নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ।

মানুষ

খিদা লাগসে

মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাগলু ২

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

বহুদিন ধরে বাঙালী জাতি আমার মারাত্বক লিখন শৈলির হইতে রক্ষা পাইতেছে দেখে আজ বছরের পয়লা দিন সিদ্ধান্ত নিলাম এসপার ওসপার একটা করতেই হবে। কিন্তুক অব্যবহারে মাথার গোবর শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। এখন ঐটা জ্বালানী হিসাবে ব্যবহার করে হয়ত ফেসবুকে দুই চারটা জ্বালাময়ী স্ট্যাটাস দেওয়া যায় কিন্তু ব্লগ লেখা চলে না। অতএব বুদ্ধির গোড়ায় জল ঢালতে ঢুকলাম ইউটিউবে। উদ্দেশ্য গত সপ্তায় অবলোকন করা ছবি পাগলু ২ সম্পরকে দুই চার লাইন বচনামৃত ঝাড়া। তাছাড়া ব্লগের যত সিনেমাবোদ্ধা সব আলফ্রেড হিচককের সমালোচনা করে বেড়ায়। অবহেলিত বাংলা ছবি সমালোচনার বেড়াজালে বেড়াতেই পরলো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মহান দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিব।



তো পাগলু ২ পুনঃবলোকনের উদ্দেশ্যে ইউটিউবে সার্চ দিতেই বের হয়ে এলো The Voyeurs - Full Length Hot Bengali Film with Eng Subs। আর একটু হলেই টিপে দচ্ছিলাম। বহু কষ্টে নিজেকে সংবরণ করলাম। এইসব টিপতে গেলে রিভিউএর বারোটা বেজে যাবে।





যাই হোক মূল কথায় আসি। সিনেমার নাম পাগলু ২, পরিচালকের নাম মনে নাই তবে নৃত্য পরিচালনায় আছে বাবা যাদব। নায়ক দেব আর নায়িকা কোয়েল। দেবের দেহ ভরা শক্তি আর পাছা ভরা সাহস তবে মাথায় কিঞ্চিত ঘিলুর ঘাটতি যার ফলে ম্যাট্রিকে তিনবার ইন্টারে দুইবার ডিগবাজি তাই বিয়ের বাজার ঢাকা স্টক-এক্সচেঞ্জের মতো পড়ন্ত। সুতরাং নায়ক গেল কোলকাতা ডিগ্রী বাগাবার তালে। সেইখানেই দেখা মিলল রিয়ার, যাকে আবার বিবাহ করতে চাই রুদ্র রায়, কোলকাতার টপ টেরর। যে রিয়ার দিকে চোখ তুলে তাকায় তারই ঠ্যাং ভেঙ্গে হাতে ধরিয়ে দেয়। রিয়ার জীবনে সুখ নাই। ছেলেদের সাথে লাইন না মারতে পারলে জগতের কোন নারীজাতির জীবনেই বা সুখ থাকে?



আগেই বলেছি দেবের পাছা ভরা সাহস, সে রুদ্রর ভয়ে পিছপা হবার বান্দা নয়। সূতরাং ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠলো “মরেছি এ কোন অসুখে, জমেছে মরণ এ বুকে” (যাই ফেসবুকে এইটা স্ট্যাটাস দিয়ে আসি)। তারপর আর একটা গান, “পাপ্পি দেনা পাপ্পি লেনা …... লাভ য়ু লাভ য়ু, ও মাই পাগলু” (যাই এইটাও স্ট্যাটাস দিয়ে আসি)। তারপর আর একটা কি জানি গান গাইল দুইটা মিলে। এর ফাঁকে ফোঁকড়ে ম্যালাগুলা মারামারি।



অতঃপর সবাই মিলে গেল দুবাই। বিদগ্ধ পাঠক হয়ত ভাবছেন তাহারা হানিমুনে গেছে কিন্তু আসলে তা নয়। একদা দেবের প্রেমে পড়েছিল দুবাইয়ের ডনে দুবাই কেষ্টর একমাত্র কন্যা কবিতা। তার হৃদয় নায়কের একশন অবলোকন করে চেইন রিএ্যাকশনে দ্রবীভূত। গিয়ে বাবাকে ধরল, “বাপি ওকে আমার চাই”, বাবা অভিভূত। কিন্তু হারকিউলিস নায়কের টিকির স্পর্শ পাওয়া দূরুহ, তাই নায়িকার চুলের মুঠি ধরে দুবাই তুলে নিয়ে আসলো। কান টানলে মাথা আসে, তাই নায়কও পিছু পিছু হাজির হল। তারপর আরও দুই চারটা গান আর একটা মারামারি।



অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।





আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না?

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

অণুজীব বলেছেন: =p~ =p~

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

মানুষ বলেছেন: হাসেন ক্যান?

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

গুগলরকস বলেছেন: বাল্পোস্ট, আপনি পাগ্লু দেখেন? তাইলে নিশ্চই জলিলের মুভিও দেখেন?

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মানুষ বলেছেন: রিক্সাওয়ালার ছেলেও দেখলাম সেইদিন :D

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: ফানি =p~ =p~

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

মানুষ বলেছেন: থ্যাংকু

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মদন বলেছেন: ++++++++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মানুষ বলেছেন: থ্যাংকু

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: :-P :-P :-P

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মানুষ বলেছেন: ভেংচি কাটেন কেন?

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

পেন্সিল চোর বলেছেন: =p~ =p~ =p~ =p~

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

মানুষ বলেছেন: হাসেন কেন?

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

অচিন.... বলেছেন: darun lekhsen....

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

মানুষ বলেছেন: থ্যাংকু

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আরেক্টু বড় রিভিউ লেখলেন না ক্যানু ? খেল্মুনা..........

রিক্সাওয়ালার ছেলের এক্টা রিভিউ লিখি ফ্যালেন দিকি.......

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মানুষ বলেছেন: ঐটা পরবর্তি পদক্ষেপ

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছেলেদের সাথে লাইন না মারতে পারলে জগতের কোন নারীজাতির জীবনেই বা সুখ থাকে? :|

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মানুষ বলেছেন: :|

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

পেন্সিল চোর বলেছেন: হাসাইলেন কেন?

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

সুস্ময় পাল বলেছেন:

আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এই প্রশ্নটা আমার মাথায় সর্বদাই ঘুরে যখন ইণ্ডিয়ান বাংলার কমার্শাল মুভিগুলাতে নায়িক-নায়িকাকে নাচতে দেখি। আরো ভাবি, ঐ জনতারা এদের এই নর্তন-কুর্দন দেখে কী ভাবে? ;)

মজা পেলাম রিভিউতে। তবে আরেকটু ডিটেইলসে লিখলে ভাল হত। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মানুষ বলেছেন: হাত পায়ের জং ছাড়ানোর চেষ্টাতে আছি। ছেড়ে গেলে লেখা বড় হবে আশা করি।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

সাঈদ কারিম বলেছেন: হাসাইলেনরে ভাই।

আচ্ছা দেবের খতনা নেওয়ার ব্যাবস্থা আছে নাকি সেও আমাগোর সাকিবের মত পাঠা?

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

মানুষ বলেছেন: ইয়ে ভাই। দেবের ঐটার খবর তো জানি না

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

হাসান মাহবুব বলেছেন: এই সংক্ষিপ্ত রিভিউ পড়িয়া জাতি ক্ষিপ্ত হইয়াছে।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

মানুষ বলেছেন: :|

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

রেজোওয়ানা বলেছেন: O aichcha, apnai taile sei lok :|

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

মানুষ বলেছেন: কোন লোক?

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

অন্য জগৎ বলেছেন: ভাই চরম লিখেছেন পড়ে মজা পাইলাম :) :D :) :D :) :D

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মানুষ বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

রেজোওয়ানা বলেছেন: "বুড়ো ব্লগারদের দুর্দিন দেখে প্রায়ই দুচোখ ভরে পানি চলে আসে আমার। এই তো সেদিন একজন বুড়া ব্লগার তার নাম বলছি না তাকে হেয় করতে চাইছিনা তাই, একগাদা বাংলা সিনেমা দেখে ফেসবুক স্ট্যাটাস দেয়া শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ বাংলা সিনেমা দেখা শুরু করলেন?! উনি অনেক একথা সেকথা বলার পর বললেন যে উনি মুভি রিভিউ লিখবেন তাই উনি রিকশাওয়ালার ছেলে, কোটি টাকার কাবিন, এক টাকার বউ এবং পাগলু২ দেখে ফেলেছেন অলরেডি। যাই হোক, বন্দুকের গুলি যেমন বের হলে ফিরে আসে না তেমনি চেষ্টা করলেও পুরাতন ব্লগার কেউ আর ফিরে আসতে পারে না। উনিও তাই চেষ্টা করে ও রিভিউটা শেষ করতে পারলেন না আর ব্লগে রেগুলার হবার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কয়েকটি মুভি রিভিউ দিয়ে সেটাও আর হল না।.................................. 8-|

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মানুষ বলেছেন: তবে আমি আর লিখব না? :(

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেখছি মুভিটা পুরাই টাইম বরবাদ।তয় রিভিউ সংক্ষিপ্ত হৈলেও ভালো হৈছে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

মানুষ বলেছেন: ধন্যবাদ

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন: আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না?

এইটা আমারও প্রশ্ন !! কি বড় ধরনের নিলজ্জ ,বেহায়া হইলে এই কার করতে পারে চিন্তা করেন B-)) B-))

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

মানুষ বলেছেন: লোকজন হা করে তাদের নৃত্য দেখছে দেখে আমারই লজ্জা লাগে :|

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না? =p~ =p~ =p~ =p~ =p~ =p~

উত্তরের অপেক্ষায় রইলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

মানুষ বলেছেন: :|

২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

ভিয়েনাস বলেছেন: একদিন আজাইড়া টাইম পাস করার জন্য মুভিটা দেখে ফেলি এবং মেজাজ চরম খারাপ হয়ে যায় X(( । পুরাই বোরিং মুভি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

মানুষ বলেছেন: কথা সত্য। আমার কথা ভেবে দেখেন। আমাকে আবার রিভিউ লিখতে হয়েছে :|

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

মামুন sk বলেছেন: যদিও মুভিটা দেখি নাই, তবে লেখাটা পরে মজা পাইলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

মানুষ বলেছেন: ধন্যবাদ

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

মনোপোল বলেছেন: ছেলেদের সাথে লাইন না মারতে পারলে জগতের কোন নারীজাতির জীবনেই বা সুখ থাকে?

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

মানুষ বলেছেন: ;)

২৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ১০:০৩

আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা এরা যে ইউরোপের রাস্তাঘাটে জনসম্মুখে নর্দন কুদন করে বেড়ায় এদের লজ্জা লাগে না? X( =p~ B:-)

২৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: B-)

২৫| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫১

এরশাদ বাদশা বলেছেন: নক নক!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.