নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

স্রোতের বিপরীতে আবেগী তরী........

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮

প্রত্যাশার নোনাজল আমাকে স্পর্শ করেনি,আমি দিশেহীন ভৃত্যের মত শুধু প্রত্যাবর্তন খুঁজে গেছি গহীন জলাভূমিতে......চৈত্রের খরতাপে গগনবিদারী অন্তরাত্মা আর বিকট শব্দের মহাকাল আমাকে একটিবারের জন্যও নির্ভেজাল একটি জীবনের স্বপ্ন দেখাতে পারেনি কোনওকালে,তারপরও আগ্নেয়গিরির ঢালু উপলখণ্ডে কাত হয়ে বিদ্ধস্থ জ্বালামুখ টি খুঁজে গেছি বার বার।ঝংকৃত বাদ্যযন্ত্র প্রতি মুহূর্তে জীবনের গান শুনিয়েছে।আমি হিমশীতল জীবন জোছনায় পিলসুজের নরম আলোয় নির্বাক নিথর মুগ্ধতা পেয়েছি,সেই সাথে মৃত্যু যন্ত্রণাকে মুখোমুখি রেখে প্রশ্ন করেছি ,"তুমি কি আমার ভুবন সঙ্গী হবে?" সে কি বীভৎস ,নারকিয়,নগ্ন ভঙ্গিমায় মৃত্যু আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সূর্যের সমতলে রেখে আমৃত্যু যন্ত্রণার করিডোরে আবদ্ধ করেছে.....এখনও আমার বর্তমানের মাঝে অতীতের অন্তক্ষরন......তারপর ও মৃত্যু যন্ত্রণাকে পাশ কাটিয়ে জোছনার পানে ছুটে যাই আমি......আশে,পাশে,সামনে,পিছনে......জানালার কার্নিশে কার্নিশে প্রতিদিন...তারপর সারা পৃথিবীতে.........এরপর অন্য কোনও পৃথিবীতে.........তারপর অন্য কোনও পৃথিবীতে......এভাবেই প্রতিনিয়ত........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.