নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

"জলে চুন তাজা, তেলে চুল তাজা ।"

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

ছোট বেলায় আমার মুখে কথা আটকাইতো (তোতলাঁ যাকে বলে)। একবার "তামার" একটি ছোট্টো টুকরাকে ফু মেরে আমাকে দেওয়া হলো মুখে রেখে চুষতে। অনেক চুষলাম রে ভাই, চুষতে চুষতে মুখ ব্যথা হয়ে যাইতো। মাগার কোন কাজেই আসলো না। প্রায় ক্লাস সেভেন পর্যন্ত তোতলাইতে থাকলাম।
তারপর একবার কে জানি বললো, কিছু বাক্য আছে যা প্রতিদিন প্রাকটিস করলে কাজে দিতে পারে। ঠিক কাজে দিয়েছিলো কিনা মনে নাই। তবে বাক্য গুলার ধরন ছিলো নিচের বাক্যগুলার মতো।

"কাচা গাব,পাকা গাব । "
"পাখি পাকা পেপে খায়। "
"কাচা গোফ পাকা গোফ ।"
"জলে চুন তাজা, তেলে চুল তাজা । "
"বারো হাঁড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি । "
" লাল রিল নীল রিল । "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.