নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার প্রিয় জেলা কোনটি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০



আমার প্রিয় জেলা রাজশাহী।
জানেন তো রাজশাহী অনেক সুন্দর একটা জেলা। একসময় বরিশাল ছিলো পরিস্কার পরিচ্ছন্ন। এখন বরিশালকে পেছনে ফেলে রাজশাহী এগিয়ে গেছে। রাস্তাঘাট একদম পরিস্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা রাজশাহীর লোকজন ভদ্র। মানবিক এবং হৃদয়বান। রাজশাহীতে শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। রাজশাহী লোকের মুখের ভষাও মিষ্টি।

আমাদের আছে গ্রেট পদ্মা নদী।
এই পদ্মা নদীতে কত স্নান করেছি। সাতার কেটেছি। নৌকা নিয়ে অনেক দূর চলে যেতাম। নীলাকে নিয়েও এই নদীতে আমি নৌকা নিয়ে অনেক দূর গিয়েছি। একটা নদী ও একটা মন মতো নারী থাকলে আর কিছুই লাগে না। মেজো মামা নিজে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরেছেন। সেই মাছ মামা নিজে কেটে ধুয়ে ভাজছেন। আমরা প্রত্যেকে মজা করে খেয়েছি। দারুণ স্বাদ ছিলো।

রাজশাহীতে কি নেই? রাজশাহীতে সব কিছু আছে।
ঢাকার নিউ মার্কেট থেকে রাজশাহী নিউ মার্কেট অনেক বেশি সুন্দর। রাজশাহীতে গাছপালা অনেক। এত গাছপালা আর অন্য কোনো জেলাতে নেই। রাজশাহী জেলার মানুষ গুলো হাসিখুশি। সহজ সরল। ঢাকা থেকে বাস ও ট্রেনে করে রাজশাহী যাওয়া যায়। রাজশাহীতে বায়ু দূষণ একদম কম। আম আর লিচুর জন্য রাজশাহী বিখ্যাত।

ব্রিটিশ শাসনামলে রাজশাহীর নাম ছিলো- বোয়ালিয়া।
যাইহোক, আমি ঢাকাতে থাকলেও আমার প্রিয় শহর হচ্ছে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। সাথে ছিলো আমার বন্ধু রাব্বি। রাব্বি বোকা ছেলে কিন্তু ভাব ধরে সে বিরাট চালাক। তার কারনে বিরাট বিপদে পড়েছিলাম। অনেকদিন রাব্বির সাথে দেখা হয় না। অথচ আমরা দুজনই ঢাকায় থাকি। এমনকি ফোনেও কথা হয় না।

রাজশাহীর এক মেয়ের সাথে আমার পরিচয় আছে।
নাম তার সুরমা। মাঝে মাঝে তার সাথে দেখা হয়। ফোনে কথা হয়। সে একজন নার্স। সুরমাকে আমি জিজ্ঞেস করি, তোমার বাড়ি রাজশাহী, রাজশাহীতে আছে পদ্মানদী। তাহলে তোমার নাম কেন সুরমা। সুরমা হাসে। সুরমা এখনও বিয়ে করে নাই। তার বাবা মা বেঁচে নেই। সে এক মহিলা হোস্টেলে থাকে মিরপুর। সে চাকরি করে ২৫ লাখ টাকা জমিয়েছে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

সামরিন হক বলেছেন: ঢাকা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: ঢাকা তো গজব অবস্থা।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬

কাছের-মানুষ বলেছেন: রাজশাহী আমার কখনোও যাওয়া হয়নি।
আমার পুরানো ঢাকা ভাল লাগে!




১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: নতুন ঢাকা, পুরান ঢাকা গজব অবস্থা।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩

নতুন বলেছেন: ফরিদপুর শহর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ফরিদপুর অনেকবার গিয়েছি। শহরটা সুন্দর নয়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: বান্দরবন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: আপনার বুঝি পাহাড় ভালো লাগে?

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

শেরজা তপন বলেছেন: আমারও পাহাড় ভাল লাগে- শীতল আর কুয়াশায় মাখামাখি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমার প্রথম পছন্দ সমুদ্র। তারপর পাহাড়।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি চাকুরীগত কারণে অনেক জেলায় গিয়েছি। তার মধ্যে রাজশাহী, খুলনা এবং কক্সবাজার আমার কাছে ভালো লেগেছে। খুলনা যাওয়ার আগে রাজশাহী সবচেয়ে পছন্দের ছিল। কিন্তু খুলনা ও কক্সবাজার যোগ হওয়ার পর এখন আমার কাছে তিনটিই প্রিয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

রানার ব্লগ বলেছেন: আমার কোন প্রীয় জেলা নাই । পুরা দেশটাই আমার প্রীয় ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বহুকাল আগে একবার গিয়েছিলাম। রাজশাহী শহর আমার ভালো লাগে।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



যার যার জেলা তার তার কাছে ভালো।
আমার জেলা ঢাকা।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



ওখানাকার মানুষের আয়ের পথ কি?

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

কামাল১৮ বলেছেন: আমি সব জেলাতেই গেছি।সব জেলাই আমার কাছে ভালো লেগেছে।আমার ছোটবেলার স্মৃতি আছে মুন্সিগঞ্জ,কলকাতা ও যশোর।এই তিনটি স্থানই আমার প্রিয়।ছোট বেলার স্মৃতির জন্য।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চট্টগ্রাম।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

ধুলো মেঘ বলেছেন: ১। চট্টগ্রাম, ২। সিলেট
চট্টগ্রামে আমার পুরো শৈশব কেটেছে। তাই ঐ এলাকা আমার স্মৃতিবিজড়িত। এখনো চট্টগ্রামের কিছু কিছু এলাকায় গেলে ৮০/৯০ দশকের ঢাকা শহরের মত একটা ভাইব পাওয়া যায়।
সিলেট শহরটাকে আমার খুব স্মার্ট শহর মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.