নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

আমার দ্বিতীয় বই, প্রকাশক পার্ল পাবলিকেশন্স!

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯



পার্ল পাবলিকেশন্স থেকে আসছে আমার দ্বিতীয় বই (গল্প সংকলন) "খগেন বাবুর পুষ্টি সমাচার"!

আমাদের আশেপাশেই গল্পরা ঘুরছে। চেনা মুখ, চেনা মানুষ এদের মাঝেই গল্প গুলি খানিক মুখচোরা কিশোরের মত আড়ালে আবডালে লুকিয়ে থাকে, খুঁজে নেয় লেখিয়েরা। বলা কথা , না বলা ভাষা, সুক্ষ সুক্ষ অনুভূতি, গভীর অন্তর্দৃষ্টি, এসব নিয়ে গল্প গুলো বেরিয়ে আসে মনের লুকনো ঝাঁপি থেকে, কুহক বীণার ডাকে।
অতি সাধারন মানুষের গল্প, হঠাৎ প্রেমে পড়বার গল্প “ছায়াময়”, খুব সাধারণ একটি মেয়ের, গভীর এক বোধ আঁকা আছে এ শহুরে গল্পে। তেমন আরেকটি এক “না-মানুষের” গল্প, এটি গল্প নয়, এক অকিঞ্চিৎকর যুবকের কবিতা, যেন লেখা আছে গদ্যের মায়ায়!
“ভালোবাসা রয়ে যায়” গ্রামীণ ডায়ালেক্টে লেখা জীবনালেখ্য, খুব চেনা গল্প, কিন্তু তবু ভাষা আর সুক্ষ ডিটেইলে পাঠককে নিয়ে যায় অন্য কোথাও।

“খগেন বাবুর পুষ্টি সমাচার” একটা ডার্ক থ্রিলার, মানুষের এক ভিন্নরূপ বেরিয়ে আসে, প্রাচীন স্মৃতির দ্বায় কেউ কেউ এখনো বহন করে যাচ্ছে, সেই কুহক ধীরে ধীরে পাঠক কে আবিষ্ট করবে। এই গল্পের নামেই বই এর নাম করণ করা। এ ধরনটা বাংলা সাহিত্যে একটু কমই চর্চিত হয়েছে।

এক কিশোরের সংগ্রামের গল্প, “চৌষট্টি চৌখুপি”, নামের মতই থাকুক খানিক রহস্যময়তা পাঠক নিজেই খুঁজে নিক না হয় গল্পটা!
এক অশরীরী প্রেম, গভীর হাহাকার, না-থাকার এক তীব্র শূন্যতার গল্প “সঙ্গিনী”। ভাষা ও বর্ণনায় এ সংকলনের এক অন্যতম লেখা, দীর্ঘদিন পাঠকের মনে শূন্যতায় এক গভীর বেদনার অনুরণন তুলবে।

নিটোল প্রেমের গল্প “ সন্ধ্যে যখন”, প্রেম প্রকৃতি, মানুষ, জীবন সব এক সুতোতে গাঁথা। মন কেমন করা এক গল্প!

"অরেঞ্জ জেলি" এক সাধারণ গল্প মানুষের জীবনের বদলে যাওয়া দিন গুলির গল্প, খুব সহজ অনায়াসেই পাঠকের মনে দাগ কাটবে।
এ সংকলনের সব চেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে এর গল্পের প্লটের ভিন্নতা, নানা স্বাদের, নানা ধরনের নানা ভাষার, নানা নিরীক্ষণের প্রয়াস নিয়ে লেখা গল্পগুলো পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যাবে। কাব্যিক ভাষা আর গল্প বলার ধরন লেখক কে একটু হলেও গতানুগতিকতার বাইরে নিয়ে গেছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: বিস্তারিত কিছু লিখুন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

ঋতো আহমেদ বলেছেন: প্রচ্ছদে চোখ দুটো কি খগেনবাবুর? না, আপনার?
প্রচ্ছদ সুন্দর হয়েছে। শিল্পীর নাম কি? আরো কিছু বেসিক ইনফরমেশান দিন রবাহূত ভাই।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

রবাহূত বলেছেন: অশেষ ধন্যবাদ, প্রচ্ছদটাও আমারই করা ভাই! চোখ দুটি এন্টনি হপকিন্সের!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

কাওছার আজাদ বলেছেন: বিস্তারিত রিভিউ লিখুন। প্রচ্ছদ দিয়ে লাভ নাই।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ইতিপূর্বে আরো তিনজন যে বিষয়টি উল্লেখ করেছেন , আমিও সেটাই বলতে চেয়েছি। আরো একটু ডিটেলস দিন ; প্লিজ। প্রচ্ছদটি খুব সুন্দর হয়েছে।

শুভকামনা রইল।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আর শুভকামনা ।।।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৩

মা.হাসান বলেছেন: আপনার পোস্টটি কোন ভাবে চোখ এড়িয়ে গেছিল। বই প্রকাশ করায় অনেক ধন্যবাদ আপনার লখা বই আকারে প্রকাশ হলে কিনবো বলেছিলাম, সুযোগ করে দেয়ায় আমি খুশি। পার্ল পাবলিকেশন্স বড় প্রকাশক। আপনার লেখা আমার কাছে উচু মানের মনে হয়। পার্ল পাবলিকেশন্স থেকে বই বের হওয়ায় আমার মতের সত্যতার প্রমান পেলাম। বইয়ের জন্য শুভ কামনা থাকলো।
বইয়ের কাটতি কেমন হলো জানতে পারলে ভালো লাগতো।
২২ অথবা ২৩ তারিখ মেলায় যাবার ইচ্ছে আছে। তখন সংগ্রহ করবো।
আশা করি মার্চ থেকে আবার আপনার লেখা ব্লগে দেখতে পাবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! আপনার সাথে বোধহয় মেলায় কথা হয়েছিলো!

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

মা.হাসান বলেছেন: আপনার সঙ্গে সাক্ষাৎ আমার জন্য বিশাল বড় পাওয়া ছিল। ভালো থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩

রবাহূত বলেছেন: সালাম জানবেন ভাই। ব্লগে ঢুকতে পারছিলাম না অনেক দিন! আজকে পারলাম! বই কেমন লাগলো জানাবেন দয়া করে।

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ডার্ক ম্যান বলেছেন: ডার্ক থ্রিলার ????

২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪২

রবাহূত বলেছেন: কিছুটা মনস্তাত্ত্বিক, কিছুটা আবছায়া এমন থ্রিলার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.