নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি একটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা দেখার জন্যে :( :(

রেজাল্টস বাংলা ডট কম

শিক্ষার জন্যে প্রবেশ কর

রেজাল্টস বাংলা ডট কম › বিস্তারিত পোস্টঃ

ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব!!!! ক্ষতি কার? সাকিবের নাকি বাংলাদেশের?

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব!!!! ক্ষতি কার? সাকিবের নাকি বাংলাদেশের? সাকিব তো সিপিএল খেলতে পারবেই না। কিন্তু বাংলাদেশ সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরে ঠিকই হারাল সাকিব কে।



বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর দুইটায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিং চলছিল। মিটিংয়ে বোর্ডের সকলের আলোচনায় সিদ্ধান্ত হয় সাকিবকে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।



দুপুর একটায় সাকিব মিটিংয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছিলেন। দুপুর পৌনে দু’টায় মিটিংয়ের উদ্দেশ্যে উপস্থিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব এককভাবে তার সঙ্গে মিটিং করে চলে যান। অন্য কারো সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়নি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২

চড়ুই বলেছেন: "ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন সাকিব" আমার মনে হয় ওকে আরও বেশী দিনের জন্য নিষিদ্ধ কড়া উচিত ছিল। অহংকার ভালো জিনিষ নয় যেটা সাকিবের মধ্যে কাজ করছে। আজকে যদি সাকিব কে এই শিক্ষা টা দেয়া হয় তাহলে ভবিষ্যতে যারা ভালো খেলবে
তারা এখান থেকে শিখতে পারবে। বুঝা উচিত দেশের খেয়ে,দেশের পরে দেশের সাথে বেঈমানি করা ঠিক না। বিষয় টা কে অন্যভাবে নেবেন না এটা সম্পূর্ণ আমার নিজের মতামত। ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

হেডস্যার বলেছেন:
সাকিবের সাথে বোর্ডের ব্যক্তিগত কোন শত্রুতা নাই। সুতরাং যা করা হইছে সেটা দলের স্বার্থে, দেশের স্বার্থেই করা হইছে।

আশা করি ভবিষ্যতে কেউ শৃঙ্খলা বা আইন ভাঙ্গার সাহস করবে না।

আর ক্ষতি কিসের?
সাকিবদের যখন জন্ম হয় নাই তখন কিসের ক্ষতি হিসাব করছিলেন?

৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

অন্ধকারে কালো বলেছেন: স্বর্পের মস্তিষ্কে মণি থাকিলেও তা ভয়ংকর নয় কি ?
সেই মণি আহরণের ইচ্ছা থাকিলে অবশ্যই সুপরিকল্পিত কলা কৌশলে অগ্রসর হইতে হইবে, নচেৎ মহা বিপদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

মুদ্‌দাকির বলেছেন:

ক্ষতি হইল বাংলাদেশের।

ডিসিশনটা ভালো হয় নাই।

আমার মনে হয় বোর্ডের কুকুর ছানা গুলা অন্যদের মত সাকিবকে পা চাটাইতে পারেনা বইলাই ওর উপর যত ক্ষোভ!

সামনে বিশ্ব কাপ, এই ছয় মাস ক্রিকেট থেকে সাকিবকে দূরে রাখলে কার লাভ????

বেহায়া বাঙ্গালী ওর খেলা দেখবার জন্যই আবার টিভির সামনে বসে থাকবে !!!!!

এই ফাপন এর ফাপানি আর লোটার লোটামি দিয়া কি যে হবে ????????????????????? !!!!!!!!!!!!!!

৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮

এসব চলবে না..... বলেছেন: মুদ্দাকির সাহেব, কাম টু রিয়েলিটি। যা বলছেন এসব কথার কোন ভ্যালু নেই।
এমন কথা বলার পর সাকিবকে ছেড়ে দেয়া আর দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা এক কথা।

বাংলাদেশ সাকিবদের ছাড়াই ওভার কাম করবে। ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.