নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৬৮

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২১



হ্যালো ফারাজা,
এখন তোমার তিন বছর দুই মাস। আদর ভালোবাসায় তোমার দিন যাচ্ছে। তুমি বড় হচ্ছো। খুব পাকনা হয়ে গেছো তুমি। আজ আমাকে ফোন করে খুব সিরিয়াস ভাবে বললে, বাবা আমার শরীরটা ভালো নেই। আমার জন্য নাপা নিয়ে এসো। নাপা ওষুধটা তুমি খুব ভালো চিনো। সেদিন বিকেলে তুমি ঘুমিয়েছো। সন্ধ্যা হয়ে গেছে। তোমার মা তোমাকে ঘুম থেকে ডাক দিলো। তুমি বললে, মা আমাকে ঘুমাতে দাও। আমার শরীর ভালো না। যেন তুমি একটা তরুনী মেয়ে। অথচ তুমি বাচ্চা একটা মেয়ে। সেদিন তুমি আইসক্রীম খাচ্ছো। আমি বললাম, ফারাজা আমাকে একটু দাও। তুমি বললে, বাবা তোমার আইসক্রীম খাওয়ার দরকার নেই। ঠান্ডা লেগে যাবে। সারাদিন তোমার পাকনা পাকনা কথা শুনে আমি আর তোমার মা হাসি। বড় ভালো লাগে। বড় মায়া হয়। তুমি আমাদের জীবনটা আনন্দময় করে তুলেছো।

মাঝে মাঝে রাতে বাসায় ফিরতে আমার দেরী হয়।
তুমি তোমার মায়ের মতো আমার জন্য জেগে বসে থাকো। আমাকে দেখেই তুমি 'বাবা' 'বাবা' বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে জড়িয়ে ধরো। তারপর সারাদিনের সমস্ত ঘটনা আমাকে বলতে শুরু করো। রোহা তোমাকে ধাক্কা দিয়েছে। আরিশ তোমাকে খেলনা দেয়নি। কিয়ান অথবা মোহাম্মদের সাথে দেখা হয়নি। ইত্যাদি অনেক অনেক কথা। তারপর শুরু হয় তোমার কি কি লাগবে তার তালিকা। পুতুল লাগবে। পার্পেল কালারের জামা লাগবে, জুতো লাগবে। আপেল লাগবে, আইসক্রীম লাগবে। রাতে আমি খেতে বসি, তখন তুমি বলো- বাবা আমাকে খাইয়ে দাও। মা খাইয়ে দিয়েছে কিন্তু আমার পেট ভরেনি। এরপর বলো- বাবা একটা ডিম সিদ্ধ দাও। সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করছে। প্রতিদিন একই ঘটনা। এভাবে প্রায় রাত দেড়টা দুটো বেজে যায়।

প্রিয় কন্যা আমার-
মানুষের অসুখ বিসুখ হয়। তখন মানুষ ডাক্তারের কাছে যায়। নানান রকম টেস্ট করে এবং অনেক গুলো ওষুধ খায়। আমার মা, তোমার দিদা গত ত্রিশ বছর ধরে ডাক্তারের কাছে যাচ্ছেন, নানান রকম টেস্ট করছে আর অনেক ওষুধ খাচ্ছে। এদিকে আমি ডাক্তারের কাছে যাই না। কোনো ওষুধ খাই না। তাই আমার কোনো টেস্ট ফেস্ট করতে হয় না। আমার ফার্মেসীর অভিজ্ঞতা থেকে দেখেছি, লোকজন হাজার হাজার টাকার ওষুধ কেনে। সামান্য সমস্যা হলেই ওষুধ খায়। তুমি পারতপক্ষে ওষুধ খাবে না। প্রথমে চেষ্টা করবে ওষুধ না খেয়ে সুস্থ হতে। ধরো, তোমার পায়ে ব্যথা। তুমি সাথে সাথে ডাক্তারের কাছে যাবে না। ঘরেই প্রাথমিক চিকিৎসা করো। বিশ্রাম নাও। পায়ে ব্যথা কেন হলো, সেটা খুজে বের করো। ধরো, তোমার মুখে ব্রন হলো। সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। প্রচুর পানি খাও। পর্যাপ্ত ঘুম দাও। ভাজাপোড়া কম খাও। ফল ও সবজি বেশি খাও আপনাতেই তোমার ব্রন ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা এখন গুগল আছে। গুগল মানে সমস্যার অর্ধেক সমাধান হাতে।

ফারাজা, প্রিয় কন্যা আমার-
জীবনে লোভ করা যাবে না। হিংসা করা যাবে না। লোভ এবং হিংসা মানুষের ক্ষতি করে। সেই সাথে মিথ্যা বলা যাবে না। মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। সহজ সরল জীবনযাপন করতে হবে। তাহলেই তুমি আনন্দ নিয়ে বেচে থাকতে পারবে। তোমার চলার পথে বাঁধা আসবে। সেইসব বাঁধা ডিঙ্গিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যতদিন বেচে আছি, তোমার কোনো সমস্যা নেই, ভয় নেই। আমি মরে যাওয়ার পর যেন তোমাকে বেগ পেতে না হয়, তাই তোমাকে বুদ্ধি করে চলতে হবে। আমাদের দেশের মানুষ গুলো ভালো না। বলা যায় একদম ইতর প্রকৃতির। চারিদিকে ইতর নিয়েই তোমাকে বসবাস করতে হবে। পুরো বাংলাদেশ ভরা ইতর শ্রেনীর লোক দিয়ে। কাজেই একটু চালাক, একটুই চতুর হতেই হবে তোমাকে। প্রিয় কন্যা জীবনে কৃপণতা করবে না। প্রচুর ইনকাম করবে, প্রচুর খরচ করবে। তাই বলে অপচয় করবে না। সেটা খাবার হোক, বিদ্যুৎ হোক বা পানি হোক।

ফারাজা তাবাসসুম খান-
আমি যদি বাসায় ফেরার পথে তোমার মায়ের জন্য দশ টাকার বাদ কিনে নিয়ে যাই, তোমার মা অনেক খুশি হয়। তোমার মধ্যেও এই স্বভাবটা আছে। তোমার জন্য কিছু কিনে নিয়ে গেলে তুমি অনেক খুশি হও। ধরো, তোমার জন্য আইসক্রীম বা আপেল কিনে আনলাম। তুমি আমার কাছে এসে বলো- বাবা বাবা আইসক্রীম আমার খুব পছন্দ। আপেল খেতে খেতে বলো- বাবা আপেল আমার খুব পছন্দ। ইউটিউবে তুমি 'ডায়না এন্ড রোমা' দেখে বেশ কিছু ইংরেজি শব্দ শিখেছো। তোমার মুখে ইংরেজি শব্দ শুনে আমি আর তোমার মা অনেক মজা পাই। একদম ইংরেজদের মতো ইংরেজি উচ্চারণে বলো। এই সেদিন তোমার জন্ম হলো! দেখতে দেখতে এখন হাঁটো, দৌড়াও, গান গাও, আবদার করো, রাগ করো, মন খারাপ করো, কিছু না পেলে কান্না করো, মোবাইল দেখো, কত রকম কথা বলো! বড় ভালো লাগে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮

অহরহ বলেছেন: She is so loving and innocent ..................... Like dad like daughter.

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬

কামাল১৮ বলেছেন: আমি দিনের অনেকটা সময় ইউটিউবে ছোট ছোট বাচ্চাদের এই সব পাকনামি দেখি আর অবাক হই।আধুনিক যোগের বাচ্চা কাচ্চারা একটু একটু বেশিই আধুনিক।
মেয়েকে নিয়ে অনেক ঘুরাঘুরি করেন তাও দেখি।আপনার মেয়ের মঙ্গল কামনা করি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমি সময় পেলেই মেয়েকে নিয়ে বের হই। তাতে মেয়ে অনেক খুশি হয়।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১

জ্যাক স্মিথ বলেছেন: এই উপদেশগুলো শুধু আপনার মেয়ের জন্য না, সব মানুষের ক্ষেত্রেই প্রোযোজ্য।

আমিও ডাক্তারের কাছে যাই না। কোনো ওষুধ খাই না। তাই আমার কোনো টেস্ট ফেস্ট করতে হয় না।

আমার কাছে মনে হয় মানুষ অযথা ডাক্তারের পিছনে ছুটে নিজেদের বিপদ ডেকে আনে। নিজের চিকিৎসা নিজেই করতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:



ছুটির দিনে মেয়েকে এমন যায়গায় নেবেন, সে যেন সেখানে দৌঁড়াতে পারে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: আমার মনের কথাটা বলেছেন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

বিদ্রোহী পুরুষ বলেছেন: আহা, মনে হলো যেন কথাগুলো আমি আমার মেয়েকে বলছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: সব বাবার কথাই আমি লিখছি। আসলে প্রতিটা সংসারই ঘুরেফিরে একই রকম।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার মেয়েদেরকে নেক হায়াত দান করুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: নেক হায়াত মানে কি?

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক বড় হও
বাতাসে মিশাও
মাটির সাথে মিতালী
ঘ্রাণ ছড়াও-----------------

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: কে। ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল থাকুক বাবা, মেয়ে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা ও মেয়ে।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাচ্চা কাচ্চা হলে একই উপদেশ আমার বাচ্চাকেও দিব।

এই লেখাগুলো সংগ্রহ করে রাখবেন, বাবা মেয়েকে নিয়ে কী কী বলেছিলো, উপদেশ দিয়েছিল, তা তার জানা দরকার আছে।

যেমন হিমু তার বাবার উপদেশের কথা সর্বদা বলে, আপনার সন্তানেরাও এই উপদেশগুলোর কথা বলবে৷

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কেবল এক কন্যাকে নিয়ে পোস্ট দেয়াটা একপেশে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: বড় কন্যা চায় না তাকে নিয়ে লিখি।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: সুইট !!! অনেক আদর ও ভালবাসা মামনিকে।
বাবা হিসেবে আপনি মারাত্মক ভালো বলেই মনে হচ্ছে। বড় হয়ে আপনার এই লেখাগুলো আপনার মেয়ে দেখলে আপ্লুত হয়ে যাবে নিশ্চয়ই।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: আমি একজন ভালো বাবা হতে চাই।
ভালো স্বামী হতে পারি নাই। আফসোশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.