নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মুজিববর্ষ নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৪



১। দয়া করে বঙ্গবন্ধুকে ভুল বানানে কোন কিছু পোষ্ট করবেন না। একটু সতর্ক হলেই ভুলগুলো পরিহার করা যায়।

২। বিগত ১শ বছরে বঙ্গবন্ধুকে দুই পরাশক্তি নিজেদের শেকলে বাঁধতে চেয়েছে।
# পাকিস্তান
# আওয়ামীলীগ
পাকিস্তানও পারেনি, আওয়ামীলীগও পারছে না।
শেখ মুজিব গণমানুষের কাছেই ফিরে আসছে বারবার...

৩। ছুটি পেয়েছেন বলেই দলবল নিয়ে কক্সবাজার, রাঙামাটি বা গ্রামের বাড়ি চলে যাবেন? এটা বেড়ানোর ছুটি নয়, ঘরে থাকার ছুটি। জ্বি, নিজের ঘরে থাকার!

৪। নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীর সব মানুষের জন্ম হয় না। কিন্তু অল্প কিছু মানুষের জন্মই হয় শিশুকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত নেতৃত্ব দেওয়ার জন্য।

শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গ মানে বাংলার বন্ধু উপাধি পেয়েছিলেন, তিনিও ছিলেন এই উপমহাদেশের একজন বলিষ্ঠ নেতৃত্ব। বিশেষ করে তিনি বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতি ও দেশ গঠনে নেতৃত্ব দিয়েছিলেন, যা বাস্তবায়ন হয়েছিল এদেশের আরো বহু সামরিক-বেসামরিক নেতা ও আপামর জনগণকে সাথে নিয়ে।

৫। আজ মোদি জী'র বক্তব্য ভালো ছিলো কিন্তু শেষে তিনি জয় বাংলা জয় হিন্দ বললেন!
প্রত্যাশা ছিলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন!

৬। বাংলাদেশে আতশবাজি ফোটানো হচ্ছে! এই আতশবাজির টাকা দিয়ে কয়টা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালু করা যেতো? কয়টা করোনা শনাক্তকরণ কিট কেনা যেতো?

৭। পৃথিবীজুড়ে এখন ভয়াবহ দুর্যোগ, এই সময়েও যারা আতশবাজি ফুটাতে পারে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক সৈনিক হতে পারে না। তারাই আসল তেল লীগ তাদের হাতে আওমিলীগও নিরাপদ না।

৮। গোটা দুনিয়া আজ অবরূদ্ধ !!! এমন দিনে বাংলাদেশ সরকার এতসব তামাশা না করলে কি জাতির পিতার কি আর তেমন অসন্মান হতো??? ছি ছি !!ধিক!!

৯। আতশ বাজীর আওয়াজ যদি কানে না যায় তাহলে কেমনে বুঝাবো আমি নিবেদিত প্রান দেশপ্রেমী ৷ হায় আল্লাহ ,বিবেক বুদ্ধি সব মনে হয় আতশবাজির সাথে উড়ে গেছে

১০। সারা পৃথিবী যখন আতঙ্কে তখন আমরা বাজি পুড়াই, ট্রাক ভরে বাজি আসে - করোনা পরীক্ষার কিট আসে না।

১১। বাংলাদেশে আতশবাজি ফোটানো হচ্ছে! এই আতশবাজির টাকা দিয়ে কয়টা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালু করা যেতো? কয়টা করোনা শনাক্তকরণ কিট কেনা যেতো?

১২। মুজিববর্ষ উপলক্ষে আজ অনেক অনেক চিকিৎসক নিজেদের চেম্বারে আসেননি।
চলমান করোনা আতঙ্কে এটা কি ঠিক হলো?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫২

ইসিয়াক বলেছেন:

১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৬

ঢাবিয়ান বলেছেন: রোম যখন পুড়ছিল, নিরো তখন বাশি বাজাচ্ছিল

১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে বিলাসিতা মানায় না।

৩| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মগজ লিলিপুটিয়ানদের থেকেও কম, সেজন্য আতসবাজী করার অনুমতি দিয়েছে; উনার অবস্হা হোসনী মোবারকের মতো হওয়ার সম্ভাবনা।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ তিনবেলা খেতে পায় না।
রাস্তায় বের হলেই হাজার হাজার ভিক্ষুক।
বেকারের অভাব নাই।

৪| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৯

হাবিব ইমরান বলেছেন:
২ নাম্বারটা অসাধারণ লেগেছে। বঙ্গবন্ধু আসলেই সবার ।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৫| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৬

নেওয়াজ আলি বলেছেন:

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: হায়রে ছাগলের দল।

৬| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:০৬

নৃ মাসুদ রানা বলেছেন: শ্রদ্ধা সহকারে ভালোবাসা নিবেদন

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

খাঁজা বাবা বলেছেন: আমিও আশা করেছিলাম মোদি জয় বঙ্গবন্ধু বলবেন

মানুষ এখন এদের প্রতি বিরক্তি প্রকাশেও ঘৃনা করে।
এদের অবস্থা হোসনি মোবারক কিংবা গাদ্দাফির মত হলে কেউ অবাক হবে না। চাদ্গাজী ভাই টিক বলেছেন।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.