নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক, দুই তিন

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০১



১। ছোট্র একটা দেশ।
১৮ কোটি মানুষ। অনেক সমস্যা এবং অনেক অপরাধ তো থাকবেই। বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজেই সাময়িক সমস্যা গুলোর জন্য অস্থির হওয়া যাবে না। পৃথিবীর সব দেশেই- খুন, ধর্ষণ, চুরী, ছিনতাই বা দুর্নীতি হয়। বরং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সব খুব কম হয়। ক্রিকেট খেলার সময়, সারা দেশের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করে। মুহুর্তেই ১৮ কোটি মানুষ এক হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সুখে বা দুঃখে এক হয়ে থাকতে হবে। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। স্বপ্ন দেখুন এবং আশাবাদী হোন। জয় বাংলা।

২। ১টা রুম। রুমে ১টা রাজবন্দি আছে। রুমের ২টা দরজা আছে।
এক দরজা দিয়ে বের হলে মুক্তি, আরেক দরজা দিয়ে বের হলে মৃত্যু। কিন্তু বন্দি জানে না কোনটা মুক্তির দরজা, কোনটা মৃত্যুর। দুই দরজায় দুই দাড়োয়ান আছে। দাড়োয়ানদের একজন সত্য বলে অন্য জন মিথ্যা। বন্দি জানে না কে সত্য বলে আর কে মিথ্যা বলে। বন্দি ঐ দুই দাড়োয়ানকে (একই প্রশ্ন দুজনকে করবে) একটা প্রশ্ন করবে। কিন্তু যেহেতু এক দারোয়ান সত্য ও অন্যজন মিথ্যা বলে, সুতরাং তাদের উত্তরও হবে সত্য ও মিথ্যা। কি সেই প্রশ্নটা যার উত্তর দ্বারা (দাড়োয়ানদের থেকে প্রাপ্ত উত্তর) বন্দি জানতে পারবে কোন দরজা দিয়ে গেলে মুক্তি পাবে।

৩। এক লোক ১৩ তলা বিল্ডিং- এ কাজ করতেছিল। এমন সময় একজন দৌড়ে এসে খবর দিল- জামাল,জামাল তোমার মেয়ে ফাতিমা মারা গেছে।
লোকটা চিৎকার করে উঠলো- না এ হতে পারে না। বলে ১৩ তলা থেকে লাফ দিলো।
যখন ১০ তলা পর্যন্ত আসলো তখন মনে পরলো আরে আমার তো ফাতিমা নামে কোন মেয়ে নাই।
যখন ৩ তলা পর্যন্ত আসলো তখন মনে পরলো আরে আমার তো বিয়েই হয় নাই।
যখন মাটিতে পড়বে তার আগ মূহূর্তে মনে পরলো- শালা আমার নামই তো জামাল না!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৭

সোনাগাজী বলেছেন:



৩ নম্বরটা আমার জন্য নতুন।

২ নম্বের: যে কোন দরজার দারোয়ানকে এই প্রশ্নটা করতে হবে, "আমি যদি অন্য দরজার দারোয়ানকে জিজ্ঞাসা করি, কোনটি মুক্তির দরজা, সে কোন দরজা দেখাবে?"
প্রশ্নের উত্তর দিতে গিয়ে দারোয়ান যেই দরজা দেখাবে, সেটা হবে ভুল দরজা; অন্য দরজাটি হবে মুক্তির দরজা।

২| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৬

কামাল১৮ বলেছেন: দেশে নির্বাচন হবে।নির্বাচনের পর হবে আসল খেলা।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৮

কামাল১৮ বলেছেন: তখন গাছে চড়েও রেহাই পাবেন না।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপর অহেতুক লাফ দেওয়ার কারণে সে সত্যি সত্যি মারা যাবে।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: আপনাকে গাছে কে তুলে দিল, নামিয়ে দিতে বলুন, আপনি নামপে পারবেননা , পা পিছলে যাবে, তখন আবার নামতে নামতে ভাববেন শালা আমার নামইতো জামাল না

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২০

সাইফুলসাইফসাই বলেছেন: হুম হাহা

৭| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.