নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

তোমার সিথির সিঁদুর

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

তোমার সিথির সিঁদুর
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
তোমার সিথির সিঁদুর
- আব্দুল্লাহ্ আল মামুন
প্রিয়া তোমাকে দেখেছি সেই বোশেখে
বোশেখের মেলাতে লাল শাড়িতে।
চুড়ির জন্য ছিলো তোমার বায়না ।
চুড়ি ছাড়া যে মাধূর্যই পূর্ণ হয়না।
তোমার আমার চোখে দেখা দেখি।
ভেবেছি সেইদিন আমি দেখছি একি?
একটি লাল ফিতে তোমার চাই চুলে
তুমি কি চুলকে খুলে দিয়েছ ভুলে?
নাকি স্বাধীনতা দিয়েছ তাকে মনের খেয়ালে।
তোমার হাসিতে ছিলো কত মায়া।
সব কিছুতেই শান্তির ছায়া ।
তুমি বন্ধু হলে ,
অধম কবি হল বেহায়া ।
তোমার সিথিতে আজ লাল সিঁদুর।
মুখ কত সুন্দর লাগছে নব বধুর ।
শুধু আমি দূরে রয়েছি দাড়িয়ে।
এ জীবনের পথে প্রান্তরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.