নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সামাজিকতা আর নাই

ফুলঝুরি

রঙ ভালো লাগেনা তাই সাদা কালো স্বপ্ন দেখি যেখানে কোন মিথ্যে নেই

ফুলঝুরি › বিস্তারিত পোস্টঃ

ছোট স্বপ্ন

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

দুদিন আগের ঘটনা ভাতিজা কে স্কুলে নিয়ে গেছি ভরতি করার জন্য। ভরতি শেষে কি মনে হল অধ্যহ্ম এর সাথে দেখা করতে গেলাম।দেখা করে ফিরে আসব দেখি অফিস রুমের কাছে ভাল রকমের জটলা। ঘটনা কি দেখার জন্য এগিয়েে গেলাম দেখি যে মেয়েটি এডমিশনে প্রথম হয়েছে সে ভরতি হতে পারছেনা কিছু টাকার কারনে সেই মেয়েটির মা অফিস সহকারীকে অনেক অনুরোধ করছে সে বাকি টাকা দুদিন পর দিয়ে দিবে কিন্তু অফিস সহকারী জা বলল তাতে মেজাজ গেল গরম হয়ে।সা(-!)বলে যে টাকা না থাকলে এই স্কুলে পড়ানোর দরকার নাই।সেই সাথে বাইরে যেই অভিভাবক গুল আছে তারাও বলা শুরু করল যে এক জনার জন্য তাদের সময় নস্ট হচ্ছে।মেয়েটির বাবা নেই মা আর মেয়ে মামার কাছে থাকে।কাপড় সেলাই করে যা পাই তা দিয়েই চলে কোন রকম।সব শোনার পর ঠিক করলাম মেয়েটির জন্য কিছু দরকার। কি করব ভেবে পাচ্ছিলামনা মেয়েটির মা কি সরাসরি গিয়ে বলবো যে আপনার মেয়ের ভরতির টাকা আমি দেবো। কিন্তু উনি যদি টাকা না নেন। অধ্যক্ষ এর কাছে আবার গেলাম গিয়ে তাকে বললাম যে অই মেয়য়েটির অর্ধেক খরছ আমি দেবো এইচ এস সি পর‍্যন্ত। আপনি মেয়েটির মা ক ডেকে বলেন যে তারে মেয়ের পড়ালিখার অর্ধেক খরচ স্কুল দেবে।অধ্যহ্ম রাজি হলো। আমার বিশ্বাস মেয়েটি জীবনে অনেক বড় হবে।
সেদিন মনে হচ্ছিল আর সামান্য অর্থ যদি আমার থাকতো।
সেই মেয়েটি এখন স্কুলে যায় মনের আনন্দে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: বড়ই মানবিক কাজ। ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

আজমান আন্দালিব বলেছেন: মহৎ হৃদয়ের মানুষ আছে বলেই পৃথিবীটা আজও সুন্দর!

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

খেলাঘর বলেছেন:


ভালো।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অর্থের বিনিময়ে জীবন।
স্যালুট আপনাকে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভালো কাজ করেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.