নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এখন তো ঘাবড়ে গেলেই বলি, মরে যাব, মরেও যদি শান্তি না পাই তবে কোথায় যাব?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪



১। প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা গল্প। যত পড়বেন তত মজা । রুপসী বাংলা হোটের সামনে দেখবেন- যখন ট্র্যাফিকে গাড়ি থামে তখন, ভিক্ষুক ভিক্ষা চায়, কেউ নকল বই বিক্রি করে আবার কেউ ফুল বিক্রি করে। আমাদের দেশে যার যা আছে বা নেই সবাই সেই আছে বা নেইকে একটা ব্যাপারেই পুঁজি করতে চায়। সেটা হলো- ভিক্ষা। যার একটা হাত নেই- সে সেই নেইটাকে ভিক্ষের কাজে লাগায়। ভিক্ষে করতে শেখায়- আমাদের সরকার। সরকার নিজেই পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ ভিখিরি। এ দেশে কত সম্পদ আছে, কোথায় কী পাওয়া যায়, আমাদের সত্যিকারের অভাব কতখানি তা কেউ খুঁজে দেখেনি আজ পর্যন্ত । খুঁজলে দেখা যবে, আমাদের দেশে রিসোর্সের অভাব নেই। শুধু খুঁজে দেখা হয়নি এই যা। সমাজে নানান রকম দুষণ বাড়ছে তো বাড়ছেই ।
দেশ নিয়ে ভাবলে আমার জীবনে একটুও শান্তি থাকে না । মাথা এত গরম হয়ে যায় যে, রাতে ঘুম আসতে চায় না ।

২। আমি অনেকদিন আগে বেশ কিছু দিন পুরান ঢাকায় ছিলাম ( কলতা বাজার )। তখন দেখতাম-গলির মাথায় ল্যাম্প পোষ্টের সামনে দাঁড়িয়ে- মধ্যেরাত্রে একলোক মদ খেয়ে অকথ্য ভাষায় আকাশের দিকে তাকিয়ে গালা-গালি করত।তারপর বউটা এসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে নিয়ে যেত।আমি সারারাত জেগে বই পড়তাম । ওই লোকের গালা-গালি শুনে ব্যলকনিতে এসে দাঁড়াতাম। একদিন ওই মাতালটার সাথে খুব সাহস করে আলাপ করে ফেললাম । প্রথমে লোকটা ভাব করতে চায়নি । পরে একটু একটু করে ভাব হয়েই গেল । আমি লোকটার কাছে অনেকবার জানতে চেয়েছি- সে মদ খেয়ে মধ্যরাত্রে কেন গালাগালি করে । লোকটা জবাব দিতে পারেনি । তখন বুঝতে পারলাম, ওর রাগটা বিশেষ কারো ওপর নয়। ওর মনটাই বিগড়ে গেছে । মদ খেলেই ভিতরের নানা রকম জমে- থাকা বিষ গালাগাল হয়ে বেরিয়ে আসে। তখন আরাম লাগে । এখন সে আমার বন্ধু ।

৩। কচ্ছপ একশো বছর বাঁচলেও হাতি বাঁচে মাত্র ৬০/৭০ বছর। হাতির চোখের দিকে তাকিয়ে অনুভব করি গভীর মমত্ব। হাতির কাছ থেকেই আমি ভালোবাসতে শিখেছি। ন্যাশনাল জিওগ্রাফী আর ডিসকোভারীতে হাতির অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে।
আফ্রিকায় প্রতি ১৫ মিনিটে একটি হাতিকে হত্যা করা হয়। অর্থাৎ প্রতিদিন প্রায় একশ’ হাতি হত্যা করা হয়। সেই হিসেব অনুযায়ী, গত বছর কমপক্ষে ৩৫ হাজার হাতিকে হত্যা করা হয়েছে।

টিভিতে দেখি, হাতির আশ্চর্য আনন্দমুখর ও শান্তিপূর্ণ জীবন। তারা খেলছে, তারা রঙ্গতামাশা করছে পরস্পরের সঙ্গে, কুস্তি করছে একে অন্যের সাথে। শিশুরা কাদা ছুড়ছে একে অন্যের দিকে, লুকোচুরি খেলছে, মারামারি করছে, সময়ে অসময়ে বিরক্ত করছে তাদের মায়েদের। মায়েরা তাদের শাসন করছে দুষ্টুমির মাত্রা ছাড়িয়ে গেলে। এক বাচ্চা হাতিকে দেখলাম মায়ের ‘বকুনি’ খেয়ে লুকোবার চেষ্টা করছে গাছের আড়ালে। কিন্তু হাতীর শরীর কি তুচ্ছ গাছের আড়াল মানে? দারুণ হাসি পাচ্ছিল আমার শিশু হাতীটার কাণ্ড দেখে।

৪। মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।
বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।
মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।
বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।
মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।
বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।
মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল)
"যেইটা বাকি আছে সেইটা। ওই বেটারে আমি ছাড়মু না।"

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

চোখেরে কাঁটা বলেছেন: যার যেটা নেই সে তার সেই নাইটাকে কাজে লাগায় - উপায় কি? যে দেশে সব আছে ওলাদের ভাত কাপড় চাকরি জুটে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: এ দেশে কত সম্পদ আছে, কোথায় কী পাওয়া যায়, আমাদের সত্যিকারের অভাব কতখানি তা কেউ খুঁজে দেখেনি আজ পর্যন্ত । খুঁজলে দেখা যবে, আমাদের দেশে রিসোর্সের অভাব নেই।
আসলে সমস্যাটা কোথায়?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: বুদ্ধির অভাব। জ্ঞানের অভাব।
দুর্নীতি, স্বজন প্রীতি।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: অামার কালেকশানে অনেক রকমের হাতি আছে। কাঠের, পাথরের, বিভিন্ন মেটালের। একসময় কালেক্ট করতাম।
আপনার তো আবার হাতি খুব প্রিয়, কোনদিন সুযোগ হলে আপনাকে কয়েকটা প্রেজেন্ট করবো। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।
আমি কোথাও গেলে হাতি খুজি। মনের মতো পেলে সংগ্রহ করি।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা শেষটা দুর্দান্ত ! ডিচকাও ----------

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: হে হেহে হে----

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

সনেট কবি বলেছেন: হা হা হা হা =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী হাসুন। হাসি মুখ ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.