নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

একটু তাড়াতাড়িই বাবা হয়ে গেলাম কি...?

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গতকাল রাত্র ৮:৩০ মিনিটে আমি একটি পুত্র সন্তানের বাবা হলাম। বাবা হওয়ার অনুভূতিটা আসলে লিখে ব্যক্ত করার মত নয়। এটা একটা অদ্ভুত স্বর্গীয় অনুভূতি। তারপরও এই অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করারও একটা আনন্দ আছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: অভিনন্দন !!

২| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অভিনন্দন।
শিরোনামে প্রশ্ন রইল।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নতুন বলেছেন: অভিনন্দন

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: শিরোনামটা দ্বিধায় ফেলে দিল।।।
যাই হোক,আপনাকে অভিনন্দন।।।
ভাবীর খেয়াল রাখেন আর আকীকার জন্য বাজার সদাই করা শুরু করেন।
আমি আসতেছি। :)

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১

রাশেদ রাহাত বলেছেন: দুঃখিত ফয়েজ ভাই। অনেক দেরি হয়ে গেছে। তবে আমার সন্তানটা বড় হলে তার বিয়েতে আপনার দাওয়ার থাকবে।

৫| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আরণ্যক রাখাল বলেছেন: তাড়াতাড়ি কেমনে বাবা হইলেন ভাই :)
কিডিঙ

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬

রাশেদ রাহাত বলেছেন: আরে অন্য দিকে ইঙ্গিত করেন ক্যান ভ্রাতা। এতো কম বযসে বাবা হয় কয় জন বলেন। ...?

৬| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

আপনার আপন বলেছেন: when the kids will call you "ABBA" or BABA........ then you will feel ..........

but brother..... pls lesson him first the word ALLAH.......& hear from him first word ALLAH

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯

রাশেদ রাহাত বলেছেন: অসাধারন মন্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.