নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬২

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭



১। হঠাৎ উপলব্দি হলো, পৃথিবীর সব শিশুদের কান্না একই রকম। মানুষের মধ্যে কত রকম জাতি, কত ভাষা, কত সংস্কার, কত রকম বিভেদ, সবই কৃত্রিম ভাবে তৈরি করা। অথচ সব মানুষ'ই একই রকমভাবে জন্মায়, জন্মের পর অন্তত দু-তিন বছর মানব শিশুর হাসি ও কান্নায় কোনো প্রভেদ নেই। কোনো ধনীর ঘরের শিশু আর ঢাকার কোনো বস্তির গরীব মায়ের সন্তান ঠিক একই সুরে কাঁদে।

২। প্রায়'ই চোখের সামনে ঘোর বর্ষাকালের একটা দৃশ্য ভাসে।

চার দিন ধরে তুমুল বৃষ্টি। স্কুল বন্ধ, বাজার-হাট বন্ধ, উঠোনে হাঁটু পানি। একটি পরিবারের- মা বাবা ভাই বোন সবাই বারান্দায় বসে পানি দেখছে। চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। টিনের চালে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। তাদের পেট ভরতি ক্ষুধা। কিছু করার নেই। রান্না ঘর পানিতে ডুবে আছে।
শুধু বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি পড়ছে।

৩। মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হল সৌদি আরব। মুক্তিযুদ্ধের সময় সৌদি আরব আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এমনকি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পরও বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করেনি।

প্রাচীনকালে আরবে মেয়েদের জীবিত কবর দেবার এক নিষ্ঠুর পদ্ধতি প্রচলিত ছিল। সন্তান প্রসবকালেই মায়ের সামনেই একটি গর্ত খনন করে রাখা হতো।

৪। মানুষের সাথে মানুষের সম্পর্ক গুলো খুব সস্তা হয়ে গেছে। এ যুগের স্মার্ট ছেলেমেয়েরা সকালে make up আর বিকালে break up করে। গাছের চারার সাথে ছোট থাকতেই কাঠি বেধে দিলে গাছ বাঁকা হয়ে বড় হয় না। কিন্তু গাছ বড় হয়ে গেলে তাকে কিছুতেই সোজা করা যায় না। ঠিক তেমনি ছেলে- মেয়েদের ছোট থাকতেই ইসলামী মন-মানসিকতা, আচার-ব্যবহার,
পোষাকে বড় করলেই সে একজন যোগ্য মানুষ হতে পারে।

৫। জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই
আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।

৬। শাড়ি পরা একটি মেয়ে কলসী কাঁখে ঘোর বৃষ্টির মধ্যে আবছা একটা পিছল পথ বেয়ে আগাছার জঙ্গলের ভিতর দিয়ে পুকুরঘাটে নেমে যাচ্ছে। পিছন ফেরা বলে মেয়েটার মুখ দেখা যায় না । মেয়েটার পায়ের চারধারে সবুজ কচি ঘাস। সুন্দর বাঁধানো ঘাট।পুকুরে একটা নৌক অর্ধেক ডুবে যাওয়া । ঝুম বৃষ্টি হচ্ছে ।
গাছ-পালা, বৃষ্টি, পুকুরঘাট আর সেই মেয়েটি। কী সুন্দর ! এরকম একটা ছবি তোলার ইচ্ছা আমার দীর্ঘদিনের । আমি অপেক্ষায় আছি । অপেক্ষা করতে আমার ভালোই লাগে ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল বলেছেন সকালে মেক আপ বিকালে ব্রেক আপ .।.।।কি আর করা ।সময়কে দেখতে হয় বুদ্ধি বিবেক দিয়ে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন সময়কে চিনতে হয় বুদ্ধি বিবেক দিয়ে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

তারেক সিফাত বলেছেন: সৌদি আরব আর তার মিত্র ইসরাইল এই দুইটাই বিশ্বমানবতার জন্য হুমকি এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টির অন্যতম মূল কারণ। আর সাথে আমেরিকা তাদের বড় ভাই হিসাবে ভূমিকা রাখতেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:


পড়ে গেলাম.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
পড়াটা আপনার দায়িত্ব।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

জাহিদ অনিক বলেছেন:


আহা ! শাড়ী পড়া একটা মেয়ে জংগলের মধ্যে হেটে যাচ্ছে- বৃষ্টীও হচ্ছে- পায়ের তলায় ঘাস ! বেশ বেশ

ভালই বলেছেন , সকালে মেকাপ আর রাতে ব্রেকাপ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী দোয়া করবেন।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

এখওয়ানআখী বলেছেন: বৃষ্টিকে উপলব্ধি করার অদ্ভুত ক্ষমতা আছে আপনার, মুগ্ধ হলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কথা কইছেন । :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামা।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

শাহারিয়ার ইমন বলেছেন:

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে।


শুভকামনা ভাইকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
৩ নং টা কঠিন সত্য। শুধু মানবতা না, তারা ইসলামের জন্যও বড় হুমকি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার চিন্তাভাবনা, ভালো লাগলো ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

মাহমুদুর রহমান বলেছেন: বর্তমানে সৌদির সাথে ইয়েমেনের যেই যুদ্ধ চলছে অনেকের কাছ থেকে শুনেছি এটা নাকি যৌক্তিক।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: কোনো যুদ্ধই ভালো না।
যুদ্ধ অনেক কিছু কেড়ে নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.