নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

. বিপ্লব আমাদের রক্তে। ওকে (ওখানেই থাকতে দাও) বিরক্ত কোরো না।

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২১





.
বিপ্লব আমাদের রক্তে। ওকে (ওখানেই থাকতে দাও) বিরক্ত কোরো না। এই আইডিয়া বা ট্যাগ লাইন টা ফেসবুক হতে। আসুন চিন্তা করি
আজকের দিনে কি করা উচিত।



আমরা জানি আমাদের ইতিহাস বিপ্লবী ইতিহাস। বিপ্লব বিদ্রোহ আমাদের রক্তে মিশে আছে।
আর যখনি কোন শাসক দাত উচিয়ে, লাঠি হাতিয়ার তাক করে জনতাকে মারতে আসে। ছাত্ররা তখনি জাপিয়ে পরে।
তরুণ যুবক যাদের রক্ত গরম তারা করে বিদ্রোহ।
এটাই আমাদের পরিচয়।।



তবে আগে বিদ্রোহ করে বিদ্রোহী খেতাব পেলেও
এখন আপনি হবেন অন্য কিছু। রাজাকার, আলবদর , শিবির, চোরা, এইসব।

তাই আসুন ঘুমাই। আর রক্তের বিদ্রোহ সেখানেই থাকুক ঘুমিয়ে।




আমি বলবো না আর, বলবো না দেশে যা হচ্ছে, বা ১০বছর আগে যা হয়েছে ২০০১--২০০৭ বা আজকের এই দশকে কি হচ্ছে। আমি এই সব রাজনৈতিক কাজ গুলোকে খারাপ বলবো না।।। রাজনৈতিক হামলা মামলা এইসবকে ও খারাপ বলতে চাই না।


রাজনীতি করবে। দেশ চালাবে। সব সুবিধা ভোগ করবে। দেশের মালিক হবে। তো বিরোধী দলে গেলে মার তো খাবেই। আবার সময় আসলে তা ফেরত দিয়ে দিয়ো। সুদে আসলে হিসাব সহ।।।।

তবে কন্ডিশন বা শর্ত হল আম জনতা কে তোমাদের খেলার মাঠে টানতে যেয়ো না।
দেখা যায় আমজনতা বার বার শুধু বিপরীত প্রতিক্রিয়া টাই গ্রহন করে

ভালো কিছু পায় না। না পায় সুবিধা।



থাক বাবা আর বকবক করে লাচ নাই।
মুখ বা কলম ফসকে গেলেই জামেলা।


আমি কিছু জানিনা। তোমাদের দেশ তোমরাই খাও।


আমাদের রক্তের স্পিড ঘুমাচ্ছে। Good night, sleep tight..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.