নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

দানবী আলখাল্লা!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪২


সূর্যালোকের দীপ্তিচ্ছটা বাতায়ন পর্দাকে
ফাঁকি দিয়ে আমার ছোট কামরায় প্রবেশ
করে রোজ সকালে ঘুম ভাঙ্গায় আমার
অনিচ্ছায়!

তার পর প্রথমেই চোখ মেলে দেখা মেলে
পূব গগনে রক্তিমা প্রোজ্জ্বলা রবির। প্রভাতী
অভ্যুত্থানের প্রমাণ সে বয়ে বেড়ায় সারাটা
সময় আলোকিত দিবসের। তার পরেই দেখা
পাই বুলবুলি, চড়ুই, দোয়েলের পালকিত
মখমলে দেহ গাছের সবুজ পল্লবের আবডালে
সাথে তাদের সুরেলা ঐকতান! খুঁজে পাই
নতুন সতেজতা!

হয়তো কাল আর দেখতে পাবনা প্রভাতী
সূর্য্যির উদয়ন, হয়তো দেখতে পাবনা তার
দীপ্তিচ্ছটা, হয়তো গ্রহণ করতে পারব না
মুক্ত বাতাসে শ্বাস!

কারণ আমার দেশে দানবের আলখাল্লা এখন
প্রতি রন্ধ্রে রন্ধ্রে। হয়তো কাল আমিই হতে
চলেছি সূর্য!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটু সহজ করে লিখুন না,কবিতা এমনিতেই কম বুঝি তার উপর এভাবে লিখলে কিভাবে হবে???

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২

রাফিন জয় বলেছেন: হাহা, অনুভব করেন। গভীর থেকে পড়েন

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৩৫

গ্যাব্রিয়ল বলেছেন: ভাবনাটা ভালো, তারা না হয়ে সূর্য হয়ে উঠাই মঙ্গল।

৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: পড়ে ভালো লাগলো।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ! :-B

৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

৬| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সরি, অনেকগুলো মন্তব্য চলে গিয়েছে ।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রাফিন জয় বলেছেন: হা হা হা, সমস্যা নেই এবং সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি! :)

৮| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: শিরোনাম পড়েই আমি মুগ্ধ!

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.