নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

বর্ণবাদ জ্ঞানার্জন।

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

সেদিন ক্লাসে আমাদের গুরু প্রায় ১৫০+ স্টুডেন্ট এর সামনে তিন জন ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছিলো।

যাদের সবাই কিনা এখন গুরুর প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি জব পেয়েছিলো। পরিচয় করার সময় তৃতীয় জন কে গুরু ডাকছিলো এভাবে..."কইরে,.... কালু কইরে…………"

সন্দেহ নেই এভাবে নিজেকে (কালু) পরিচয় দেওয়া, তার জন্য বড় বেদনার এবং লজ্জার। ছেলেটির গায়ে গ্রাম্য সহজ, সরল, সরলতার গন্ধ এখনো বিদ্যামান।

এভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান হতেই, হেঁসে হেসে আমাদের মাঝে বর্ণবাদের বীজ বোপন করিয়ে দেওয়া হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.