নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ।

মানুষ

খিদা লাগসে

মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভাল থাকাথাকি

০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

লাঞ্চ আওয়ের টিফিন খেতে খেতে লিখে ফেললাম 

বহুল জিজ্ঞাসিত সে প্র্শ্ন, "কেমন অছো?" 

চির জানা উত্তর "ভাল আছি। তুমি? তুমি কেমন আছো?"

আমিও লিখলাম "ভাল আছি"

ইনবক্স জুড়ে শুধু ভাল থাকাথাকি। 

বহু বছর ধরে আমরা এমন ভাল থাকি।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: এই ভালো থাকাটাই কিন্তু অনেক অনেক কিছু।
অনেকের জিগ্গাসার কেউ নেই। মাঝে মাঝে শুধু থাকে আয়নাঘর।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

ডেভলপার ২০২১ বলেছেন: কমেন্ট+লাইক দিয়া গেলূম :D

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মানুষ বলেছেন: থ্যাংকু :#)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

সুস্মিতা শ্যামা বলেছেন: বেশিরভাগ কুশল বিনিময়েই কোন প্রাণ থাকে না।
কিন্তু কোন বিশেষ দুটো মানুষ যদি শুধুই ভাল থাকাথাকি নিয়েই ইনবক্স ভরে ফেলেন, তাহলে বুঝতে হবে এসবের আড়ালে মনের ইনবক্সে আরো অনেক কথা জমে আছে। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

মানুষ বলেছেন: কি কথা আছে?

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালু পাইলাম। অল্প কয়েক লাইনে কবি বিস্তারিত ভাবনার অবকাশ রেখেছেন :-B প্র্শ্ন শব্দটার মানে কী? :|

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আজকে চেনা কিছু মানুষকে একসাথে দেখে ভালো লাগছে.........

সামহোয়ার এর চেনা জানালায় তোমার কবিতার মতন.......জানতে চাওয়া ঘুরে বেড়ায়।

সুন্দর লিখেছো।
একটা পুরোদিনে যদি দশটা কেমন আছির উত্তর দিতে হয়। আর উত্তরে লিখতে হয় , ভালো আছি।
এভাবেই ভালো থাকার অভ্যাস হয়ে যায়।
আর ভালো থাকাটাই বেঁচে থাকার আনন্দকে বাড়িয়ে দেয়।

অনেক ভালো থেকো।শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.