নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন ৩০টি ইংরেজি শব্দ শিখি। ইংরেজি শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করি। পর্ব -০৩

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫১


০১, Edible (এডিবল) = খাওয়ার যোগ্য।

০২, Embarrass (এমব্যারাস) = অপ্রিতীকর অবস্থা।

০৩, Evoke (এভোক) = ধরে রাখা।

০৪, Envy (এনভে) = হিংসা।

০৫, Fabric (ফ্যাবরিক) = কাপড়।

০৬, Famine (ফ্যামিন) = দূর্ভিক্ষ।

০৭, Familiar (ফ্যামিলিয়ার) = চেনা।

০৮, Flee (ফ্লি) = পালিয়ে যাওয়া।

০৯, Fog (ফগ) = কুয়াশা।

১০, Fury (ফিউরি) = ক্রোধ।

১১, Garland (ফুলের মালা) = ফুলের মালা।

১২, Gruel (গ্রুয়েল) = ভাতের ফেন।

১৩, Gossip (গসিপ) = গল্প করা।

১৪, Grotto (গ্রোটো) = গুহা।

১৫, Gust (গাস্ট) = জোরে ধাক্কা।

১৬, Gambler (গ্যামব্লার) = জুয়াড়ী।

১৭, Generous (জেনেরাস)= দয়াবান।

১৮, Hawk (হক) = বাজ পাখি।

১৯, Helot (হিলট) = ক্রীতদাস।

২০, Hasten (হেসন)= তাড়াতাড়ি।

২১, Heinous (হেনাস) = ভয়ানক।

২২, Hail (হেইল) = বর্ষন।

২৩, Harass (হ্যারেস) = বিরক্ত করা।

২৪, Haste (হেষ্ট) = দ্রুত।

২৫, Hue (হিউ) = রং।

২৬, Husky (হাসকি) = কর্কশ।

২৭, Imitate (ইমিটেট) = অনুকরন করা।

২৮, Intensely (ইনটেন্সলি) = তীব্রভাবে।

২৯, Juvenile (জুভেনাইল) = অল্পবয়সী।

৩০, Legend (লেজেন্ড) = পুরানো কাহিনী।


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

রাােসল বলেছেন: Thanks a lot. I think national / international politics will go on without considering our right. You have done a good job.

২| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯

রাশেদ রাহাত বলেছেন: ThankU very much.

৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: ২২ নম্বরে উল্লেখিত Hail (হেইল) = বর্ষন< এটা সঠিক নয়। Hail (হেইল) এর মোট তিনটে অর্থ আছেঃ
১। শিলাবৃষ্টি, শিল পড়া, শিল, ইত্যাদি।
২। কারো দৃষ্টি আকর্ষণ করে সম্ভাষণ জানানো, ডাক দেওয়া, অভিনন্দিত করা সম্ভাষণ ধ্বনি, হর্ষধ্বনি, ইত্যাদি।
৩। কোথা হতে আসা, যেমন Where do you hail from? I hail from Barisal, ইত্যাদি।

৫| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪০

রাশেদ রাহাত বলেছেন: ধন্যবা সব ৩টি পর্বই মোবাইল থেকে লেখা। পিসিতে বসতে পারলে শুধরে দিবো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.