নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ।

মানুষ

খিদা লাগসে

মানুষ › বিস্তারিত পোস্টঃ

সিদ্দিকা কবীরের প্রেতাত্মা

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

গতকাল মধ্যরাতে সিদ্দিকা কবীর এসেছিলেন।
জানালেন, চালেডালে মিশালেই কবিতা হয় না,
তেল নুনের পরিমানটাও জানা চায়।
বললেন, আমি ঠিক মানুষ না।
মানুষেরা খাওয়ার জন্য বাঁচে।


হে সিদ্দিকা কবীর,
কি করবো বলেন?
আমার যে শুধু ঘুম পায়।
ঘুমের কাছে ক্ষুধা হেরে যায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

রুদ্র জাহেদ বলেছেন: হে সিদ্দিকা কবীর,
কি করবো বলেন?
আমার যে শুধু ঘুম পায়।
ঘুমের কাছে ক্ষুধা হেরে যায়।

কবিতার রেসিপি থেকে সোজা এখানে :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

রোবোট বলেছেন: কি খবর?

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ঘুমের কাছে কবিতা হারে না :)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিবেন নাকি?

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?

০২ রা মে, ২০১৭ রাত ৮:৪২

মানুষ বলেছেন: লিখতে পারিনা যে।

৬| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা ভালো ‌লাগে, সমস্যা হলো পাতে ভাত পড়ে না।

৭| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৫৮

ভবঘুরে যাত্রি বলেছেন: বেশ মজাদার ছিল।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: অনেক দিন পর পুরাতন ব্লগার দেখে ভালো লাগছে ।
নতুন কিছু লেখা পোষ্ট দিন ।

৯| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার ব্যাক্তিগত ধারণা মানুষের প্রধাণ খাবার বাতাস, পানি ও ঘুম,
বাতাস ছাড়া - তিনি মিনিট বাঁচা যাবে না
পানি ছাড়া - তিন দিন বাাঁচা যাবে না
ঘুম ছাড়া - তিন দিন বাাঁচা যাবে না

আপনি সঠিক এখানে সিদ্দিকা কবিরের ভুতকে এফএম রেডিওর সাথে যোগাযোগ করতে বলেন, ভাই আমি নিজেও ঘুম ভালোবাসি ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: লবন মিশিয়ে কবিতা খেয়ে ফেলুন ,মজা লাগবে

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

মানুষ বলেছেন: কবি খেদাও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.