নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

পাপ

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

যেভাবে ধ্বংস হয় সবুজ স্বপ্নেরা
নিয়তির নিষ্ঠুর কলে
যেভাবে সংক্রমিত আতঙ্কে ভূমিকম্প তৈরী হয়
পিশাচের গলিত বমনে
তেমনি করে ভেসে আসে পাপ
অনন্ত নরক থেকে ঢেউয়ের মতন
ক্ষীণ প্রেতচ্ছায়া হয়ে তৈরী করে ক্লেদের নগর
রঙিন গণিকা আর ব্যাধিগ্রস্থ হৃদয়ের সাথে
ষড়যন্ত্রে অপসৃত হন ঈশ্বর!

যেভাবে হলুদ পাতার মতো মরনের বীজ
নামহীন ত্রাস হয়ে রাজ করে হৃদয়ে সবার
যেভাবে রৌদ্রময় দিগন্ত পাল্টে হয়
মূহুর্তে কালিমা মাখা ঘোর অন্ধকার
তেমনি হয় পাপের উদয়
হলুদ কুয়াশা থেকে ঝরে পড়া দুঃস্বপ্নের মতো
আসমান-জমিন তক্ তৈরী হয় বিদ্ধস্ত বিকার
পুঁজ আর ক্লেদের পুঁটুলি থেকে
ফেরী হয় পাপের আহার!

যেভাবে বস্তিবাসী ন্যাকড়া কুড়ানির দল
চ্ছিন্ন জামার তলে প্রলুব্ধ করে ভদ্রলোক
যেভাবে মিথ্যার বেদীমূলে
সত্যটাকে বলি দেয় লোকাধিনায়ক
তেমনি করে পাপ ঘোরে ফেরে
যেনো পিশাচ রমনী খোঁজে ফেরারী প্রেমিক
প্লাবনের দীর্ঘতানে সৃষ্টি হয় সবুজ বিহীন
রুক্ষ বিরান এক ন্যাড়া মনোভূমি---
শুরু হয় অনন্ত বিষাদে ভরা রাত আর দিন!

যেভাবে বয়োবৃদ্ধ বারাঙ্গনা
তৈরী করে ডালিমের মতো লাল ঠোঁট,
যেভাবে গণিকালয়ের সাধু
নতুন পতিতা ঠকায় দেয় জাল নোট
তেমনি পাপ ঠকায় পাপীকে
যেভাবে ডাইনি যাদু ভেলকি লাগায় চোখে
বুড়ি বেশ্যাকে লাগে ভালো
তেমনি পাপের যাদু ছেয়ে ফেলে চরাচর
পাপের দুনিয়া লাগে ভালো।

যেভাবে চ্ছিন্ন মুন্ডে বর্ষা গেঁথে
উল্লসিত দামাল পিশাচ
শবের সম্ভারে পূর্ণ
গলিত প্রান্তরে নাচে উন্মাদের নাচ
সেভাবেই পাপ আজ করেছে রাজত্ব বিস্তার
বসিয়েছে সিংহাসনে শাপগ্রস্থ আদি শয়তান
কুৎশিত ক্লেদাক্ত বিষাক্ত পাতালের আঁধারকে বানিয়েছে আলো
পতঙ্গের মতো তাই পুড়ে যাচ্ছে সমস্ত মানুষ
পাপের এ দিগ্বীজয়ে প্রতিরোধ নেই আজ কোনো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.