নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scars remind me that the past is real; I tear my heart open just to feel.

কালীদাস

চতুর্মাত্রিকে একটা শাখা আছে আমার পোর্সেলিন হার্ট নামে...http://www.choturmatrik.com/blogs/পোর্সেলিন হার্ট বি.দ্র: এই ব্লগে যা কিছু পোস্ট করেছি তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে কোন ভাবেই পুনঃপ্রকাশ করা যাবে না।

কালীদাস › বিস্তারিত পোস্টঃ

ইদানিংকার শোনা ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর ফেভারিট কিছু গান ;)!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০



আহ! তিন বছর আগে ভদ্রমহিলাদের গাওয়া রক/মেটাল গানের একটা পোস্ট দিয়েছিলাম। খারাপ লাগেনি নতুন আরও কিছু ওমেন ফ্রন্টেড রক মিউজিকের সাজেশন পেতে। আজকেরটাও সেরকমই, একেবারেই নতুন (এবছরের) আর কিছু আচানক ভাল লাগা গানের পোস্ট এটা। এনিওয়ে, আমার গানের চয়েস যারা জানেন, তারা কিছুটা টাসকিও খেতে পারেন একজনের নাম দেখে, কারণ পোস্টের সব গান হয়ত রক/মেটাল না :P







Halestorm - Here's To Us

এদের নাম ফাস্ট শুনি গতবছর। তবে এরা আমার মনোযোগের ফোকাস সরাতে বাধ্য করে এবছর হার্ডরক/হেভি মেটাল সেকশনে গ্রামি পাওয়ার পর। লাভ বাইটস (সো ডু আই) নামের গ্রামি পাওয়া গানটা পুরান আমলের হার্ড রকের কথা মনে করিয়ে দেয় বারবার। ঐটা ছিল ওদের ২০১২তে বের হওয়া সেকেন্ড এলবামের (দ্যা স্ট্রেন্জ কেস অফ...) ফাস্ট ট্র্যাক। আর এই পোস্টের গানটা হচ্ছে ঐ এলবামের লাস্ট ট্র্যাক (খিক খিক, পুরা এলবাম কাভার করা শেষ)!! তবে যে গানটা আমি আপলোড করেছি এটা সম্ভবত গত বছরের এলবামের সেম গানটা না। ওরা এই বছর এলবামটাকে আবার রিমাস্টার করে এবং গ্যারান্টি দেয় সব কয়টা গানকেই যতদূর সম্ভব কাছাকাছি রেখে সাউন্ডটাকে শুধু সামাণ্য হেভিয়ার করা হয়েছে (লিরিকস সেম)। এই গানটার সাউন্ড সেম মনে হয়েছে আমার, তবে মেলোডি খানিকটা বেশি মনে হয়েছে আগেরটার চেয়ে। যেটাই হোক, আপলোড করা ভার্সনটা আমার ভাল লেগেছে। ভাল কথা, এটা এদের অল্প কয়টা গানের একটা যেখানে চারজনই ভোকাল ছিল (পুরা গানে অবশ্য না)। মিউজিক ভিডিও আর এমপিথ্রিটা সেম না, এমপিথ্রিটা শুনলেই ভাল করবেন। পার্থক্যটা লাস্ট কোরাসে যেয়ে...শুরু করে ড্রামার আরজে হেল, এরপর আসে গীটারিস্ট জো হটিংগার, তারপর আসে বেসিস্ট জস স্মিথ আর ফিনিশিংটা দেয় ভোকাল লিজি হেল। এবং এই অল্টারনেটিভ রকটা আমার ভাল লাগার মেইন কারণ লাস্ট কোরাসটা। ভাল কথা আরজে কিন্তু লিজির আপন ছোট ভাই। জো হটিংগারের চেহারা সেরকম, বাংলাদেশের অনেক বালিকাই সুইচ মনের গুপ্ত জানেমান সুইচ করতে পারে দেখলে জো কে দেখলে!!





http://www.youtube.com/watch?v=KC0DNLDXJW8



এই গানে একমা্ত্র যে জিনিষটা মিস করেছি সেটা হল গীটারে লিজির একটা সোলো পার্ট আশা করেছিলাম আমি। লিজি গীটার খুবই ভাল বাজায়, এবং দুইচারটা গানে ওর যে সোলো দেখেছি, পুরাই ঝাক্কাস ;) লাভ বাইটস গানটাতে একটা সোলো ছিল লিজির অল্প সময়ের চেক করে দেখতে পারেন :) গত কয়েক বছরে লিজির জনপ্রিয়তা ভোকাল হিসেবে অনেক বেড়েছে, অনেক কনসার্টেই লিজিকে গেস্ট ভোকাল হিসেবে দেখি। সীদারের ব্রোকেন বেশ কয়েকবার পারফর্ম করেছে সীদারের সাথে, (এমি লির জায়গাটা)! গত বছর হোরে টেইলরের সাথেও দেখলাম একবার :)





The Letter Black - The Only One

বাংলাদেশে খুব কম লোকই এই ব্যান্ডকে চেনে। আমার আগের পোস্টে একটা গান ছিল। নিজেদের ক্রিশ্চিয়ান রকার পরিচয় দিলেও আল্টিমেটলি সব গানই অল্টারনেটিভ রক, তবে এদের এপ্রোচটা ভালই লাগে আমার। আগের পোস্টের দেয়া গানটা ছিল ঐ এলবামের সবচেয়ে হিট পাওয়া গান, আর আজকেরটা হচ্ছে সেকেন্ড এলবাম রিবিল্ড-এর (এ বছর বের হয়েছে) অন্যতম আন্ডাররেটেড গান। দুঃখজনক বলতে হবে। পুরা ২০১৩ সালে এটার মাপের অল্টারনেটিভ রক খুব কমই পেয়েছি। গানটা কান থেকে সরাতে পারছি না, শুধু ক্রিসমাসের দিনই মনে হয় ৮/৯ বার শুনেছি। লিরিকস খুব শক্তিশালী না, মেইনস্ট্রিমের কমন লুতুপুতু টাইপের; আমি তুমি টাইপের কথা বার্তা সম্পন্ন; তুমি না থাকলে আমি বাঁশবাগানের চড়ুইপাখির পাহাড়াদার হয়ে যাই টাইপের ;) বাট টোটাল কম্পোজিশনটা অসাধারণ। কোরাসের লাইনকটা দেখেন-



I'm feeling alive

I'm feeling so free

I'm letting go of everything

And if I break down

I know that you'll be

You'll be the only one, the only one I need





http://www.youtube.com/watch?v=QIxzRWZkffM



ভোকাল সারা আগের চেয়ে অনেক ম্যাচিওরড হয়েছে, গীটারে সারার জামাইয়ের পারফর্ম্যান্স ডাউন খায়নি পুরা গানে। সেকেন্ড গীটারিস্টের অভাব একবারও টের পাইনি গানে। এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল কখনও লিডে না যাওয়ায় কম্পোজিশনটা আরও ভাল লেগেছে।





Within Temptation feat. Tarja Turunen - Paradise (What About Us?)

ফাস্টেই টারজা খালামণির কথা বলি :D নাইটউইশের সবচেয়ে সফল আর ইউরোপের সবচেয়ে জনপ্রিয় সিম্পোনিক মেটাল ভোকাল ছিলেন টারজা। টারজা আর থমাস হলোপাইন ১৯৯৬ সালে নাইটউইশ ফরম করেছিলেন, কি সময়টাই না গেছে পরের দশটা বছর। ইউরোপে সিম্ফোনিক রক/মেটালের আলাদা একটা ব্যাকগ্রাউন্ডই গড়ে উঠেছিল নাইটউইশের জমানায়। টারজা ২০০৫এ ব্যান্ড (প্রথম আলোর ভাষায় দল) ছাড়ার পর নাইটউইশের চার্মিং অনেকটাই কমে গেছে। এরপর দুইজন ভোকাল এসেছে কিন্তু টারজা!! নাইটউইশ পুরাই গেছে :(



ওয়েল, উইদিন টেম্পটেশন সেম আছে গত দশ বছর ধরে। সিম্ফোনিক মেটালের টপ পিকের সময়টাতে এবং এখনও সেম লাইনআপে সেম রিদমে এগিয়ে যাচ্ছে উইদিন টেম্পটেশন। আমি এবং আমার ধারণা অনেক সিম্ফোনিক মেটাল ফ্যানেরই হয়ত সেম শখ ছিল দুই দিকপালের একসাথে পারফর্ম করা দেখার। স্টেজে দুয়েকবার দেখা গেলেও এবারই প্রথম সিঙ্গেলস বের করছেন দুজন!! উইদিন টেম্পটেশনের আগামী বছর (জানুয়ারি, ২০১৪) বের হতে যাওয়া এলবাম হাইড্রার লিড সিঙেলস থাকবে প্যারাডাইস। শুধু সিঙেলস হিসাবে এমনিতে গানটা রিলিজ হয়েছে সেপ্টেম্বরের ২৭ তারিখ। নেদারল্যান্ডের রিটায়ার্ড জেনারেল পিটার ভ্যানের মে মাসে দেয়া এক আবেগঘন বক্তিতার লিরিকাল রুপ এই গান। বক্তব্যের সারকথা ছিল মানবজাতিকে স্বার্থপরতার নেচার ত্যাগ করতে হবে =p~ পয়লাবার গানটা লেখার সময় শ্যারন এডেল নিজেই ছিল ভোকাল, পরবর্তীতে আগস্ট মাসে টারজাকে এডেল আমন্ত্রণ জানান গানটাতে!! আমার রিভিউ হচ্ছে- দুজনের কম্বিনেশন অসাধারণ হয়েছে, দুইজন দুই ব্যান্ডের একবারও মনে হয়নি! আমার চোখে গানটার একমাত্র দুর্বলতা এর লিরিকস!! এরচেয়ে দৈত্যদানব টাইপের লিরিকসও অনেক ভাল লাগত! তবে পুরা কম্পোজিশন চিন্তা করলে জোস লাগবে সবারই!





http://www.youtube.com/watch?v=Dy6MpsDPKts



এখন পর্যন্ত চার্ট পারফর্ম্যান্স খারাপ না গানটার। আইটিউনসে ৪ নাম্বারে চলে গিয়েছিল পয়লা সপ্তাহে, বিলবোর্ডে অবশ্য বাঁশ খেয়েছে আমেরিকান অডিয়েন্সের কাছে (শেইম)। জানিনা আবার কখনও দুই ভদ্রমহিলাকে আবার একসাথে দেখা যাবে কিনা! তবে আশার কথা হল- রেকর্ডিং কমপ্লিট হবার পর এক সাক্ষাৎকারে দুই ভোকালই দুজনের কম্পানি ভাল লেগেছে বলে, সাথে পরষ্পরের প্রতি গভীর শ্রদ্ধাও পোষণ করেছেন ।





Rihanna - California King Bed

যারা আমার গানের চয়েস কিছুটা হলেও জানেন, তাদের জন্য এটাই টাসকি পার্ট এই পোস্টের। পপ মেইনস্ট্রিমের ক্যালি ক্লার্কসন ছাড়া অল্প কয়েকজনেরই গানের মাঝেমাঝে খবর নেই, আর এই অল্প কয়েকজনের ভাইবেরাদরদের মধ্যেও রিহান্না পড়ে না। এই গানটার খবর পাওয়ার ঘটনাও আচানক। বাসার ছোট মেটালহেডটা মেলা কিছিমের গান শুনে, ঐটার প্লেলিস্টের কাছে আমারগুলো কিছুই না; এক্সট্রিম মেটাল বেশিরভাগ আমাকে ঐটাই সাজেস্ট করে। একদিন দেখি বদটা কি একটা এসাইনমেন্ট করছে সাথে কি গানের একটা গানের কোরাস চলছে ল্যাপটপে- যেটা মনে হচ্ছিল গ্রান্জ ইনফ্লুয়েন্সড অল্টারনেটিভ রক কিন্তু ভোকালকে কোনভাবেই চিনতে পারছিলাম না। তারপর মিউজিক ভিডিওটা দেখে আমি নিজেই টাসকি!!



এরপর কিছুটা খবর নিলাম তারপর গানটার ব্যাপারে। ২০১০এর গান আর গানটা লিখেছে বেশ কয়েকজন মিলে, পেছনের ইনস্ট্রুমেন্টেও ছিল রিহান্নার রেগুলার সেটআপের লোকজনই। সমস্যা যেটা গানটা আসলে পপ-রক নামের খিচুরি জানরের গান নাকি অল্টারনেটিভ রক সেটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি। অনেক ক্রিটিকই বুদ্ধিমানের কাজ করেছেন, গানটাকে রক মিউজিকের রিফসহ ব্যালাড বলে চালিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ রকই বলছেন। কোরাসের গীটার রিফ মুটামুটি কমন সিগনেচার মুভ ম্যাক্সিমাম মেইনস্ট্রিম অল্টারনেটিভ রক গানের জন্য। প্লাস, সেকেন্ড আর থার্ড কোরাসের মাঝামাঝি যে গীটার সোলোটা আছে সেটাও খুবই আনঅর্থোডক্স পপ বা পপ-রক নামের খিচুরীর জন্য। যাই হোক, আমি কনফিউজড এটা আসলে অল্টারনেটিড রক না পপ-রক! মিউজিক ভিডিও দিলাম, আমার একটুও ভাল লাগেনি ভিডিওটা, রিহান্নার ইউজাল মুচড়ামুচড়ি টাইপের মিউজিক ভিডিও :-< |-)





http://www.youtube.com/watch?v=nhBorPm6JjQ



বাইদ্যাওয়ে, বেশিরভাগ ক্রিটিক পজিটিভ কমেন্ট করেছে গানটার ব্যাপারে; রিহান্নার ভোকাল রেন্জের নতুন এক পরিচয় ছিল গানটা। বিলবোর্ডের হট ১০০ তে মুটামুটি তলার দিকে ছিল গানটা ;) (বিলবোর্ডের হটলিস্ট আমি কখনই চেক করি না, সব মাগলসদের গানের লিস্ট)!





বিজ্ঞাপন বিরতি ;)







Kittie - What I Always Wanted

এই বালিকাগুলো কেন জানি আগের মত আর জ্বালাময়ী চেহারায় নেই। ভোকাল/গীটারিস্ট মরগ্যান লেন্ডার ১৪ বছর বয়স থেকে এই ব্যান্ডের সবকিছুর মূলে। আজকের পোস্টের এটাই একমাত্র ব্যান্ড (দল) যাদের সবাই বালিকা। গানের কোয়ালিটি ইদানিং গ্রুভ মেটালের দিকে ঝোঁক বেশি হলেও আগে নিজেদের মত গান গাইত- এক্সট্রিম মেটালের মধ্যে নিজেদের এক্সপেরিমেন্ট!! পোস্টে যে গানটা আপলোড করেছি এটা পোস্ট হার্ডকোর যার মেইন কম্বিনেশন গ্রান্জ ইনফ্লুয়েন্সড ক্লিন ভোকালের সাথে ডেথ মেটালের ফিউশন, যেটা ২০০৫/০৬এর দিকে আমেরিকান অনেক ব্যান্ডের কমন টাইপ হয়ে গিয়েছিল- তবে বেশিরভাগই মেটালকোরের সাথে ক্লিন ভয়েসের ক্রস ঘটায় এই জাঁনরে। এই গানটার পুরা কম্বিনেশনটাই বেশ ব্রুটাল একটা এপিয়ারেন্স! অনেক পুরান, সেকেন্ড এলবাম ওরাকলের গান হোয়াট আই অলওয়েজ ওয়ান্টেড! এলবামটা মুটামুটি সফল ছিল এই টাইপের জন্য, বিলবোর্ডে ৫৭ নাম্বারে ডেব্যুর পর মোট ত্রিশহাজার কপির মত বিক্রি হয়েছিল। স্টার্টিং-এর রিফটাই মনটা ভাল করে দেয়। ভিডিওটা খুব আহামরি কিছু না, দেখেন কেমন লাগে :|





http://www.youtube.com/watch?v=EGEMVo3uNBE



এই মেয়ের ভোকাল রেন্জ চড়া, ক্লিন, র্যাপ, মেটাল স্ক্রিমস, গ্রোল.... সবকিছু করার রেকর্ডই আছে মরগ্যান লেন্ডারের। লেটেস্ট নিউজ হচ্ছে এটার পাশাপাশি সাইড প্রজেক্ট হিসাবে উনি একখানা পপশিল্পীগুষ্ঠীতে ভোকাল হিসেবে জয়েন করেছেন কিছুদিন আগে X((



হ্যাঁ, সবকিছুর পরেও আমি গত দশকটা বছর মিস করি খুব। শুধু মাত্র রক আর মেটালের চরম উৎকর্ষের জন্য!!









এমপিথ্রি ডাউনলোড লিংক

এমপিথ্রি নামানোর অনেক সাইটই বন্ধ হয়ে গেছে। লিংকের সাইটগুলোতে কয়েকটা করে ফাইলের লিংক পাবেন, ডাউনলোডের আগে ফাইলের ডিউরেশনটা কাইন্ডলি একবার চেক করে নেবেন।

Halestorm - Here's To Us

The Letter Black - The Only One

Within Temptation feat. Tarja Turunen - Paradise (What About Us?)

Rihanna - California King Bed

Kittie - What I Always Wanted











হ্যাপি নিউইয়ার m/

মন্তব্য ৩৮২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৩৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নেটের যে হাল ! দিনের বেলা ছাড়া এ পোস্টের ব্যাপারে কিসু বলা যাবেনা /:)

আমি ইদানিং এ গানটায় মজসি, অসামলি উইয়ার্ড মিউজিক ভিডিও !! B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

কালীদাস বলেছেন: এই গানটা পয়লা কয়েকবার শুনতে ভালই লাগছিল, এরপর কেন জানি আর ভাল লাগে নাই আমার। এরচেয়ে বেদের মেয়ে জোসনা মভির লিড টাইটেলটা জোস ছিল ;)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

বেঈমান আমি. বলেছেন: ইভা রহমান :( কেমনে মানুষ তার সমালোচনা করে।এত্ত গুলো সুন্দর।

কিসের মধ্যে কি ঢুকাই দিলেন? ;) দেখি গান গুলো শুনে।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

কালীদাস বলেছেন: এহেম! এহেম!
আই লাইক হার বেরি বেরি মাচ ;)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাগ্যিস, একটা করে গান দিয়েছেন। সব না ;) দুই নাম্বারটা ভাল লেগেছে। বাকিগুলো শুনে আসছি।

বিজ্ঞাপন বিরতি =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

কালীদাস বলেছেন: বাছা দুচারটা দিলাম আরকি। সময় পেলে নাইটউইশ আর উইদিন টেম্পটেশন ট্রাই করে দেখতে পারেন, আধুনিক যাত্রাপালার গান মনে হবে। জটিল গান গায় দুইজনই :)

লোকজনের চোখ দেখি আগে ঐখানেই যাইতাছে....ঘটনা কি?!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

পারভেজ আলম বলেছেন: কি ম্মিয়া? :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

কালীদাস বলেছেন: ও আল্লাহ! আপনের মনে আছে তাইলে এখনও ব্লগের কথা!!
আছেন কেমন? :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

অদিব বলেছেন: সবগুলো ব্যান্ড/আর্টিস্টের গানই শুনেছি। তবে দ্য লেটার ব্ল্যাকের আমি চরম ভক্ত! তাদের প্রথম অ্যালবাম Hanging On By A Thread এর প্রতিটী গানই আমার চরম পছন্দের। বিশেষ করে 'মাই ডিজিস' আর 'বেস্ট অফ মি'! !:#P !:#P !:#P

তবে আমার সবচেয়ে ফেবারিট ওমেন ভোকাল ব্যান্ডের কথাই আপনি বলেন নাই! Evanescence! এদের মত রকিং ব্যান্ড খুব কমই আছে! :D :D :D

যাইহোক, পোস্টে +!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

কালীদাস বলেছেন: আহ! ঐটা একটা এলবাম ছিল মাশাল্লাহ! প্রত্যেকটা গানই ছিল মাস্টারপিস।

ইভানসেন্স আমারও ফেভারিট ব্যান্ড, এই পোস্টেও খুজলে এক জায়গায় এমি লির নাম পাবেন। লাস্ট এলবামের উল্লেখযোগ্য গান পাইনি আজকের পোস্টে দেয়ার :(

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: B:-) B:-)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

কালীদাস বলেছেন:

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞাপন বিরতি ভাল লাগলো ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

কালীদাস বলেছেন: হায়রে পাবলিক! সবতের চোখ খালি ঐ বেগানা আওরাতের দিকেই আগে যাইতাছে। জমানার মুজাদ্দিদ এই প্রসংগে বলেন, ব্লা ব্লা ব্লা...

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: sweet drean তো মনে হয় urthmix এর না? অসাধারণ ব্যান্ড! পারলে অগো Here comes the rain again শুইনেন। উপরের নতুন ব্যান্ডগুলার তুলনায় এই বুইড়ারা কিন্তু ফাটাফটি! :D :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

কালীদাস বলেছেন: কমেন্টটা ভুলে কইরা ফালাইছেন নাকি শিওর হইতে পারলাম না :D
যাউকগা, বুইড়াগর গান অবশ্যই ভাল হইব, কথা হইল নিউ ওয়েভের গান আমি হজম করতে পারিনা।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবগুলো শোনা শেষ। আচ্ছা, মিউজিক ভিডিওগুলোতে ওদের ইন্সট্রুমেন্ট নিয়ে গান গাওয়ার সিন দেখানো কতটা দরকার?

শেষেরটা বেশিক্ষণ শুনতে পারলাম না =p~

হ্যাপি নিউ ইয়ার।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

কালীদাস বলেছেন: ভালই তো, হেরা তো অন্তত পিছনের রাস্তার পুলাপান বা পশ্চিমা জীবনের পুলাপানের মত ইনস্ট্রুমেন্টের সাউন্ড গায়েব থিক্ক্যা আনে না। বিশ্বাস করবেন কিনা জানিনা, এগুলা ট্যুরে গেলে আস্তা প্লেনের অর্ধেকের বেশি লাগে ব্যান পার্টির লুকজন নিতে, কুনুদিন নামটা পর্যর্ত উচ্চারণ করেনা হেগর।

ডেথ মেটাল কোন গানের মিউজিক ভিডিও দেইখেন পারলে, বুঝবেন মজাটা।

শেষের গানটা একটা রিয়েল মিউজিক আছিল।

উইশেছ!!

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

পারভেজ আলম বলেছেন: পারভেজ আলম বলেছেন: লেখক বলেছেন: ও আল্লাহ! আপনের মনে আছে তাইলে এখনও ব্লগের কথা!!
আছেন কেমন? :)

কেমনে ভুলি। ব্লগ আমাদের ভুলতে পারে। আমরা ব্লগকে ভুলিনা।

আজকে অবশ্য পুরান একটা পোস্ট খুঁজতে ঢুকছি। আপনারে দেইখা আর মন্তব্য না কইরা পারলাম না :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

কালীদাস বলেছেন: হ, পুরাই গেছে কোয়ালিটি। আগে হাজার কাজের মধ্যেও দিনে একবার না আসলে উসখুশ লাগত, এখন পাঁচমাস লগইন না করলেও মনে হয় না খুব আহামরি কিছু মিস হইছে। নতুন যারা ব্লগিং করে তাদের কাছে লেখার একটা মিডিয়া হিসাবে এই জিনিষই সাফিশিয়েন্ট মনে হইতে পারে, কিন্তু যে গোল্ডেন টাইম দেখছি আমি, খুব খারাপ লাগে এই দশা দেখলে :(

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

সায়েম মুন বলেছেন: খেলুম না। কেটি পেরির কোন গান দিলেন না। #:-S
Katy Perry - California Gurls ft. Snoop Dogg---এই গানটা দিলে পারতেন। ;)
Tarja Turunen এর কয়েকটা গান খুব লাইকাই। পোস্টের গানটাও ভালা লাগছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

কালীদাস বলেছেন: কেটি পেরির গান বদহজম হয় আমার। তয় পেরি নামটা যখন কইয়াই ফালাইছেন, আপনেরে ক্রিশ্চেন পেরির একটা গান দেই। এই বালিকা মেলা ম্যাচিওরড গান গায় কেটলি বেগমের চেয়ে। গানটা পপ, টোয়ালাইট হাগায় দিছিল বেক্কলডায় X(( X((

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

মামুন রশিদ বলেছেন: গানই শোনা হয় না । ডাউনলোড দিমুনে..

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

কালীদাস বলেছেন: সব শুইন্না কাম নাই আপনের। পয়লা দুইটা শুইনা ভাল লাগলে পরেরগুলাতে আগায়েন। নাইলে পরে ডেটা খরচ করনের লিগা আমারে কইষ্যা গালিগালাজ করবেন ;)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: রিহানার টা ভালা লাগছে! এক সময় বেশ শুনতাম কিন্তু এখন মেটাল খুব কম শুনি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

কালীদাস বলেছেন: এতগুলা গানের মধ্যে ভাল লাগল কিনা ঐটারে /:)
এ জেপন রাকপো না....দড়ি নিয়া হাঁটা দিলাম :(( :((

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

লিংকন১১৫ বলেছেন: হুম , ২ টা বাদে সবগুলাই মোটা মটি ভালাপাই

মাগার বস বিজ্ঞাপন বিরতি টা সেরকম লাগছে ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

কালীদাস বলেছেন: কোন দুইটা বলা যায়?

বিজ্ঞাপন বিরতিতে অমর সংগীত একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে দিমু নাকি ভাবতাছিলাম। পরে ভাবলাম মাইনষের এত কিলোবাইট/মেগাবাইট হুদাই নষ্ট করা ঠিক না ;)

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

দুর্বৃত্ত বলেছেন: গানের এমন কড়া সমালুচনা করেন ক্যারে? ? :P

প্রথম দুইটা শুনি নাই। ফিডব্যাক পড়ে দিমুনি :) :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: খিকজ, ফ্রি প্রেস! পোস্টের টাইটেলে রিভিউ শব্দটা রাখলে মন হয় ভাল হইত :)

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: ঘুমানোর আগে প্রথম গানটা শুনলাম। জোস লাগলো। বাকিগুলা কেমন লাগসে পরে কমু। গুড নাইট।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

কালীদাস বলেছেন: সেকেন্ড গানটা বেশি সোন্দর্য, ট্রাই কইরা দেইখেন 8-| লাস্ট গানটার লিরিকস আপনারে নতুন লেখার উপাদান দিবে, কনফার্ম :)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

শায়লা িসিদ্দক বলেছেন: বিজ্ঞাপন বিরতিটা joss ছিল ! ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: এমনকি মহিলাদের চোখও আগে বিজ্ঞাপন বিরতিতে গেল...ঘটনাটা কি? :!> :#>

দেশের সবচেয়ে হার্টথ্রুব মহিলাদের একজনের ফটু দেয়াটা কি ভুল হয়ে গেল?! ;)

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

জেরিফ বলেছেন: the only one

মিউজিক টা ভালো লেগেছে ।


আমি আবার হেভী মেটাল তেমন পছন্দ করি না ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

কালীদাস বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস :#>

মেইনস্ট্রিম হেভি মেটাল বলতে যা বোঝায় সেটা বোধহয় আমি নিজেও কম শুনছি ইদানিং, রিভিউ লেখার চিন্তাও করিনা (আমি অযোগ্য একজন)। তবে, ক্রস জাঁনরগুলো আমাকে টানে খুব ইদানিং, রক্তের প্রবাহ স্বাভাবিক রাখে.......

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

যাক ১৮ মাসে হলেও তবু্ও বছর হলো :D

এখন পুরো পোস্টে চোখ বুলিয়ে মন্তব্য গুলো দেখে গেলাম, এই দফায় ভালো দর্শক এবং শ্রোতা হিসেবেই আপনার পোস্টে এটেন্ড করার আশা রাখি B-)

শাশুড়ি বাসায় তাই লো ভলিউমে একটা শুরু করি :#)

শুভ সকাল ।।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

কালীদাস বলেছেন: বড়ই দৌড়ের উপর ছিলাম সারাটা বছর, বছরে ২টা পোস্ট মনে হয় একটু কমই হয় 8-| B:-) বিশ্বাসই হয় না আমার ব্লগিং-এর পয়লা বছর যে ৫০বার ফাস্ট পেজে জায়গা নিছিলাম :|

সেকেন্ড আর ফোর্থ গানটা ট্রাই করেন, ভাল লাগবে আশা করি।

গুড ইভিনিং (মর্নিং)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
২>৩>১>৪>৫

২ রিমাইন্ডেড মি অ' দিস-


কেটলি বেগম ! X( কেটি পেরি তে কি সমস্যা ? আই লাভ হার :#>

আরেকটা -

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

কালীদাস বলেছেন: সেকেন্ডটা চলে, পয়লাটা একেবারেই ভাল লাগে নাই। দোষ ডিডোর না, টেকনো ভাল লাগে না আমার। তয় ডিমলাইট জ্বালানি কোন রেস্টুরেন্টে মোমবাত্তি ডিনারে মনে হয় চিপায় বাজলে খুব গায়ে লাগব না :P

আমার ৫ নাম্বারটা আসলেই ৫ নাম্বার হৈছে দেইক্ষ্যা কইলজা ফাইট্টা কান্দন আইতাছে :(( :((

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

ঢাকাবাসী বলেছেন: গান ভাল বাসেনা যে সে মানুষ খুন করতে পারে!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

কালীদাস বলেছেন: খিক খিক, আমি যে টাইপের গান শুনি, আমিও মনে করতে পারব ;)

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: Fire with fire
Hanging on by a thread
Best of me
There will come a day
Believe by the letter black
I like those the most
Besides now a days I'm avoiding Christian sub genre just only because of religion

Nice post

N sorry for the English as I'm posting from iPhone

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

কালীদাস বলেছেন: ব্যাপার না, সত্যিকারের ক্রিশ্চিয়ান রক/মেটাল আমি কমই পেয়েছি আজ পর্যন্ত। এই গুষ্ঠীর নিজের জাঁনরের গান বাজারে ভাত পায় না বললেই চলে।

আহ! আইফুন!! ঢাকা শহরে, নকিয়ার মেলা পুরান একটা সেট (ইচ্ছা করে রাবার ব্যান্ড লাগানো) রাখি পকেটে, তাও মনে হয় গেল :(

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: Katy Perry's prism is quite good along with Miley Cyrus n Beyoncé

But lady gaga's artpop is super flop

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

কালীদাস বলেছেন: আজব লাগলেই লেডি গাগার পোকার ফেস গানটা সামাণ্য ভাল লেগেছিল কেন জানি। কেটলি বেগমরে দুই চোক্ষে দেখতে পারিনা :(

এই বছরটা আল্টিমেটলি রক/মেটাল এরার জন্য বেশ খারাপ গেছে। জানেন বোধহয়- ব্রেকিং বেন্জামিন প্রায় পুরাই ভেঙে গেছে; এডাম গন্টিয়ার থ্রি ডেইস গ্রেস ছেড়েছে; ক্রিড আবার ভাঙার পথে; সবচেয়ে বড় শকটা পেলাম গত সপ্তাহে- এই ডিসেম্বরে জর্ডিসন স্লিপনট ছেড়ে দিয়েছে।

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মামুন হতভাগা বলেছেন: গান শোনা ভুলে গেছি :D
বিজ্ঞাপন বিরতির ব্যবস্থাটা সেইরাম হইছে B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

কালীদাস বলেছেন: আবার শুরু করেন। রাত নয়টায় কানে হেডফোন গুজে সারাটা দিন হারিয়ে ফেলতে গান জিনিষটা বেশ ভাল :)

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

আমিনুর রহমান বলেছেন:



এখন যেটুকু সময় পাই গান শোনার পুরান দিনের বাংলা গান শুনি। আপনার পছন্দের গান আগেও ভালো লেগেছে তাই ডাউনলোড করে শুনবো অবশ্যই। পোষ্টে প্লাস ও প্রিয়তে।


"এমনি করে আমায় আরো মারো" গানের লিংকটা যদি দিতেন :P

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

কালীদাস বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই! এই গানগুলো মনে হয়না আপনার খুব ভাল লাগবে, তবু ট্রাই করতে পারেন দুই নাম্বারটা :)

সে নো টু ডাউনলোড দেশি গান ফ্রম ইন্টারনেট, এসপেশালি ইভা রহমান'স B-))ইভা রহমানের মিউজিক ভিডিওর ডিভিডি সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য :-P ইহা সহজলভ্য, পাওয়া যায় দেশের সর্বত্র- ক্যাসেটের দোকান, লাইব্রেরি, গুলিস্তান আন্ডারপাসের দুই মুখে, ভাতের হোটেল, পানের দোকান.....কোথায় নেই :!> :#>

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

সাধারণমানুষ বলেছেন: আপাতত Lana Del Rey এর গানে মজিয়া আছি . B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কালীদাস বলেছেন: এইডা আবার কেডা?! জীবনে নামও শুনি নাই :|
আসেন না মিয়া ব্লগে মাঝে মাঝে!! লোকজন আউল ফাউল লেখা পইড়া যেমনে খুশিতে আলহামদুলিল্লাহ কয়া মিলাদ পড়ে সেইটাও তো একটা বিনোদনের বিষয় B-))

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই আপনার এই পোষ্টে কমেন্ট করার জন্য সেই সকাল থেকে অনেকবার ট্রাই মারছি। কিন্তু বার বার ব্যর্থ হইলাম।

পোষ্ট যা গান আছে তা তো জটিলই তবে বিজ্ঞাপন বিরতির নামে যে বিনোদন দিলেন, আমার পেট ব্যথা করলেন, সেটার ব্যাপারে কিছু বলতে পারতেছি না। সে কি নাম!! এমনি করে আমায় আরো মারো! হাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহা! এপিক এপিক!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

কালীদাস বলেছেন: হ্যাঁ, ভাবলাম মিউজিকাল প্রোগ্রামগুলোর মত এখানেও ব্রেক দরকার... সো হোয়াই নট দেশি সিঙ্গার? তাছাড়া, আই লাইক ইভা :!>

গানগুলো ভাল লাগার কথা আপনার।

ভাল থাকবেন :)

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

ড্রাকুলার রক্ত বলেছেন: হাসলাম শুনলাম ২ টা এক ষাটে তাও আবার অনেক দিন পরে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

কালীদাস বলেছেন: থ্যাংকস।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

লেখোয়াড় বলেছেন:
কালীদাসবাবু, নতুন বছরের শুভেচ্ছা।
ভাল আছেন?

গান শুনতে এলাম আপনার এখানে।
প্রাণটা জুড়িয়ে গেল। গান নিয়ে আপনার কাজকারবার দেখে অবাক হলাম।

ধন্যবাদ, ভাল থাকুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

কালীদাস বলেছেন: আছি একরকম!!
ধন্যবাদ :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

কোর আই সেভেন বলেছেন: ভচ কেমুন আছেন? অনেকদিন আলাপ সালাপ নাই! ব্লগে থাকি না তাই যোগাযোগও থাকে না। হ্যাপি নিউ ইয়ার!!

মেইল এড্রেস টেড্রেস দিলে যোগাযোগ থাকত আর কি... :D

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

কালীদাস বলেছেন: খবর কি মিয়া? পাশ-টাশ কইরা ফালাইছ নাকি? :)

হ্যাপি নিউ ইয়ার :)

ফিরা আস পারলে, খানিক সময়ের জন্য হইলেও :| আমি নিজেও নানাদিকে দৌড়ের উপ্রে থাকি, তাও মাঝে মাঝে তামশা দেখতে আসি ;) মেইল এড্রেস রাইখা যাইও পারলে, মেইল দিমুনে।

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

ইখতামিন বলেছেন:
দূর্দান্ত কালেকশন :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

কালীদাস বলেছেন: কয়টা গান শুনছেন আল্লাহয় জানে। সবডি শুনলে আর যাই হউক দূর্দান্ত কওনের কথা না :)

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

সপ্রতিভ বলেছেন: পোস্টটি আপত্তিকর

:P

[email protected]

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

কালীদাস বলেছেন: আশা করি ঠিকমত রিপোর্ট করছেন :)
দিমুনে মেইল দুয়েকদিনের মইধ্যে ;)

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

ইখতামিন বলেছেন:

গানটা আমারও খুব প্রিয়

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

কালীদাস বলেছেন: হ, গানটা ভালাই :) তয়, কেন জানি মনে হইতাছে পোস্টের কোন গানই শুনেন নাই :-B

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

আরজু পনি বলেছেন:

আগে তেমন শুনতামই না । ইদানিং শুনলে লিরিক বোঝার চেষ্টা করি :P

২ নম্বরটা শুনতেছি ... :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

কালীদাস বলেছেন: বুরকা পড়া মেয়ে পাগল করেচে....গানটা শুনছেন?

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

অচেনা কথা বলেছেন: কেটি পেরি ভালো লাগে না, পিংক রে নিয়ে কিছু দিলেন না??? আমার প্রিয় ফিমেল রকস্টার ;) আপনার সাথে আমার পছন্দের ব্যাপক ফারাক, আমি indie rock/pop/folk আর newage এর নিয়েই থাকি। সাথে Post-rock আর ambient ও চলে। লাখ খানেক গান শুনে কান মনে হয় গেছে।

বিজ্ঞাপন বিরতিতে লেডি গাগাও জমতো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

কালীদাস বলেছেন: আপনার আমার গানের চয়েসে পার্থক্য অনেক। সাপোজ, ইন্ডি জঁনারের কোন গানের সাউন্ড কান পর্যন্ত আসলে পিসি আছড়ায়া ভাইঙ্গা ফালাইতে মন চায় X( X((

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

স্বাধীনতার বার্তা বলেছেন: কেমন আছেন? :)
শুনলাম গানগুলো। খারাপ না।
বাট কোনোটাই তেমোন ভালো লাগলো না। আবার শুনে দেখবো। :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

কালীদাস বলেছেন: আছি একরকম!
তুমি দেখি সবখানেই গায়েব :|

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন পোস্ট দিলেন তাহলে!

প্রথমটা শুনেছিলাম, বাকিগুলা শুনিনি আগে। বিজ্ঞাপন বিরতি দারুণ :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: হা হা!
আশা করি আপনার ভাল লেগেছে :)

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই নতুন পুস্ট দেন!!!!!!!!!!!!!!!!


/:) /:) /:) /:) X(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: এইটা তো নতুন পোস্টই, পড়ছেন এইটা? এইটা আগে ভাল মত পইড়া শুইনা শেষ করেন, ৫/৬মাস পরে আবার দেখা যাবেনে ;)

৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

ইখতামিন বলেছেন:
পোস্টের অনেকগুলা গানই আমার কাছে আছে.. প্রায়ই শুনা হয় ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

কালীদাস বলেছেন: চরি :( বুল হয়া গেচে :|

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিজ্ঞাপন বিরতি এমন মজার হলে বিরতিতেই থাকতে চাই....

পোস্টে ভালো লাগা :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

কালীদাস বলেছেন: গানগুলা শুনে দেখবেন, খুব খারাপ লাগবে না :)

৪১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
সবগুলো গানই নামাইতেছি । উইদিন টেম্পটেশন গানগুলা সেই লাগে ।এছাড়া রিহান্নার গান ছাড়া বাকি কোনটাই শোনা হয় নাহ । পোস্টের জন্য থ্যাংকস :D


তবে বিজ্ঞাপন বিরতি দেখে হাসতেই আছি =p~ =p~

০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

কালীদাস বলেছেন: লাস্টেরটা ছাড়া সবকয়টাই মাইল্ড গান; শুনে দেখেন ,ভাল লাগার কথা। আমার ইদানিং এক্সট্রিম মেটাল ছাড়া অন্য কিছু শোনা হচ্ছে না :|

৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
শাকিরা ফিচ ফিচারিং রিয়ান্না ! ;)

০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

কালীদাস বলেছেন: টাইটেল দেইক্ষ্যা আতংকে লাফ দিয়া ৬নাম্বার বাসে উঠার অবস্হা হইছিল আমার ;)

৪৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
বাই দা রাস্তা ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর মধ্যে এপিকার গান ভীষণ ভাল লাগে । আর নাইটউইশ ত সবসময় জোশ

০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

কালীদাস বলেছেন: বাদ দেন, সব ঠান্ডা গান! একটা ডেথ মেটাল দেই দেখেন কেমন লাগে!! খুব এক্সট্রিম না এইটা, কিছুটা মাইল্ড!


http://www.youtube.com/watch?v=Y2qPN8ZN7U8

৪৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৫

মিমা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ব্লগার কালীদাস!
দেড় বছর ওয়াচে থাকার দরুন, আপনার কোন পোস্টেই ইতিপূর্বে মন্তব্য করার সৌভাগ্য হয়নি। নিভৃতে পোস্ট প্রিয়তে তুলে নিয়ে যাওয়াতেই সীমাবদ্ধ ছিলাম।

আপনার ব্লগে প্রথম মন্তব্য এতো শুভ দিনে করতে পারায় আমি ধন্য! নতুন একটি মেটাল পোস্ট পাবো না আজকে?

অনেক অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন!
নতুন পোস্টে মন্তব্য করার অপেক্ষায়!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মিমা :) মনে রাখার জন্যও :)

ব্যস্ততার জন্য আমি খুবই অনিয়মিত হয়ে পড়েছি ব্লগে, লেখার সময় পাইনা একদম। এমুহুর্তে গান বলতে কেবল মেটালই শুনছি, নেক্সট কিছু নিয়ে লিখলে মেটাল নিয়েই লিখব, তবে এমুহুর্তে কোন সুযোগ পাচ্ছিনা।

অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য, ভাল থাকুন :)

৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

সাধারণমানুষ বলেছেন: স্যার আছেন কেমন ?


শুভ নববর্ষ

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৮

কালীদাস বলেছেন: স্বীকার করতাছি রিপ্লাই দিতে দেরি হয়া গেছে, বাট, আছি বাইচ্চা :)

৪৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কিমুনাছেন! :-B

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫৯

কালীদাস বলেছেন: চলে.... :|

৪৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

পিসিতেই হয়তো কাজ করছেন কিন্তু সামুতে আসার সময় পাচ্ছে না ! :|

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০০

কালীদাস বলেছেন: হ, মাটি কাটা শুরু করি নাই এখনও :D

৪৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

শুঁটকি মাছ বলেছেন: সবই তো ভালা আছিলো। মাঝে বিজ্ঞাপন বিরতি দেওনের দরকার কি ছিল? :-P

আর গানডি ডাউনলোড দিবার লইছি যখন তখন দেখি আপনেই লিংক দিয়া দিছেন। আপনে এত ভালা কেন? 8-|

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০২

কালীদাস বলেছেন: গানগুলা শুনার পরে নিশ্চয়ই আমি ভাল কিনা সেই ভুল ভাংছে :D :P

৪৯| ২২ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

নোমান নমি বলেছেন: ভাই আপনাকে খুজতেছিলাম। বহুকাল আগে আপনাকে কথা দিছিলাম পটকা ভাই লেখার। সেটালেখা হইছে। ব্লগে আইসেন :D

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৪

কালীদাস বলেছেন: যাইতাছি এখনই। থ্যাংকু :)

৫০| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

আপনাকে দেখে ভালো লাগছে...

তবু্ওতো এলেন #:-S

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

কালীদাস বলেছেন: হ, পুরা একমাস পরে আবার আইলাম :)

৫১| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
ভাই পোস্ট-টোস্ট দেন না ক্যারে :(

আশা করি নিয়নিত হবেন :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০০

কালীদাস বলেছেন: আমি নিয়মিত হতে পারব এই আশা ব্লগের কারোরই নাই। যাউকগা টোস্ট করা যায় আপনার সাথে ;)

৫২| ২৫ শে জুন, ২০১৪ রাত ১২:০২

অন্ধ আগন্তুক বলেছেন: কাবুম ! B-)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০১

কালীদাস বলেছেন: বাগার!!

৫৩| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৪২

কোর আই সেভেন বলেছেন: আমার মেইল এড্রেস [email protected] । কোর্স ওয়ার্ক শেষ কইরা দেখি ছয় মাস গেসেগা!! মেইল এড্রেস দিমু দিমু করতে করতে যে কুন দিক দিয়া ছয় মাস গেসেগা টেরই পাই নাই। ম্যান সেই দিনগুলা এত্ত মিস করি! আপনে কি দেশে আছেন না লোটা কম্বল নিয়া দেশের বাইরে? মেইলে আওয়াজ দিয়েন, বিস্তারিত আলাপ হইবেক! ভাল থাইকেন...

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

কালীদাস বলেছেন: পড়াশুনা শেষ তুমার?? মেলা বুড়া হয়া গেছ দেখা যায় :)
পার্মানেন্টলি খ্যাতা বালিশ নিয়া ভাগি নাই এখনও, ভাগার ইচ্ছাও আপাতত নাই।
ব্লগ গেছে পুরাই, টাইম পাইলে দেখতে আসি কেউ কমেন্ট করছে কিনা।
মেইল দিমুনে ।

৫৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

স্বাধীনতার বার্তা বলেছেন: ভালো আছেন নি? B-))

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫

কালীদাস বলেছেন: আছি বাইচ্চা; তুমি কেমন?

৫৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

স্বাধীনতার বার্তা বলেছেন: ইদানীং এই ব্যান্ডের দুইটা গান বেশ লাগছে। :৩

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

কালীদাস বলেছেন: কয়েক লাইন শুইনা চক্ষু ফাইট্টা পানি চইলা আসল =p~

৫৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৯

স্বাধীনতার বার্তা বলেছেন: এইতো ভালোই আছি। নতুন পোস্ট কই?
গান পছন্দ হয় নাই?
এটা পছন্দ হওয়ার কথাঃ

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৮

কালীদাস বলেছেন: নতুন পোস্টের আশা ছাইড়া দেও আমার কাছ থিক্ক্যা :(
হেই মিয়া, গানটা সেরকম m/

৫৭| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩

স্বাধীনতার বার্তা বলেছেন: পুরানো পছন্দের ব্যান্ডগুলোর নতুন নতুন এল্বামগুলো বেশ হতাশাজনক লাগছে। :((
কিছু গান সাজেস্ট করেন। :)

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৪

কালীদাস বলেছেন: শাইনডাউনরে ফলো কইরো, এরা যতই পুরান হইতাছে ততই ম্যাচুওরড হইতাছে, সাউন্ড অনেক ডেভেলপড হইছে। রিসেন্টলি ফাইফ ফিঙ্গারড ডেথ পাঞ্চের গান শুনতাছি...অল্ট মেটালে সেরকম সাউন্ড :)

কোল্ডের নতুন এলবাম আসতে পারে সামনে, ওয়েট করতাছি। ক্রিড আবার ভাংছে :)

৫৮| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল ।। :D

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

কালীদাস বলেছেন: আপনাকে ঈদের শুভেচ্ছা, মেলা দেরি হয়ে গেল রিপ্লাই দিতে!

৫৯| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

স্বাধীনতার বার্তা বলেছেন: কেমন আছেন?
এই গানটা শুনেছেন? কয়েকদিন ধরে শুনে যাচ্ছিঃ


অন্যদিকে ব্রেকিং বেঞ্জামিন নাকি তাদের নতুন এলবাম বের করবে। সব নিউ মেম্বার। বুঝছি না, কি এক্সপেক্ট করব। যদিও জানতাম বেঞ্জামিন একাই কম্পোজিং, লিরিক রাইটীং করত ব্যান্ডের জন্য। তারপরেও। >.<

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

কালীদাস বলেছেন: আছ কেমন? ম্যারি ক্রিসমাস :)

তোমার গানটা শুইনা ফাস্টে টাসকি খাইলাম, তারপর বন্ধ কইরা শান্তি পাইলাম :(

ব্রেকিং কি করে দেখার জন্য ওয়েট করতাছি। থ্রি ডেইস গ্রেসের কাহিনী শুনছ, এডাম যে ব্যান্ড ছাইড়া দিছে?? কষ্ট পাইছি শুইনা। ও আরেকটা আপডেট আছে, স্ট্যাটিক এক্সের ভোকাল গত মাসে মারা গেছে।

৬০| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হোয়াস্সাপ ? B-))
লিংকিন পার্ককে বলসিলাম আপনার ফেসবুক আইডিটা নিতে, ভুলে গেসে মনে হয়। অ্যাডান ||

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

কালীদাস বলেছেন: আছি বাইচ্চা, আপনের খবর কি?

হে হে, যেই জিনিষ নাই, সেইটার খবর আপনেরে লিংকিন পার্ক কেমনে দেবে?

৬১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

আরজু পনি বলেছেন:

নতুন বছরের শুভেচ্ছা রইল, প্রিয় ব্লগার। !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

কালীদাস বলেছেন: ও ইয়েহ, হ্যাপি নিউ ইয়ার :)

৬২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

রেজোওয়ানা বলেছেন: হ্যাল্লো মহাকবি দাদা, কেমন আচেন গা? দিন-কাল কেমন যাচ্চে ?

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

কালীদাস বলেছেন: দুর্দান্ত ;) আপনের খবর কি? এখনও লেখেন নাকি মাঝে মাঝে? :)

৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

লিন্‌কিন পার্ক বলেছেন:
কেমন আছেন !? :#> এই নামেই একটা ফেসবুক খুলে ফেলেন :#) :)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

কালীদাস বলেছেন: আছি বাইচ্চা, আপনে? আর আপনের সব মালসামান গুটায়া ফালাইছেন কেন??

৬৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
অয়ো বুঝছি। লিংক্ড ইন সেলেব ! ;)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

কালীদাস বলেছেন: কোন ভাষায় কি কইলেন বুঝলাম না। গুগল ট্রান্সলেটেও পারল না বুঝাইতে :|

৬৫| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৬

আরজু পনি বলেছেন:

সুপ্রভাত :D

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬

কালীদাস বলেছেন: শুভ অপরান্হ! গ্রামীন ফোনের কাস্টোমার কেয়ার সেন্টারে আপনাকে স্বাগতম! আপনার কলটি একজন কাস্টোমার কেয়ার ম্যানেজারের কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।


ধুর! শুধু শুভ অপরান্হ দেখি কিছুতেই লেখতে পারিনা, খালি হারামি ফোনের ডায়লগ কানে ভাসে /:)

৬৬| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

ইখতামিন বলেছেন:
আপনাকে বহুদিন ব্লগে দেখিনা
শুভ দুপুর

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

কালীদাস বলেছেন: হ্যাঁ, এবছর মাত্র একবার এসেছিলাম ব্লগে। আপনি কেমন আছেন ইখতামিন?

৬৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:১২

স্বাধীনতার বার্তা বলেছেন: থ্রি ডেইস গ্রেস এর কাহিনী শুনেছি। বেশ কষ্ট পাইসি। তার ভয়েস্টা মানিয়ে গিয়েছিল। :৩

পর সমাচার এই যে ব্রেকিং তো ব্যাক। ^_^
https://www.youtube.com/watch?v=2B8bXYXTb-o

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

কালীদাস বলেছেন: রেগুলার খোজ রাখার চেষ্টা করি, তাও এই খবরটা তোমার কমেন্টেই পেলাম। পোস্টে ঢোকার পর থেকে বেশ কয়েকবার গানটা শুনলাম, চমৎকার। আগের মতই তো লাগল :)

থ্যাংকস :)

৬৮| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

ইখতামিন বলেছেন:
অামি অনেক ভালো আছি.. তবে আগের মতো এখন আর ব্লগে আসতে পারি না.. এই..

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কালীদাস বলেছেন: মনে হয় না খুব বেশি কিছু মিস করছেন, করার মত কিছু থাকলে অন্য কথা :)

৬৯| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: আপনি দেখি লেখালেখি ইস্তফা দিয়ে বসে আছেন। একটা কিছু লিখুন দেখি ইসমার্ট ম্যান।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

কালীদাস বলেছেন: হে হে, এই পাড়ায় আসার সুযোগ হয় না মেলা দিন...এই মাসটা ফ্রি আছি কিছুটা, দেখি কয়েকদিন ঢুকে কেমন লাগে!

৭০| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

স্বাধীনতার বার্তা বলেছেন: ব্রেকিং এর নতুন গান। ^_^

https://www.youtube.com/watch?v=R9HsVScOYWo

যাস্ট এটা জানানোর জন্যি আসলাম।

শুভ নববর্ষ। :প

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

কালীদাস বলেছেন: থ্যাংকু, শুভ নববর্ষ :)
গানটা শুনছিলাম মাসদুয়েক আগে, ফেইলুরের মত ভাল লাগেনি :| তবে ওভারঅল ব্রেকিংরা আগের ধারা কন্টিনিউ করে যাচ্ছে দেখে আমি আনন্দিত :)

৭১| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
ব্লগ পুরোপুরি ছেড়ে দিছি তাই সব ড্রাফট এ নিয়ে নিলাম । এমনেতেই অখাদ্য ছিল সব :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

কালীদাস বলেছেন: ড্রাফট করে নিজেরে কষ্ট দিছেন আর বেহুদা টাইম কিল করছেন। দুইন্ন্যার রাইটার পয়দা হইছে চাইর বছর হয়, কেউ কারও লেখার দিকে ফিরা তাকানোর লজিক পায় না এখন, ইন্টারএকশন তো মরছে শুরুতেই!

৭২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১১

সাধারণমানুষ বলেছেন: স্যার আছেন কেমন ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

কালীদাস বলেছেন: এইটা কি আমার সাথে চ্যাটের আগে না পরে? ঈদ হইল কবে, তাও তো ভুইল্লা গেছি দেখা যায় :|
আপনাগর দোয়ায় জিপসি হয়া গেছি :D

৭৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৩

ইমরাজ কবির মুন বলেছেন: Eid Mubarak ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

কালীদাস বলেছেন: আবার পুরান পেইনে সয়াবিন তেল ঢালে :((
কায়ালবাম! আল্লাহয় বিচার করব X((

৭৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ক্রিয়ামচেন মাষ্টর ষাব? B-))

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

কালীদাস বলেছেন: কাগজপত্রের হিসাবে ভেকেশনে আছি ;)
আপনের খবর কি? সবপোস্টে জনগণের জবান বন কইরা রাখছেন কেন? কাইলকা যায়া ধরা খাইছি :(

৭৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
পুরান তো পুরান​, নতুনে দ্যান​ ;)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

কালীদাস বলেছেন: দেখি! আড্ডা পুস্ট রেগুলার ফলোআপ করার টাইম পাইনা বইলা ইউজুয়ালি তেমন একটা ঢুকা হয় না। আর, টের পাইতাছেন না ব্লগে ইন্টারএকশন বইলা কিছুই নাই??

৭৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
কিস্যুই নাই, ইন্টার​একশান ওয়ার্ডটা ব্লগের ভোকাব্যুলারি থেকে লাপাত্তা হ​য়ে গেসে।
পুরান হেভিওয়েট ব্লগারদের সম্মানীর বিনিম​য়ে ফেরত আনা হৌক। :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

কালীদাস বলেছেন: তাইলেও কিছু হইব না এখন আর। কনটেন্ট এতটাই ডাউন খাইছে যে আপনে কমেন্ট করার মালও খুইজা পাইবেন না।

৭৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সেটাই।
আমি আজকে দুপুর থেকে আসি, যে ইন্টারেস্ট নিয়ে লগ ইন করসিলাম তার ৯০% ই ১৫ মিনিটের মধ্যে ডাওন খেয়ে গেসিলো ||

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

কালীদাস বলেছেন: এই জিনিষ শুরু হইছে ২০১১ তে। ঐ জেনারেশনটা পুরাই অফলাইনে চলে গেছে, কিন্তু ক্যানসারটা রেখে গেছে পরের কোহর্টগুলোতে। বেশিরভাগ নতুন ব্লগারই বাংলায় লেখতে পারছে অনলাইনে এটাতেই মহাখুশি।

৭৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ২০১১ এর পরের আমদানি|তখন শুনসিলাম ব্লগের ফক্কা অবস্থা|কিন্তু এখনকার সাথে কম্পেয়ার করলে তো ঐ সময়টাকে রৌপ্যযুগ বলা যায় ||

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

কালীদাস বলেছেন: হতে পারে।

৭৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আর কিছু বুঝি আর না বুঝি ৩০০র মাইল ফলক আমিই ছুলাম।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

কালীদাস বলেছেন: ভাল করছেন, থ্যাংকু :D ভুলটা বুঝতে পারবেন যখন আবিস্কার করবেন এই নিকের মালিক চরম অলস এবং এই ব্লগে প্রায় পুরাই ইন্যাক্টিভ :-B

৮০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

কালীদাস বলেছেন: থ্যাংকু :)

৮১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭

কালনী নদী বলেছেন: ভাই সত্যি বলতে কি এমবি সব শেষের দিকে তবে আপনার লিখাতে বুঝা যাচ্ছে গানগুলা ইন্টারাস্টিং । প্রিয়তে রাখার উদ্দেশ্য পরে সময় করে গানের মুড নিয়ে শোনবো :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

কালীদাস বলেছেন: থ্যাংকু :) আশা করি আপনার ভাল লাগবে :)

৮২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

দর্পণ বলেছেন: কালীদাসভাই লাল সালাম।

বিজ্ঞাপন বিরতিটা দারুন হইসে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

কালীদাস বলেছেন: সবার চোখই আগে ঐখানে পড়তাছে :-< কি জমানা আইল |-)

৮৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: পোষ্ট ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

কালীদাস বলেছেন: কন কি, এত ভাল লাগছে আপনের?! নিজেরে ধইণ্য মনে হইতেছে B-)

৮৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩

রবিন মিলফোর্ড বলেছেন: সেই ২০১৩ সালের পোস্ট ! :(

বহুদিন হৈছে এবার নতুন কিছু চাই ! B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

কালীদাস বলেছেন: আমার ২০০৯ এর পুস্টগুলা পড়তে পারেন, নতুন মনে হইতে পারে !:#P

৮৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

আর কয়দিন অপেক্ষা করেন, পোস্ট না দেবার দুই বছর পুর্তি পালন করবো !:#P !:#P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

কালীদাস বলেছেন: আর ২দিন বাকি! ইনশাল্লাহ পারুম! ও ইয়েহ m/ :D !:#P

৮৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই বছর পূর্তি পালন করলাম :P

দুই বছর পোস্ট না দেয়ার কর্ম কে অভিনন্দিত করবো কিনা ভাবছি :-P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: যেহেতু আর কোন উপায় নাই আমাকে ব্লগার হিসাবে অভিনন্দন জানানোর কাজেই এই সুযোগটা ছাড়া ঠিক হবে না B-)
হ্যাপি নিউ ইয়ার :)

৮৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আপনে ২৭ ডিসেম্বর জানাইছেন আমি ৩১ ডিসেম্বর জানালাম...নতুন বছরের শুভেচ্ছা রইল । !:#P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

কালীদাস বলেছেন: আমি পারছি। ও ইয়েহ!! ডিসকো, ডিসকো :-B

৮৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

বাহ আপনাকে নাচতে দেখে বেশ ভালো লাগলো B-)) :P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

কালীদাস বলেছেন: থ্যাংকু, থ্যাংকু B-)
তা খালি মুখেই প্রশংসা করবেন নাকি কিছু বখশিস-টখশিস... :``>> আফটার অল বছরের পয়লাদিন.... B-))

৮৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

পাওনা রইল, আজকের ঘুরুন্তির ফটো সব হামান দিস্তায়...ট্রান্সফার করতে আলসেমী লাগছে ...দিয়ে দিব এই বছরই 8-|

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

কালীদাস বলেছেন: কই কই ঘুরলেন? :)
আমিও ঘুরতে বেরিয়েছিলাম, এক ফ্রডের খপ্পড়ে পড়ে.... টাকার এমাউন্টটা মনে পড়লেই :(( :((

৯০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:
আজ সাভার এলাকাটা কভার করেছি।
কাল কুমিল্লা টার্গেট...

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

কালীদাস বলেছেন: সারছে!! কি কওয়া যায়.... হ্যাপি ড্রাইভিং :)
আচ্ছা, আপনার দেশের বাড়ি কি ময়মনসিংহে? না হলে কোথায় সেটা বলার দরকার নেই। লেখোয়াড় তার বর্ষপূর্তি পোস্টে গেস করেছিলেন যে আপনার আমার দুজনের বাড়িই ময়মনসিংহে। আমারটা ময়মনসিংহের ধারেকাছেও না :)

৯১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য দেখে লেখোয়াড়ের ওই পোস্ট দেখে এলাম।
হ্যাঁ, বাড়ি ময়মনসিংহে ।

আপনি "কায়ালবাম" বলেছেন তাই হয়তো উনি ভেবেছেন ।
:)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

কালীদাস বলেছেন: ইদানিং কমেন্ট টেমপ্লেটগুলোর পাশাপাশি এই শব্দটা বেশ কয়েকবার ব্যাবহার করেছি। শব্দটার পেছনে ইতিহাস আছে খানিকটা, এই ব্লগে আর একজন হয়ত বুঝতে বা মনে করতে পারে সেটা, কিন্তু সেও এখন সব গুটিয়ে ফেলেছে। সম্ভবত সেই একমাত্র ব্লগার যে আমাকে নাম/চেহারাসহ ডিটেইলস জানে আমার :)

৯২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

মিথ্যে বলবো না, আপনাকে দেখার সাধ...মিটবে না...নানানাননানাআআআআ
মানে দেখার অনেক পরিকল্পনা করেছি...আর আজ বলছেন কেউ একজন দেখেছে !

আহারে সে আমি কেন হলাম না :( :((

ব্লগের কারো সাথে দেখা করার আর সাধ নেই...শুধু আপনি ছাড়া
ভবিষ্যতের কথা জানিনা ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

কালীদাস বলেছেন: ভবিষ্যতের কথা বলা টাফ...ঠিকই বলেছেন।
নেন, আপনার মনের আশা খানিকটা পূরণ করি বছরের পয়লাদিনে, আমার ছায়ার ফটো ;) এটা আরেকটা প্রমাণ যে আমি ভূত বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না ;)

৯৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:


=p~ =p~

কাল ভোরে বেরুবো ঘুরুন্তিতে...শুভরাত

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

কালীদাস বলেছেন: যাত্রা শুভ হোক, ভ্রমণ নিরাপদ এবং আনন্দদায়ক হোক.....বোনা সিয়েরা।

৯৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ভাই ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: থ্যাংকস :)
অফটপিক: আপনার এরকম আনকমন নিক নেয়ার কারণ কি?

৯৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

আবু শাকিল বলেছেন: পুরনো ব্লগারদের দেখে খুব ভাল্লাগছে ।
ধন্যবাদ ।
বিজ্ঞাপন বিরতি তে মজা পেয়েছি :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: টেনশন নিয়েননা, আবার ডুব মারার টাইম ঘনিয়ে আসছে :D
থ্যাংকস :)

৯৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

এরশাদ বাদশা বলেছেন: পোস্টের চেয়ে বিজ্ঞাপন বিরতি এনজয় করেছি বেশি... =p~
আমি এদের কারো গান শুনিনি ভাইয়া, অভ্যাসও নাই। :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কালীদাস বলেছেন: সবার সেইম কাহিনী, এমনকি যাগরে একটু আধটু সুশীল (!) জানতাম তারাও, এখন শেষকালে আপনেও........জাতি রসাতলে গেলু |-)

৯৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ পোস্ট না দেওয়ার দুই বছর পূর্তি। কয়েকদিন দেরি করে ফেলছি, বাসি শুভেচ্ছা নেন। নাড়াচাড়া করনের দরকার নাই !:#P !:#P

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

কালীদাস বলেছেন: কিল্লাই?! পার্টি দেন। ডিসকো ডিসকো, গুড গুড :D !:#P

৯৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: এই মুভিটা দেখলে সিরিয়াসলি আমি হাসি থামাইতে পারি না। কেমনে পোস্ট করে জিফগুলা? view this link

এই সিস্টেমে মনে হয় লিঙ্ক শো করবে খালি?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

কালীদাস বলেছেন: আমি জাস্ট ছবি হিসাবে আপলোড করেছি নেটে থেকে নামিয়ে। ৫০০ কেবির নিচে পাওয়া টাফ।

৯৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন:

এইবার হৈছে মনে হয় !:#P !:#P

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

কালীদাস বলেছেন: তুড়ুম-তাড়াজ হইছে :D

১০০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

কালীদাস বলেছেন: না দিলে কি করবেন? এ্যাঁ??

১০১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৮

অ্যানোনিমাস বলেছেন: সালাম!

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

কালীদাস বলেছেন: সালাম কি, এ্যাঁ, সালাম কি? বলেন, আসসালামু আলাইকুম!
আজকালকা পুলাপানের আদব/লেহাজ/ধর্ম/বর্তমান/অতীত/ভবিষ্যত...সব গেছে X(

১০২| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: না দিলে চা খাওয়াবো। অার দিলে চা খাওয়াবো।
তবে দেশে আসেন, সামনে আসে দেখেন কি করি.......

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

কালীদাস বলেছেন: আতংকে হাতপা....

১০৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: পোস্ট টি কি আর দিবেন না নাকি ? নাকি গান শোনাই বাদ?

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৫

কালীদাস বলেছেন: গান শুনি মাঝে মাঝে, লেখার সময় পাই না আরকি। নাহ, আসলে কিছু করার সময়ই পাইনা।
আপনিও তো পুরা ডুবেছিলেন গতবছর, এবছর মুটামুটি ভালই দেখছি :)

১০৪| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১২

অ্যানোনিমাস বলেছেন: সব তো অনেক আগেই গেছে ভাই এখন হাপিতাশ করে লাভ আছে নাকি, তো আছেন কেমন?

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

কালীদাস বলেছেন: কি গেছে? ব্লগ?
আমি আছি বাইঁচ্চা।
আপনের খবর কি? আপনেরে অনেকদিন পরে দেখলাম। ডাক্তারি কই করেন? ঢাকায় না বাইরে?

১০৫| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিজন রয় বলেছেন: ব্লগে আপনার একটিভনেস বেড়েছে।
এটি ভাল লক্ষণ, এটি আরো বৃদ্ধি পাক।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: আমি পড়তে এবং কমেন্ট করতে পছন্দ করি ব্লগে; আমার টাইপের লোকজনকে ব্লগে অলস অথবা রিডার বলা হত যখন এই ব্লগ জীবিত ছিল তখন।
এনিওয়ে, টেনশন নিয়েন না, আর ২/৩ দিনের মধ্যে আবার লম্বা ডুব দেব :D

১০৬| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: ডুবছিলাম গত বছর কারন জীবনে একটা ভুল ডিসিশন নিছিলাম চার বছর আগে সেটার মাশুল দিলাম।

আসেন শুরু করি গান নিয়া আগের সব রকমারী পোস্ট। গান শুনার সেই পুরানা ভালো লাগা এখনও দারুন লাগে আমার!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

কালীদাস বলেছেন: আমি শিঘ্রি আবার ডুব দেব, মনে হয়না এর মধ্যে পোস্ট লেখার টাইম করতে পারব :| আপনার সাথে এই কমেন্টে আমার ইদানিংকার প্রিয় একটা গান শেয়ার করলাম। প্রকৃতিবাদী গান, কেমনে ভাল লাগল সেইটাই ভাবি মাঝে মাঝে :(

https://www.youtube.com/watch?v=-w2m-TeLi6I

১০৭| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: গতবছর শুনছিলাম স্পটিফাইতে পপুলার লিস্টে।

আপনে তো দেখি এখনও ফোক গান শুনেন দেখি, অবশ্য না ভালো লেগে উপায় আছে? এই সেই মেটাল যেইখানে মেলোডির বাদনে ডিস্টর্টেড গীটার আর ব্যাকপাইপার শরীর গরম করে দেয়!! সম্প্রতি এনথ্রাক্সের নতুন এলবাম বাইর করছে, শুনছেন? আর আইআরই?

https://en.wikipedia.org/wiki/Ire_(album)

এইটা শুইনেন ভাই। ট্রাইমেলো আর শ্রেডেড গীটারের কাজগুলা মাথা নষ্ট!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

কালীদাস বলেছেন: ফোক মেটাল ভাল লাগে, কথাটা সত্যি :) মেটালে ব্যাগপাইপ আর বাঁশি অন্যরকম ফিলিংস আনে।
আপনার দেয়া লিংকটা চেক করতাছি, এদের নাম শুনি নাই আগে। থ্যাংকু :)
ভাই, বাংলাদেশের লোকাল টোনসহ কোন মেটাল ব্যান্ড নাই? ৯৬ পর্যন্ত সেপালচুরা শুনলে কথাটা মনের মধ্যে বারবার বাড়ি মারে। রুটস ব্লাডি রুটস গানটা মনে আছে?
আপনে আবার লেখা দেন মেটালের উপরে। আমার লাইফের ছেড়াবেড়া দশা, পরের পোস্ট কবে দিতে পারব আল্লাহ জানে।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:২২

কালীদাস বলেছেন: এলবামের সিঙ্গেলস দুইটা শুনলাম, আনকমন, ভালই লাগল। থ্যাংকস :)

১০৮| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: আমার লাইফ তো আরও ছ্যাড়াব্যাড়া। সেপালচুড়ার রুটস ব্লাডি রুটস গত বছর লাস্ট শুনছিলাম।


বাংলাদেশের গান গত ৪-৫ মাস শুনি নাই। তবে লোকাল টোনে কেউ মেটাল গাইছে জানা নাই।কনসেপ্ট খারাপ না, কিন্তু এইটা নিয়া কেউ এক্সপেরিম্যান্ট করবে বইলা মনে হয় না।

মেটালের ওপর লেখা দেওন যায়, অবশ্যই দেওন যায়।

ভালো থাকবেন।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:০২

কালীদাস বলেছেন: ডিরকস্টারের সময় আন্ডারগ্রাউন্ডের কয়েকটা ব্যান্ড ভাল করেছিল। ওরা ইদানিংকার মেইনস্ট্রিমের মেটাল গায় দেখি। রেডিওএকটিভের কিছু গানে বাঁশির ইউজ ছিল, জটিল লাগত।

নতুন মেটাল শুনেন, আর শুনে শেয়ার দেন ব্লগে :)

১০৯| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

বিজন রয় বলেছেন: দুঃখের বিষয় এই যে, ব্লগে এখন ছাগু ফাইটার নেই।
তাই এই ব্লগটি এখন ৮০% ছাগুদের দখলে।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

কালীদাস বলেছেন: ছাগু ফাইটার কোন স্পেশাল স্ট্যাটাস বা আইডেন্টিটি না। কয়েকবছর আগে দেখতাম এইটা বিশাল একটা পরিচয় হয়ে গেছে, বেশ কয়েকটা নিককে পোজারও মনে হত।
ছাগু কনটেন্টের রেশিওতে ব্লগের অবস্হা কম্পারেটিভলি ভাল এখন আগের চেয়ে। নরমাল লোকজন অতিরিক্ত সহনশীল টাইপের হয়ে গেছে, যেকারণে কেউ কিছু বলেনা।

১১০| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: দেখি কালকা শুনুম নে বাংলার রক কতদূর গেছে!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

কালীদাস বলেছেন: বেশ কিছুদিন হইল ওল্ড স্কুলের খুব ঠান্ডা একটা গান খুব কানে বাজে "আজ রাতে রুপকথা হবে না"। পয়লা কোরাসের পর খুব সুন্দর একটা গীটার সোলো আছে।
২০০০ এর গোড়ার দিকের কিছু অল্টারনেটিভ এখনও আগের মত ভাল লাগে। ক্রিমেটিক এক্সের একটা গান ভাল লাগত পয়লা যখন শুনেছিলাম, কয়দিন আগে মিউজিক ভিডিওতে নতুন কুড়ির পিচ্চির মত হেডব্যাং করতে দেইখা হাসতে হাসতে শেষ। ভিডিওটা না বানাইলেই বুদ্ধিমানের কাজ করত ভোকাল আর বেসিস্ট =p~


১১১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

এরশাদ বাদশা বলেছেন: সেই ২০১৩ সালের পোস্ট এখনো....এবার নতুন লেখা দ্যান।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

কালীদাস বলেছেন: সময় পাই না ভাই, ইভেন লগইন করারও।
আর আপনি তো চেনেনই আমাকে, আমি ফাঁকিবাজ পাবলিক, লেখার চেয়ে পড়তে ভালবাসি বেশি :D

১১২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

তার আর পর নেই… বলেছেন: দ্যা কল অভ দ্যা মাউনটেইনস, দ্যা কল অভ দ্যা আল্পস … এইটা খুব ভাল্লাগছে।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

কালীদাস বলেছেন: গানটা আমার ইদানিংকার খুব পছন্দের গান। এটার জার্মান ভার্সনও আছে একটা, এলুভেইটি নিজেদের দেশে জার্মান ভার্সনটা গায় কনসার্টে :)

১১৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

তার আর পর নেই… বলেছেন: জার্মান ভার্সন! আর বইলেন না। ভাষাই জানি দুইটা, বাংলা ইংরেজি। তাও মোটামুটি। আর ইংরেজি গান কারো কাছ থেকে হয়তো কিছু এরকম শুনছি, তাই শুনছি। তেমন কিছু জানি না। পাঁচ ছয় মাস আগে akon এর কিছু গান শুনছিলাম। এর পর হুইটনি হিউস্টন।
আপনি জার্মান থাকেন?

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

কালীদাস বলেছেন: ডরায়েন না, আমার দৌড়ও ঐ দুইটা ভাষাই।

হিপহপ, ঠাসঠাস টাইপের গান আমার পছন্দের জাঁনর না। আমি মেইনলি অল্টারনেটিভ মেটাল আর হার্ড রকের ভক্ত, ব্লগে অবশ্য অল্টারনেটিভ রক থেক এক্সট্রিম মেটাল সবই পোস্ট করেছি, যখন রেগুলার ছিলাম।

জার্মানি থাকতাম এককালে, এখনও মাঝে মাঝে যাওয়া পড়ে।

১১৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:
আপনারে বোঝার চেষ্টা করতেছি।
ইমানে কই...ব্লগার ডেভিড-এর ছায়া কেন যে পড়ে আপনার উপর বুঝি না!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

কালীদাস বলেছেন: ডেভিড কে? চিনি না। আর সজ্ঞানে এই ব্লগে কারও স্টাইল আমি ফলো করি না, আমি আমার মতই।

আর আমারে বুঝার কিছু নাই, খুবই সাধাসিধা পাবলিক আমি। অলটাইম দৌড়ের উপরে থাকি, ফ্রি টাইম পাইলে আইসা কিছুদিন গেজায়া যাই, দুইচাইর জায়গায় মালাউন গালি খায়া যাই :D

১১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩১

দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা+++++++++++

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪

কালীদাস বলেছেন: ভাল লাগলেই ভাল।

১১৬| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৪৯

মহা সমন্বয় বলেছেন: বেশ বেশ বেশ... ভাল লাগছে বেশ। B-)

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৬

কালীদাস বলেছেন: বেরি গুড। মিলাদ দেন।

১১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৫

স্বাধীনতার বার্তা বলেছেন: কি খবর? :৩

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১০

কালীদাস বলেছেন: আছি এখন মুটামুটি। ভয়ংকর ব্যস্ত একটা বছর পার করেছি সেপ্টেম্বর পর্যন্ত। তুমি কেমন আছ? পড়াশোনা শেষ?

১১৮| ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



সময় করে লিখেন।
আমি মিউজিক ও সাহিত্যে বরাবরই পেছনে ছিলাম; তাই হয়তো, এই পোস্টটি দেখা হয়নি আগে।

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১

কালীদাস বলেছেন: হা হা, জীবন ভয়ংকর রকমের ব্যস্ত, রাতের পর রাত সজাগ থাকতে হয় কখনও কখনও। ব্লগে আসার বিলাসিতা শোভা পায়নি আমাকে এ বছর। সামনে হয়ত লিখতে পারি, দুইটা পোস্ট লিখা শুরু করেছিলাম দুইবছর হয়, শেষ করে উঠতে পারিনি। দেখি।

১১৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: মনে করেছিলাম অনেকদিন পরে যখন এসেছেন তখন লেটেস্ট কিছু ওমেন ফ্রন্টেড ব্যন্ড দেখতে পাব এখানে এসে । তবে উপরের মন্তব্যটি দেখে আশার আলো দেখতে পেলাম, দুবছর আগে শুরু করা লিখাটি দেখা যাবে মনে হয় অচিরেই । ভাল লাগলো ।

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

কালীদাস বলেছেন: থ্যাংকস :) হা হা, লগডইন হতে পারাই আমার কাছে বিশেষ কিছু হয়ে দাঁড়িয়েছে এই জমানায়, লেখাগুলো শেষ করতে পারা তো আরও অনেক অনেক বড় কিছু। যখন রেগুলার ছিলাম, তখনও আমি লেখার চেয়ে কমেন্ট করাটাই পছন্দ করতাম বেশি; আমার রেপুটেশনও খুব একটা সুবিধার ছিল না ;) দেখা যাক পারি কিনা!

১২০| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চমৎকার প্রতি উত্তরের জন্য ।অনেক সময় কমেন্টের লিখাটা মুল লিখার থেকেও বেশী উপাদেয় হয় তাতে থাকা তথ্য ও বিশ্লেষনের গুণে । অনেক মুল্যবান কমেন্ট একটি লিখাকে করে গৌরবান্বিত বাড়ায় আকর্ষন । মন্তব্যে শুধু ভাল লেগেছে , খুব ভাল , সুন্দর হয়েছে, অসাধারণ টা্লইপের লিখায় অনেকেই মুল লিখকের হন প্রিয়ভাজন, তাতে কোন সন্দেহ নেই । ,মন্তব্য করার কারণে যাদের রিপোটেশন সুবিধাজনক নয় তাদের লিখাতেই আমি করি ঘন ঘন বিচরণ । কোন লিখা যথাযথভাবে মুল্যায়ন করে মন্তব্য দেয়া হলে হতে হয় লিখকের বিরাগ ভাজন , সুক্ষ কিংবা প্রকাশ্য কটাক্ষবানের হতে হয় সন্মুখীন । কিছু লিখায় বড় সড় মন্তব্য করতে গিয়ে এই স্বল্প ব্লগের জীবনে এটা আমার জানা হয়েছে বিলক্ষন । হয়তবা যা বলতে চেয়েছিলাম বলা হয়নি তা যথাযথভাবে , এই কথা ভেবে শান্তনা নিয়ে ফিরে আসি ঘরে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

কালীদাস বলেছেন: এই ব্লগের বারোটা বাজা শুরু হয় যখন সব রিডাররা চলে যাওয়া শুরু করে আর প্রায় সম্পূর্ণরুপে রাইটার একটা কোহর্ট আসে ২০১১তে। কম্যুনিটি ব্লগিং-এর ন্যাচারাল ইন্টারএকশন জিনিষটার কনসেপ্টই নষ্ট হয়ে যায় সেবছর থেকে। গোদের উপর বিষফোড়া হিসাবে পাম মারা কমেন্ট আর কেলানো টাইপের কমেন্টে ব্লগে বেশ কিছু গ্যান্জামের সূচনা করেছিল ৪/৫ বছর আগে। এগুলোর তো কোন আউটকাম ছিলইনা বরং অনেককে ভুল ধারণা দিয়েছে কম্যুনিটি ব্লগিং-এর ইন্টারএকশন সম্পর্কে। অতি আক্রমণাত্মক কেউ কেউ ছিল/আছে...এক্সট্রিম কোন কিছুই খুব ফলদায়ক না (যদিও আমি নিজেই এক্সট্রিম ছিলাম এবং এখনও আছি স্পেসিফিক কিছু পয়েন্টে)।

১২১| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬

ডঃ এম এ আলী বলেছেন: বাংলায় লিখা অনেক বিষয় জানার জন্য গুগলে সার্চ দিলে ২০১০/১১ সনে সামুতে থাকা লিখা আসে চলে । বুঝা যায় অাপনার কথার যতার্থতা । লিখায় প্রতিতি হচ্ছে ইউ আর ভেরী টেলেন্ট ইয়ং ম্যান " । তাই কামনা করি যতটুকু সস্ভব আপনার স্কলারলী লিখাগুলি সামুতে দিয়ে আমাদেরকে অনেক নতুন বিষয়ে অবহিত করুন । ধারালো কমেন্ট চালিয়ে যান, এতে আখেরে কমেন্ট প্রাপ্তদেরই ভাল হবে বুঝা যাবে নীজ লিখার গুনাগুন ।
শুভেচ্ছা রইল ।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

কালীদাস বলেছেন: থ্যাংকস ফর ইওর কমপ্লিমেন্টস। ব্লগে মেইনলি আমার শখের কিছু এক্সপেরিমেন্টাল লেখা আর নিজের জন্য লেখা নিয়েই আসতাম (আসব হয়ত), স্কলারলি লেখার ঘিলু আমার নেই :((

১২২| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: কালিদাস, দি ব্লগার ছেলেবেটি B-))

যাউক গা কমেন্ট করে গেলাম, কোন এক কালে স্ক্রিনশট দেখায়ে গর্ব করতে পারুম, এই যে সে আমলের ছেলেবেটি বঅল্গার কালিদাস সাবের বল্গে কমেন্ট করেছিলুম B-))

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯

কালীদাস বলেছেন: ভেরি গুড ফর ইউ, সিভিতে এসব এক্সট্রা কারিকুলার মালসামান সবসময়ই আলাদা ভ্যালু বাড়ায় ;) ছেলিবিটিদের টাচ পাওয়াও ভাগ্যের বিষয় B-)

আমি আছি ব্যস্ত জীবনের দৌড়ে, এবছর বাড়াবাড়ি রকমের ব্যস্ততা পার করতে হয়েছে গতমাস পর্যন্ত। আপনার পোস্টে যা বলেছেন, এগুলো যে ব্লগের পতনের কারণ হয়ে দাঁড়াবে সেটা অবশ্যাম্ভাবিই ছিল। ফেসবুক বেইসড কম্যুনিটি ব্লগিং শুরু হয়েছে সেই সিন্ডিকেট জমানার গ্যান্জামের গোড়া থেকেই। বেশিরভাগ ইন্টারএকশনই ইদানিং মেকি মেকি মনে হয়। "হাগার হাগার ড়াইঠার আড় লিক প্রত্যাশির" ভীড়ে যা হবার কথা আরকি :(

১২৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

চানাচুর বলেছেন: আপনাকে দেখে যে কি ভাল্লাগছে B-) পুরান যুগের ব্লগাররা ম্যাক্সিমামই কবরে, আপনি বেচে আছেন! B-)

২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪

কালীদাস বলেছেন: হা হা, আমি ব্যস্ততার জন্য রেগুলার হতে পারিনা অনেক দিন হয়। ব্লগে একসময় একটা সুন্দর সময় পার করেছি, তাই ফিরে আসি বারবার। আসলে হুটহাট কিছু কমেন্ট করে আবার ডুব মারি :)

১২৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

সুভ্র দেব কুন্ডু বলেছেন: পোষ্ট পড়ে ভালো লেগেছে

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৫

কালীদাস বলেছেন: গানগুলো ট্রাই করে দেখেন, খুব খারাপ না :|

১২৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

আরজু পনি বলেছেন:
সাব বেখেইররর B-))

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৭

কালীদাস বলেছেন: দুইটা ভাষা জানি, শুধু স্ল্যাংই জানি আরও তিনটা ইউরোপিয়ান ভাষার; এর উপর আছে গুগল ট্রান্সলেট। তারপরও আপনার এই মোর্স কোড ভাঙতে পারলাম না। আমি ব্যর্থ, পুরাই :((

১২৬| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

আরজু পনি বলেছেন:

শুভ সকাল।
হতে পারে আমার বলার ধরণে ভুল ছিল। তাই আপনি বোঝেন নি।
ফারসি (পারসিয়ান) ভাষায় বলার চেষ্টা করেছিলাম। কখনো এই ভাষাটা রপ্ত করার নেশায় পড়েছিলাম। জুনিয়র, সিনিয়র পার হয়ে দুইবার ডিপ্লোমায় ভর্তি হয়েও আর কন্টিনিউ করতে পারিনি।
এখন সব ভুলে খেয়ে ফেলেছি :(

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

কালীদাস বলেছেন: গুড ইভিনিং :)
ভুল আপনার কিনা জানিনা, তবে আমি পারসিয়ান কিছুই জানিনা :( এককালে আশেপাশে কয়েকজন ইরানি কিচিরমিচির করত, কি বলত বুঝতাম না বা বুঝার চেষ্টাও করিনি। যে দুইটা ভাষা ভাল করে জানি সেই দুইটার অবস্হাই কাহিল, অন্য ভাষা শেখার ঘিলু নাই আমার।
অফটপিক: ব্লগের অনেক কিছুই অচেনা লাগে ইদানিং। আপনার কি অবস্হা?

১২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: এই পোস্ট ১৩ ডিসেম্বর ২০১৩ আর আজ ৪ ডিসেম্বর ২০১৬!!
সময় কত দ্রুত চলে যায়।

তবুও নতুন পোস্ট নয়।

আপনিই শুধু লেখাপড়া করেন, আপনিই শুধু চাকরি করেন।

নাকি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

কালীদাস বলেছেন: হা হা। তালগাছী ব্লগার হলে বলতাম হ্যাঁ, কেবল আমিই পড়াশোনা আর চাকরি করি ;) তবে আপনি আগেও আমার লেখা পড়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছেন, কাজেই আপনি একটা বিস্তারিত ব্যাখ্যা ডিজার্ভ করেন আমার কাছে; কেন লিখি না।

আমি জানি না আপনি আমার পুরানো লেখাগুলো পড়েছেন কিনা। সাত বছর দুই মাস ব্লগিং করার পরও আমার মোট পোস্ট ৬৭টা প্রথম ৪ বছরে, বিভিন্ন কারণে ড্রাফট করা হয়েছিল আরও তিনটা পোস্ট। অর্থাৎ, আমি আগেও এরকমই ছিলাম। ব্লগে আমার আসা মেইনলি রিডার হিসাবে, আমি পড়তে এবং কমেন্ট করতে পছন্দ করি। তাহলে আমি নিজে লিখি না কেন? বা কম লিখি কেন? সেজন্যই বললাম আমার আগের পোস্টগুলো দেখেছেন কিনা। আমার একেকটা পোস্ট লিখতে অনেক সময় লাগত। ফর এক্সাম্পল আমি দুইটা পোস্ট গত বছরের এপ্রিল থেকে লেখা শুরু করেছি, এখনও শেষ করতে পারিনি। আমার নিজের লাইফস্টাইলেও ব্যাপক পরিবর্তন এসেছে এবছরের গরমকাল থেকে, কাঠখোট্টা হয়ে যাওয়ায় লেখা দুইটারই সুর অনেক জায়গায় বেসুরো হয়ে গেছে। আরেকটা জিনিষ, আমার বেশিরভাগ লেখাই ছিল মেইনলি নিজের জন্য, এবং প্রায় সবই এক্সপেরিমেন্টাল। তো, যে জিনিষ নিজের পছন্দ না, সে জিনিষ লিখে ফার্স্ট পেজে অনর্থক জায়গা নেয়ার মানে হয়না। ৫/১০ মিনিটে একটা তলাছাড়া গার্বেজ প্রসব করে মহাজ্ঞানী ভাব নেব- এত বড় রামছাগল এখনও হইনি :D এরপর আছে ব্লগে প্রোপার ইন্টারএকশন প্রায় মরে যাওয়ার শুণ্যস্হানটুকু। মেকি ইন্টারএকশন আর ইদানিংকার দুচারজন রামছাগলের কার্যকলাপ দেখলে হাসি পায়।

হ্যাঁ, সব কিছুর বলার পরেও আসলেই আমার সময় খুব সীমিত। এটা ধ্রুব সত্য। লগইনের সময় পাওয়াটাও প্রায়ই কঠিন। তবু চেষ্টা করি।

ভাল থাকবেন।

১২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
ব্যস্ততার ফাকফোকর গলেও একটা পোস্ট দেয়া যায় না?

রীতিমতো প্রাচীন প্রাসাদ হয়ে যাচ্ছে আপনার পোস্ট!

এতিম অবস্থার পরিবর্তন করে নিজের পোস্টে ♠ এটা লাগালাম B-))

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কালীদাস বলেছেন: হ, প্রাচীণ হয়া গেছে- কথা সত্যি।
আবার ভাবতাছি, তিন বছর তো হয়াই গেছে; এখন না হয় নাই পোস্ট দিলাম ;) ফেব্রয়ারিতে দিয়া ফালামু আল্লাহর নাম নিয়া; দুই বছর হয় দুইটা লেখা লেখতাছি।

১২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: বিজ্ঞাপন বিরতিটাই সব চাইতে মজাদার হইছে :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কালীদাস বলেছেন: হ্যাঁ, সবাই দেখি ঐ জিনিষটাই বেশি পছন্দ করল :|
এই দেশে রক মিউজিকের ভবিষ্যত নাই :((

১৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: মিউজিকের খুব একটা ভক্ত হয়ে উঠতে পারিনি, যেটুকু সময় পাই টিভি দেখার অন করলেই দেখি বিজ্ঞাপন। ব্যাস ওটারই ভক্ত বনে গেলাম, এখন আর আমাকে ঠেকায় কে? সব টিভিতে আমার জয়জয়কার :D

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫

কালীদাস বলেছেন: হা হা :)
টিভি দেখিনা অনেকদিন! তবে এটা বলতে পারি, মাহফুজ মিয়া তার বিবির এই পোস্টার দেখলে এতদিনে আমাকে গুম করে ফেলত ;)

১৩১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কালীদাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

১৩২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

জেন রসি বলেছেন: আপনি ভোকাল না গিটারিস্ট?

হ্যাপি নিউ ইয়ার। :)











০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কালীদাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

প্রায় ১২ বছর আগে এক সপ্তাহ টেকা একটা অল্টারনেটিভ মেটাল ব্যান্ডের বেসিস্ট এবং ব্যাকাপ ভোকাল ছিলাম :( বুঝতেই পারছেন ইউনিভার্সিটি পড়ুয়া হটশটদের রক্ত গরম করা ব্যান্ড, মারামারি করে ভেঙে যাওয়ার পর ২ বছর সবাই সবাইকে এড়িয়ে চলতাম, নিজের আর ইনভলভড হওয়া হয় নি :) মারামারিটা শুরু হয়েছিল নামকরণ নিয়ে, পরে আরও জিনিষ চলে আসায় ঠিকমত জ্যামিংও করা হয়নি তেমন একটা :(

১৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

জেন রসি বলেছেন: হাহাহা ব্যান্ড নিয়ে এমন কিছু ব্যাপার হতে দেখেছি। যারা ইনভলবড তাদের কাছে গল্পও শুনেছি। খুব তুচ্ছ কারনেই লেগে যায়।

যাইহোক, আবার শুরু করতে পারেন। :)











০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কালীদাস বলেছেন: থ্যাংকস :) ইচ্ছা আছে। ভালয় ভালয় পড়াশোনা শেষ হোক, আবার লাগব ঐ লাইনে, শেখব আবার সব কিছু শুরু থেকে। লাইফের গোল্ডেন টাইম বোরিংভাবে কাটিয়েছি/কাটাচ্ছি, আর না ;)

১৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

স্বাধীনতার বার্তা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার! :)
লেখা কই?

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ;)
একই কথা তো আমার। তোমার নিজেরও তো ৩ বছর সাড়াশব্দ নাই :(

১৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

রেজওয়ান তানিম বলেছেন: মিয়া ভাই, নতুন কইরা পোষ্টাইতে কি কষ্ট লাগে ?

ফেসবুকে আইলে ভাল লাগবে। আমার আইডি rezwan tanim

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

কালীদাস বলেছেন: দৌড়ের উপ্রে থাকি, লেখার টাইম পাই না :( সামনের মাসে ট্রাই নিমু একবার।
ঐ জিনিষ নাইরে ভাই। থাকলে বহুৎ আগেই খুইজা পাইতেন ;)

১৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

সাধারণমানুষ বলেছেন: হ্যালু স্যার

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

কালীদাস বলেছেন: হেই ম্যাংগো পাবলিক :) মেলাদিন পর! কেমুন আছেন?

১৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

সাধারণমানুষ বলেছেন: চলে আর কি .। আপনি কি দেশি নাকি পরবাসি ? খবর কি আপনার?

১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কালীদাস বলেছেন: আমি ১০০ভাগ খাঁটি বাংলাদেশি, তবে বর্তমান ও ভবিষ্যত পেটের দায়ে বাইরে থাকতে হয় আরকি ;)
বিয়া করছেন নাকি মিয়া? ব্লগে তো আপনেরে দেখাই যায় না ইদানিং :)

১৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

রোদেলা বলেছেন: এ জন্মে আপনের পোস্ট বুজ্ঝুম কীনা সন্দেহ আছে,তয় বিজ্ঞাপন বিরতী যা দিসেন তাতেই আমি মুগ্ধ।আমি বাংলা গান পছন্দ করি,বিশেষ করে বাংলা কোলকাতার গান।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

কালীদাস বলেছেন: আপনের চোখও ঐখানেই পড়ল সবার আগে? :(( কই যাই /:)
ঠান্ডা গান শুনি, সত্যি বলতে কি ইদানিং মনে হয় একটু বেশিই শুনি। কিন্তু মেটাল মাস্ট আমার ব্লাড সার্কুলেশন রেগুলার রাখার জন্য।
অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য :)

১৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: অন্যরকম পোস্ট, ভাল লেগেছে দারুণ!

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৬

কালীদাস বলেছেন: গানগুলো মন্দ না, ট্রাই করতে পারেন।
ভাল লাগল আপনাকে আমার পোস্টে দেখে।

১৪০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: তাহলে এটার পরে আর কোন পোস্ট দেন নাই! :|| অবশ্য অনিয়মিত হয়ে পড়েছি আমিও।

পোস্ট থেকে ইউটিউবের সাজেশনে গিয়ে ভাল সময় কাটছে এখন! :)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

কালীদাস বলেছেন: আসলেই অতিরিক্ত ইরেগুলার হয়ে গেছি ব্লগে, তিনবছর হয় কোন লেখা পোস্ট করা হয় না। আগামী মাসে একটা এক্সপেরিমেন্টাল ভ্রমণ ব্লগ পোস্ট করতে পারি, যদি লিখে শেষ করতে পারি আরকি :)

আমার নির্ঘুম রাতের সিরিজটা আবার জাগিয়ে তুলতে ইচ্ছা করছে কেন জানি :) আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম :)

১৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: সবগুলো গান শুনলাম, ভাল লেগেছে।
মন্তব্য প্রতিমন্তব্যগুলো পড়ে পুনরায় ফিরে আসার আশা রাখছি।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

কালীদাস বলেছেন: এই গান আপনার ভাল লেগেছে? সত্যিই তাজ্জব হলাম 8-|
এনিওয়ে, ধন্যবাদ শোনার জন্য :)

১৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: এই গান আপনার ভাল লেগেছে? সত্যিই তাজ্জব হলাম - কেন তাজ্জব হয়ে গেলেন, তা তো বুঝলাম না।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

কালীদাস বলেছেন: আপনাকে অনেক ধীর-স্হির একজন ব্লগার হিসাবে দেখেছি সেই সাথে আপনি বয়জেষ্ঠও বটে। ব্লগে ইভেন ইয়াং জেনারেশনেরও বিশাল অংশ আমার গানপোস্ট এড়িয়ে চলত কারণ আমার চয়েস মোটামুটি ভারি টাইপেরই। তাই খানিকটা অবাক লেগেছে, কারণ এই পোস্টের গানগুলোও খুব একটা সফট না, স্পেশালি লাস্টের গানটা যথেষ্ট টাচ রাখে মেটালকোরের।

১৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা! ধন্যবাদ, স্পষ্টিকরণের জন্য। :)
এড়িয়ে চললে তো পুরো পোস্ট এবং পোস্টের প্রায় এক চতুর্থাংশ মন্তব্য পড়তাম না, আর সব গানগুলোও শুনতামনা। আমার বয়সের লোকজনদের অবশ্য এখনো ৭০ দশকের সেন্টিমেন্টাল হিটস এবং কান্ট্রি সংস উন্মনা হয়ে শোনার কথা, কিন্তু ভ্যারিয়েশন কে না চায়?

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

কালীদাস বলেছেন: ঠান্ডা গান কিন্তু আমিও শুনি :) অনেক বছর আগে মেটাল আর্টিস্টদের গাওয়া ঠান্ডা গানের পোস্টও করেছিলাম, তারপর চেলো দিয়ে মেটাল গাওয়ার পোস্টও ছিল। তবে ভ্যারিয়েশনের মাত্রা অনেক কম আমার, কারণ কিছু জাঁনর আছে, যেগুলোর শব্দ শুনলেও মেজাজ খারাপ হয়ে যায়; ধরেন র‌্যাপ বা ইন্ডি রক টাইপের কয়েকটা জাঁনর।

পুরান কমেন্টগুলো দেখলে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। অনেকেই এখন কমপ্লিটলি ইন্যাক্টিভ ব্লগে।

১৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
একমাত্র আপনাকে দিলাম। ফেলে দিবেন না কিন্তু!

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

কালীদাস বলেছেন: আচ্ছা। থ্যাংকু ;)

১৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৭

অন্ধ আগন্তুক বলেছেন: হ্যালো ! ঠেলা দিয়া রাখলাম একটা। :((

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

কালীদাস বলেছেন: কমেন্ট দেইখ্যা আমিও বুঝলাম যে এই পোস্ট অতিপ্রাচীন হয়া গেছে গো.... :((

১৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০

কালীদাস বলেছেন: যারা অনেক আশা নিয়ে ;) ঢুকছেন এই পোস্টে আপডেটের জন্য, তাদের জন্য বলছি- এই মুহুর্তে কেন জানি প্রচুর শোনা হচ্ছে আর্চ এনেমির পুরান গানগুলো। মেটালে রুচি থাকলে ট্রাই করতে পারেন, পরে আবার গালি দিয়েন না :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৯

কালীদাস বলেছেন: এঙ্গেলা চলে গেছে ব্যান্ড থেকে ২০১৪তে, বাঘের বাচ্চা টাইগ্রেস ছিল ;) নেমেসিস শুনেই প্রথম ভক্ত হয়েছিলাম ওদের :|

১৪৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

কালীদাস বলেছেন: আগেও শুনেছি ব্লগ থেকে যে ব্লগের কবিতা আর ছোট গল্প ব্যপকভাবে চুরি হয় অকর্মার সাইটটাতে (ফেসবুকে)। আপনারও হয়ত সেইম কেস। যাচ্ছি পোস্টে।

১৪৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৫

পলাশমিঞা বলেছেন: ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০ পোস্ট করেছিলেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫০ আমার পোস্টে মন্তব্য করেছিলেন।

তিন বছর ধরে কোনো পোস্ট নেই :-*

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

কালীদাস বলেছেন: ঐ যে বললাম আমি মেইনলি কমেন্ট করতে পছন্দ করি ব্লগিংএর শুরু থেকেই। আমার সবকয়টা পোস্টই লেখতে অনেক সময় লেগেছে, কোনকোনটা ৭দিন পর্যন্ত। লেখা নিজের পছন্দ না হলে ব্লগে দিয়ে অনর্থক ফার্স্ট পেজে জায়গা নেয়ার কোন মানে হয় না। তাছাড়া গত তিন বছর ধরে আমার জন্য লগইন করতে পারাও বিশাল সৌভাগ্যের ব্যাপার হয়ে দাড়িয়েছে :(

১৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

পলাশমিঞা বলেছেন: এক বছর ধরে সমস্যা হচ্ছে, লগিন করা যায় না। আমার অন্য নিকে থেকে আমি লগিন করতেই পারি না। এই নিক থেকে লেখা দেই না সমস্যা হয়। অনেকে মনে করে অন্য মানুষ।

আমি পিয়রলি আনন্দ করার জন্য ব্লগি করি। মন হাল্কা করতে হয়। বাস্তবে আমার সাথে তেমন লোকজনে কথা বলে না। আমিও কথা বলি না। ভালো লাগে না। আজাইরা কাজ। ফালটু কথা বলে। কথায় ধরলে অন্য মাত্রায় চলে যায়। আমিও পিছু হাঁটি না। কাজ ঘর আর লেখালেখি। ব্লগে মজা করা যায়। আমি কে বা কী করি জানার প্রয়োজন হয় না। ভালো লাগলে মন্তব্য করবে না লাগলে পড়বে না। আমিও ভালো লাগলে মন্তব্য করি পড়ি, ভালো না লাগলে দূরে থাকি। ব্লগে একটা বিষয় খুব খারাপ লাগে আমার তাহলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আর বাকি সব ঠিকাছে। কাজে ব্যস্ত থাকা ভালো। টাকা ছাড়া নিশ্বাস ছাড়া যায় না। আমি ব্লগে পড়ে থাকি, আমি এখন বেকার। ভালো কিচ্ছু করার নেই। সময় মত নমাজ পড়ি। সময় কেটে যায়। মন সুস্থ হচ্ছে। শুভ কামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

কালীদাস বলেছেন: ধর্ম নিয়ে রশি টানাটানি করা দুই পার্টিই ইদানিং অনেক ঠান্ডা দেখছি। বেশ কয়েকবছর আগে একটা সময় ছিল ব্লগে ঢুকতে হত ঝাড়ু দিতে, ঐ পার্টির আনাগোনাও এখন কম। তবে ওভারঅল ইন্টারএকশন অনেক কমে গেছে যখন ব্লগে আসি তখনকার তুলনায়। অনেক ভাল ব্লগার ফেসবুকে চলে গেছে পুরোপুরি, যেটা ব্লগের একটা বিশাল ক্ষতি। ২০১১~১২ এর সিন্ডিকেটগুলো যে ক্ষতিটা করে দিয়ে গেছে, সেটার রেশ অনেকদিন ধরেই চলেছে; এখনও আছে। গতবছর লম্বা সময় ব্লগে আসিনি, অক্টোবরে লগইন করার সময় দেখলাম ভেরিফাই করতে বলল। কারণ কি, কেউই ঠিক করে বলতে পারল না আমাকে।

চালিয়ে যান নিজের মত ব্লগিং।

১৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

পলাশমিঞা বলেছেন: এই ভেরিফাই নিয়ে আমিও বিপদে পড়েছিলাম। মেইল করেছি কেউ জবাব দেয় না।

তবে কপাল ভালো এই নিক থেকে ভেরিফাই করতে পেরেছিলাম।

ব্লগিং শুভ হোক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

কালীদাস বলেছেন: হ্যাপি ব্লগিং :)

১৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

কালীদাস বলেছেন: :)

১৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

সাদা মনের মানুষ বলেছেন: গান খুব একটা শোনা হয়না, তবে আমি পছন্দ করি পুরোনো দিনের বাংলা গান........শুভ কামনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

কালীদাস বলেছেন: হে হে, আমিও শুনি। নেন, নজরুলের কান্ডারি হুশিয়ারের মেটাল ভার্সন শুনেন ;)



কবি নজরুল ইসলাম ভুল সময়ে এসেছিলেন দুনিয়ায়। এই লোকটা নব্বই বা মিলেনিয়ামের পরে আসলে বাংলাদেশের মেটাল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ থাকত এতদিনে।

১৫৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

জোকস বলেছেন: যা বলার উপরে সবাই বলে দিয়েছে। আমি শধু আপনার খোঁজখবর নিয়ে গেলাম।

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:১১

কালীদাস বলেছেন: কি বুঝলেন খোঁজখবর নিয়া? ;)
এমনে কিন্তু আমি লুক খারাপ না :P

১৫৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪৭

মুশি-১৯৯৪ বলেছেন:

আমার ফ্লাটের উপর তলায় একজন হেভী মেটাল সংগীত প্রাকটিস করে, শব্দ দূষনের কারনে সবার সাথে তাল মিলিয়ে আমিও তার সমালোচনার আদার বেপারি হয়েছি ।
তবে প্রথম দিকে আমি তাকে সাপোর্ট করতাম, তাই আমার আচরনে সে কিছুটা মর্মাহত ,কি করব সামাজিক দায়বদ্ধতা বলেএকটা ব্যপার আছে না ।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৫৬

কালীদাস বলেছেন: আপনি একশভাগ নিশ্চিন্ত থাকতে পারেন ঐটা আমি না। গত এগারো বছরে একবারও বেস তুলে নেইনি হাতে ;) আর হেভী মেটাল কেন, কোন মেটালই তো ভাল প্রাকটিস প্যাড ছাড়া প্রাকটিস করা সম্ভব না।

১৫৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:২০

সায়েম মুন বলেছেন: আপনি কিরাম আছেন? সেই ১৯৫৩ সালের পর কোন পোস্ট দেননি দেখি। এখনও কি মেটাল শুনতাছেন? #:-S

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:২৯

কালীদাস বলেছেন: যথারীতি দৌড়ের উপর আছি। তয় মেটাল ছাড়ি নাই বস। মেটাল ছাড়া জীবনের কোন বেইল নাই ;)
হ, পোস্ট একটা দেওয়া দরকার। বুঝতাছি না আরেকটা নিঝুম রাতের পোস্ট দিয়া ফালামু নাকি।
আপনি কি ফিরতাছেন ব্লগে? নাকি আবার ডুব মারবেন?

১৫৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৩৫

মুশি-১৯৯৪ বলেছেন:

উপরের মন্তব্যগুলোয় আপনার প্রতিউত্তর গুলো দেখছিলাম, এই উত্তরগুলোই আমার কাছে একটি স্বতন্ত্র পোষ্ট মনে হয়েছে, বিশেষ করে আমার মতো নতুন ব্লগারের জন্য।
তবে উত্তরগুলো পড়ে মনে হচ্ছে মানুষের দৃষ্টিপথ হইতে নিজেকে গোপন করিয়া রাখিতে আপনি বদ্ধপরিকর, এটাকে কি এক প্রকার বিচ্ছেদ বলা যায়, জগতের ক্রোড়বিচ্যুত একজন মানুষ ।

দুচারজন রামছাগলের কার্যকলাপ দেখলে হাসি পায়।
একটি মন্তব্যর উত্তরে এই কথা লিখেছেন, আমাকে রাসছাগল মনে হলে চুপি চুপি এখন বলে দিন, নিজেকে শুধরে নেব।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৪৭

কালীদাস বলেছেন: আমি সেমি-ভার্চুয়াল থাকাটা পছন্দ করি, ব্লগিংএর শুরু থেকেই এভাবে চলছে আমার। একটা সময় নিজের নাম ঠিকানা এমনকি ছবিও দিয়েছিলাম ব্লগে। পরে বিভিন্ন ক্যাচালের পর থেকে বুঝলাম, না, সেমিভার্চুয়াল থাকাই ভাল। বেশ কয়েকজন ব্লগারের সাথে আমার এখনও যোগাযোগ আছে মেইলে; ফেসবুক জিনিষটা শুরু থেকেই ভয় পাই বলে ঐ তল্লাটে আমার কোন নামনিশানা নেই। আমি ঠিক বিচ্ছিন্ন মানুষও না, যোগাযোগ মানুষের সাথে ভালই রাখি। তবে নিজের ব্যক্তি জীবনটাকে সবার সামনে তেমন একটা তুলে ধরি না এটা ঠিক। লাইফের ঐ পার্টটা বোরিং লাগবে অনেকের কাছেই, এক্সট্রেনসিভ ট্রাভেল ছাড়া একাডেমিক লাইফের কোন কিছুই বাইরের লোকজন পছন্দ করে না ;)

দুচারজন রামছাগলের কার্যকলাপ দেখলে হাসি পায়।
রামছাগলদের কার্যকলাপ দেখে দূর থেকে হাসি এবং ঘাটানো থেকে বিরত থাকি ;) আমার টেম্পারে খানিকটা সমস্যা আছে, রাগি না তবে রাগলে মুটামুটি হাল্ক কিসিমের ঘটনা ঘটে। ব্লগে এজাতীয় কারণে ব্যানও খেয়েছিলাম, এরপর থেকে ভদ্র হয়ে গেছি ;) আশা করি সন্দেহমুক্ত হয়েছেন :)

১৫৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৪৩

সায়েম মুন বলেছেন: তাইলে এখনও মজায় আছেন। তাড়াতাড়ি একখান পোস্ট দেন। আমি মূমূর্ষ অবস্থায় বাইচা আছি, এইটা জানান দিতে আইলাম। 8-|

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫২

কালীদাস বলেছেন: দেখি এই সপ্তাহের মধ্যে ম্যানেজ করতে পারি কিনা। এমনেই পুরান আমলের মানুষ আমি, পাবলিক আমার লেখা দেখে বিরক্ত হয় কিনা কে জানে :|

ফিরে আসেন সায়েম ভাই। ইনসমনিয়াকরা এতটা হাইবারনেশনে চলে গেছে দেখলে খারাপ লাগে। ব্লগটা জমিয়ে রাখত রাজসোহান, বাঁধন কমেন্ট দিয়ে; আপনার কবিতার ভ্যারিয়েশন; মেঘ আপা; .... হাসান ভাই আর রানা ভাই ছাড়া কাউকেই দেখি না এখন। শূন্যতাটা চোখে পড়ে অনেকদিন পরপর লগইন করলে :|

১৫৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৪

শেয়াল বলেছেন: পোস্ট টা ভালই আছিল ।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৭

কালীদাস বলেছেন: থ্যাংকু, থ্যাংকু :) গানগুলো ট্রাই করে দেখতে পারেন, ভালই ছিল।
(বাকি ৩টা কমেন্ট মুছে দিলাম একই জিনিষ থাকায়)

১৫৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৮

শেয়াল বলেছেন:

বুঝি না এত কমেন্ট পড়ে ক্যা :-0

০৩ রা মার্চ, ২০১৭ রাত ২:০৪

কালীদাস বলেছেন: ব্যাপার না :)

১৬০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ২:১৯

মুশি-১৯৯৪ বলেছেন:

রাম ছাগলের কথা বলতেই মনে হয় রাম ছাগল থুক্কু রাম শেয়াল হাজির হয়ে গেল । :P

আপনার টেম্পারে খানিকটা সমস্য আছে বলেছিলেন, আপনার জ্ঞাতার্থে বলছি জীবনানন্দ দাশও টেম্পারমেন্টাল ছিলেন, সমালোচককে তিনি বরং কবিতা লিখিয়া দেখিবার রূঢ় উপদেশই দিতেন। আর বলিতেন, কবিরা শুদ্ধ স্বজনের সমালোচনা শুনিতে প্রস্তুত, তাহার অধিক শুনিবেন না.....
তাই টেম্পারমেন্টাল হওয়াকে আমি দেষের কিছু দেখি না, তবে শালীনতার মাত্রার একটা ব্যপার আছে । :)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

কালীদাস বলেছেন: কিছু পার্টিকুলার জায়গায় শালীনতার ধার ধারি না আমি। আর অতীত ঘাটালে ভালই মনে পড়ে কেন শক্ত হতে হয়েছিল। পোস্টে পোস্টে এখনও মাঝে মাঝে চোখ পড়ে পুরান ব্লগিং ইতিহাসের অনেক ঝলক।

আমার কথা বাদ দেন; আমি পুরান বাতিল মাল :| আপনি নতুন জেনারেশনের অংশ বাংলা কম্যুনিটি ব্লগিং-এর; নিজের মত, নিজের আনন্দে ব্লগিং করে যান। গুড লাক :)

১৬১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নতুন একখান পোষ্টের অনুরোধ রইল।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৯

কালীদাস বলেছেন: আমার এই "অসুস্হ সংগীত" পোস্টে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এই মাসে একটা গানের পোস্ট দেয়ার চেষ্টা চালান যেতে পারে :D পরে আবার ব্যান চেয়ে পোস্ট দেবেন নাতো? :P

১৬২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২২

টুনটুনি০৪ বলেছেন: জনগনের প্রাণের দাবী কালীদাস পন্ডিতের নতুন পোষ্ট চাই।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

কালীদাস বলেছেন: জনগণ এখন না বুইঝা দাবি করছে ;) আমি গানের পোস্ট দিলে পরে পাবলিক আমার গান ঘাটায়া আমারে লাকড়ি নিয়া দৌড়ানি দিবে। গণধোলাই দেয়ার পর পুলিশে দেবে। পরে পুলিশ আমারে র‌্যাবের কাছে ট্রান্সফার কৈরা ক্রসফায়ারে ফালাবে। আমি মরার পর শাহবাগে ঢাকা ভার্সিটির কতিপয় জনগণ রাস্তা অবরোধ করবে। তারপর আবার শাহবাগ নিয়া পুরান বিতর্ক শুরু করবে কয়েকজন, শেষে দেখা যাবে সারাজীবন ধার্মিক মুসলমান থাকার পরও মরার পর পাবলিক নাস্তিক ট্যাগ মারছে :((

এতসব গ্যান্জাম এড়ানোর একমাত্র সহজ সল্যুশন দীর্ঘদিন পোস্ট না দেয়া :D

১৬৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৪৩

নাগরিক কবি বলেছেন: গান গুলো এখন পুরোনো হয়েছে... :)
শুরু করেন নতুন করে। আর কত ড্রাফট এ রাখবেন ;)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০২

কালীদাস বলেছেন: যাক, অন্তত একজন সাহস দিল যে গান পোস্ট দিলে দৌড়ানি খাব না ;)
থ্যাংকু :) সামনে সময় পেলে ঝেড়ে দেব একটা ;)

১৬৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:৫৪

মুশি-১৯৯৪ বলেছেন:

বড়ভাই, কবিযশোপ্রার্থীদের সঙ্গে কিছু সময় আমিও কবিতা-জাহাজের খবর লই,
কিন্তু হঠাৎ করে কবিদের উপর যে ধরনের আক্রমনাত্নক পোষ্ট করা শুরু হয়েছে, তাতে মন্তব্য করতে গিয়ে শালীনতার মাত্রা রক্ষা করতে পারব কিনা বুঝতে পারছিনা, দোয়া কইরেন .......

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:০২

কালীদাস বলেছেন: সত্যি বলতে কি তেমন কিছু হয়নি। কালকের সেই পোস্টে আমিও একটা কমেন্ট করেছিলাম, ভদ্রলোকের লেখা মুটামুটি সোবারই ছিল বলব আগের জমানার তুলনায়। এক্ষেত্রে শালীনতা বজায় রেখেও প্রতিবাদ করা যায়। একটা পোস্ট দেখেন, ভদ্রলোক এখনও আমাকে ভুলতে পেরেছেন বলে মনে হয় না =p~

১৬৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪

নাগরিক কবি বলেছেন: মুশি -১৯৯৪ আমাদের অ-কবিদের যতই আপনারা বকা ঝকা করুন না কেন"! আমরা কিন্তু অ-কবিতা লিখেই লিখেই যাব। কাকের কা কা আমরা বুঝি না। কারন কাকের ভাষা আমরা জানি না। কোকিলের কুহু কহু বুঝি তা নাকি নারী কন্ঠের গান। সমস্যাটা এখানেই... আমরা কোকিল না কাক!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

কালীদাস বলেছেন: আপনারা কবি হন আর অ-কবি হন, বাংলাদেশের মেটাল ব্যান্ডগুলারে কিছু লিরিক সাপ্লাই দেন। আন্ডারগ্রাউন্ডের মেটাল সিন বাংলাদেশে অনেক রিচ, এই ধারটা ধরে রাখার জন্য ভাল লিরিক দরকার।

১৬৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:০০

নাগরিক কবি বলেছেন: কালীদাস উপরে এক মন্তব্যে দেখলাম আপনি নজরুলকে মিলিনিয়ামের পরে আসার কথা বললেন। তাহলে হয়ত মেটালের উন্নতি হত, সত্য। কিন্তু কারার ঐ লৌহ কপাট কে ভাঙত??

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: সব দরকারেই কেউ না কেউ বিকল্প হিসাবে দাড়িয়ে যায়। নজরুল না থাকলে কবিগুরু /ফররুখ আহমেদ এরা কেউ না কেউ লৌহকপাট নিয়ে টানাহেচড়া করত ;) অথবা মখা আলমগীর :P লাড়ায়া শুধু কারার লৌহকপাট না, আশেপাশের সব বাড়ির পিলারও ভেঙে যেত মখা আলমগীর নাড়াচাড়া করলে ;)

১৬৭| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৫

নাগরিক কবি বলেছেন: হা হা হা। আমি কিন্তু সত্যি হেসেছি বড় ভাই :)। ঠাকুর সাহেব যদি লৌহ কপাট ভাঙ্গত তাহলে মখা আলমগির ওই কপাটের ভিতরেই হার্ড এটাক করতো ;)। আর তার পাশে বসে কোন বিধবা গুন গুনিয়ে গান গেয়ে যেত। ;)
আমার কিছু বন্ধু আছে যারা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সাথে যুক্ত। অনেক দিন তাদের সাথে যোগাযোগ নেই। আমি চেষ্টা করবো যোগাযোগ করে কিছু মৌলিক লিরিক্স আপনাকে দেবার জন্য। :)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭

কালীদাস বলেছেন: অনেক ধন্যবাদ :)
মখা আলমগীরকে নিয়ে সিরিয়াসলি একটা গান লেখার ইচ্ছা ছিল এককালে ;) সাহস পাই নাই :|

১৬৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৮

পুলক ঢালী বলেছেন: কালীদাস ভাই আপনার ব্লগে ঢুকে আমার মাথা পুরোপুরি আউলা হয়ে গেছে । এমন বিষয়ের পোষ্ট যার আমি কিছুই বুঝিনা! মেটাল, রক, হার্ড রক এগুলো কতজনের মুখে শুনি আর বেকুবের মত তাকিয়ে থাকি, মানে বুঝিনা অর্থাৎ শব্দ শুনে ক্লাসিফাই করতে পারিনা কোনটি কি, তাই বলে কি আমি গান শুনি না? রবীন্দ্র সঙ্গীত ভীষন পছন্দ অর্থের গভীরতার কারনে। অনেক আধুনিক গান শুনি মন প্রান ঢেলে, খুব ভাল লাগে। ইংরেজী গান বুঝতে পারিনা, লিরিক দেওয়া থাকলে সেই গান মাঝে মাঝে এত ভাল লাগে যে মনের মধ্যে অনেকক্ষন তার রেশ লেগে থাকে, এই মুহূর্তে শুধু একটা গানের কথা মনে পড়ছে লিওনেল রিচির গান (মনে হয়) 'হ্যালো' অন্ধ ব্ল্যাক মেয়েকে উদ্দেশ্য করে গাওয়া খুব ভাল লাগে গানটা, ওওও আরেকটার কথা মনে পড়েছে 'বাদামী মাইয়া চক্করে, (ব্রাউন গার্ল ইন দ্যা রিং) বনি এম জার্মানী :-B । আপনি ভোকালিষ্ট এন্ড গীটারিষ্ট? দারুন ব্যাপার ভীষন গুনী মানুষ আপনি । এই গুনগুলি গড গিফ্টেড, সামান্য ভুল বুঝাবুঝি, অথবা মান অভিমানের কারনে এই উপহারের অপচয় করার কোন মানেই হয়না। অনেকেই তো আছেন গাইতে চান অথচ তাদের ঐ গুনটি নেই। আপনি যত শীঘ্র সম্ভব আবার শুরু করুন, ব্লগেও দিন, আমরাও একটু শুনবো (তবে বুঝবো না ১০০% গ্যারান্টি :D ) একটু মজাও করলাম, ভাল থাকুন দাদা।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

কালীদাস বলেছেন: হা হা হা, অনেক বছর হয় আমি কিছুই না। প্রচুর গান শুনি, বেশিরভাগ পোস্টই নিজের পছন্দের গান ব্লগের শেয়ার করা; এই আরকি। গানগুলো শুনে দেখতে পারে, ভাল লাগবে আশা করি।

১৬৯| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: নতুন একটা পোস্ট (গানের) দিব দিব করেও এখনো দিলেন না। তারপর আবার নির্বাসনে চলে গেলেন। প্রত্যাবর্তনের প্রত্যাশায় রইলাম।
আমার একটা পুরনো পোস্ট- আমার কথা-২০ এ আপনার একটা মন্তব্য দীর্ঘদিন আনএ্যানসার্ড ছিল বলে দুঃখ প্রকাশ করছি।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

কালীদাস বলেছেন: এটা আমার অনেক পুরান অভ্যাস, এই ডুব মারা আরকি। আসলে পারিনা, ব্যস্ততার জন্যই পারা যায় না। আপনি মনে রেখেছেন দেখে ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ, আপনার ইতিকথা খুব আগ্রহ নিয়েই পড়ছিলাম। সম্ভবত ২১ বা ২২ পর্যন্ত পড়েছি (কমেন্টও রেখেছি)। এরপর আর পড়া হয়নি। আবার যাব :)

১৭০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

জাহিদ অনিক বলেছেন: আপনি কি অনেক দিনের জন্য শীত নিদ্রায় গেলেন প্রিয় কালীদাস ভাই !

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

কালীদাস বলেছেন: সময়ের হিসাবে ঠিক শীতনিদ্র বলা যায়না, বসন্ত/গ্রীষ্ম নিদ্রা বলা যায় অবশ্য :P আসলে পারি নারে ভাই, ব্যস্ততার জন্য ইচ্ছা করলেও রেগুলার একনজর ব্লগ দেখার সময়ও বের করতে পারি না। দেখি এই দফায় কিছুদিন থাকতে পারি কিনা :)

১৭১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষ পূর্তি পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি! সম্ভবত আপনি নোটিফিকেশন পাবেন না তাই এখানে জানিয়ে গেলাম!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

কালীদাস বলেছেন: থ্যাংকস। এবং জানানোর জন্যও থ্যাংকস!

১৭২| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরনো ব্লগারদের দেখলে আলাদা একটা ভাললাগা কাজ করে।

সেই সাথে উৎসাহও।

নতুন পোস্ট দিন।

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

কালীদাস বলেছেন: ইচ্ছা তো আছে এই দফায় পোস্ট করার, দেখি পারি কিনা।
থ্যাংকস :)

১৭৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

গেম চেঞ্জার বলেছেন: আপনি যে সংখ্যক পোস্ট করেছেন এরপর থেকে মনে হয় আর নিউ পোস্ট করার মতো যৌবনশক্তি আর অবশিষ্ট নাই! ;)

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

কালীদাস বলেছেন: মনে হয় ভুল কন্নাঈ :P হারানো যৌবন ফিরা না পাইলে আর পোস্ট করতে পারার আশা দেখি না :(( দেশে ফিরা প্রথমেই ইমরান কেমিকেল কুম্পানিতে খোঁজ নিমু B-))

১৭৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার একটি লেখা।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

কালীদাস বলেছেন: থ্যাংকস।

১৭৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

মানিজার বলেছেন: খিক খিক B-))

মেন ফ্রন্টেট কিসসু নাই ?

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

কালীদাস বলেছেন: হাজার হাজার, লাখ লাখ, অভাব নাই :P
ডাউট লাগলে আমার পুরান গানের পোস্টগুলো দেখতে থাকেন মাথা ধরার আগ পর্যন্ত ;)

১৭৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ৪ বছর হয়ে গেলো, আর কত ব্রেক নিবেন পোস্ট দিতে/ লিখতে?
মাহফুজ সাব আর তার স্ত্রীর গান ছাড়া আর কারো গান শোনা হয় নাই /:)

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

কালীদাস বলেছেন: লেখতাম তো আমিও চাই। সময় পাই না যে /:)
মাহফুজ সাবের "এমনি করে আরও মারো" গানের লিংকটা দিয়া যান, আমিও শুনতাম চাই :D

১৭৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

ফয়সাল রকি বলেছেন: ২০১৩ এর পরে আর গান শুনেন নাই বোঝা যাচ্ছে... মাহফুজ সাবের গান শুনেন... তারপর একটা রিভিউ দেন ... হে হে হে।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

কালীদাস বলেছেন: মাত্র গতকাল শোনা একটা গান রাখলাম আপনার জন্য :D শোনার পর যদি আসলেই আগ্রহ থাকে জানাবেন, শুধু আপনার জন্যই রিভিউটা লিখব :P আমার কাছে কেন ভাল লেগেছে সেটাও জানাব ;)


১৭৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: কালিদাস ভাই দীর্ঘ সময় হয়ে গেছে নতুন কোনো পোষ্ট করেন নি। আশা করি দ্রুত পোষ্ট পাবো আপনার।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

কালীদাস বলেছেন: এই সপ্তাহে ঝেড়ে দিতে পারি একটা লিখে শেষ করতে পারলে। তবে গ্যারান্টি নেই ;) প্লাস আমার টপিকও খুব সুবিধার ছিল না কখনই :((

১৭৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:


র‍্যাব ভাই, দাস ভাই,
পোস্ট চাই, পোস্ট চাই।
:D

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮

কালীদাস বলেছেন: :(( X((

১৮০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: এটা হচ্ছে বিশেষ ব্রেকিং নিউজ :-B

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

কালীদাস বলেছেন: এউকগা দড়ি দেন ভাই। এ জেবন আর রাখপো না :((

১৮১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: view this link

গানের চেয়ে কথোপকথন ভালো, এইটা দেখেন

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

কালীদাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ আল্লাহরে আজকে হাসতে হাসতে মৈরাই যামু। দুয়েকবার ব্যাটার চেহারার এক্সপ্রেশনটা চেক করলাম, খোদা!! এত বিনোদন বাংলার আকাশে বাতাসে =p~

১৮২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: মাফুজ সাবের চটপটা জবাব লাইক করছি। আর জয় ক্যাম্নে নরমাল মুখে ইন্টার্ভীঊ নিলো ভাইবা আরো মজা পাইছি।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

কালীদাস বলেছেন: ইন্টারভিউয়ারের নাম জয়? চেহারাটা খানিকটা চিনা চিনা লাগতাছিল, মিডিয়ার খবর রাখা হয়না অনেকদিন যে কারণে নাম জানিনা।

পাবলিক এরকম গাছভুদাই হয় কেমনে ভাবতাছিলাম এক পর্যায়ে। টাকার গরমে চোখকান বন্ধ থাকলে যা হয় আরকি। এই লোকেরে ডক্টরেট দিসে কোন আল্লাহর মালে? দেখলাম ইমপেরিয়াল কলেজের নাম লেখা, কেমনে কি??

১৮৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: পত্রিকা আর টেলিভিশনের প্রোগ্রাম না দেখলেও চলে যদি ফেবুতে থাকা যায় আর কী! মাফুজ সাব কি বুইঝাও না বুঝার ভান ধইরা পাব্লিককে মজা দিলো নাকি এইটা নিয়া আমার সন্দেহ আছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

কালীদাস বলেছেন: ফেসবুক তো ইউজ করিনা বইন। আপনের দেয়া লিংকটা খুলতে যায়া দেখি কিসব লগইন চায়, হেইডা কাডা মাইরা ভিড্যু চালাইসি :|

পয়লা কয়েক মিনিট আমিও ভাবছিলাম মাপুচ সাব সার্কাজমই কর্তাসে। কিন্তু লাস্টে হাততালি প্লাস গানের নমুনা দেইখ্যা বুঝলাম, টেকার কুমীরের মুর্গীর ডিম ভাইজ্যা খাওনের ব্যারামে আক্রান্ত লোক এ।

১৮৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

ফয়সাল রকি বলেছেন: গানটা মন্দ না কিন্তু আমি আবার হার্ডরক/মেটাল খুব একটা পছন্দ করিনা ইদানিং। তবে রিভিউ অবশ্যই লিখতে পারেন। ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

কালীদাস বলেছেন: হা হা, যেহেতু অলরেডি যন্ত্রণা সহ্য করেছেন, কাজেই ঐদিকে আর পেইন নেয়ার দরকার নেই। গানটা উইক, ভোকালের মিক্সিং খুব ভাল হয়নি। হলে কয়েক সেকেন্ড শোনার পরই গালিগালাজ শুরু করতেন।
ভাল থাকবেন :)

১৮৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

ফয়সাল রকি বলেছেন: জীবনধারা, অসামাজিক, আলো, ছাড়পত্র, মেটেয়োরা, মিনিটস টু মিড নাইট ইত্যাদি প্রিয় অ্যালবাম ছিল এক সময়।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

কালীদাস বলেছেন: আরে আপনি মেটোরা শুনেছেন তাহলে তো এই জিনিষ খারাপ লাগার কথা না :) মিনিটস টু মিডনাইট থেকে পতনের শুরু, শেষটা তো হয়েই গেল সামারে :(

আপনার জন্য একটা খুব প্রিয় বাংলা গ্রান্জ রাখলাম। গভীর রাতের সিরিজটায় গ্রান্জের উপর কখনও লিখলে এই গানটা অবশ্যই রাখব। গত কয়েকদিন ধরে টানা শুনছি। এত সুন্দর। আমাদের আন্ডারগ্রাউন্ডের রক/মেটাল কতটা রিচ গানটা শুনলে টের পাই একটা দীর্ঘশ্বাসের সাথে।

১৮৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

জুন বলেছেন: ওমেন ফ্রন্ট বা মেটাল বুঝি না তবে সেই কলেজ আর ইউনিভার্সিটি লাইফে থাকতে প্রচুর ইংরাজী গান শুনতাম বাংলা আর হিন্দীর সাথে । সেই আমেরিকান কান্ট্রি সং থেকে আবা বিজিস গ্রুপ সেখান থেকে সীল রিচার্ড মার্কস ম্যাডোনা সহ শত শত শিল্পীর গানে এসে থেমেছে ।এখন গান খুব কম শুনি আর শুনলেও যেটা ভালো লাগে ঐ একই গান কয়েক শুনি কালীদাস ।
অনেকদিন পর আপনার পোষ্ট ভালোলাগলো ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

কালীদাস বলেছেন: জুন আপা:) বুঝি না আগে আমাকে তুমি করে বলতেন এখন আপনি করে বলেন কেন!
হ্যাঁ, মনে আছে আপনি আমার গানের পছন্দের টাইপ নিয়ে একবার শংকা প্রকাশ করেছিলেন ;) ঐ জমানা পার করে এসেছি, এখন এত ঠান্ডা গান সবসময় শোনা হয়না। উপরের কমেন্টের গানটা ট্রাই করতে পারেন, গত কয়েকদিন ধরে কান থেকে নামাতে পারছি না। বাংলা গ্রান্জ।
ভাল থাকবেন :)

১৮৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

ফয়সাল রকি বলেছেন: এই গানের লিরিক মুখস্ত ভাই... দুর্দান্ত একটা গান... আমার ফেসবুক ওয়ালে দেখবেন, এই গানটা অসংখ্য বার শুনেছি আর শেয়ার দিয়েছি.... এটার অডিও এলবাম কিনেছিলাম B-)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

কালীদাস বলেছেন: ইয়েই ম্যান :)
লেখা শুরু করুন আবার গান নিয়ে। লোকজন ঠান্ডা বিদঘুটে গানে ঝিমায় আপনি গ্রান্জ জেনারেশনের সাক্ষী, চলেন শুরু করি আবার :)

১৮৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

জুন বলেছেন: আমি ইদানীং গোবিন্দ অভিনীত সিনেমার গান শুনি কালীদাস এবং আমি সত্যি স্ট্রেস ফ্রি ফীল করি B-) :`>

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

কালীদাস বলেছেন: হাউমাউখাউ কৈরা কাইন্দা দিলাম শুইন্যা :(( এ কি শুনলাম! এই কথা শুননের আগে মাহফুজুর রহমান বাংলা সিনামার নায়ক হৈল না কেন /:)

১৮৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

জুন বলেছেন: কাইন্দেন না কালীদাস আপনে কানলে মেঘদুত কে রচনা করবে :-*
আমার কান সর্বপ্রকার সঙ্গীত শোনার উপযোগী । আমি বাংলা ইংরাজী হিন্দী ( গোবিন্দ :P ) ছাড়াও বিভিন্ন দেশের ভাষা যা আমি বুঝি না সেই গানও শুনি । আমার কাছে সুরটাই মুখ্য। লাস্ট ব্যান্ড এর গান শুনতাম ব্যাক স্ট্রিট বয়েজ ।
আপনাকে একটা লিংক দেই শুনেন , রাজা ভুমিবলের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে বিখ্যাত দুই থাই গায়ক ভাই আসানি ও ওয়াসান ছোটিকুলের গাওয়া একটি আমিই শুনেছি কমপক্ষে ১০০ বার। ছোটবেলা থেকে শুরু করে মৃত্যুর পর সন্মানের সাথে মৃতদেহ গ্র্যান্ড প্যালেস নেয়া , শোকাহত লোকজনের কান্না আর তাঁকে উদ্দেশ্য করে গাওয়া লক্ষ মানুষের রাজকীয় সঙ্গীত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। বিশেষ করেএম্বুলেন্সে শবদেহ নিয়ে যাওয়ার সময় আসানি ওয়াসান হুকের ব্যবহার করে গানটিকে শ্রোতাদের মর্মে পৌছে দিয়েছে। এটা একটি উদাহরন দিলাম মাত্র ।
শুনতে পারেন

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

কালীদাস বলেছেন: খারাপ লাগেনি শুনতে। থ্যাংকস।
থাই খুব ঠান্ডা কিছু গান শুনেছিলাম থাইল্যান্ডে যখন গিয়েছিলাম, এত বছর পরে কোন শব্দও মনে নেই। আসিয়ানের দেশগুলোর লোকজন ঠান্ডা টাইপের জিনিষ পছন্দ করে বেশি :|
আপা, ব্যাকস্ট্রিট বয়েজকে কোন ব্যান্ড মনে হয়না আমার। ইয়াং পোলাপান নতুন কুড়ির বাচ্চাদের মত কোমড় দুলিয়ে নেচে গান গাচ্ছে, মনে হলেও মেজাজ খারাপ হয়ে যায়।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

কালীদাস বলেছেন: রোমানিয়ার লোকজনদের আমি একেবারেই দেখতে পারি না রেসিজমের জন্য, কোটি টাকা দিলেও ঐ দেশে আর জীবনে যাব না। তবে জিপসিদের কালচার ইনফ্লুয়েন্সড ফোক গানগুলো বেশ সুন্দর; রোমানি ভাষায় অবশ্য। অনেকটা আপনার পছন্দের টাইপের; সময় সুযোগ পেলে ট্রাই করে দেখতে পারেন :)

১৯০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্যঃ
১৮১ নম্বরটা সলিড হয়েছে, ১৮৩ নম্বরটাও। :)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

কালীদাস বলেছেন: থ্যাংকু :)

১৯১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:




ইভা রহমানের অ্যালবামের ফানি ছবিটাতে মাহফুজুর রহমানের চুল কবিগুরুর মতো লাগছে। :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

কালীদাস বলেছেন: এই লোকের প্রচারেই প্রসারের নীতি তো ধীরে ধীরে ঐদিকেই যাচ্ছিল :D ১৮০ নাম্বার কমেন্টে ধ্রুবক আলোর দেয়া স্ক্রীনশটটাও এরকম স্যাটায়ারগুলোরই একটা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.