নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরলতাই আমার পথেয় জটিলতার ধার ধারি না!!!

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !

rakibmbstu

আমি বিশেষ কেউ নই!!!

rakibmbstu › বিস্তারিত পোস্টঃ

বাস্তবের রঙ্গরস (১৮+..... + .......নারী বাদীদের (নারীদের নহে) প্রবেশ নিষেধ)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯









নারায়ণগঞ্জের এক নামকরা টেক্সটাইলে সদ্য জয়েন করা আমার এক বন্ধুর মুখ হতে শোনা...........



জয়েন করার মাস খানেকের মধ্যেই ঐ টেক্সটাইলের এম.ডি এর সাথে আমার বন্ধুর বেশ ফ্রি সম্পর্ক গড়ে উঠে। এম.ডি এর বয়স প্রায় ৪০ বছর। কিন্তু তিনি বিয়ে করেন নি। তো আমার ঐ বন্ধুকে তার বাকি কলিগরা বলে আমরা তো অনেক ট্রাই করলাম বুঝাবার যে তার বিয়ে করা উচিত কিন্তু তা তো শুনেই না, তুমি কিছু কর যদি পার। বন্ধুটি এম.ডির সাথে বেশ কিছু অন্যান্য বিষয়ে আলাপ করে বিয়ের বিষয়ে এলো। অনেক ক্ষণ যুক্তি তর্ক শেষে যখন কেউ কোন সিদ্ধান্তে পৌছতে পারলো না। তখন এম.ডি এমন একটা কথা বললো যা শুনে ব্যর্থ হয়ে বন্ধুটি ফিরে এলো.............



কি বলেছিল এম.ডি? বলেছিলো......... "বাজারে যদি ৫ টাকা কেজি গরুর দুধ পাওয়া যায় তবে, ৫০০ টাকায় গাভী কিনবো কেন?



বন্ধুটি তখন উত্তর দিয়েছিল .......... আপনি কি নিশ্চিত যখন আপনার গরুর দুধের দরকার হবে তখনই বাজারে তা পাওয়া যাবে?





মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;) ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

rakibmbstu বলেছেন: :#)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

েফরারী এই মনটা আমার বলেছেন: বেটা খাটাস। :P :P :P
তারা জিগাইতে কন -
খাইলেও মরবেন,
না খাইলেও মরবেন ,
তাইলে খাইয়া লাভ কি ???
... =p~ =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

rakibmbstu বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাধঁবে কে? B:-) B:-) :-B

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

উদাস কিশোর বলেছেন: তার বলা লাগতো !
বাজারের দুধে পানি মেসানো থাকে ,উহা ভেজাল যুক্ত ,আর গাভীর টায় কোন ভেজাল নাই ।এক্কারে ভেজাল মুক্ত :P

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

rakibmbstu বলেছেন: কেমনে বুঝবেন গাভীর গোয়ালা একজন? আর ভেজালমুক্ত

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

সরকার আলী বলেছেন: (Extremely sorry to say)

ঐ বলদ এম.ডি'কে বলা উচিৎ ছিল "নিজস্ব গাভীর লাভজনক ব্যবসা করতে"।


যতসব দ্বিপদী ইতর প্রাণীX((

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

rakibmbstu বলেছেন: ঠিক বলছেন। কিন্তু তার এ কথার মানে কিন্তু এও হয় বাজারে গাভীর দুধের অভাব নাই কিন্তু কোনটার দুধ খাটি তা কিন্তু.......

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই রকম ছাগল পাবলিকও আছে তাইলে। ৫টাকার দুধে খুশি ব্যাটায়, খোলা দুধে যে কত কীট তা কি তার বোধে আসে না? :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

rakibmbstu বলেছেন: এই ভাবেও ব্যাপারটা দেখতে পারেন............. খোলা বা প্যাকেট যা হোক পাশের দোকানে পাওয়া গেলে তো ঐ দুধই কিনবে মার্কেটে যাবে কেন?................

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

জনাব মাহাবুব বলেছেন: বিষয়টি কৌতুক হিসেবে নিলে ভুল হবে। চরিত্রহীন এবং লম্পটের সংখ্যা যে দিন দিন বাড়ছে তা আপনি মাত্র একটু বিষয় তুলে ধরে ক্লিয়ার করে দিয়েছেন। এই রকম হাজারো উদাহরণ আছে আমাদের সমাজে।

পরকাল সম্পর্কে সবাই বেখেয়াল হয়ে পড়েছে :( :( :(

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

rakibmbstu বলেছেন: ভাই যারা পরকাল সম্পর্কে বলবে তারাও যে আজ বেখেয়াল হয়ে পড়েছে

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

পথহারা নাবিক বলেছেন: নিজের গাছের আপেল আর ফরমালিন আপেলের মধ্যে পার্থক্য অই বলদ ধরতে পারে নাই!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

rakibmbstu বলেছেন: তা ঠিক। তবে.........
আপনার কেনা আপেল যে ফরমালিন মুক্ত তা বুঝবেন কিভাবে?

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: what is the male word of lady prostitute ??

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

rakibmbstu বলেছেন: অ্যা কি কন মাথা ঘুরতাছে.............

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আছিফুর রহমান বলেছেন: salare keo pitay NA Ken

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

rakibmbstu বলেছেন: কারন তাদের ভিতরের সব কিছু বাহিরের কেউ জানে না

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

েফরারী এই মনটা আমার বলেছেন: @লেখক বলেছেন: ভাই যারা পরকাল সম্পর্কে বলবে তারাও যে আজ বেখেয়াল হয়ে পড়েছে । সহমত।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

rakibmbstu বলেছেন: ধন্যবাদ

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

েফরারী এই মনটা আমার বলেছেন: এই সমস্ত সামাজিক অবক্ষয় হতে রক্ষা পেতে প্রয়োজন সঠিক ইসলামিক মুল্যবোধের যথাযথ অনুসরন এবং প্রয়োগ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

েফরারী এই মনটা আমার বলেছেন: আসিফ নজরুল আবারও বিয়ে করলেন। এবার কনে হুমায়ূন আহমেদতনয়া শীলা আহমেদ।সূত্র আরও জানায়, ১০-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। তবে সে সময় হতে তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত দুই মাস আগে তা বিয়েতে রূপলাভ করেছে।
দুই মাস আগে তাঁদের বিয়ের কাজটি সম্পন্ন হলেও এত দিন বিষয়টি অনেকটা অজানাই ছিল। আসিফ-শীলা দুজনের ফেসবুক অ্যাকাউন্টে একান্ত মুহূর্তের ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

আসিফ নজরুলের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর বিয়ে হয়েছিল। সেই সংসারে ছয় বছরের একটি সন্তানও রয়েছে। অন্যদিকে শীলা আহমেদও এর আগে একবার বিয়ে করেছিলেন। ওই সংসারে চার বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
তারমানে ১০-১২ বছর পরকীয়া করছে।অবশেষে বিয়ে।বাপের উপযুক্ত বেটি বটে । এই সমম্ত তথাকথিত সেলিব্রেটিদের যাদের ধর্মের প্রতি , সমাজের প্রতি ,কালচারের প্রতি, দায়বদ্তা নেই তাদের ঘৃনা করি।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

rakibmbstu বলেছেন: ভাই তারা যা করছে করতে দেন না।

তাদের দেখিয়ে আপনজনদের অন্তত এ টুকু বলতে পারবেন...... দেখ এমনটি করা উচিত নয়

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়েকজনকে খুব আনন্দিত মনে হচ্ছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

rakibmbstu বলেছেন: হুম! আচ্ছা আপা আপনার পিক এর ছবি যে ............. কে ? হুম?

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

তাসজিদ বলেছেন: বাজে পোস্ট।


--------------------------------------------------------

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

rakibmbstu বলেছেন: হয়তোবা

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নারীবাদীদের আসতে না করেছেন, এটা নারীবাদীদের ব্যাপার না। দিস ইজ অ্যাবাউট মোরালিটি।

আমার প্রেমিক :!> :!> :!>

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

rakibmbstu বলেছেন: নারীবাদীদের আসতে না করেছেন, এটা নারীবাদীদের ব্যাপার না। দিস ইজ অ্যাবাউট মোরালিটি।

নারী বাদীরা বেশী ক্যাচাল বাজায়। হয়তো এতে দেখা যেত দুপক্ষে কটু কথা শুরু হইছে..........


ঠিক যা সন্দেহ করছিলাম :D :D :D :D

তাড়াতাড়ি বন্ধন যুক্ত হউন.......... দাওয়াত কার্ড পাঠায়েন............ যদিও বিদেশে যেতে কষ্ট হবে...... :-B :-B :-B

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

নতুন বলেছেন: জুকস হিসেবে ভাল...

কিন্তু যদি এইটা কারুর বিশ্বাস হয় তবে তার জন্য করুনা হয়... :(

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

rakibmbstu বলেছেন: বাস্তবের রঙ্গরস

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

কাজী কিংশুক হোসাইন বলেছেন: একজনেই যদি তিনটা বিয়া করে তাইলে অন্যরা পাইবো কই........পুঁজিবাদী দের জন্য ই সব......

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

rakibmbstu বলেছেন: ক .. ক্ক.... কে ........... কে আবার তিন বিয়া করলো

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মশিকুর বলেছেন:
ওর বাপ-মা একটা ভুল করছিলো। ওরে জন্ম দিয়ে না কিন্তু। ওর বাপ-মা বিয়ে করে। অবশ্য সন্দেহ হচ্ছে ওর বাপ-মা বিয়ে করেছিল কিনা। হা হা..

শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.