৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৩:০৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমাদের সময়কার স্যার দের মত ডিউটি দেবেন। নাহলে চেয়ার পা তুলে বসে কানে স্কিলেট ;)

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫০

কালীদাস বলেছেন: আমাদের ডিপার্টমেন্টে একজন প্রফেসর ছিলেন। তাঁর সম্পর্কে মিথ ছিল- কার্জন হল, মোকারম ভবন, এনেক্স ভবন তিন জায়গায় একই সময়ে তিনি গার্ড দিতে সক্ষম।

কম্পেয়ার করলে আমি কিছুই না। রুমের বাইরে দাড়িয়ে বাতাস খাই ;)

৩৬| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৪:৫২

নস্টালজিক বলেছেন: নট আ সিংগেল ওয়ান!


কালীদাস, এবার একটা বেস্ট অফ 'বৃষ্টি গান সংকলন' হয়ে যাক!


শুভেচ্ছা নিরন্তর!

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: নভেম্বর রেইনের কথা মনে পড়ে গেল সবার আগে :)
থ্যাংকস, ভাইজান :)

৩৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫২

আরজু পনি বলেছেন:

:|

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০১

কালীদাস বলেছেন: কি গান পছন্দ হয় নাই? :D

নিচেরটা ট্রাই মারেন, আর্টসেলের এইটা আমার বেশ ফেভারিট একটা, পয়লা ৭মিনিট খুবই ঠান্ডা, রক গানই মনে হবেনা (এরপর থেকে মেটাল) ;)

অনিকেত প্রান্তর
http://www.youtube.com/watch?v=ZBA6nx2Dd1Q

৩৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

অন্ধ আগন্তুক বলেছেন: বস ! অনেকদিন পরে আপনার কল্যাণে আমিও অনেকদিন পরে কমেন্টে আসলাম।

আমিও খুব কমই শুনছি এদের গান , দুই একটাও কমন পড়ে নাই। শুধু থ্রি ডেইজ গ্রেস এরটা আগে শুনছি। কমন প্রসঙ্গে , একটা কথা মনে পড়ে গেল । ইদানিং আমিও গার্ড দিতেছি। বাই গড, চোখ মুখ নাকি পাথরের মত শক্ত থাকে । :P

আর কী যেন হইছে, মিয়ানো মুড়ির মত হয়ে গেছি প্রায়। এই দুইটা গান শুইনেন , তাইলে কিছুটা বুঝাইতে পারবো !

ভালো থাইকেন, স্যার।

https://www.youtube.com/watch?v=_Zm1rF55IvA

https://www.youtube.com/watch?v=Ad5_pkd6Xnw

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

কালীদাস বলেছেন: হ, ব্লগে আসলে আপ্নেরে দেখিনা আর এখন....আমি মেলাদিন পরপর কমেন্ট করতে ঢুকি এই আসরে ;)

গানদুইটা শুনলাম, ভালই!

ব্লগে রেগুলার পোস্ট করার আশা মুটামুটি শ্যাষ, আর ইন্টারেস্টও পাইনা তেমন একটা :|

৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন:

ছ্যাকা পর্ব দেখলেই মনে হয় আপনি কাওরে ছ্যাকা দিছেন :P


সকাল বেলা ব্লগিং করতে এলে এই এক বিষয় লক্ষ্য করলাম !

কাওকে "শুভ সকাল" বলতে পারি না । আপনার কথা মনে পরে যায় !
মনে হয় আর কাউকে বলার আগে আপনাকে বলি !

শুভ সকাল মাস্টারজী :D

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

কালীদাস বলেছেন: সন্ধ্যা পার হয়া গেছে, তাও আগাম (বাসি) গুডমর্নিং জানাইলাম :D

আমি আর এই ব্লগের জন্য এপ্রোপ্রিয়েট পারসন বইলা মনে হয়না। মাঝে মাঝে আইসা পরিবেশ দূষণ কইরা যাব আরকি :|

৪০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

পরাবাস্তবতায় আটকে থাকা মানব বলেছেন: Once I had a taste for depressive songs, got over it quickly though. And now I regret listening to all those. My list would be like this-

Shinedown - Call Me, Second Chance. Three Days Grace- Last To Know. Apocalyptica- Not strong enough, I Don't Care . Cold- Another Pill. Red- already over, pieces . Seether - Broken. Simple Plan -Untitled, Slipknot- snuff, Vermilion pt. 2. Alexisonfire- rough hands. Sum41-pieces. Rev Theory- Ten years, you're the one

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: বেশিরভাগ গান শোনা।
এই পোস্টটা ঠিক ডিপ্রেসনের জন্য না, মেজাজ খারাপ থাকা অবস্হায় শোনার জন্য। স্নাফ গানটা নার্ভে চাপ ফেলে কেন জানি ডিপ্রেসড অবস্হায়।
এলেক্সিসনফায়ার আর সাম৪১ ব্যান্ড দুইটারে দেখতে পারিনা, মেরিটের অপচয়কারী কয়টা পুলা মনে হয় এইগুলারে।

৪১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: :-B

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

কালীদাস বলেছেন: :-B

৪২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অফটপিকে একটু আমার পোস্টে আসেনতো সময় থাকলে। আলাপ আছে!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

কালীদাস বলেছেন: যাইতাছি....

৪৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: ফাটাফাটি । ++

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

কালীদাস বলেছেন: থ্যাংকু :)

৪৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
সবগুলাই ডাউনলোড দিতাছি ;)


ফুন ভলিউমে গান শুনতে শুনতে কানের অবস্থা খারাপ হয়ে গেছে ! এরপরও সারাদিনই নানা ধরনের গান শুনি । আমার নিজের গান গাওয়ার খুব ইচ্ছা কিন্তু আফসোস এই জন্মে তা সম্ভব না :P

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

কালীদাস বলেছেন: ক্লাসে মাঝে মাঝে পুলাপানরে থ্র‌্যাশ মেটাল সাজেস্ট করি। পরেরদিন সেই গানের শিল্পগুণ নিয়া আলুচনা করি। (কঠিন টপিকস নিয়া ক্লাস থাকলে এই কাজটা বেশি করি, রিফ্রেশমেন্টের জন্য টনিকের কাজ করে)।

৪৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়া আলাই কুম আস সালাম।
এর মৈদ্ধ্যে কি আর ফুষ্ট দিবেন নাকি এক্কেবারে ঈদ স্পেশাল ?? B:-/

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২

কালীদাস বলেছেন: পোস্ট!!!
আগামী তিনমাসের মধ্য চান্স দেখি না :(

৪৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

অচিন্ত্য-র ব্লগ দেখেছেন কখনো ?

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

কালীদাস বলেছেন: নাহ :|

৪৭| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৭

আরজু পনি বলেছেন:

ভয়ে ভয়ে একটা লিংক ক্লিকাইলাম।

মাথা ধরলে কিন্তু খবর আছে !
কোন লিংক সেটা আপাতত নাই বলি।




শুভ সকাল।।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

কালীদাস বলেছেন: আশা করি মাথা ব্যাথায় পরের তিনদিন ক্যাঁকুঁ করে আশেপাশের সবাইকে জ্বালিয়েছেন :D

৪৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

কালীদাস বলেছেন: কি সোন্দর মন উদাস করা ভেটকি :P

৪৯| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কালীদাস ভাই ঈদ মোবারক!

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

কালীদাস বলেছেন: ঈদ মুবারক, সরি ফর লেট!!

দুষ আমার না, ঈদের দিন কুনুভাবেই ব্লগ ওপেন করতে পারিনাই; আমার ব্রাউজার সাপোর্ট করেনা সামহ্যোয়ারকে :(

৫০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

আরজু পনি বলেছেন:

সমস্যা এখনও শেষ হয় নি ?
আজকে অন্তত ব্লগে আপনাকে দেখতে পেলে ভালো লাগতো ।

♥ ঈদ মোবারক ♥

প্রিয় পিচ্চি স্যার ।।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

কালীদাস বলেছেন: কি করুম, আপনেগর সাইট কিছুতেই ওপেন হয়না, ঈদের দিন টেরাই মারছিলাম :(

৫১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তিনটা ছিল না আমার কাছে, নামালাম, শুনলাম, ভালো লাগলো, জানালাম :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

কালীদাস বলেছেন: আচ্ছা! ধন্যবাদ!!

৫২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

অ্যানোনিমাস বলেছেন: কালী ভাই ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

কালীদাস বলেছেন: ভাল নাই :(

৫৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

সকাল বেলা সহব্লগার কাউকে সুপ্রভাত বলতে গেরেই আপনার কথা মনে পড়ে যায় !

মিস ইউ পিচ্চি স্যার ! :|

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কালীদাস বলেছেন: হ, আমিও আমার নিজেরে মিস করি :|

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আরজু পনি বলেছেন:

আপনার রেস্ট নেয়া শেষ হয় নাই ! X( X((

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কালীদাস বলেছেন: তা শেষ হইছে। কথা হইল পেন্ডিং কাজ, ছুটির সময়কার আটকানো কাজ, পুলাপানের ফিলিংস.....সব মিলায়া পুরাই খেতাবালিশ অবস্হায় আছি আরকি :(( :((

৫৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
কালীদাসের পোস্ট/ আইডি দেখলেই আমার মিলা কুনিসের কথা মনে পড়ে।
ভালবাসা, ভালবাসা ♥

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কালীদাস বলেছেন: আর, আপনের আইডিটা দেখলেই দীর্ঘশ্বাস আসে- আজকালকার পুলাপান কতই পাইক্যা গেছে, অথচ ইন্দ্যাইয়ারনাইটিনসিক্সটিনাইন আমরা টিচারগরে ডাইকা টিচারগর সামনে বইসা ক্লাসের মাইয়াদের সাথে কথা কইতাম.....নাইলে ২৫ পয়সা ফাইন /:) :(( :((

৫৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
মিলা কুনিসকে মাইয়াদের সাথে তুলনা করায় আপানকে চাইর আনা ফাইন করা হৈলো /:) ||

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

কালীদাস বলেছেন: ফাইনের খ্যাতা পুরি, আপনেরে লুলামির অপরাধে ব্লক ফরামাইলাম :)

৫৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!

কেমন আছো???????????????????


:) :) :)


অনেকদিন পর দেখলাম তোমাকে!!!!!!!!!!!!!!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

কালীদাস বলেছেন: মেলা দৌড়ের উপর আছিগো আপা, আজকে একটা রেস্টের আশায় ঢুকলাম পুরান এই গুহায়... :)
পরসমাচার এই যে, আপনে কেমন আছেন ?

৫৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

ইখতামিন বলেছেন:
কেমন আছেন? :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কালীদাস বলেছেন: গম :D

৫৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

সাধারণমানুষ বলেছেন: সালাম স্যার

আশা করি ভালো আছেন? আমার সালাম লইবেন

বিনিত
সাধারণমানুষ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

কালীদাস বলেছেন: ওয়ালাইকুমআসসালাম।

পরসমাচার এই যে, অবশেষে পৃথিবীর কোন এক স্হানে আপনার জীবনের স্পন্দন পাইয়া আমি অশেষ চিন্তামুক্ত হইলাম। আপনার হ্যাঁহুঁ সুদীর্ঘদিন ব্যাপিয়া বন্ধ পাইতেছি।

ভাল থাকিবেন।


দোয়াগো,
কালীদাস নামের লেখক।

৬০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় কালিদাস,

সিরিজের চতুর্থ পোস্ট কবে আসবে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

কালীদাস বলেছেন: খুব শীঘ্রি আসার আশা দেখছি না।
তবে অনেস্টলি বললে, মেটাল সিরিজের ৬ নাম্বারটা লিখতে খানিকটা ইচ্ছা করছে কেন জানি :D ফ্রি হতে পারলে একটা ট্রাই নেব হয়ত :|

৬১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫

আরজু পনি বলেছেন:

সকালে কাউরে শুভ সকাল কইতে পারি না #:-S
কইতে গেলেই মনে হয়, আপনারে আগে কই । /:)

শুভসকাল ...

নতুন পোস্ট দিতে আর কতো দেরী পাঞ্জেরী ?

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: গুডমর্নিং :) (যদিও এখন সন্ধ্যা)

ঈদের বন্ধে পারলে কয়েকদিন সকালে বসার চেষ্টা করুমনে, তখন পারলে কইয়া যায়েন। রোজ সকাল ৮~৯টার দিকে রাস্তায় ঝিমাই ;)

জানিনা। ব্যাপক টেনশন/দৌড়ে আছি :|

৬২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩১

আরজু পনি বলেছেন:

অনেক বেশি রাত জাগেন নাকি ?
নাহলে এতো ঝিমানির কী হলো ?


যাই হোক এখন ৮.৩৪ সকাল...
শুভ সকাল পিচ্চি স্যার । B-)

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কালীদাস বলেছেন: হ, গুড মর্নিং (ইভিনিং) :D

২৪ ঘন্টায় মুটামুটি ৫/৬ ঘন্টা ঘুমানি হয় (রাস্তার ২/৩ ঘন্টার ঝিমানিরে ১৫ মিনিট ঘুম ধরলে).... /:)

৬৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

রেজোওয়ানা বলেছেন: আল্লা গো ও ও ও ও ---------আপ্নে বাইচ্চা আছুইন??

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

কালীদাস বলেছেন: জুলাই মাসের পর পোস্ট দিছেন বইলা তো মনে পড়েনা। লেখেন কিছু একটা, দরকার হইলে আমার ব্যান চায়া একটা পোস্ট দেন, আমি সেইটার রিপোস্ট দিমুনে :D

৬৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সাধারণমানুষ বলেছেন: ঈদ মুবারক স্যার :)

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

কালীদাস বলেছেন: ঈদ মুবারক, ম্যান :)
ইয়াহু কি পুরাপুরি ছেড়ে দিছেন নাকি? :|

৬৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল পিচ্চি স্যার !:#P

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

কালীদাস বলেছেন: ঈদ মুবারক :)
মেইল আমি আগে করছিলাম :|

৬৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন:

আপনার জন্য একখান লিজেন্ড ব্যান্ডের নয়া ফুল এলবাম

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

কালীদাস বলেছেন: থ্যাংকু :) মেলাদিন পার্ল জ্যাম শুনিনা, ট্রাই করব :)

৬৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

স্বাধীনতার বার্তা বলেছেন: কালীদাসদা। আপনার নতুন লেখা কই? :-/ :-/ :-/
কোন মে মাসের লেখা এখনো দেখতে হয়? X(

অর্কেস্ট্রা টাইপ গান পছদের? তাহলে নিচে যানঃ


[সামুর সার্ভার স্লো হয়ে গেছে আগের চেয়ে। >.< ]

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

কালীদাস বলেছেন: মিয়া তোমার নিজের অবস্হা তো আমার চেয়েও খারাপ, ১ বছর পোস্ট নাই আর মেইলের রিপ্লাই আসে দুই সপ্তাহ পরে ;)

গানটা আচানক লাগল। এনিমের উপর নতুন একটা পোস্ট দিয়া দেয়া যায় না এই খোয়াড়ে ;) ?

৬৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪

অ্যানোনিমাস বলেছেন: সালাম বচ!

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কালীদাস বলেছেন: সালাম :)
আছেন কিরাম?

৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সালাম বড় ভাই,আছেন কেমন ? খোঁজ খবর নাই,আগের সময় মিস খাই :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কালীদাস বলেছেন: সালাম :) আছি একরকম, আপনে?

৭০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেশে চলে এসেছি ভাই,আছি আলহামদুলিল্লাহ :) ব্লগ ডেতে আইসা পড়েন

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

কালীদাস বলেছেন: উরি তাই নাকি!! গুড নিউজ :)

আমি এক সেমি-ভার্চুয়াল পাব্লিক, ব্লগ ডে তে অনুষ্ঠানস্হলেই ঘুরাঘুরি করব নতুন কোন চেহারা নিয়ে... হয়ত চানাচুরের ডিব্বা নিয়ে, হয়ত ডিমের ঝুড়ি নিয়ে হাঁক ছাড়ব- আই ডিম ডিম ডিম ;)

৭১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

৫ম বাঙলা ব্লগ দিবসের শুভেচ্ছা রইল পিচ্চি স্যার ।। !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

কালীদাস বলেছেন: হ, আপনেরেও শুভেচ্ছা 8-| B-))

৭২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন:

নতুন পোস্ট দিবেন কি না কন X(

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

কালীদাস বলেছেন: কাউরে কইয়েন না, লেখতাছি এখন :P

৭৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

এই পোস্টের জনপ্রিয় মন্তব্যগুলো দেখেন ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

কালীদাস বলেছেন: ওহহো, কইতে ভুইল্ল্যা গেছিলাম- গুড মর্নিং :)

দেখলাম, কিছুই বুঝলাম না!! এইডা কি কাহানী ঘার ঘার কি?!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

কালীদাস বলেছেন: হ, এলা বুচছি লাইক কেমতে মারে!!
সব কিছুই দেরিতে বুঝি!! মনে হয় আমি বুইড়া হয়া গেছি গো /:) :(( :((

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

কালীদাস বলেছেন: সাথে এইটাও বুঝলাম, আমজনতা এইটারে কেমনে ইউজ হইতাছে X((

৭৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

তাসজিদ বলেছেন: আমি ছ্যাঁকা খাইসিনা। তাই রাতে ঘুমাই।

MP 3 লিস্ট এ ++++++++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

কালীদাস বলেছেন: রাইতে তো আমিও ঘুমাই :#) ঘুমানির আগে কিছুক্ষণ নিজেরে বাদশাহ আকবর মনে করার প্রশংসনীয় চেষ্টা আরকি B-)

থ্যাংকু :)

৭৫| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

রোদেলা বলেছেন: আমি ভীষন রকম গান পাগল মানুষ।কিন্তু কোন গানের ইতিহাস পড়িনি কোন দিন।আপনার পোস্টে এসেতো আমার ভিমড়ী খাবার মতোন অবস্থা।এতো ডিটেইল কেমনে লিখেন ভাই।অনেক কঠিন একটা কাজ।শুভেচ্ছা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

কালীদাস বলেছেন: টেনশন নিয়েন না! এইজন্যই লেখালেখি বেশি একটা করি না ;)
থ্যাংকস ফর ইউর নাইস ওয়ার্ডস। ক্যারি অন m/

৭৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১

ফারিয়া আলম বলেছেন: ভাইয়া আপনার ব্লগে ভিজিট করে পুরাই টাস্কি খেয়েছি আমি। আপনার ব্লগ তো পুারই সঙ্গীতময়। এত গান, এত গানের ইতিহাস ...জাস্ট ওয়াওওওও। আর কোন খোজাখুজির টেনশন নাই.....প্লে লিস্ট পেয়ে গেছি। অনেক ধন্যবাদ... :)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬

কালীদাস বলেছেন: আপনার ভাল লাগলে খুশি হব; আমার ঝোঁক মেইনলি অল্ট. মেটালে।
শুভকামনা :)

৭৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমার ঝোঁক মেইনলি অল্ট. মেটালে - গানের ইতিহাসসহ পছন্দের গানগুলোকে এতটা যত্ন করে তুলে ধরেছেন, পোস্টটা পড়ে খুব ভাল লাগলো।
আগের দিনে মন্তব্যগুলো কত চমৎকার হতো!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

কালীদাস বলেছেন: থ্যাংকস :)
আমি এই স্বতস্ফূর্ত ইন্টারএকশনটা মিস করি এখনকার ব্লগে। ইনফ্যাক্ট এই পোস্টটা যখন করা (২০১৩) তখনও ইন্টারএকশনের কোয়ালিটি যথেষ্ট ফল করেছে ২০১০ পর্যন্ত যে ব্লগ ছিল তার তুলনায়। এখনকার অনেক ব্লগারকেই দেখি উত্তর যে দিতে হয় এটা বোঝার সেন্সই রাখে না আর অনেককে দেখি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর চরম দায়সারা ভাবে দুয়েক শব্দে দিয়ে কৃতার্থ বোধ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.