নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় নোটিশ বোর্ড, আপনার বাংলা এমন খটমটে লাগে কেন ?

১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৫৩

প্রিয় নোটিশ বোর্ড,

আপনি যে প্লাটফর্মটির মুখপাত্র, সেটি কেবলমাত্র দেশের নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বড় বাংলা প্লাটফর্ম । লাখো বাংগালীর নিজ ভাষায় কথোপোকথনের স্হান এটি। কিন্তু আমার একান্ত দূর্ভাগ্য যে ৪২ বছর আগে জন্ম নেওয়ার পর এত কাল যে ভাষায় লিখতে ও পড়তে অভ্যস্ত হয়েছি, তাতে আপনার লেখা/ ভাষা বা বক্তব্য সাবলীল ভাবে পড়তে পারি না । এটা আপনার কোন ত্রুটি না - আমারই একান্ত দুর্বলতা ।

যেমন : ১। " সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন আপনাদের সামনে পরীক্ষামূলক-ভাবে আমরা উপস্থাপন করেছিলাম" - এটা কর্পোরেট মান সম্পন্ন ভাষা - উন্নত ও উচ্চ পরিমন্ডলে আদরণীয় হতে পারে । আমার মত সোজা বাংগালী সোজা বাংলায় বলতে গেলে এটাকে বলতাম

" সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিনে ব্লগ ব্যবহার সহজ করতে নতুন একটি বৈচিত্র্যপূর্ণ ও সুবিধাজনক ভার্সন আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম পরীক্ষামূলক-ভাবেই"

এরপর ২। " ব্যবহারকারী হিসেবে সুবিধা যাচাই এবং অভ্যস্ততার জন্য দুইটি ভার্সনই আপনাদের সামনে আলাদা ভাবে রাখা হয়েছিল। " এটা আগের বাক্যের মত কঠিন না হলেও কেমন যেন খটমটে তো লাগছেই । বাংলায় কথা বলার সময় কি আমরা এভাবেই বলি ? কথা বলার সময় আমি কোন শ্রতাকে তো বলতাম " ব্যবহারকারীর অভ্যস্ত হওয়া আর সুযোগ- সুবিধা দেখার জন্য দুইটি ভার্সনই আপনাদের সামনে আলাদা ভাবে রেখেছিলাম"

আগের বাক্যটা ছিল কর্তৃ বাচ্যে (এক্টিভ ভয়েসে ) তাই এটা কর্ম বাচ্য ( প্যাসিভ ভয়েস) ভাল দেখায় না । নোটিশ বোর্ডের ঘোষণা টা পুরাটাই এক্টিভ বা পুরাটাই প্যাসিভ করে দিতেন - সাবলীল ভাবে পড়া যেতো ।

তৃতীয় বাক্যে
" সবাইকে অনুরোধ করা হয়েছিল, নতুন ভার্সনের সমস্যা বা ত্রুটি বা যে কোন 'প্রতিক্রিয়া' আমাদেরকে জানানোর জন্য।" এি প্রতিক্রিয়া শব্দটা 'ফিডব্যাক' এর পরিবর্তে এনেছিলেন সম্ভবত । কিন্তু প্রচলিত বাংলাভাষাবাসীরা কিন্তু ফিডব্যাক - এ অনেকটাই অভ্যস্ত । আমরা যেভাবে যে ভাষায় এরকম বক্তব্য শুনে অভ্যস্ত তা হল " সবাইকে অনুরোধ করেছিলাম , নতুন ভার্সনের সমস্যা বা ত্রুটি সহ যে কোন ফিডব্যাক আমাদের জানাতে।"

এর পরের বক্যটা তো ধরতেই পারছি না " বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো প্রতিক্রিয়া, মতামত এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে নতুন ভার্সনটিকে পূর্নাঙ্গরুপে প্রকাশ করার ব্যাপারে আমরা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। " এত বড় বাক্য, তার ওপর কঠিন শব্দ ও বাক্যাংশের জটিল গাথুনী, আমার মত 'সহজতায় অভ্যস্ত' দের মাথা নষ্ট । দুটা বাক্যে কি বলা যেতো না? "বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো প্রতিক্রিয়া, মতামত "এর ভিত্তিতে "আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে নতুন ভার্সনটি তৈরী করা হয়েছে । আর সেটাকে পূর্নাঙ্গরুপে প্রকাশ করার ব্যাপারে আমরা চূড়ান্ত প্রস্তুতি -ও সম্পন্ন করেছি ।

আবার - " ফলে আগামী রবিবার ১০ই মে, ২০১৫ থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটির পূর্নাঙ্গরুপ সকলের ব্যবহারের জন্য চালু করা হবে। " এটা আম পাবলিক সাধারণত কিভাবে বলে বা শোনে ? " নতুন ভার্সনটি পুরোপুরি ভাবে সবার জন্য চালু করা হবে "

যাই হোক একান্ত আম পাবলিক হিসেবে আম জনতার ভাষায় কিছু নমুনা তুলে ধরলাম , হতে পারে কর্পোরেটে আম পাবলিকের ভাষা গ্রহণযোগ্য নয় । ব্যক্তি জীবনে আমি কর্পোরেটের কথন -চলনে পরিচিত নই, অভ্যস্ত-ও নই , একান্ত ছা-পোষা মানুষ হিসেবে ম্যাংগো পিপলের কথান চলনকেই অবলম্বন করি ।

বেয়াদবী হলে মাফ করবেন, ভাল থাকবেন ।

- রাতুলবিডি ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৩

প্রামানিক বলেছেন: আমার পোষ্ট ড্রাফটে যায় কারণ কি?

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৭

রাতুলবিডি৪ বলেছেন: টেকনিক্যাল প্রবলেম ;)

( একটু কর্পোরেট টাইপের বোল চাল চালাইলাম আর কি !)

২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এতদিনতো এই ব্যাপারে কোন প্রশ্ন মনে জাগ্রত হয় নাই,
আজ মনে হলো এমনটিনও হতে পারতো!!
আমার ধারণা আপনিও বেশ জটিল করে তুলেছেন ব্যাপারটা!
যাই হোক ব্যাপারটি একান্তই আপনার, আপনার মনের কথা প্রকাশের
স্বাধীনতা আপনার অবশ্যই আছে। লাউ কিংবা কদু, ডিম অথবা্ আন্ডা যাই হোক
স্বাদের হের ফের হয়না। অনধিকার চর্চা হলে হলে ক্ষমা করবেন, ভাল থাকবেন ।

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:২১

রাতুলবিডি৪ বলেছেন: কদুর তেল হয় , লাউ এর তেল দেখেছেন কখনও ?

৩| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩০

বিদগ্ধ বলেছেন: লেখা ও মন্তব্য পড়ে বুঝলাম লেখক বেশ রসিক। সময় নিয়ে বনের মোষ তাড়াবার জন্য আপনাকে ধন্যবাদ।

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৬

রাতুলবিডি৪ বলেছেন: রসিক আর মন পাখিরে পিন্জর বানাইছে ..

৪| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, বুঝলাম।

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭

রাতুলবিডি৪ বলেছেন: কোনটা বুঝলেন ভাই?
কর্পোরেট কেন আম পাবলিকের ভাষায় কথা বলে না ?
নাকি আমরা কেন কর্পোরেট বোল চালে চলতে পারি না ?

৫| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আপনার ভাষাও খুব একটা সহজ হয়নি

১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩০

রাতুলবিডি৪ বলেছেন: হু - ঠিকই বলেছেন ।

১। " সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন আপনাদের সামনে পরীক্ষামূলক-ভাবে আমরা উপস্থাপন করেছিলাম" --< " সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিনে ব্লগ ব্যবহার সহজ করতে নতুন একটি বৈচিত্র্যপূর্ণ ও সুবিধাজনক ভার্সন আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম পরীক্ষামূলক-ভাবেই"

আরো সহজে বলা যেতো :

সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিনে পরীক্ষামূলক-ভাবে নতুন একটি বৈচিত্র্যপূর্ণ ও সুবিধাজনক ভার্সন আমরা উপস্থাপন করেছিলাম ব্লগ ব্যবহার সহজ করতে "

আরো ভালো করে বলা যেতো " সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিনে পরীক্ষামূলক-ভাবে আপনাদের সামনে একটি নতুন ভার্সন আমরা উপস্থাপন করেছিলাম ব্লগ ব্যবহার সহজ করতে, ব্লগকে আরো বৈচিত্র্যপূর্ণ ও সুবিধাজনক করতে। "

৬| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লাউ তো কর্পোরেটদের তকমা আটা
তাই লাউেয়ের তেল নাই।
সময়ের আবর্তে সব কিছুরই পরিবর্তন হয়,
বঙ্কিম যুগ থেকে আধুনিক, আধুনিক থেকে কর্পোরেট
এর পর.......................সব সহ্য করতে হবে।
আর না পারলে ছিটকে পড়বেন আস্তাকুড়ে, তাই
সব কিছু সহজে হজম করুন, না হলে বদ হজম হবে।

১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৩

রাতুলবিডি৪ বলেছেন: যুক্তি বুদ্ধি সম্পন্ন লোকেরা তার পারিপার্শিকতার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে । পৃথিবীতে অল্প কিছু লোক আছে এরুপ যুক্তি বুদ্ধি ছাড়া । এরা পারিপার্শিকতাকে নিজের সাথে মিলাতে চেষ্টা করে ...

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২২

নিরীহ বালক বলেছেন: আপনে কোন চাউলের ভাত খান ??

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

রাতুলবিডি৪ বলেছেন: সারা বছর তো মিনিকেট , নাজিরশাইল খাই , আর ঈদের সময় চিনিগুড়া ।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

নিরীহ বালক বলেছেন: গ্রামের মোটা চাউলের ভাত খাইয়েন , সব কিছু easy easy লাগবে ;) আর খটমটে মনে হবে না ।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

রাতুলবিডি৪ বলেছেন: মগা লাগে না, চিকন চাল মগাই মগা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.