নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ভাবনা.।.।.।।।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

নিজেকে নিয়ে এখন আর ভাবিনা।রোদে পুড়ে পুড়ে তাম্রকুন্ডলী পাকিয়ে যাওয়া অবয়ব যখনই আয়নায় দেখি,প্রতিবারই মনে হয় কোটি কোটি নীহারিকার মিছিলে একটি মাত্র সপ্তর্ষিমণ্ডল খুঁজছি আমি।অথচ এতটা আত্মকেন্দ্রীক নই।আত্মাকে প্রসারিত করতে চাই আমি।নিরন্তর অরন্যের বুনোগুল্মে জীবন কেটে কেটে ক্ষতবিক্ষত।তাচ্ছিল্যের তটরেখায় এখনও যন্ত্রণাগুলো ছটফট করে।তবুত্ত অস্থিরতার গাঢ় জলাধারে আমি প্রণয়াসক্ত।বিরুদ্ধ বাতাস দুহাতে ভেঙ্গে গহীন রঙ্গশালায় গোঙ্গানীর সুখ এনে দেবোই।তুমি শুধু অপেক্ষায় থেকো একটি সুন্দর সকালের প্রত্যাশায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.