নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

লক্ষিটি

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

লক্ষীটি,
ভাবছি তোকে আর তুই করে বলবনা,
ভদ্র লোকেদের সমাজে তোর সংজ্ঞায়ন "তুই" দিয়ে হয়না।
তাই বলে ভেবনা মাঝ রাস্তায় আমি আর তোমার খোপা ধরে টানবনা,
আমার ভালবাসা এ সমাজের কাছে অচেঁনা।
দিনের শেষ অন্ধকারে তাদের সামনেই আমি তোমার ঠোট ছোবনা,
তবে সোনামাখা রোদ্দুরের বিকেলে চায়ের কাপের শেষ চুমুকে তোমার ছোয়া ছাড়া আমার চলবেনা।
এ সমাজ মনে করে
মাঝরাতে তোমার আমার ভালবাসা বিবস্ত্র হয় মুঠোফোনে অন্ধকার ঘরে,
তাদের অনেকেই জানেনা মাঝ রাতের উপাখ্যানে থাকে তোমার আমার স্মৃতিতে ঘেরা বেশ কিছু মুহূর্তের অনুরণন।
তোমার হাতের আংগুল ধরায়
তারা আমার মাঝে খুজে ফেরে বুনো পাশবিকতা,
আমি সহস্র রাত আগে তোমার হাতের ভাঁজে মুখ লুকিয়েছিলাম
কাব্যটা তাদের আর পড়া হয়না।
এ সমাজ নাই বা বুঝলো তোমার আমার সাহিত্য
শহরের শেষটায় না হয় শুরু হবে আবার তোমার আমার কাব্য।।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

কালনী নদী বলেছেন: চলেন পালাই এই মিত্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে!!!

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: কথা গুলো মিশে আছে ঠোঁটে আর শহরের ধুলো মিশে আছে পায়ে।।
কোথায় পালিয়ে বাঁঁচবেন?

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.