নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ ইশ্বরকে ছাড়িয়ে গেছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৯



বিশ্বব্রহ্মাণ্ড হল রহস্য ও সম্ভাবনার বিশাল সাগর।
মানুষ অনেক রহস্য জেনে ফেলেছে। যা বাকি আছে, সেটাও মানুষের জানা হয়ে যাবে। মানুষের অক্লান্ত শ্রমে আজকের এই আধুনিক বিশ্ব তৈরি হয়েছে। কোনো নবী, রাসূল, ফেরেশতা, জ্বীন, যীশু, দেবতা বা দেবী এসে কোনো কিছু আবিস্কার করে দিয়ে যায়নি। তাদের রুপকথার কর্মকান্ড কিতাবেই সীমাবদ্ধ। আধুনিক পৃথিবীতে মানুষ ভালো আছে। গুহা থেকে বের হয়ে মানুষ তার পৃথিবীটাকে নিজের মনের মতো করে বানিয়ে নিয়েছে। কোনো প্রভু এসে আজকের আধুনিক পৃথিবী তৈরি করে দিয়ে যায়নি। অথচ বোকা মানুষেরা ইশ্বরের আরাধনা নিয়ে ব্যস্ত। কষ্ট করবে মানুষ, আর বাহবা নিবে ঈশ্বর।

আমরা যারা এ যুগে জন্মেছি তারা খুবই ভাগ্যবান।
ভাগ্যবান নানা কারনে। তার মধ্যে একটা বড় কারণ হলো এই যে, মানুষ এত হাজার হাজার বছর ধরে সভ্য হয়ে উঠেছে, এত কথা জেনেছ, এত রকম কলকব্জা আবিষ্কার করেছে তার সব আজ আমাদের হাতের কাছে এসে দাঁড়িয়েছে। জীবন হয়ে গেছে সহজ এবং আনন্দময়। নবী রাসূল আউলিয়া, জ্বীন, ফেরেশতা শিব, রাম, যীশু, গৌতম বুদ্ধ সহ অনেকেই মোবাইল, ইন্টারনেট, টিভি, উড়োজাহাজ, ফ্রিজ, গাড়ি ইত্যাদির সুযোগ সুবিধা পাননি। তারা কেউ উন্নত চিকিৎসা পাননি। কোনো ধর্ম নয়, মানুষ বিশ্ব বিধানের অন্তগত এক মহা জীবনের অংশ, মনুষ্যত্ব ও ভালবাসার তাই কোনো ক্ষয় নেই, মনুষ্য ধর্ম ঠিক মতো বিকশিত হলে ধূলিময় পৃথিবীতেই স্বর্গরাজ্য আনা সম্ভব।

সভ্যতার সূচনাপর্ব থেকেই মানুষ জানতে চেয়েছে তার সৃষ্টির আদি রহস্য।
মানুষ সফল হয়েছে। মহাভারতের আদিপর্বের সৃষ্টিবর্ণন অংশের- সৃষ্টি তত্ত্ব থেকে যে ধারণা পাই তা কিছুটা আধুনিক বিজ্ঞানের সমার্থক বলেই বোধ হয় কি? আধুনিক বিজ্ঞান বলে- আদিতে বস্তুপুঞ্জ একত্রিত হয়ে একটি পিণ্ডের সৃষ্টি হয়েছিল। উক্ত পিণ্ডের বিস্ফোরণের মধ্য দিয়ে বর্তমান মহাবিশ্বের জন্ম হয়েছিল। বহুকাল আগেই ধর্ম অনুসারে মানুষের মধ্যে কতগুলো জাতের উদ্ভব ঘটেছে, মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদি। রুপকথার গল্প তৈরিতে কেউ পিছিয়ে নেই। সব কিছুর একটা লজিক থাকে। ধর্মের কোনো লজিক নেই। আছে বিশ্বাস। অন্ধ বিশ্বাস। মূলত ধর্ম দিয়ে বিভক্ত হয়েছে মানুষ। তাতে মানুষের ক্ষতি হয়েছে বিস্তর।

ধর্ম নিয়ে আলোচনার কিছু নেই।
ধর্ম নিয়ে আলোচনা করা মানে সময়ের অপচয় করা। আমি ধর্ম নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। তবু কেন জানি অবধারিতভাবে ধর্ম এসেই যায়। যাইহোক, আসল কথায় আসি। রাজনীতির চক্রে আমাদের ভাগ করা হয়েছিল ধর্মের দোহাই দিয়ে। আরও পরে ভাষা আন্দোলন, শেষে মুক্তিযুদ্ধ হয়। হত্যা করা হয় অসংখ্য মানুষকে। হয় লুটপাট এবং ধর্ষন। অনেক কিছু ত্যাগের পর আমরা এই বাংলাদেশ পেলাম, শুরু হলো নতুন যাত্রা। নতুন অধ্যায়। নতুন দেশ পেলাম কিন্তু বিভেদ গেল না। শুরু হলো অন্য অশান্তি। অনেক কাঠ খড় পুড়িয়ে দেশটি টিকে আছে। এবং আশার কথা হচ্ছে- দেশটি ভালোর দিকে যাচ্ছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪০

কামাল১৮ বলেছেন: এতো বড় ইতিহাস বিশ পঁচিশ লাইনে লেখা এক অসম্ভব কাজ।তবু চেষ্টা করেছেন এই জন্য প্রশংসা পেতে পারেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১১

অহরহ বলেছেন: মানুষ ইশ্বরকে ছাড়িয়ে গেছ....... আর ইশ্বর এখনও গর্তেই পরে আছে।

যদিও অথর্ব ইশ্বরের দাস ধার্মিকরা থেমে নেই। "দোয়া কেন কবুল হয় না" ...... এ নিয়ে মোটা মোটা বই ইদানিং বাজারে পাওয়া যায়। যাকে বলে নির্বোধের সান্তনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:০০

ইমদাদুল হক ইমু বলেছেন: "মানুষ অনেক রহস্য জেনে ফেলেেছে। যা বাকি আছে,.... " এইটুকু বলার মাধ্যমে মানুষের সীমাবদ্ধতাই প্রকাশ পেয়েছে। মানুষ যে কত কম জানে, আপনার এই কথাতেই বোঝা যায়। 8-|

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ঠিক কথাই বলেছেন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫০

জ্যাক স্মিথ বলেছেন: ইশ্বর এখনও গর্তেই পরে রয়েছে আর গুহাবাসীরা'ই ইশ্বর সমন্ধে খুব ভালো ধারণা রাখে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: রাইট।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৫

এম ডি মুসা বলেছেন: বিজ্ঞানী কেন আরেকটি চন্দ্র সূর্য আকাশটাকে স্থাপন করতে পারে নাই - অটোমেটিক জ্বলবে? বিজ্ঞানী কেন পারে না মৃত্যু কে ঠেকাতে? তাহলে তারা এইখানে সব সফলতা কে শূন্য মাত্রা পৌঁছে গেছেন। মরে গিয়ে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: পারবে।
দেরী হোক যায়নি সময়।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মানুষই ইশ্বরকে সৃষ্টি করেছে।
ইশ্বর মানুষকে সৃণ্টি করেনি।
মানুষ ইশ্বরকে বড় বেশী ক্ষমতাবান দেখতে চায়।
কিন্তু ইশ্বর অচল ছবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: একদম সঠিক।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭

এম ডি মুসা বলেছেন: পৃথিবী প্রকৃতি যদি নিয়ম বা আইন ছাড়া বা চলতো তাহলে চন্দ্র সূর্য গ্রহ যে কোনো সময় নিয়ন্ত্রন হারিয়ে যেকোনো দিকে এলোমেলো দিকে চলতো , হঠাৎ করে রাত চলে আসতো দিনের মাঝে। তাহলে এই মহাকাশ এবং পৃথিবীর বুকে অক্সিজেন সমৃদ্ধ পৃথিবী হতো না তাহলে মানুষ মঙ্গল গ্রহে এতদিন চলে যেতো। আর কথা হচ্ছে সৃষ্টিকর্তাই এই পৃথিবীকে বসবারস উপযোগি করছে। আপনি চাইলে তাকে অস্বীকার করতে পারেন না, আপনি দেখেন, কোন মানুষের সম্ভব হয়নি আজো সূর্যর কাছে পৌঁছাতে। অথবা আপনি দেখেন আপনার , এত তেজস্বক্রিয় তার যদি একাধিক অংশ মাহাকাশ ধ্বংস হয়ে একটা খন্ড হতো যা বিজ্ঞানীরা বলে তাহলে সেটা একটা সূর্য থাকতে না তার দুইটা সূর্য থাকতো। পৃথিবীর নিজে নিজে কিছু সৃষ্টি হয়না । হবে ও না। তাই সবকিছু সৃষ্টিকর্তার। মানুষ সবকিছু পারে , মৃত্ মানুষকে জীবিত করতে পারে না। এটা কি বিজ্ঞানী পারে না কেন? প্রকৃতির শক্তি টা যেটা ইশ্বর করে।
বা আল্লাহ করে যা মানুষ পারে না। মানুষকে ইশ্বর সৃষ্টি করছে।ঈশ্বর কে মানুষ সৃষ্টি করে নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমি কোনো তর্ক করবো না।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখার প্রথম প্যারার মুল কথাটা সঠিক। বাকি কথাগুলো এবং যুক্তিগুলো কিছুটা বালখিল্য ধরনের হয়ে গেছে। পৃথিবীর যা কিছু সুন্দর তাতে মানুষের অবদানই বেশি। মানুষের জ্ঞান সাধনা, বিজ্ঞান সাধনা, অর্থনৈতিক মুক্তির সাধনাই আসলে স্বর্গের সাধনা।

অনেকটা এই লাইনে রবীন্দনাথের কিছু চিন্তা তার বলাকা গ্রন্থের একটা কবিতা থেকে উল্লেখ করছি:
"তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণী তোমার
মিলাইয়া আলোকে আঁধার।
শূন্যহাতে সেথা মোরে রেখে
হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে।
দিয়েছ আমার 'পরে ভার
তোমার স্বর্গটি রচিবার।
"

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাতেই আটকে থাকবেন। দুদিন পর আবার ইসলামিক পোস্ট প্রসব কইরেন না...

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে অন্য পোষ্টের মন্তব্য কেন করছেন?
এখানে আলোচনা হবে এই পোষ্ট নিয়ে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

নতুন বলেছেন: ইশ্বর যেহেতু প্রমানিত কিছু না তাই মানুষ ইশ্বরকে ছাড়িয়ে যাবার কিছু নাই।

বলতে পারেন মানুষ এখন ইশ্বরের কাছে রোগমুক্তির প্রার্থনা করেনা। বরং জানে রোগ মুক্তির জন্য ঔষুধ খেতে হবে।

সামাজিক ভাবে এখনো ধর্ম বড় একটা প্রভাব বিস্তার করে আছে তাই মানুষ অনেকেই এখন সামাজিক ধর্মামিকতা পালন করে।

দেশের মানুষ এখন বেশির ভাগই ভন্ড। সামাজিক ভাবে ধর্ম পালন করে, ইদের নামাজ পড়ে, রোজা রাখে, জুম্মার নামাজ পড়ে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, দূনিতি করে, মানুষকে ঠকায়, ব্যাবসায়ী হিসেবে মানুষকে ধোকা দিয়ে সর্বচ্চ মুনাফা করে.... প্রেম করে, পরকিয়া করে, বিয়ের আগে সেক্স, পরকিয়া, মাদক....

সমাজে অনেক মুসলমান পাবেন যারা মদ খায়, কিন্তু তাদের যদি শুকরের মাংসের চপ খেতে বলেন তবে খাবেনা, কারন শুকর হারাম.... =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। বুঝতে পেরেছি।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইশ্বর বিষয়ে আপনি অজ্ঞ

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: অনেক বিষয়েই আমি অজ্ঞ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

নতুন বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাতেই আটকে থাকবেন। দুদিন পর আবার ইসলামিক পোস্ট প্রসব কইরেন না...

রানু ভাই দ্বীনী আলো থেকে একটু আউট অফ ফোকাসে আছেন, আলোতে আসলেই তিনি আবার ইসলামিক পোস্ট করবেন। B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ভবিষ্যৎ বানী করলেন?

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪

ধুলো মেঘ বলেছেন: মানুষ কি অনেক রহস্যই জেনে ফেলেছে? তাহলে বলুন তোঃ
- আমাদের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাইয়ের কয়টি গ্রহ আছে?
- নেপচুন গ্রহটির পৃষ্ঠদেশ কোন রঙয়ের?
- আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা আসলে কত?
- করোনা ভাইরাসের সর্বোচ্চ কয়টি জেনম সিকোয়েন্স হতে পারে?

যেই মানুষ চাঁদে আসলেই মানুষ গেছে কিনা - এই নিয়ে সন্দেহ ভোগে, সেই মানুষ যদি মনে করে ফেলে যে সৃষ্টিজগতের অনেক রহস্যই মানুষ জেনে ফেলেছে - তাহলে মানুষের মত মূর্খ প্রাণী আর একটাও নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: অযোক্তিক প্রশ্ন।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

আরইউ বলেছেন:



একদিকে মানুষ ইশ্বরকে ছাড়িয়ে যাচ্ছে অন্যদিকে আপনি আপনার লেখাচুরির ধান্দা দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছেন। এই পোস্টের ৩য় প্যারাগ্রাফের সিংহভাগ আপনি চুরি করেছেন questionarchives[ডট]com এর “হিন্দু ধর্মে মানুষ সৃষ্টির বর্ণনা কি ?” এই প্রশ্নের উত্তর থেকে।



রাজীব, বড় বড় কথা বলার আগে নিজেকে শুধরে নিন, অন্যদের নীতিকথা শোনানোর আগে নিজের চোর-চোট্টা স্বভাব পরিবর্তন করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: পিঠের কাক এবং নির্বোধ কোথাকার।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪

রানার ব্লগ বলেছেন: আমার সন্দেহ আছে ! সামান্য এক পৃথিবীতে বসে এমন টা ভাবা অনেক পরিমানে বেশি হয়ে যায় ।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬

Snowflake বলেছেন: মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ বলেন, ‘হে রাসুল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।’ (সুরা আনকাবুত:২০)। আল্লাহর সৃষ্টি কে নিয়ে গভীর চিন্তা করলে তাঁর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব। প্রকৃতির শৃংখলা আর রক্ষনাবেক্ষন শুধুমাত্র একজন সৃষ্টিকর্তা আল্লাহর দ্বারাই সম্ভব। একমাত্র জ্ঞানীরাই তা উপলব্ধি করতে পারে। তাই আপনার কথা গুলো মানতে পারলাম না। পৃথিবীতে বিশৃঙ্খলার অন্যতম কারণ হল নিজের জৈবিক চাহিদার যথেচ্ছ ব্যবহার।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:



মানুষ গত ৫০০ বছরে এত বেশী জ্ঞান আহরণ করেছেন, সেটা সীমাহীন।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

আরইউ বলেছেন:



ওরে আমার বোধ বুদ্ধিমান কুম্ভিলক রাজীব নুর! চুরি করবেন আবার ধরিয়ে দিলে গালিও দেবেন। লিলিপুটগাজীর যোগ্য চ্যালা বটে আপনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: মাথায় বোধ বুদ্ধি আছে কিছু?

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

আরইউ বলেছেন:



আপনার মাথায় বোধ-বুদ্ধি আছে কিছু। আরেকজনের লেখা থেকে চুরি করে আবার বড় গলায় কথা বলছেন। চোরামী জন্মগত সমস্যা নাকি আপনার রাজীব?

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার কোনো ঈশ্বরের দরকার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.