নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

জানি নির্বাক তুমি

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯

জানি নির্বাক তুমি এই অপরাহ্নে। তবুও অপরাপর জীবনকালে স্বপ্নগুলো কোনঠাসা হয়ে নিভে গেছে নির্বাণ দ্বীপে।চুন সুড়কীর শ্বেত প্রাসাদে প্রাচীন বটছায়ার শীতল প্রশান্তি এখানে অমূলক জানি।তবুও প্রতিদিন বেঁচে থাকার প্রতিধ্বনি শুনি শহরের প্রাচীন গলি জুড়ে।মনে পড়ে মধ্যরাতের হিমশীতল জীবন জোছনায় দুটি মানবসত্বার হেঁটে চলা,অবিচলিত দেহ,চোখের ইশারায় আত্মহারা হয়ে যাওয়া।একজন পূর্নদেহের অস্তিত্ব নিয়ে অন্যজন কল্পনার সঙ্গী।এ জীবন বড়ই সুখের, এ জীবন পেয়ে হারানোর বিরহের,এ জীবন স্বপ্নভঙ্গের।এখন চোখের সামনে অট্টালিকার পাহাড়,বাহারি ঝাড়বাতি,সেলুলয়েডের কম্পন আর আদিখ্যেতার বাড়াবাড়ি।শুধু আকাশটা নেই আগের মতো করে,মেঘ ভেঙ্গে বৃষ্টি নামেনা মাঝরাতে।দিগন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকেনা কোন অদৃশ্য অবয়ব,যার জন্য এতদুর ছুটে আসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.