নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"The whole world is great ashtray\"

রাকীব হাসান

***আশা আছে বিন্দু বিন্দু তাই যুদ্ধ বেঁচে থাকার ***

রাকীব হাসান › বিস্তারিত পোস্টঃ

বিজয়/অভ্র/ জব্বার/মন্ত্রী

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

আমরা, যাদের ৯০ এর দশকে কম্পিউটারে হাতেখড়ি, তাদের কম্পিউটারে বাংলায় লিখতে হলে মোস্তফা জব্বারের বিজয় ছাড়া অন্য কোন অপশন ছিলোনা!
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
যেদিন কম্পিউটারে লিখতে পেরেছিলাম আনন্দে চোখে পানি এসে গিয়েছিলো! বুক ভরে গিয়েছিলো সম্মানে মিঃ মোস্তফা জব্বারের প্রতি স্পষ্টভাবে মনে আছে!
স্পষ্টভাবে মনে আছে, এই সেই জব্বার যার কাছে গুগল তাদের এন্ড্রোয়েড সিস্টেমের সাথে বিজয়কে মার্জ করার প্রস্তাব দিয়েছিলো নতুন প্রজন্মকে মোবাইল ফোনে বাংলায় লিখতে পারার সুবিধা করে দিতে! কিন্তু অতি উচ্চমূল্য দাবি করায় অথবা অস্বীকৃতি জানানোয় গুগল "ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী "প্রতিষ্ঠিত অভ্রকে বিনামূল্যে মোবাইল ফোনে উন্মুক্ত করে দেয় ! ধন্যবাদ ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী।
কিছুদিন পর ব্যাবসায়ী মিঃ জব্বার কপিরাইট মামলাও করেছিলেন ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী'র বিরুদ্ধে টিকতে পারেন নি যদিও।
কম্পিউটারে বিজয় চললেও প্রতিটি মোবাইল ফোনে সবাই আজ অভ্রতেই বাংলা লিখছে তবে ভুলেও যাচ্ছে বিজয়ের লে-আউট! তাই অনেক কম্পিউটারেও আজ অভ্র'র অবস্থান শক্ত।
নতুন বছরের প্রথমদিনে রাজার ডাক পেয়েছেন সো কল্ড এই তথ্য প্রযুক্তিবিদ।
সবার ধারনা যা আমারও তাই, রাজা ডাকলেই মন্ত্রী! শুভকামনা তাকে যিনি বাংলাভাষা শুধু কম্পিউটারেই আটকে রাখতে চেয়েছিলেন টাকার বিনিময়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আর রাজা ডাকে কখন? যখন তৈল আনুগত্য আর মোসাহেবী হিমালয়ে চড়ে বসে! :P
জয়তু মোসাহেবী!

ডিজিটালাইজেশন কয় দশক পেছাবে!!!!??? কে জানে???

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: ইতিবাচক।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: যাই হোক বাংলাদেশে কম্পিউটার জগতে অতি পরিচিত মুখ মোস্তফা জব্বার, তিনি মন্ত্রী হচ্ছেন জেনে আনন্দিত হলাম

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

শামচুল হক বলেছেন: মোস্তফা জব্বার আমার কম্পিউটারের গুরু। অভিনন্দন জানাই

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: বাংলাভাষা ব্যবহারের জন্য উচ্চমূল্য চাওয়ার ঘটনাটি জানার পর থেকে ভদ্রলোককে আমার ছোট লোক মনে হয়।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তামাশা দেখতে দেখতে এখন আর মজাও লাগেনা।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

মশার কয়েল বলেছেন: -বিজয় সেটাপ হচ্ছে না , কি করব ?

-নতুন করে উইন্ডোজ মারেন

|-) |-) |-)

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আমি যেদিন প্রথম বাংলা লিখতে শিখেছিলাম সেদিন আমারও চোখে পানি এসে পরেছিল।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

জাহিদ অনিক বলেছেন:
আমিও প্রথম বাংলা বিজয়েই লিখেছিলাম। একটা সময়ে আমি ভালোই বিজয়ে টাইপিং পারতাম।
এখন ভুলে গেছি ফনেটিক আসাতে।

দেখাযক, কতবছর পিছাই আইটিতে !

১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন:
৭ নাম্বার মন্তব্যে বেদম হাসির ইমো হবে।
এমন হয়েছে, আমি দেখেছি।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: আমিও বিজয় দিয়ে শুরু করে এখন অভ্র দিয়ে চলছি।।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিজয় দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে কথাটা অসত্য বলা চলে না।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: অভিনন্দন জানাই।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

সোহানী বলেছেন: হাঁ, ওপেন সোর্স নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার কারনে জাব্বার সাহেবের সকল কাহিনীই জানা। তারপর বলবো, অশিক্ষিত বাটপার মাস্তান মন্ত্রীর চেয়ে ব্যবসায়ী শিক্ষিত জাব্বার সাহেব মন্ত্রী হিসেবে ভালো...........

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি কিন্তু ব্যাকডেটেড। মোবাইল আর কম্পিউটারে এখনো বিজয় ব্যবহার করছি। তবে বাংলা টাইপের জন্য জাতি তাঁর কাছে আজীবন ঋণী থাকবে...

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৭

বিদেশে কামলা খাটি বলেছেন: বিজয় আছে, ছিল , থাকবে।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিজয় টাইপ কর্তারি না!

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

হাঙ্গামা বলেছেন: একজন প্রখ্যাত তেলবাজ মন্ত্রী হয়েছেন।
থুঃ থুঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.