নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

সময়ের পেচে জিলাপি খুঁজি

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৪



শুরু থেকেই ফেসবুকে একটা সমস্যা আমার চোখে আসে। সেটা তাদের সময় গণনা আর আবহাওয়া বার্তা দেওয়ার মহান সিস্টেম।
সময়####
ধরুন আমি কারো সাথে চ্যাট করছি সে অনলাইনে আছে। সে যেই অনলাইন থেকে চলে যেতো। ১০সেকেন্ড হয়ে দেরি।ফেসবুকের বলতে দেরি হয় না। এই ব্যক্তি ২মিনিট আগে চ্যাট ত্যাগ করেছেন। তার মানে মিনিট যাওয়া তাদের কাছে কোন বেপার না।
বিকাল বেলা বলে Good morning Abdullah.
রাত্রে বলে good evening Abdullah .
রোদে গাঁ পুরে।।। It's rainy day....
এমন অনেক কান্ড দেখেছি।


ভাবতাম ফেসবুক যেমন তাদের ব্যাবহারকারি গুলোও তেমন। কোন আইন নাই। কপি রাইট নাই। এক লেখা ১০০জন কপি করে।
তাই ব্লগে লিখতে এলাম। ভাবলাম লেখার সুযোগ পাবো।




হায় আফসোস ,
৩দিন যেতে এখানে ৮মাস লাগে। ফেসবুক ১০সেকেন্ডে ২'৩ মিনিট করে। এই খানে তো ৭মাস ৮মাস লাগে ৩দিন যেতে।
আর দেখলাম অনেকে নিউজ কপি করে এমন করে।


যেনো আমেরিকা , উগান্ডা থেকে নিউজ টা সে নিজে কালেক্ট করেছে। নিজেই সম্পাদক, নিজেই সব।


কপি যাকে বলে। তারপরেও তাদের লেখা যায় প্রথম পাতায়।


হায় ৩দিন। আমার অবাগা ৩দিন।
তুমি কয়দিনে, কয় মাসে হবে পূরণ?


তোমার দাম কতো?
ওগো তিন দিন।
তুমি কোথায়?


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

অচেনা হৃদি বলেছেন: এতো আফসোসের কিছু নেই জনাব । এই পোস্টটি দেখুন ! এবং এখানে কমেন্ট করুন । আশা করি শীঘ্রই সেফ হবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.