নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

নতুন মডেল চাই!

০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

ঢাকা সিটির অষ্টাদশী রূপসী মেয়ে রিনি
ডিশ চ্যানেলের অনুষ্ঠানে কাটায় সারা দিন-ই।
ছোট্ট থেকেই পুষতো রিনি তারকা হবার শখ
এমন ধ্যানে থাকতো যেন- মাছ শিকারী বক।

পত্রিকাতে অ্যাড বেরুলো ‘নতুন মডেল চাই’
খুশির চোটে রিনির মনে ‘তাকে ধিনাধিন ধা্ই।
তারকা হবার স্বপ্ন নিয়ে গেল ছবির পাড়ায়
‘পরিচালকের’ নষ্ট নজর রিনির মাঝে হারায়।

ইজ্জত দিল, সম্মান দিল, নায়িকা হল তবে,
রিনি এখন বড় নায়িকা, মডেল বলে সবে|
ডিস চ্যানেলে রিনি এখন সবার চেয়ে সেরা,
কিন্তু একি! রিনির গায়ে অর্ধ-ড্রেস পরা!!

নায়ক খুশী, গায়ক খুশী, পরিচালকও খুশী
ইজ্জত দিয়ে রিনির মুখেও তৃপ্তি ভরা হাসি|
অনেক দিনের স্বপ্ন রিনির ভঙ্গ হলো শেষে
সতিত্ব আর মান হারিয়ে ফিরলো এলোকেশে।

রুখতে হবে এমন যত ছবির পরিচালক
আঁধার ঘেরা এফডিসিতে জ্বালতে হবে আলোক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।। ;)

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৯

রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ!

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হোক প্রতিবাদ।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:০০

রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ!

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: একদম বাস্তব অবস্থা তুলে ধরেছেন। তবে সমস্যা হলো রিনিরা কখনও সচেতন হয় না। রূপালী পর্দার লোভে তারা সতিত্ব আর মান হারানোর ঝুঁকি নিতে পিছপা হয় না কখনও। লোভী পরিচালকরা এই সুযোগটাই নেয়।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৪

রাসেল উদ্দীন বলেছেন: অপসংস্কৃতি আমাদের মন মগজ নিয়ন্ত্রণ করে রেখেছে।

৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সুন্দরভাবে মনের আবেগ গুলো লিখে ফেলেছেন।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৫

রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ!

৫| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



রিনি'রা হন গূণী,
সতিত্ব হরিয়ে ধনী!!

০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৫

রাসেল উদ্দীন বলেছেন: জ্বী, ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.