নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান

লিটল রাইটার এবং জার্নালিস্ট

মোঃ রাকিব খান › বিস্তারিত পোস্টঃ

গোয়েন্দা শার্লক হোমসের সাক্ষাৎকার (রম্য)

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬



উপস্থাপক : মি. হোমস কষ্ট করে এখানে আসার জন্য শুরুতেই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
শার্লক হোমস : আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নিতে আগ্রহ প্রকাশ করার জন্য। আরে, আপনি দেখছি আপনার বন্ধুর কোট ধার করে পড়ে এসেছেন!
উপস্থাপক : (হকচকিয়ে) ইয়ে - মানে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কিন্তু বুঝলেন কিভাবে?
শার্লক হোমস : আপনার বেতনের টাকা থেকে এত দামী কোট কেনা আপনার পক্ষে সম্ভব নয়।কারণ এ টাকার প্রায় পুরো অংশ আপনার স্ত্রীর ইচ্ছা /শখ পূরণ করতে ব্যয় করতে হয় আপনাকে।
উপস্থাপক : ঠিক বলেছেন।
শার্লক হোমস :এইতো আজ স্ত্রীর দাবি মেটাতে পারেননি বলে ঝাঁড়ুর তাড়ানি খেতে হয়েছে আপনাকে।
উপস্থাপক : (লজ্জিত হয়ে ) হ্যাঁ, অবশ্য ঠিকই বলেছেন।কিন্তু আপনি জানলেন কি করে!
শার্লক হোমস : আপনার কলারের ভাঁজে দেখুন, ঝাঁড়ুর সামান্য ভাঙ্গা অংশ লেগে আছে। ওপরে হালকা একটু দাগও ফুটে উঠেছে যদিও আপনি সেটা পরিষ্কার করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন।
উপস্থাপক : আমার মনে হয় আপনি বিয়ে না করে ভালই করেছেন।
শার্লক হোমস : হয়তো আপনার দৃষ্টিকোন থেকে ঠিকই বলেছেন। তবে আমি যদি এই যুগের গোয়েন্দা হতাম তাহলে হয়তো সিঙ্গেল থাকতে পারতাম না! নারীমনের রহস্য বড়ই দুর্ভেদ্য! নিশ্চয় আপনার স্ত্রী লম্বায় আপনার চেয়ে চার ইঞ্চি বেশি?
উপস্থাপক : ঠিক বলেছেন, কিন্তু বুঝলেন কিভাবে?
শার্লক হোমস : ( মৃদু হেসে) কোনো ব্যাপারে গোলমাল বাঁধলে আপনারা পরস্পরের দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। উত্তেজিত অবস্থায় আপনাকে তখন কিছুটা ওপরের দিকে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। উত্তেজিত হওয়ার দরুণ অভ্যাসবশত আপনি এখন কিছুটা উপরের দিকে তাকিয়ে কথা বলছেন।
উপস্থাপক : ( ফ্যালফ্যাল করে তাকিয়ে) অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু - যাহোক আজকের সাক্ষাৎকারের মূল বিষয়টা তো ভুলেই গিয়েছিলাম!
শার্লক হোমস : সময় যে শেষ! অন্যদিন হবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন:
হাসি এল না রম্য পড়ে। তবে, শার্লকের অভজারবেশন হালকা হলেও ফুঁটিয়ে তুলতে পেরেছেন। এটাই ভাল লাগলো। :)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩

মোঃ রাকিব খান বলেছেন: সময় অপচয় করে পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পর্যবেক্ষণ এর ব্যাপারটা ভালোই ফুটে উঠেছে ।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫

মোঃ রাকিব খান বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৯

মোঃ রাকিব খান বলেছেন: কেমন হলে ভাল লাগতো?

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০

অন্তু নীল বলেছেন: হে হে হে .............

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

অন্তু নীল বলেছেন: হে হে হে .............

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩১

মোঃ রাকিব খান বলেছেন: হি হি হি ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.