নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চিত্ত যেথা ভয়শূণ্য উচ্চ সেথা শির\"...

রুদ্র সৌরভ

বাস্তববাদী মানুষ।বাস্তবতার সাথে মানিয়ে চলার চেষ্টায় ব্যাস্ত।এই নগরীর রাস্তায় হেটে চলি একাকী...

রুদ্র সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বাড়ি থেকে পালিয়ে-ঋত্বিক ঘটকের এক অসাধারণ সিনেমা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬


বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে ঋত্বিক ঘটকের পরিচালনায় অসাধারণ এক ছবি।

ছবিটা মূলত এক অ্যাডভেঞ্চার প্রিয় ছেলেকে নিয়ে।সিনেমায় যার নাম কাঞ্চন।সে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়াতে চায়,নতুন কিছুর প্রতি তার আগ্রহ চরমে..
সে ঘরে বসে থাকার পাত্র নয়,অ্যাডভেঞ্চার তাকে আকর্ষণ করে....

কিন্তু, কাঞ্চনের বাবা রাশভারী প্রকৃতির মানুষ।কাঞ্চন তার বাবাকে জমের মতো ভয় পায়।কারণ, এক আধটু ভুল হলেই যে বাবা শাস্তি দেন...

মা নতুন কিছু কিনলেই বাবা রাগ করেন তিনি বলেন এগুলো সব বিলাসিতা। মা তাকে অনেক আদর করে।তার লুকিয়ে বইয়ের ফাঁকে গল্পের বই পড়াও মেনে নেয় মা। কাঞ্চন বাবাকে যেমন জমের মতো ভয় পায় তেমনি মা কে খুব ভালোবাসে।

বাবার শাসনে অতিষ্ট হয়ে একদিন পালিয়ে কলকাতা চলে আসে কাঞ্চন।প্রথমে উঁচু দালানকোটা, ব্রিজ, পাঁকা সড়ক,অনেক মানুষ সবাই অপরিচিত এদের ভীরে কিছুটা ভড়কে যায় কাঞ্চন।ভড়কে গেলেও নিজেকে সামলে নেয় কাঞ্চন।অপরিচিত ইট কাঠের শহরে তার পরিচয় হয় ভাজাওয়ালা হরিদাস, ম্যাজিশিয়ান, পরিচারিকা মা, কনক নামে এক বালিকা এবং তার পরিবার, বোবা সাজা ছেলে, চোর এবং আরো অনেক নিন্ম-আয়ের জীবণ যুদ্ধে লিপ্ত মানুষদের সাথে।তাদের সাথে পরিচয়ের একপর্যায়ে কাঞ্চন যানতে পারে তাদের প্রায় সকলেই দেশভাগের ফলে ভিটেমাটি আর আত্নীয়স্বজন হারিয়ে পরিচয়হীন উদ্বাস্তু। একদিকে গগনচুম্বী দালানকোটা, ব্রিজ অন্যদিকে উদ্বাস্তুদের মিছিল, একদিকে অনিয়ন্ত্রিত পান-ভোজন অন্যদিকে খাবার নিয়ে কুকুর মানুষের লড়াই।এসব রুঢ় বাস্তবতা কিশোর কাঞ্চনের মনে দাগ কাটে অবিরত।হয় নতুন অভিজ্ঞতা...

আস্তে আস্তে ভেতরে বাড়ি ফেরার তাগিদ অনুভব করতে থাকে কাঞ্চন।মা-বাবার জন্য মন কাঁদতে থাকে কাঞ্চনের।
এদিকে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চনের মা।রাশভারী বাবাও কাঞ্চনের খোজের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়।
হরিদাস ভাজিওয়ালা বুঝিয়ে বাড়ি ফেরত পাঠান কাঞ্চনকে। সাথে দিয়ে দেন সেই মুখোশ যা পড়ে হরিদাস ভাজিওয়ালা। অভিজ্ঞতার ঝুলি ভরে কাঞ্চন ও পা বাড়ায় বাড়ির পথে.....

"ঋত্বিক ঘটক বাংলা চলচিত্রে এক আক্ষেপের নাম। ঋত্বিক নামের সূর্যটা যে খুব দ্রুতই অস্তনমিত হয়েছে...
ঋত্বিক ঘটক কোন প্রাপ্তির জন্য সিনেমা করেন নি। তিনি সিনেমার মাধ্যমে কিছু বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করেছেন সবার মধ্যে....

ঋত্বিক ঘটকের প্রায় সব ছবিতেই দেশভাগের দৃশ্যগুলো,হতাশা,ক্ষোভ উঠে এসেছে। এই ছবিতেও কিছুক্ষেত্রে উঠে এসেছে দেশভাগের হতাশা গ্রস্থ, ক্ষোভে ফেটে পড়া মানুষের আর্তচিৎকার....

দেশভাগ ঋত্বিক ঘটকে মনঃস্তাত্বিক ভাবে অনেক আঘাত দিয়েছিলো।তিনিও দেশভাগের ফলে হারিয়েছিলেন পরিজন চেনা পরিবেশ।দেশভাগের সময় তার বাবা তাদের নিয়ে ঢাকার জিন্দাবাজার থেকে কলকাতা চলে যান।তাই পরবর্তীতে তার সিনেমাগুলিতে দেশবিভাগ একটি উল্লেখযোগ্য জায়গা নিয়েছিলো সবসময়।

ঋত্বিক ঘটকের সবসময় উদ্দেশ্য ছিলো শুধু নিখাদ শিল্প তৈরী নয়। তিনি সমাজকে সচেতন করার জন্য হাতিয়ার হিসেবে সিনেমা কেই বেছে নিয়েছিলেন।"

সবাই হয়ত "বাড়ি থেকে পালিয়ে" সিনেমাটি দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই দেখবেন।

মুভিটা ইউটিউবেও আছে..
মুভিটির টোরেন্ট লিংক:
https://kat.cr/bari-theke-paliye-www-banglatorrents-com-bengali-t2017358.html

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কল্লোল পথিক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

রুদ্র সৌরভ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: লেখাটা পড়ে ঋতিক ঘটক কে জানতে পারলাম।লেখক কে অনেক ধন্যবাদ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

রুদ্র সৌরভ বলেছেন: সাথে থাকবেন। :-)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: ভাল শেয়ারিং।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

রুদ্র সৌরভ বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছবিটা আমি চার/পাঁচ বার দেখেছি। অসাধারণ ছবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩২

রুদ্র সৌরভ বলেছেন: আমারও খুব ভালো লেগেছিলো....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.