নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

সব মানবদরদী সিনিয়র ভাইয়াদের দৃষ্ট আর্কষন করতে চাই।

২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০

আমি ব্যক্তিগত ভাগে একজন কে চিনি। যিনি, মধ্যবিত্তর পরিবারের সহজ সরল ও অজ্ঞ ছেলে-মেয়েদের আমেরিকায় নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে পরে লাপত্তা হয়ে যান। তিনি একজন বিসিএস ক্যাডার। অত্যন্ত তুখর বুদ্ধি সম্পন্ন এই লোকটি তার টোটাল অবিজ্ঞতা দিয়ে আমার জানা মতে এই পর্যন্ত ৪ জনের জীবন তছনচ করেছেন। এর মধ্যে একটি মেয়েকে টানা ০৬ মাস লোভ দেখিয়ে ধর্ষন করেছেন। পরে মেয়েটিকে তার নুড পিক দেখিয়ে চুপ করিয়ে দিয়েছিলো। যার পুরো এবিডেন্স আমার কাছে আছে। সব আছে, রেকর্ড, স্কিনশর্ট, পটো অন্যান্য।

ব্লগে বিজ্ঞদের কাছে জানতে চাই, এই লোকটির মুখোশ উন্মোচন করতে চাইলে আমাকে কি ব্লগ কতৃপক্ষ হেল্প করবে...? আমাকে ব্যান করবে না তো...?
আর দেশের বাহিরে যারা আছেন তারা এই লোককে শনাক্ত করতে কতটুকু এগিয়ে আসবেন...?
আমি আবারও বলছি, এই লোককে শনাক্ত করতে এবং দোষী প্রমান করতে সকল প্রমান আমি দিতে পারি। কেননা, আমি নিজেই তার শিকার।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: আপনি ফেসবুকে একটা ইভেন্ট খুলে পুরো ব্যাপারটা তুলে ধরে প্রতিবাদ করেন। এরপর ঐ ইভেন্টের লিংকসহ ফেসবুকের বড় বড় বাংলাদেশি গ্রুপে পাবলিশ করেন। খোলাসা করেন। পাশাপাশি ব্লগেও তুলে ধরেন।
আর আপনার এলাকার/জেলার যদি পেজ/গ্রুপ থাকে তাহলে সেখানেও তুলে ধরেন।

আপাতত এটুকুই পরামর্শ থাকলো।

২| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৪০

রাশেদ রাহাত বলেছেন: থেংক। দেখি অন্যরা আর কি পরামর্শ দিতে পারে।

৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি আপনাকে প্রথমেই বলবো আপনি আগে আইনের শরনাপন্ন হন। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন। তাদেরকে প্রমাণ গুলো দেখান। এবং প্রত্যেকটি প্রমানের ডুপ্লিকেট আপনার কাছে সংরক্ষণ করুণ। তারপর আপনি গেমু ভাই যে গুলো বলেছেন সে গুলো করতে পারেন। তা না হলে হয়তো উল্টো আপনি নিজেই ফেঁসে যেতে পারেন।

৪| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:১১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তাকে সরাসরি বলতে সমস্যা কি ?

৫| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার গেম চেঞ্জার আপনাকে যে পরামর্শ দিয়েছেন, সেটাই ঠিক বলে মনে করছি। আর আইনজীবীর সাথে পরামর্শের ব্যাপারে ব্লগার সাইফুল্লাহ শামীম যা বলেছেন, সেটাও ভেবে দেখতে পারেন।

৬| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তবে একটা ব্যপার অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভিকটিমের কোনো ক্ষতি না হয়।

৭| ২৬ শে জুন, ২০১৬ সকাল ৯:০১

রাশেদ রাহাত বলেছেন: জ্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.