নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

আবেগের গল্প।

০৮ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৯

২০১১ সালের এমনি এক পাখি ডাকা ভোরে, আমার আর সিলেটি সোনিয়ার প্রেমালাপ শুরু হয়েছিলো।

আবেগী এই ছেলেটি তখন এতটাই অন্ধ ছিলো যে, প্রেমের পরিনতি বা বাস্তবতার অর্থ তার কাছে ছিলো অর্থহীন।

দীর্ঘ একবছরে অনেক বিতিকিচ্চার পর, একদিন সোনিয়ার নাম্বারটি বন্ধ হয়ে গেলো। অনেক চেষ্টা তদবির করেও তার খোঁজ না পেয়ে মনের দুঃখে সেই গানটি গেয়েছিলুম কয়েকদিন..."আমায় ছেড়ে বহু দূরে যাবে কোথাই....? এক জীবনে এত প্রেম পাবে কোথায়"

তারপর, একদিন অন্য আরেকটি সল্পদৈঘ্য প্রেমের অবিজ্ঞতা থেকে মনে সন্দেহ বাধলো...! "সত্যিই কি সোনিয়ার ক্যান্সার ছিলো...? সত্যি কি সোনিয়া পরলোক গমন করেছে...?"

বহু চেষ্টা তদবিরের পর জানতে পারলাম, "সোনিয়া" নামক সিলেটি মেয়েটির নাম আসলে "তানিয়া"। বর্তমানে তানিয়া এক সন্তানের জননী, এবং স্বামী সন্তান সহ লন্ডনে সুখে আছেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ ভোর ৬:০১

সামু পাগলা০০৭ বলেছেন: যদি গল্প হয় তবে হাহা।

যদি বাস্তব হয় বলব খারাপ এক্সপেরিয়েন্স আপনাকে অনেক কিছু শিখিয়ে বেটার মানুষ করবে। সামনে এরকম ভুল করবেন না।
আপনি অনেক ভাল থাকবেন। :)

২| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:২৬

ডঃ এম এ আলী বলেছেন: এটা যে গল্প সেটা বুঝায় যায়, সত্যি হলে প্রকাশ্যে আলোচনায় আসতো না । প্রকৃত ভালবাসা চিরকালের জন্য, ক্ষনিকের তরে নয়
সে এক তরফা কিংবা দু তরফা যাই হোক না কেন । ভালবসার পাত্রের প্রতি ঘৃণা থাকলেও ভালবাসার প্রতি শ্রদ্ধার আসনটি থেকেই যাবে চিরকার অম্লান অমলিন যে কোন অবস্থায়। ভালবাসার প্রথম পর্যায়ে একে অপরকে শপথ নিলাম ভালবাসব চিরকাল বলে । অবস্থার পরিবর্তনে কি চিরকালের জন্য করা শপথ ভাংগা যায় । তবে আমার ভাবনা যে সকলের সাথেই মিলে যাবে তা হয়ত নয় এটা যার যার নিজস্ব মুল্যাবোধের উপর নির্ভর করে ।
যাহোক ভাল লাগল গল্পটি । ধন্যবাদ

৩| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৬

রাশেদ রাহাত বলেছেন: পাগল ভাই, অনেক ধন্যবাদ। "হাহাহা" এর প্রয়োজন নেই। এটি আমার জীবন থেকে নেওয়া সত্য ঘটনা।
আর ঠিকই বলেছেন, এঘটনা থেকে ভালোই শিক্ষা পেয়েছি।

৪| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৫০

রাশেদ রাহাত বলেছেন: ডাঃ সাহেব, একটু ভুল হলেও মূল্যবান মন্তব্য করেছেন আপনি। প্রথমে বলতে চাই ইহা সত্য এবং ব্যাক্তিটি আমি। আর যখন আলোচনার কথা বলছেন! জীবনের কোন সত্য লাভ স্টোরি আলোচনায় আসা মানে মিথ্য বা বানোয়াট হয়ে যায় না।
তাহলে, লাইলি-মজ্নু, শিরি-ফরহাদ সব কি মিথ্যা...?
যা হোক, যদি আপনি বিশ্বাস না করেন। আমি প্রমান করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.