নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এই আমাদের বই মেলা - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪



এই আমাদের বই মেলা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন





বই মেলাতে পাঠক কম।
ছবিতে রংবাহারি সুন্দরী বেশি।


কেউ বা টাকা উড়ায়ে প্রকাশ করে গ্রন্থ।
কবিতা আর উপন্যাস কতো কি।
এই সুন্দরী কবি তুলছে ছবি।
ভক্তরা দাঁড়িয়ে চারপাশে।
মাঝখানেতে কবি।


এখন আগের দিন নাই।
কবিরাই এখন কবিরাজ হয়।
মডেল হয় রংচং মেখে।
সঙ সাজে কেউ টাকা উড়ায়।



ফেসবুকে থাকে নানান বাহানা করা নিউজ।
বই কিনে জিতে নিন আমার সেলফি।
আমার সাথে করে নিন মজার কিছু গল্প।



বই বাজারে এটাই বর্তমান আবহাওয়া।
বই কিনতে গেলেই পাওয়া যায়।
সুন্দরী লেখিকার সনে সেলফি দেয়া।


এটা যেনো সাবানের সাথে লাখ টাকা পুরস্কার।
বাঙ্গালির আর কি দরকার?




যে কোনদিন হাজার প্রচেষ্টা করেও।
মেয়েদের সাথে কথা বলার যোগ্যতা রাখেনি।
যার কথা কেউ শুনেনা।
তারা এই উপহার যেনো গ্রহণ করে নেয় আনন্দে।
সুন্দরী নারীর পাশে ছবি।
তাও আবার সে যদি হয় স্বঘোষিত কবি।



তাহলে তুলবেই এই গ্রাম্য যুবক।
জীবনের সবচাইতে দামী ছবি।
সুন্দরী নারীর হাত তার হাতে।
বাহ কি সুখ বেছারার।
কে দেখে এতো সুখ।


বাহ কবি বাহ।
তুমি কি কবিতা লেখগো?
নাকি রূপচর্চা করার সাবানের বিজ্ঞাপন দাও।
তুমি কি কবি?
নাকি সিনেমার নায়িকা?


তুমি কবি হলে।
কবিতাই লেখো।
পাঠকের গায়ে পরে বই বিক্রি করার দরকার কি?


ফেব্রুয়ারি ২০১৮

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

Monthu বলেছেন: আপনার লেখার ভাবধারা অনেক ভালো লাগে।।
সুন্দর চিন্তা ভাবনা আপনার। ভালো থাকবেন

২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

Monthu বলেছেন: আপনার লেখার ভাবধারা অনেক ভালো লাগে।।
সুন্দর চিন্তা ভাবনা আপনার। ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.