নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ।

মানুষ

খিদা লাগসে

মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

তাহলে এইটাই হল শেষ কথা। আমাদের বিদায় নিতে হবে।



আমাদের মাঝে একজন সাগর আর একজন রুনি খুন হবে ৩২০ দিন ধরে আমরা তার বিচারের দিন গুণব। ৩২০ নাকি আরো বেশি? কি যায় আসে তাতে? খুব জানি দিন গোনার পরিধি বছর ঘুরে একদিন যুগে পা দিবে। এই পোড়া দেশে কোন অবিচারের বিচার হবে না। তাদের ছবি ব্লগের ওয়ালে ঝুলতে ঝুলতে এক সময় ক্লান্ত হয়ে এক সময় আর্কাইভে ঠাই পাবে, ধুলোর আস্তরণ জমবে।



তারপর আর একজন ইমন জুবায়ের মরে যাবে। তার জন্য স্টিকি করে রাখা শোক গাথার ঠিক নিচে আমরা আমাদের হাসি কান্নার গল্প লিখব। ভালোবাসার কথা লিখব। নিজস্ব মতবাদ দাড় করানোর জন্য ক্রমাগত ঝগড়া করে যাব। এডাল্ট জোকস পড়ে মুচকি হাসি দিব। ভুলে যাব একজন ইমন জুবায়ের একদিন এইসবের অংশ ছিল।



এইটাই শেষ কথা একদিন সাবটাই বিস্মৃত হবে। খুব দ্রুতই হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: হুমম।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

মানুষ বলেছেন: আপনি হুমান আমি ঘুমাইতে গেলাম

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

খেয়া ঘাট বলেছেন: ইংল্যান্ডেতো এখন ভোর হয়ে গেলো।
আর ঘুমাবেন কখন।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

চানাচুর বলেছেন: নির্মল বিনোদন

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

চানাচুর বলেছেন: ধুরো ভুল পোস্টে ভুল কমেন্ট :(

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: সত্যি কিন্তু লোকজন তাদের ভুলে গেছে সময়ের সাথে সাথে । জীবন বুঝি এমনি হয় । ন‍্যায় বিচার আজ কেবল রূপ কথা ছাড়া আর কিছু নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.