নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

খরগোশ ও কচ্ছপের নতুন গল্প

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

প্রথম পর্বঃ এক বনে একটা খরগোশ ও একটা কচ্ছপ বাস করত। একদিন তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। খরগোশ লাফিয়ে লাফিয়ে অনেক দূরে গিয়ে পেছন ফিরে কচ্ছপের কোন অস্তিত্ব খুঁজে না পেয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে একপর্যায়ে ঘুমিয়ে পড়ল, আর এই ফাঁকে কচ্ছপ গুটিগুটি পায়ে খরগোশকে অতিক্রম করে দৌড় বিজয়ী হল।

দ্বিতীয় পর্বঃ খরগোশ বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি দৌড়ে বিজয়ী হয়েছ। সুতরাং এটা মেনে নেয়া হবে না। আবারও দৌড় প্রতিযোগিতা হবে। কচ্ছপ মেনে নিল। এবার খরগোশ কোথাও না থেমে দ্রুত লাফিয়ে দৌড় বিজয়ী হল।

তৃতীয় পর্বঃ কচ্ছপ চিন্তা করল এভাবে সমতল ভূমিতে কখনও দৌড় জেতা সম্ভব না। তাই সে খরগোশ কে বলল; আমি তোমার রাস্তায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সুতরাং এখন তোমাকে আমার রাস্তায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। খরগোশ চিন্তা করল এটা আর এমন কী?! সে রাজি হয়ে গেল।

চতুর্থ পর্বঃ আবারও দৌড় শুরু হল। খরগোশ লাফিয়ে লাফিয়ে কিছুদূর যাওয়ার পর একটা নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর গুটিগুটি পায়ে কচ্ছপ চলে আসল আর নদীর পানিতে নেমে পড়ল। কিন্তু খরগোশের পক্ষে কোনভাবেই তা সম্ভব না, সে নদী পার হতে না পেরে দাঁড়িয়ে থাকল। কচ্ছপ নদী পার হয়ে দৌড় বিজয়ী হল।

পঞ্চম পর্বঃ খরগোশ আবার কচ্ছপের কাছে গেল। বলল; দেখো এভাবে আসলে হবে না। এক কাজ করি আমরা দুজনেই একসাথে দৌড় জিতব। কচ্ছপ রাজি হয়ে গেল। খরগোশ কচ্ছপকে তার পিঠে বসিয়ে লাফিয়ে লাফিয়ে লক্ষ্যবস্তু অতিক্রম করে বিজয়ী হল। আবার কচ্ছপও খরগোশকে তার পিঠে করে নদী পার হয়ে গেল এবং দুজনেই বিজয়ী হল।

সুতরাং; সিচুয়েশানের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটিজি চেইঞ্জ করতে হয়। আর বুদ্ধিমানেরা এটাই করে।
The strategy depends on situation. An intelligent man does so.

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

অপঠিত দৈনিকী বলেছেন: অনেক মজা পেলাম। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১

রাজু রহমান বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন :)

২| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুতরাং; সিচুয়েশানের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটিজি চেইঞ্জ করতে হয়। আর বুদ্ধিমানেরা এটাই করে।
রাজনীতির ক্ষেত্রেও একি কথা
একগোঁয়েমিপনার পরিনাম দীর্ঘমেয়াদী

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রাজু রহমান বলেছেন: সর্বত্র প্রযোজ্য নহে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

হূতুম পেঁচা বলেছেন: হা হা হা....। ভাববার বিষয়..। "sometime we create the situation which turn into complex." পরে আর নিজেই সামলাইতে পারি না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

রাজু রহমান বলেছেন: হ্যাঁ :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



শেষ প্রতিযোগিতাটাই মানুষের প্রতিযোগীতা হওয়া উচিত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

রাজু রহমান বলেছেন: সঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.