নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ছায়াপথ......

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

আমার আবেগই আমার সব
বিরুদ্ধ স্বত্বার ধারক,
তবুও প্রতিকুলতার মাঝেও,
নিজের উদ্যত অহমিকা,
হয়েছে বিষাদের পরিপুরক।

ভালবাসার নীল প্রাচুর্যটুকু,
আদায় করে নিতে পারিনি আজও ,
তাই বলে হৃদয়ের অসংলগ্ন সন্ধিটিকে ,
নিছক ভাবিনি অপারগ।

আমি হন্যে হয়ে ছুটেছি শুধুই,
আলোকবর্ষ দূরে,
সীসার বাতাসে নিঃশ্বাস নিয়েছি,
ত্রস্ত নিভাঁজ ,ডুকরে ওঠা বুক ভরে।

ভেঙেছি মেঘ,ভেঙ্গেছি স্বপ্ন,
দেখেছি গ্রহাণুর বিয়োজন ,
ভাঙ্গা বেহালাটি হাতে ছিল তখনও,
দিগন্ত রেখায় দাঁড়িয়ে থেকে
ভুলে যাইনি যার প্রয়োজন।

মহাজাগতিক বিস্ময় দেখেছি,
উল্কাপিণ্ড,সপ্তর্ষি রেখেছি,
পিছুডাক শুনে আঁতকে উঠেছি
ধ্রুবতারার আলোকতরীতে ছুটেছে অগ্নিরথ,
অথচ কি বিস্ময় দেখো,
স্মরনের সংগোপনে থাকো,
দেখা হলনা পাশাপাশি চলা,
ভালবাসার ছায়াপথ।

উৎসর্গঃ যার কাজল কালো সুন্দর চোখ জোড়া জীবনের কথা বলে,তাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.